২১ বছরে পাঞ্জাবি উইকিপিডিয়া: ৫০,০০০ নিবন্ধ উদযাপন এবং উজ্জ্বল ভবিষ্যৎ

Punjabi Wikimedians at WikiConference India 2023. Photo by Sailesh Patnaik. Used with permission.

উইকিসম্মেলন ২০২৩-এ পাঞ্জাবি উইকিমিডিয়ান। ছবি শৈলেশ পট্টনায়ক এর। অনুমতিসহ ব্যবহৃত।

উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক সম্প্রদায়ের একটি ব্লগ ভিন্ন উইকিমিডিয়ায় প্রথমবার প্রকাশিত এই নিবন্ধটির একটি সম্পাদিত অনুলিপি এখানে সৃজনী সাধারণ একইরকম ভাগাভাগি ৩.০ অনুমতির আওতায় প্রকাশিত হয়েছে।

একুশ বছর আগে ২০০২ সালের ৩ জুন গুরুমুখী লিপিতে একটি ডোমেন হিসেবে পাঞ্জাবি উইকিপিডিয়া চালু করা হলেও নিবন্ধগুলি প্রথম যুক্ত করা হয় ২০০৫ সালের জানুয়ারিতে। একটি সম্প্রদায় মাত্র ২০১০ এর দশকের শুরুতে এটি গঠন শুরু করে। জুন ২০১২ পর্যন্ত এই প্রকল্পে ২,০০০টি নিবন্ধ থাকলেও ২০১৪ সালে এক বছরে ৮,০০০টি নিবন্ধ যুক্ত হলে এটি দ্রুতবর্ধনশীল ভারতীয়-ভাষার উইকিপিডিয়ায় পরিণত হয়।

পাঞ্জাবি উইকিপিডিয়ার সর্বোচ্চ অবদানকারী ও প্রকল্পের প্রায় ২৩ শতাংশ নিবন্ধের লেখক চরণ গিল বলেছেন:

পাঞ্জাবি ভাষা দুটি লিপি এবং দুটি উইকিপিডিয়ায় বিভক্ত হলেও আমরা এখনো সম্প্রদায়ের মধ্যে একটি সহযোগিতা দেখতে পাই। গুরুমুখীতে তৈরি করা নতুন বিষয়বস্তু দ্রুত শাহমুখীতে প্রতিলিপি করা হয়, কখনো কখনো উল্টোও হয়। আমাদের এই সহযোগিতা আরো জোরদার করতে হবে।

Punjabi Wikipedia. Mission 50,000 Logo. used with permission

পাঞ্জাবি উইকিপিডিয়া। মিশন ৫০,০০০ লোগো। অনুমতিসহ ব্যবহৃত।

মহামারী চলাকালীন মন্থর সময়টির পরে পুরো সম্প্রদায় মিশন ৫০,০০০-এর জন্যে একত্রিত হয়ে পাঞ্জাবি উইকিপিডিয়ার ২১ তম জন্মদিন উদযাপনের জন্যে ৫০,০০০তম নিবন্ধ প্রকাশের একটি আহ্বান জানায়৷ প্রকল্পে তৈরি করা পাঞ্জাবের কাপড় পরিষ্কারের জন্যে ব্যবহৃত একটি গুল্ম থেকে তৈরি একটি সাবানের মতো পাউডার সম্পর্কিত ৫০,০০০তম নিবন্ধটির সমতুল্য অন্যান্য কোনো ভাষায় নেই। কয়েক বছর আগে এই প্রকল্পে যোগ দেওয়া ১৬ বছর বয়সী ব্যবহারকারী হ্যারি সিধুজ এই নিবন্ধটি তৈরি করে।

লক্ষ্য অর্জন

পাঞ্জাবি উইকিপিডিয়াতে পৃষ্ঠাদেখা ২০০৮ সালে প্রতি মাসে গড়ে এক লক্ষ থেকে ৩২ গুণ বেড়ে ২০২৩ সালে প্রতি মাসে গড়ে ৩৩ লক্ষ হয়েছে।

অন্যদিকে পাঞ্জাবি সম্প্রদায় নিজেকে সংগঠিত করে ২০১৫ সালে ভারতের প্রথম ব্যবহারকারী গ্রুপে পরিণত হয়ে স্থানীয় সংগঠন উইকিসম্মেলন ভারত ২০১৬ এর নেতৃত্ব দেয়। সম্প্রদায়ের অনেক সদস্য সম্প্রতি সংগঠিত উইকিসম্মেলন ভারত ২০২৩-এ অংশ নিলে ও যুক্ত হলে পাঞ্জাবি উইকিমিডিয়া অবদানকারী নিতেশ গিল সম্মেলনের নেতৃত্ব পান।

পাঞ্জাবি উইকিপিডিয়ার একমাত্র নারী প্রশাসক গিল উল্লেখ করেছেন:

আমরা একটি ছোট সম্প্রদায় হলেও আমাদের অবদান ও কর্মকাণ্ড অল্প সংখ্যক প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিরও একটি বড় পার্থক্য তৈরির সক্ষমতা প্রদর্শন করে।

তার মতো উইকিমিডিয়ানদের প্রচেষ্টার কারণে পাঞ্জাবি উইকিপিডিয়া আজ দুর্লভ উইকিপিডিয়ার মধ্যে অন্যতম, কারণ ইংরেজি উইকিপিডিয়ায় নারীদের জীবনী ১৮.৫ শতাংশের তুলনায় এই প্রকল্পের সমস্ত জীবনীগুলির ৫২.৮ শতাংশই নারীদের সম্পর্কে।

জানুয়ারি ২০০৫ থেকে মে ২০২৩ পর্যন্ত পাঞ্জাবি উইকিপিডিয়ায় নিবন্ধ সৃষ্টি। উইকিপরিসংখ্যানের মাধ্যমে পাওয়া লেখচিত্র। সৃজনী সাধারণ একইরকম ভাগাভাগি ৩.০ অনুমতি।

বিভিন্ন চ্যালেঞ্জ

সম্প্রদায়টি প্রচুর প্রযুক্তিগত বিশেষ করে টেমপ্লেট এবং সরঞ্জামাদির চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সদস্যরা টেলিগ্রামে উইকিমিডিয়ার সাধারণ চ্যাটে এই ধরনের চ্যালেঞ্জের বিষয়ে সাহায্য চেয়েছে।

অবদানকারী আমির আহরোনি টেলিগ্রাম গ্রুপে লিখেছেন:

যেভাবে পাঞ্জাবি উইকিপিডিয়ার লোকদের এখানে প্রযুক্তিগত প্রশ্ন করেছে, আমার সত্যিই ভালো লেগেছে। এটাই ঠিক কাজ। আশা করি আরো অনেক ভাষার লোকজন এটা করুক।

প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছাড়াও সম্প্রদায়ের সদস্যরা এখনো বিষয়বস্তু ও অবদান সম্পর্কিত নীতি তৈরি্তে যুঝছে। উদাহরণস্বরূপ, আমাদের প্রেক্ষাপটে একটি ভাল নিবন্ধ বা সাইটের অ-মুক্ত বিষয়বস্তু সম্পর্কে একটি আনুষ্ঠানিক নীতির বিষয়ে নীতিমালা।

সামনের দিনগুলি

প্রবীণ উইকিমিডিয়া অবদানকারী মুলখ সিং পাঞ্জাবি উইকি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন:

আমাদের – সম্ভব হলে একটি অফলাইন অনুষ্ঠানের সময় – ভেবেচিন্তে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে। আমাদের কয়েকটি বিষয়: নিবন্ধগুলির গুণমান, নতুনদের দক্ষতা বিকাশের জন্যে একটি মঞ্চ তৈরি এবং বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করা উচিত। পাঞ্জাবের বিভিন্ন শহর থেকে নতুন স্বেচ্ছাসেবক আনার কথাও ভাবা উচিত।

প্রকল্পের বিষয়বস্তু ও প্রযুক্তিগত দিকগুলিতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে সক্রিয়ভাবে অবদান রাখা এবং সম্প্রতি পাঞ্জাবি উইকিপিডিয়ার একজন প্রশাসক কুলদীপ সিং (২৪) যোগ করেছেন:

আমি মনে করি আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সম্ভাব্য কপিসত্ত্ব লঙ্ঘন বিষয়ে সাহায্য করার জন্যে কিছু উন্নত সরঞ্জাম ও বট প্রয়োজন

সাম্প্রতিক বছরগুলিতে এই প্রকল্পে যোগ দেওয়া পরিশ্রমী নবাগতদের দলটিকে দেখা সত্যিই উৎসাহজনক। এই অবদানকারীদের মধ্যে কেউ কেউ পাঞ্জাবি উইকিসংকলনে পাঠ্য প্রতিলিপিতে কয়েক বছর পার করার পর উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেছে। এরকম একজন অবদানকারী তমনপ্রীত কৌর ২০১৮ সালে পাঞ্জাবি উইকিসংকলনে যোগ দেওয়ার সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর। উইকিসংকলনে হাজার হাজার সম্পাদনার পর তিনি ২০২২ সালের মার্চ মাসে সক্রিয়ভাবে পাঞ্জাবি উইকিপিডিয়াতে অবদান রাখতে শুরু করেন। এখন তিনি প্রায় ২,৪০০টি নিবন্ধসহ প্রকল্পের চতুর্থ-সর্বোচ্চ নিবন্ধ নির্মাতা।

আরো বিস্তারিতসহ অবদানকারীদের সম্পূর্ণ তালিকা উইকিস্ক্যানে দেখা যেতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .