প্রবীণ আদিবাসী সাংবাদিক স্ট্যান গ্রান্ট যুক্তরাজ্যের রাজা চার্লসের রাজ্যাভিষেক সম্প্রচারকারীর কভারেজের সময় বর্ণবাদী হামলার শিকার হয়ে অস্ট্রেলীয় সম্প্রচার কর্পোরেশন (এবিসি) এর প্রোগ্রাম হোস্ট ও কলামিস্ট তার ভূমিকা থেকে বিরতি নিয়েছেন।
উইরাজুরি আদিবাসীদের অন্তর্গত গ্রান্ট তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি এবিসি’র সাম্প্রতিক ঘটনাবলীর অনুষ্ঠান কিউ+এ’র হোস্ট এবং এবিসি সংবাদ অনলাইনের নিয়মিত কলামিস্ট।
গ্রান্ট ১৯ মে ব্রিটিশ রাজতন্ত্রের ঔপনিবেশিক উত্তরাধিকার ও বিশেষ করে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর উপর এর প্রভাব সম্পর্কে একটি টিভি প্যানেলে অতিথি হওয়ার পরে তার ও তার পরিবারের বিরুদ্ধে বর্ণবাদী তিক্ততা সম্পর্কে লিখেন। রাজা চার্লসের রাজ্যাভিষেকের কয়েক ঘণ্টা আগে সম্প্রচারিত অনুষ্ঠানটির সময় নিয়ে রক্ষণশীল অনেকে ভ্রুকুটি করে।
গ্রান্ট ছুটি নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন:
“আমি এটি লিখছি কারণ আমাকে তাদের রাজ্যাভিষেকের কভারেজে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো এবিসির কোনো প্রযোজকই প্রকাশ্যে সমর্থনের একটি শব্দও উচ্চারণ করেননি। এবিসির কোনো নির্বাহী আমার সম্পর্কে লেখা বা বলা মিথ্যাগুলি প্রকাশ্যে অস্বীকার করেননি। আমি কোনো ব্যক্তিকে দায়ী করছি না; (কারণ) এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা।”
তিনি কীভাবে “গণমাধ্যম জনসাধারণের আলোচনাকে একটি বিনোদন পার্কে পরিণত করেছে” তা তুলে ধরে সামাজিক গণমাধ্যমকে একটি “কিম্ভুত তামাশা” হিসেবে বর্ণনা করেছেন যেখানে “জীবনকে উপহাসের পর্যায়ে নামিয়ে মশকরায় পর্যবসিত করা হয়েছে।” তিনি আরো বলেছেন:
আমি বিরতি নিয়েছি কারণ আমরা আবার দেখিয়েছি যে আমাদের ইতিহাস – আমাদের কঠিন সত্য – গণমাধ্যমের জন্যে খুব বেশি বড়, ভঙ্গুর ও মূল্যবান। গণমাধ্যম কেবল দ্বন্দ্বের লাইন দেখে, (সংযোগের) সেতু নয়। এটি শুধু রাজনীতি দেখে।
আমি এর কোন অংশ চাই না। আমি গণমাধ্যমের দুর্গন্ধ থেকে অনেক দূরে সুন্দর জায়গা খুঁজে পেতে চাই। আমি আমাকে সামাজিক গণমাধ্যমের নর্দমার কথা মনে করিয়ে দেওয়া হয় না এমন জায়গায় যেতে চাই।
তার অনুষ্ঠানের শেষ পর্বের সময় তিনি তার স্বজাতি উইরাজুরি জনগণকে সম্বোধন করেন:
আমার জনগণকে বলছি – আমি সবসময় গর্বের সাথে আপনাদের প্রতিনিধিত্ব করতে চেয়েছি। আমি জানি আমি কখনো কখনো আপনাদের হতাশ করলেও আমার নিজের সামান্য উপায়ে আমি আমাদের দৃশ্যমান করতে চেয়েছি। এবং আমি দুঃখিত যে অল্প সময়ের জন্যেও আমি এটি করতে পারিনি।
এই ইউটিউব ভিডিওর মাধ্যমে তার সম্পূর্ণ বক্তব্যটি দেখুন:
এবিসি সংবাদের পরিচালক জাস্টিন স্টিভেনস আগেই গ্রান্টের প্রতিরক্ষায় না আসতে পেরে অনুতাপ এবং অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানকে গ্রান্টের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার অভিযোগ করে একটি বিবৃতি দিয়েছেন:
কভারেজের দায়িত্ব এবিসি সংবাদ ব্যবস্থাপনার, স্ট্যান গ্রান্টের নয়। তবুও তিনিই সমালোচনার বিশেষ করে এবিসিকে লক্ষ্যবস্তু করা গণমাধ্যমের সাধারণ অংশের গালাগালির শিকার হয়েছেন। প্যানেল আলোচনায় তার অবদানের বিষয়ে অন্যায়, ভুল এবং দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন করা হয়েছে। এটি ভয়ঙ্করভাবে ব্যক্তিগত ও বর্ণবাদী দুর্ব্যবহারে অবদান রেখেছে।
গার্ডিয়ান পত্রিকার সাথে একটি সাক্ষাৎকারে স্টিভেনস রুপার্ট মারডকের সংবাদ কর্পোরেশনকে গ্রান্টের বিরুদ্ধে অতিরঞ্জনে নেতৃত্ব দেওয়ার জন্যে অভিযুক্ত করেন। তবে সংবাদ কর্পোরেশন অস্ট্রেলেশিয়ার প্রধান নির্বাহী মাইকেল মিলার অভিযোগটি “বিভ্রান্তিকর” ও “অপ্রমাণিত” বলে এবিসিকে “নিজের অভ্যন্তরীণ সমস্যার জন্যে অন্যকে দোষ দেওয়া বন্ধ করার” আহ্বান জানিয়েছেন।
এবিসির কর্মীরা গ্রান্টের প্রতি সংহতি এবং বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২২ মে বিভিন্ন শহরে তাদের কার্যালয়ের বাইরে জড়ো হয়। টুইটার হ্যাশট্যাগ #আমিস্ট্যানেরসাথে সামাজিক গণমাধ্যমে গ্রান্টের প্রাপ্ত সমর্থন দেখায়।
Huge turn out of ABC @withMEAA members standing with Stan Grant. The vile racism that has been thrown at him and other Indigenous staff members recently is not on #istandwithstan #werejectracism pic.twitter.com/EHcPm5U9to
— Tyron Butson (@tbutson) May 22, 2023
স্ট্যান গ্রান্টের সাথে দাঁড়ানো এবিসি @এমইএএ সদস্যদের বিপুল ভোট। সম্প্রতি তার ও অন্যান্য আদিবাসী কর্মী সদস্যদের প্রতি নিক্ষিপ্ত জঘন্য বর্ণবাদ আর নয় #আমিস্ট্যানেরসাথে #আমরাবর্ণবাদচাইনা
এবিসির ব্যবস্থাপনা পরিচালক ডেভিড অ্যান্ডারসন আনুষ্ঠানিকভাবে গ্রান্টের কাছে ক্ষমা চেয়েছেন।
গণমাধ্যম, বিনোদন ও শিল্প জোট, অস্ট্রেলীয় গণমাধ্যম কর্মীদের ইউনিয়ন উল্লেখ করেছে এই সমস্যাটি সাংবাদিকদের দুর্ব্যবহার থেকে রক্ষা করার বিষয়ে আরো কথোপকথন ও পদক্ষেপের দিকে পরিচালিত করবে।
আমরা যার সম্মুখীন তা সঠিকভাবে উপলব্ধি এবং আমাদের গল্প বলা কর্মীদের দুর্ব্যবহার ও বিপদমুক্তভাবে তাদের গুরুত্বপূর্ণ জনসেবা চালিয়ে যাওয়া নিশ্চিত করতে আমাদের অবশ্যই এই ভয়ানক মুহূর্তটিকে নিতে পারতে হবে।