ফেট সায়ো
মূলত একটি অলাভজনক গণমাধ্যম, প্রযুক্তি এবং সংস্কৃতি সংস্থা এনগেজমিডিয়ায় প্রকাশিত এই নিবন্ধটি গ্লোবাল ভয়েসেসের সাথে একটি বিষয়বস্তু ভাগাভাগি করার চুক্তির অংশ হিসেবে এর একটি সম্পাদিত সংস্করণ এখানে পুনঃপ্রকাশিত হয়েছে৷ এশিয়া-প্রশান্তমহাসাগরীয় ডিজিটাল অধিকার ২০২৩ (ডিআরএপিএসি২৩) সমাবেশের প্রাক্কালে এই ব্লগ পোস্টে এনগেজমিডিয়ার নির্বাহী পরিচালক ফেট সায়ো ডিজিটাল অধিকারের স্থানে পুরানো ও নতুন মিত্রদের সহযোগিতার অনুভূতি তৈরির প্রক্রিয়ায় যোগদান ও ডিজিটাল অধিকারের পটভূমিতে বিচরণের জন্যে আগামীর পাঠ ও চ্যালেঞ্জগুলি প্রতিফলনের আমন্ত্রণ জানিয়েছেন।
সমাবেশের আহ্বায়ক হিসেবে এনগেজমিডিয়া দুই বছরের বেশি ভার্চুয়াল আহ্বান ও সীমিত নেটওয়ার্কিং সুযোগের পর ডিজিটাল অধিকার আন্দোলনকে এগিয়ে নিতে জ্ঞান, সহযোগিতা এবং গতিশীলতা তৈরি ও শক্তিশালী করার জন্যে পরিবর্তনকারীদের জন্যে একটি স্থান কল্পনা করছে।
দুহাজার বিশ সালে’র মহান ৪০৪ (২০২০ সালে শুরু কোভিড-১৯ মহামারী উল্লেখ করতে আমার ছেলে ও আমার খুঁজে পাওয়া একটি শব্দ) অদ্ভুতভাবে যুগপৎ দূরবর্তী ও সাম্প্রতিক অনুভূত হচ্ছে। ব্যক্তিগত ও পেশাগতভাবে এটি আমার একটি মহান পরিবর্তনের কারণ। গত তিন বছরে আমার পরিবার দিল্লি থেকে টরেন্টো হয়ে এশিয়ায় ফিরে ভ্যাঙ্কুভারে চলে এসেছে।
পরিবর্তনের সুযোগ দ্বিগুণ করে আমার পরিস্থিতি প্রাক-মহামারী থেকে প্রায় ১৮০ ডিগ্রি ভিন্ন। আমি বলা যায় “ডিজিটাল যাযাবর”-এ পরিণত হয়েছি। আমি অবস্থান নিরপেক্ষ হয়েছি।
অনেকভাবে আমরা সবাই অবস্থান নিরপেক্ষ হয়ে গেছি। কোভিড-১৯ রোগটি আমাদের অবস্থান নির্ভর নয় বলে কাজ, স্কুল ও খেলার জন্যে অনলাইনে অন্য কোথাও আমাদের কাটানো সময় নাটকীয়ভাবে বেড়েছে।
আমাদের মহামারীর মধ্যে থাকাটা কোনোভাবে সত্য ও উদযাপনের যোগ্য হলেও আমি ডিআরএপিএসি২৩ সমাবেশকে মহামারী পরবর্তী অনুষ্ঠান হিসেবে প্রচার করতে দ্বিধাবোধ করি। আমি আমরা সমাবেশকে যথারীতি ব্যবসায় ফিরে আসার সুযোগ হিসেবে না দেখে বরং ব্যবসা ও জীবন কীভাবে অস্বাভাবিক হয়ে উঠেছে তা প্রতিফলনের সুযোগ হিসেবে দেখতে চাই। অস্বাভাবিকতা সম্পর্কে চিন্তা করতে গিয়ে আমি কোভিড-১৯ পূর্ববর্তী বায়াপার-স্যাপারের পরিবর্তে আমি আমাদের লক-ইন, লক ডাউন এবং বন্ধ রাখা সম্পর্কে চিন্তা-ভাবনা করার আহ্বান জানাচ্ছি।
লক-ইনের ক্ষেত্রে আমি প্রযুক্তি ও নীতিগত লক-ইনের উল্লেখ করি যা আমরা এখন স্বাভাবিক হিসেবে গ্রহণ করে থাকি। আমার পরামর্শ আমাদের বিভিন্ন সহযোগী সংস্থা বা প্রগতিশীল যোগাযোগ সমিতি ও এলআইআরএনইএশিয়ার প্রধানদের কাছ থেকে উপদেশ নিয়ে আমাদের ডিজিটাল অধিকার আন্দোলনের পরিবর্তনকারীদের প্রযুক্তির মান, উন্নয়ন ও শাসনকে মানবাধিকারের সাথে যুক্ত করার প্রক্রিয়া খুঁজে বের করার জন্যে আরো চেষ্টা করতে হবে।
জনকল্যাণের জন্যে ডেটা সংগ্রহ একটি বৈধ দৃষ্টিভঙ্গি হলেও ভেতর থেকে এর নিরীক্ষা প্রয়োজন। প্রযুক্তিগত উন্নয়ন ও প্রয়োগ অধিকারগুলি তৈরি করে বলে সুশীল সমাজ আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াগুলিতে আলোচনা করতে পারে না।
লকডাউন ও বন্ধ রাখা দিয়ে মহামারীটি দেখিয়েছে আমাদের প্রজাতির সহনশীলতার জন্যে ডেটা প্রবাহ ও নেটওয়ার্ক অবকাঠামো গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বব্যাপী ইন্টারনেট অবকাঠামোতে ডেটা প্রবাহের উপর আমাদের ক্রমাগত আন্তঃনির্ভরতা আমাদের নেটওয়ার্ককৃত সমাজের মুখোমুখি হওয়া ইতিবাচক ও নেতিবাচক আলোচ্যকে বিস্তৃত করেছে, যার অর্থ হলো কানাডা ও ভারতে আমার বাচ্চারা ও আমি একাধিক সময় অঞ্চলে পরিচালিত ডেটা পরিকল্পনা ও জুম সংস্কৃতির সাথে যুক্ত ছিল। আমাদের যন্ত্রের পর্দাগুলি শ্রেণীকক্ষ ও কর্মক্ষেত্রকে প্রতিস্থাপন করেছে।
কোভিড-১৯ ভাইরাস প্রকৃত দূরত্ব যাই হোক না কেন দূর থেকে আমাদের কাজ, শেখা ও খেলার মাধ্যমে জীবনের চিরাচরিত ধরনকে দূরবর্তী করে দিয়েছে। দূর থেকে পরিচালনা করার বাড়তি খরচের কারণে দরিদ্র ও প্রান্তিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
অধিকারের দৃষ্টিকোণ থেকে আমাদের মতো সমালোচকদের ইন্টারনেটের ত্বরান্বিত গণঅভিযোজনের ইতিবাচক আলোচ্যকে স্বীকার করতে আমাদের অবস্থান পুনঃনির্ধারণ করতে হবে। অবকাঠামোতে প্রবেশাধিকারকে আমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার কার্যকর করার মতো “মৌলিক অধিকার” বানাতে একটি ঘটনা ঘটাতে হবে। একই সাথে মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের মতো অনলাইন মানবাধিকারের জন্যে, সুনির্দিষ্টভাবে অবকাঠামোতে প্রবেশাধিকার সংক্রান্ত ইতিবাচক আলোচনার জন্যে সংগ্রাম আগের চেয়ে আরো বেশি প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি আমরা দুটোতেই জিততে পারি। নেতিবাচক প্রভাবের জন্যে আমাদের ইতিবাচক সুবিধা বেঁচে দিতে হবে না। বাস্তবে তত্ত্ব, গবেষণা ও নীতি নিয়ে আমাদের জন্যে অনেক কাজ করতে হবে।
প্রথম কাজটি হলো জিনিসগুলি বোঝানো। সমাবেশে আমরা আপনাকে নেটওয়ার্ক ও টেলকো বন্ধ রাখা বোঝার জন্যে আমন্ত্রণ জানাই। নিয়ন্ত্রণের সাইবার আইনের উত্থান বোঝার জন্যে আমরা আপনাকে আমন্ত্রণ জানাই। আমরা আপনাকে আমন্ত্রণ জানাই তথ্য কীভাবে বিকৃত হয় এবং কীভাবে ঘৃণা আলোর গতির কাছাকাছি যেতে পারে। আমরা আপনাকে গণসেন্সর ও নজরদারি এবং নাগরিক স্থান সঙ্কোচনের বিষয়ে চিন্তা করার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ছেদ-বিষয় ও বিভিন্নভাবে ডেটা নাগরিকত্বের চ্যালেঞ্জ তৈরির উপায় সম্পর্কে চিন্তা করতে। আমরা আপনাকে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ এবং কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার অনিবার্য উত্থানের বিষয়টি বিবেচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনাকে ডেটা ন্যায়বিচার ও ডেটা সুরক্ষা বোঝার জন্যে আমন্ত্রণ জানাই। আমরা আপনাকে আঞ্চলিকতা বোঝাতে আমন্ত্রণ জানাই। আমরা আপনাকে সুশীল সমাজের দাবিদার ভূমিকা বোঝাতে আমন্ত্রণ জানাই।
দ্বিতীয়ত কোনো একটি সুশীল সমাজ সংস্থাই আমাদের কর্মরত খাতগুলির বহু- ও আন্তঃ-শৃঙ্খলা প্রকৃতি গ্রহণ করতে পারে না৷ আমরা আপনাকে আমাদের সাথে সমস্যার একটি পরিষ্কার আরো সামগ্রিক চিত্র বোঝার জন্যে দক্ষতার বৈচিত্র আনার আমন্ত্রণ জানাই। আমরা জটিলতা ব্যবস্থাপনার জন্যে সম্মত আলোচনাগুলি এগিয়ে নেওয়ার জন্যে আমাদের সংস্থানগুলিকে প্রত্যাশিত মানে নিতে বৃহত্তর সমন্বয়/ সহযোগিতার আহ্বান জানাই। আমরা অভূতপূর্ব চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পরিমিত কাজ করার দৃঢ়তা অর্জনে সংহতির আহ্বান জানাই।
আমরা আপনাকে ডিআরএপিএসি২৩ সমাবেশে (২২ – ২৬ মে) আমন্ত্রণ জানাই, যেখানে আমরা আশা করি সম্মিলিতভাবে অনুভূতি তৈরি ও সহযোগিতার দিকে এগিয়ে যেতে পারবো।
মহামারীটি শেষ না হওয়ায় মাস্ক থেকে মাস্কেই আহ্বান জানাতে হবে। আমি চিয়াং মাইতে পুরানো বন্ধুদের দেখতে ও নতুনদের তৈরি করতে উন্মুখ।