জাল অ্যাকাউন্ট ও কাজাখস্তানের রাষ্ট্রপতি নির্বাচন

পিক্সাবে থেকে গার্ড অল্টমানেছবি। একটি পিক্সাবে অনুমতির অধীনে ব্যবহৃত।

আধুনিক স্বৈরাচারে বিরোধী ও শাসকগোষ্ঠীর সমালোচকদের প্রান্তিক কণ্ঠস্বরকে শক্তিশালী করতে ইন্টারনেট এখনো একটি স্বাধীন মঞ্চ। কাজাখস্তানের ক্ষমতাসীন নেতৃত্ব ইন্টারনেট ব্যবহারকারীদের হৃদয় ও মন জয় করা, বিভ্রান্তি ছড়ানো ও সরকারের প্রতি উৎসাহী সমর্থন অনুকরণে কৃত্রিম স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন।

রাষ্ট্রীয় জনসংযোগে জাল অ্যাকাউন্টের বিস্তার কাজাখ রাজনীতিতে একটি নতুন ঘটনা নয়, এটি শুরু হয় ২০১৭ সালে ৷ বর্তমান সরকারের পক্ষে অনুকূল মন্তব্য তৈরি করার জন্যে নুরবটগুলি ভুয়া সামাজিক গণমাধ্যম অ্যাকাউন্টগুলির প্রতিনিধিত্ব করে৷ কাজাখস্তানের প্রথম রাষ্ট্রপতি নুরসুলতান নাজারবায়েভের ব্যক্তিবাদী শাসনের সময় আবির্ভূত এটি নেতার নামের প্রথমাংশ থেকে তিনটি অক্ষর গ্রহণ করেছে। বাস্তবায়নের যুক্তিতে এটি ‘ক্রেমলিন-বটস’ এর মতো। কাজাখস্তানি সাংবাদিক ইরিনা গালকিনার যুক্তিতে ইন্টারনেটে শাসন ক্ষমতার আধিপত্যবাদী আখ্যান তৈরি ও প্রতিলিপি করার জন্যে আগ্রাসী প্রচার প্রক্রিয়া হিসেবে নুরবট উদ্ভাবিত হলেও এটি কম জনপ্রিয় প্রিন্ট গণমাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়।

নুরবট তথ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির প্রশাসন পরিচালিত শাসকগোষ্ঠীর তথ্য চ্যানেলের আদেশ পূরণ করেছে। তারা আনুষ্ঠানিক সংবাদের আওতায় অসংখ্য প্রশস্তিমূলক অ্যাকাউন্ট ও মন্তব্যের মাধ্যমে জনসমর্থন অনুকরণের জন্যে পরিকল্পিত। মন্তব্যগুলিতে: “রাষ্ট্রপতি সর্বদা মানুষের কথা বিবেচনা ও চিন্তা করেন,” “পর্যাপ্ত পেশাদারি যোগ্যতা থাকলে যেকেউ সর্বদা এ দেশে একটি উপযুক্ত বেতন ও ভাল জীবনযাত্রা খুঁজে পেতে পারে”, “আমাদের রাষ্ট্রপতি অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীলতা ও শান্তি দেন” এমন কথা থাকে। বার্তাগুলির সজ্জা শ্রোতা ও আনুষ্ঠানিক সংবাদের বিষয়ের উপর নির্ভর করে।

বটগুলি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণাত্মক প্রকাশনার দৃশ্যমানতা হ্রাস করে ডিজিটাল স্থানে অনুপ্রবেশ করে প্রভাবশালী আলোচনা তৈরি করতে সাহায্য করে। আসল প্রোফাইলগুলি অনুকরণ করার জন্যে অনির্দিষ্ট মানুষের ছবি চুরি ও ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করে জাল অ্যাকাউন্ট তৈরি করা হয়। ছবিগুলি সাধারণত কাজাখদের মতো দেখতে জাতিগত ইয়াকুতি ও কিরগিজদের। বছরের পর বছর ধরে (২০১৭-২০১৯) নুরবটের কৃত্রিমভাবে জাল অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা ও প্রকৃত জনমতের প্রতিস্থাপন ও বিকৃতির মতো নেতিবাচক প্রভাব ছিল।

নাজারবায়েভের উত্তরসূরি কাসিম-জোমার্ট তোকায়েভের গণতন্ত্রীকরণ ও রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি সত্ত্বেও ২০২২ সালের নভেম্বরে তার নির্বাচনী প্রচারে জাল অ্যাকাউন্ট সক্রিয়ভাবে ব্যবহার করা হয়। অস্থির রাজনৈতিক উত্তরণের সময় এই শাসকগোষ্ঠীর সাধারণ কৌশল গুলির মধ্যে ছিল সাময়িকভাবে সমালোচনামূলক ওয়েবসাইটগুলি অবরোধ ও ইন্টারনেট সংযোগের গতি হ্রাস। অক্টোবর ২০১৮ সালে গৃহীত নতুন আইনটি “স্থানীয় পর্যায়ে” রাষ্ট্রীয় কর্তৃপক্ষগুলিকে সামাজিক ও রাজনৈতিক জরুরী পরিস্থিতিতে ইন্টারনেট নেটওয়ার্কের কার্যক্রম স্থগিত করার অনুমতি দিয়েছে। সীমাবদ্ধ ইন্টারনেট পরিবেশ বিভ্রান্তি ছড়াতে সক্ষম ও প্রতিক্রিয়ার জন্যে বট ব্যবহারকে উৎসাহিত করে।

ফেসবুকে বিদ্যমান মন্তব্য ও জাল পোস্টগুলি নিম্নলিখিতভাবে তৈরি করা হয়:

“আমি/আমরা নতুন কাজাখস্তান পছন্দ করেছি। আমি/আমরা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের পরিবার তোকায়েভকে চারটি ভোট দিয়েছি। আমার/আমাদের পছন্দ সঠিক ও সচেতন। আমি/আমরা বিদ্যমান রাজনৈতিক গতিপথকে সম্মান করি এবং আশা করি অন্যরাও একই কাজ করবে।”

তারা সরকারের সক্রিয়ভাবে প্রচারিত দুটি আখ্যান – রাজনৈতিক ধারাবাহিকতার সুবিধা ও জীবনের আর্থ-সামাজিক মানের উন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করে।

ইনস্টাগ্রাম প্রোফাইল “তোকায়েভ_ক্রাশ” ছিল ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে জনপ্রিয় করার একটি সৃজনশীল প্রচেষ্টা। ভাইরাল এই ইন্টারনেট অ্যাকাউন্টটি রাষ্ট্রপতি তোকায়েভের ভাবমূর্তি আধুনিকীকরণ ও তরুণ ভোটারদের কাছে আবেদনের জন্যে প্রকাশ্য টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম চ্যানেলে ছড়িয়ে দেওয়া হয়।

তোকায়েভ ক্রাশ পোস্টগুলি একটি অ্যানিমে চরিত্র বা কমিকসের একজন সাহসী যোদ্ধার মতো দেখতে তরুণ ও দুর্দান্ত দেশপ্রেমিক চিত্রিত একজন তোকায়েভের একটি দৃশ্য-গ্রন্থনার প্রতিনিধিত্ব করে। অনেক প্রচেষ্টা সত্ত্বেও এই অ্যাকাউন্টটি প্রচুর সমালোচনা লাভ করে এবং লোকেরা এটিকে ভুয়া রাষ্ট্রীয় জনসংযোগ হিসেবে কুখ্যাত করে। প্রার্থীর নির্বাচনী জয় সত্ত্বেও নাগরিকদের বোকা বানানো ও বোঝানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

শেষ পর্যন্ত সামাজিক গণমাধ্যমে সরকারপন্থী আলোচনা পুনঃনির্মাণ করার প্রক্রিয়াটি শাসক অভিজাতদের জনগণের সাথে অর্থপূর্ণভাবে জড়িত থাকার অক্ষমতা প্রদর্শন করায় তারা জাল গল্পের প্রবণতা অবলম্বন করে। জাল অ্যাকাউন্টের উপর ক্রমাগত নির্ভর করা একটি ব্যয়বহুল ও অকার্যকর প্রচারণার হাতিয়ার। কাজাখস্তানে তোকায়েভের রাষ্ট্রপতি প্রচারণার সময় জাল অ্যাকাউন্ট থেকে বিষয়বস্তুর বিস্তার গণতান্ত্রিক আলোচনা ও শাসকগোষ্ঠীর সমালোচনাকে হ্রাস করে সরকারের ইন্টারনেট স্থান দখলের সুযোগ করে দিয়ে শাসিত ও শাসকদের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়।

অনলাইনে ভিন্নমতাবলম্বীদের প্রান্তিকীকরণ কেবল তাদেরকে আরো দূরবর্তী করে কাজাখস্তানে দক্ষ সরকারকে রাজনৈতিকভাবে বৈধ করার ক্ষেত্রে ভবিষ্যতের চ্যালেঞ্জ তৈরি করেছে। নাগরিকদের হৃদয় ও মনের মালিকানা ছাড়াই জাল অ্যাকাউন্টগুলি ইন্টারনেট স্থানকে কলুষিত করে সেখানে আধিপত্য বিস্তার করছে।

পরাধীনতা পর্যবেক্ষক থেকে আরো কিছুরা জন্যে দয়া করে প্রকল্প পৃষ্ঠা দেখুন।

 

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .