ইকুয়েডরের ঐতিহাসিক রায়ে খনিজ ও জীববৈচিত্র্য রক্ষার বৈশ্বিক চাহিদার মধ্যে দ্বন্দ্ব

Imagen del Río Apuela en los llanos del Intag, Ecuador

আপুয়েলা নদী, ইন্তাগ। ছবি ফ্লিকার/ আন্দ্রেয়াস কে (সৃজনী সাধারণ-অবাণিজ্যিক-একইরকম ভাগাভাগির অনুমতি ২.০)

উত্তর ইকুয়েডরের বিশ্বের অন্যতম সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ বনাঞ্চলের ইন্তাগ সম্প্রদায়গুলি ২৯ মার্চ, ২০২৩ তারিখে একটি দীর্ঘ প্রতীক্ষিত আইনি লড়াইয়ে জিতেছে। ইকুয়েডরের একটি আদালত চিলির রাষ্ট্রীয় তামা খনি কোম্পানি কোডেলকো ও ইকুয়েডরের জাতীয় খনিজ আহরণ কোম্পানির (এনামি ইপি) লাইসেন্স বাতিল করেছে৷ আদালতে সম্প্রদায়ের পক্ষের আইনজীবী কার্লোস ভারেলা আরিয়াসের জন্যে এই জয় “ঐতিহাসিক”। আমরা ৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবসে পাঠানো এই রায়ের বার্তাটি ঘনিষ্ঠভাবে দেখার সিদ্ধান্ত নিয়েছি।

ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে তামা ও লিথিয়ামের মতো খনিজগুলির ক্রমবর্ধমান চাহিদাকে ঘিরে দক্ষিণ আমেরিকায় ক্রমবর্ধমান উত্তেজনার অংশও এই বিজয়৷ অন্যান্যগুলির সাথে অটোমোবাইল শিল্পকে সবুজ শক্তির দিকে চালনাসহ আমাদের বায়ুমণ্ডলকে কার্বনমুক্ত করার দৌড়ের একটি মূল্য রয়েছে। বৈদ্যুতিক গাড়ি তৈরিতে অন্যান্য গাড়ির তুলনায় ছয় গুণ বেশি খনিজ সম্পদের প্রয়োজন হয়।

কার্লোস ভারেলার কাছে এই রায়টি প্রমাণ করে ইকুয়েডরে আইনের শাসনকে সম্মান করা হয়। বিচারকরা রায় দিয়েছে খনি কোম্পানিগুলি তাদের কার্যক্রম শুরু করার আগে স্থানীয় সম্প্রদায়ের সাথে সঠিকভাবে পরামর্শ করেনি যা ২০০৮ সালের ইকুয়েডরীয় সংবিধান অনুসারে প্রকৃতির অধিকারের জন্যে ক্ষতিকারক বিবেচিত। ইকুয়েডর প্রকৃতিকে অধিকারযুক্ত বিষয় হিসেবে স্বীকৃতি দেয় এবং ভারেলার মতে আপিলের সুযোগ না থাকায় এটি একটি সুনির্দিষ্ট রায়।

আইনি বিজয় পরবর্তী সংবাদ সম্মেলনে ইন্তাগ সম্প্রদায়ের একজন প্রতিনিধি সিনাইডা গুয়াচগমিরা “এই পরিবেশগত পরিবর্তন কার জন্যে?” প্রশ্ন করে বলেছেন “আমায় ক্ষমা করুন, আমাকে প্রতিদিন খাদ্য সরবরাহকারী একটি সুন্দর পর্বতের বিনিময়ে আমি (হয়তো) একটি বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি পাবো না, [অথচ] বাস্তবে ইকুয়েডরে একটি তামার খনি তৈরি করার পরেও একজন কোটিপতি একটি বিলাসবহুল বৈদ্যুতিক গাড়িতে বসে [এবং] বলতে পারে [তারা] প্রকৃতির যত্ন নেয়।”

জীববৈচিত্র্য ও প্রাকৃতিক এলাকা জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্যে মৌলিক এই বিষয়ে বিজ্ঞানীরা একমত হলেও অনেক লোকের জন্যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এই লড়াই ও পরিবেশ সংরক্ষণ বিপরীত মেরুর। এই সমস্যায় এই রায়ের প্রভাব খুঁজতে গিয়ে আমি আইনজীবী ভারেলার সাক্ষাৎকার নিয়েছি।

মেলিসা ভিদা (এমভি): আপনি কি “বৈশ্বিক উত্তর” ও চীনের নবায়নযোগ্য শক্তি শিল্পে জ্বালানি যোগানোর জন্যে দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক সম্পদের ক্রমবর্ধমান চাহিদার অংশ হিসেবে এই রায়টিকে দেখছেন?

Carlos Varela (CV): En efecto, la sentencia del caso Llurimagua se produce en un momento en el que el apetito voraz por minerales metálicos, como el cobre, ha obligado a las empresas mineras a explorar proyectos en lugares que, como Ecuador, se encontraban fuera de las fronteras de la gran minería. En concreto, este renovado apetito por extraer minerales tensiona las fronteras, antes infranqueables, de lugares con ecosistemas megadiversos y condiciones poco propicias para actividades extractivas. Esto pasa en lugares como Llurimagua, que se asienta sobre los andes tropicales, que es nada menos que uno de los hotspots de diversidad más importantes del planeta.

কার্লোস ভারেলা (সিভি): আসলে তামার মতো ধাতব খনিজের বড় চাহিদার চাপে খনি কোম্পানিগুলি যখন বড় মাপের খনিজ আহরণ না থাকা ইকুয়েডরের মতো জায়গায় প্রকল্প অন্বেষণের দিকে ধাবিত তখন লুরিমাগুয়ার মামলার রায়টি এসেছে। উল্লেখযোগ্যভাবে খনিজ আহরণের এই নতুন চাহিদা মহাবৈচিত্র্যের বাস্তুতন্ত্রসহ খনিজ নিষ্কাশনের জন্যে প্রতিকূল স্থানগুলিতে পূর্বে অনতিক্রান্ত সীমানাগুলিতে চাপ সৃষ্টি করেছে। গ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈচিত্র্য কেন্দ্রের অন্যতম গ্রীষ্মমন্ডলীয় আন্দিজে অবস্থিত লুরিমাগুয়ার মতো জায়গায় এটা ঘটেছে।

এমভি: এই দেশগুলি কি বড় চাহিদার জন্যে প্রস্তুত?

CV: El ingreso agresivo de empresas dedicadas a la minería a gran escala, en países sin experiencia con esa industria, pone a límite la débil capacidad institucional de estos países para regular y controlar una actividad en extremo compleja (desde la perspectiva técnica), lo que – a su vez- genera enormes riesgos sociales y ambientales.

সিভি: এই শিল্পের অভিজ্ঞতাহীন দেশগুলিতে বৃহদাকার খনি সংস্থাগুলির আগ্রাসী প্রবেশ (প্রযুক্তিগত দিক থেকে) নিয়ন্ত্রণে এনে শাসন করার একটি অত্যন্ত জটিল কার্যকলাপ এসব দেশের দুর্বল প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে মারাত্মকভাবে প্রসারিত করার ফলে প্রচুর পরিমাণে সামাজিক ও পরিবেশগত ঝুঁকি তৈরি করে।

এমভি: আপনার দৃষ্টিতে এই সংস্থাগুলি কীভাবে এই দেশগুলিতে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্যে কাজ করে?

CV: La agresividad de las empresas, que proviene de su desesperación por agilitar el inicio de la explotación de minerales en estos nuevos proyectos, se traduce en estrategias asimismo agresivas para “gestionar” los problemas comunitarios; usualmente orientadas a dividir y amedrantar a las comunidades, así como a generar sistemas clientelares con los que se pretende “intercambiar” el acceso a derechos y servicios públicos por el “apoyo” a los proyectos mineros.

সিভি: এই নতুন খনিজ নিষ্কাশন প্রকল্পগুলি যত দ্রুত সম্ভব শুরু করতে মরিয়া হয়ে ওঠার কারণে এসব কোম্পানির আগ্রাসীভাব [স্থানীয়] সম্প্রদায়ের সমস্যাগুলি “ব্যবস্থাপনা” একইরকম আক্রমনাত্মক কৌশলের দিকে নিয়ে যায়; সাধারণত সম্প্রদায়গুলিকে বিভক্ত করে ও ভয় দেখানোর পাশাপাশি ক্রেতা-তালিকা সম্পর্ক তৈরি করে খনির প্রকল্পগুলি “সমর্থন” এর জন্যে অধিকার ও জনপরিষেবাগুলিতে প্রবেশাধিকার “বিনিময়” করতে চায়।

এমভি: আরো সাধারণভাবে [এসব ক্ষেত্রের মধ্যে] অনেকগুলি এই বর্ণনার সাথে মিলে যায় যে জলবায়ু সংকটের সমাধান ও জীববৈচিত্র্য রক্ষার মধ্যে একটি উদ্বেগ রয়েছে। আপনি কি মনে করেন এই উদ্বেগ বিদ্যমান?

CV: No soy experto en energías renovables ni en transición energética, pero, sin duda, toda transición que para concretarse requiera incrementar considerablemente la extracción de minerales metálicos generará una fuerte tensión con la necesidad de proteger la biodiversidad y la diversidad genética en el planeta. Especialmente, si para ello se requiere expandir la frontera minera y, consecuentemente, invadir los pocos espacios en los que la naturaleza todavía se desarrolla ajena a la depredación humana (como los remanentes de bosques en los Andes tropicales).

সিভি: আমি নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি পরিবর্তন বিশেষজ্ঞ না হলেও যথেষ্ট পরিমাণে ধাতব খনিজগুলির নিষ্কাশন বৃদ্ধি প্রয়োজন হলে তা নিঃসন্দেহে গ্রহটির জীববৈচিত্র্য ও জিনগত বৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তার ক্ষেত্রে গভীর উত্তেজনা সৃষ্টি করবে। বিশেষ করে যদি এর জন্যে এখনো মানুষের শোষণের বাইরে বিকশিত (যেমন গ্রীষ্মমন্ডলীয় আন্দিজের বনের অবশিষ্টাংশ) কিছু স্থানে প্রবেশ করে খনির সীমান্ত প্রসারিত করার প্রয়োজন হয়।

এমভি: আপনি কি মনে করেন ইকুয়েডরের সাম্প্রতিক এই রায় এই অঞ্চলের অন্যান্য দেশগুলির প্রতি একটি সংকেত পাঠাচ্ছে?

CV: En efecto, la sentencia envía una fuerte señal a los demás países de la región, así como a los inversionistas extranjeros. En concreto, el mensaje es que, al menos en países como Ecuador, existen comunidades, activistas e instituciones (representados por los jueces) que no están dispuestos a permitir que, a pretexto de la inversión, se vulneren derecho de las comunidades y/o la naturaleza.

সিভি: অবশ্যই এই রায়টি এই অঞ্চলের অন্যান্য দেশগুলির পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদের কাছে একটি শক্তিশালী সংকেত পাঠায়৷ বিশেষ করে বার্তাটি হলো অন্তত ইকুয়েডরের মতো দেশে বিনিয়োগ [আকর্ষণের] অজুহাতে সম্প্রদায় এবং/ বা প্রকৃতির অধিকার লঙ্ঘনের অনুমতি দিতে না চাওয়া সম্প্রদায়, সক্রিয় কর্মী ও (বিচারকদের প্রতিনিধিত্বে থাকা) প্রতিষ্ঠান রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .