নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের পর গণতন্ত্রের দিকে ঝুঁকছে থাইল্যান্ড

ভোট গণনা দেখার জন্যে ১৪ মে ব্যাংককের ফ্রা খানং জেলার একটি ভোটকেন্দ্রে জমায়েত ভোটাররা। সূত্র: প্রচাতাই

গ্লোবাল ভয়েসেস মূলত থাইল্যান্ডের স্বাধীন সংবাদ সাইট প্রাচাতাই প্রকাশিত এই সম্পাদিত নিবন্ধটির একটি সম্পাদিত সংস্করণ একটি বিষয়বস্তু ভাগাভাগি চুক্তির অধীনে পুনঃপ্রকাশ করেছে।

রবিবারের সাধারণ নির্বাচনে প্রাক্তন বিরোধী দলগুলি ২০১৪ সালের অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ডে শাসনকারী সামরিক-সমর্থিত দলগুলিকে পরাজিত করে একটি নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।

শতকরা ৯৯ ভাগেরও বেশি ভোট গণনার সাথে সাথে নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক ফলাফল অনুসারে প্রগতিশীল মুভ ফরওয়ার্ড পার্টি নিম্নকক্ষে সবচেয়ে বেশি সংখ্যক ১৫২টি আসন পেয়েছে। এতে ১১৩ আসনের সাংসদ এবং ৩৯ জন দলীয়-তালিকাভুক্ত সাংসদ রয়েছে।

নিকটতম দ্বিতীয় হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতোংটার্ন সিনাওয়াত্রার নেতৃত্বে ১১২টি আসনের সাংসদ ও ২৯ জন দলীয়-তালিকাভুক্ত সাংসদ মিলে মোট ১৪১টি আসন নিয়ে জনপ্রিয়তাপন্থী ফেউ থাই পার্টি। এখন ৫০০টি নিম্নকক্ষের আসনের মধ্যে বিগত সরকারের আমলের বৃহত্তম বিরোধী দল দুটির সম্মিলিতভাবে ২৯৩টি আসন রয়েছে৷

গাঁজাকে অপরাধমুক্ত করার প্রচারণার পথিকৃৎ ভুমজাইথাই পার্টি ৭০টি আসন নিয়ে তৃতীয় স্থান লাভ করলেও ২০১৪ সালের  অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী সামরিক গোষ্ঠী সমর্থিত প্রবিত ওংসুওয়ানের পালং প্রচারথ পার্টি এবং প্রয়ুত চ্যান-ও-চা’র ইউনাইটেড থাই নেশন পার্টি যথাক্রমে ৪১ ও ৩৬ আসন নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করেছে।

১৫ মে, ২০২৩ তারিখে মুভ ফরোয়ার্ড পার্টির নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী পিটা লিমজারোয়েনরাত একটি নতুন সরকার গঠনে নেতৃত্ব দানে দলের প্রস্তুতি নিশ্চিত করে বিজয় ঘোষণা করেছে

আমি ঘোষণা করছি মুভ ফরোয়ার্ড পার্টি পরবর্তী সরকার গঠনে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমি সকল থাইদের প্রধানমন্ত্রী হতে এবং নিজেকে আরো ভাল প্রধানমন্ত্রী করার জন্যে বিভিন্ন মতামত শুনতে প্রস্তুত। আমরা গণতন্ত্রের জন্যে সকল পক্ষের অতীত লড়াইকে সম্মান জানাতে এবং অব্যহত রাখতে প্রস্তুত। আমরা প্রস্তুত গণতান্ত্রিক ব্যবস্থা ও সংসদীয় ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে।

পিটা ফেউ থাই পার্টি এবং অন্যান্য দল — প্রচাচাত পার্টি, থাই সাং থাই পার্টি এবং থাই লিবারেল (সেরি রুয়াম থাই) পার্টিকে জোট গঠনের জন্যে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন।তিনি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্যে মোট আসনসংখ্যাই যথেষ্ট হবে মনে করে ফেয়ার পার্টির প্রতিক্রিয়ার জন্যে অপেক্ষা করার কথা বলেছেন। তিনি আরো বলেছেন সকল পক্ষকে ফলাফলকে সম্মান করতে হবে।

ফেয়ার পার্টির নেতা পিটিপং টেমচারোয়েন টুইট করেছেন তিনি মুভ ফরোয়ার্ড পার্টির সরকারে যোগদান করতে পেরে খুশি এবং গণতন্ত্র ভিত্তিক একটি দেশ গড়তে পিটাকে পরবর্তী প্রধানমন্ত্রী হতে সমর্থন করছেন।

একই দিনে একটি বিবৃতিতে ফেউ থাই পার্টি মুভ ফরওয়ার্ড পার্টিকে তার বিজয়ের জন্যে অভিনন্দন জানিয়ে নতুন সরকারে যোগদানের জন্যে মুভ ফরওয়ার্ড পার্টির আমন্ত্রণ গ্রহণের কথা জানিয়েছে।

ফেউ থাই পার্টি

ফেউ থাই পার্টির বিবৃতি

সূত্র: নির্বাচনের ফলাফল ও নতুন সরকার গঠন

বেসরকারি নির্বাচনী ফলাফলগুলি নির্দেশ করে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে মুভ ফরোয়ার্ড পার্টি ও ফেউ থাই পার্টি যথাক্রমে ১ এবং ২ নম্বরে রয়েছে৷ ফেউ …

মুভ ফরওয়ার্ড পার্টির নেতৃত্বাধীন জোটের এখন মোট ৩১০টি আসন রয়েছে। তবে ২০১৭ সালে সামরিক সরকার প্রতিষ্ঠিত জটিল সাংবিধানিক নিয়মের কারণে সামরিক-নিযুক্ত সিনেটের ২৫০ সদস্য প্রধানমন্ত্রী মনোনয়নে ভোট দিতে পারবে বলে উভয় কক্ষের ৩৭৬ জন সদস্যের অর্থাৎ সর্বমোট ৭৫০ জন সদস্যের অর্ধেকের একটি বেশি সমর্থন পেতে নিম্নকক্ষ থেকে আরো সমর্থন সংগ্রহ করতে না পারলে জোটের আরো ৬৬ জন সিনেটরের সমর্থনের প্রয়োজন হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .