লাওসের ভিয়েনতিয়েনে স্কুলপরবর্তী চকলেট ও বার শপে ২৯ এপ্রিল তারিখে ২৫ বছর বয়সী কর্মী আনুসা “জ্যাক” লুয়াংসুফমকে একজন অজানা আততায়ী আক্রমণ করে।
নিরাপত্তা শংকায় জ্যাকের পরিবার তার মৃত্যুর কথা ঘোষণা করার কয়েকদিন পরে স্পষ্ট করে যে সে বেঁচে গেছে এবং বর্তমানে একটি চিকিৎসালয়ে সুস্থ হচ্ছে। তার জিহ্বায় গুরুতর আঘাত রয়েছে এবং একটি বুলেট এখনো তার ফুসফুসে আটকে আছে।
সিসিটিভি ক্যামেরায় রেকর্ডকৃত নির্লজ্জ হামলার মাধ্যমে হত্যা প্রচেষ্টাটি লাওসে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। বৈশ্বিক সুশীল সমাজ গোষ্ঠীগুলিও এই হামলার নিন্দা করে লাও কর্তৃপক্ষকে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।
চাঁথাবৌলি জেলার বাসিন্দা জ্যাক একজন বিশিষ্ট অনলাইন কর্মী ও সরকার সমালোচক। জ্যাক বন্ধ হয়ে যাওয়া ২০২০ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত ৭,০০০ সদস্যের একটি ফেসবুক গ্রুপ “লাওস নাটক” এর একজন প্রশাসক। এশিয়াতে গণতন্ত্রের জন্যে প্রচারণা চালানো কর্মীদের একটি অনলাইন নেটওয়ার্ক #দুধ_চা_জোটের উত্থানে প্রভাবিত এই গ্রুপের হ্যাশট্যাগ #ຖ້າການເມືອງລາວດີ (শুধু লাও রাজনীতি যদি ভাল হতো)।
জ্যাক ৪০,০০০ এরও বেশি অনুসারীর কুব ক্লুয়েন দুয়ে কিবোর্ড (কীবোর্ডের শক্তি) ফেসবুক গ্রুপের একজন প্রশাসক। গ্রুপটির ফেসবুক ট্যাগলাইন হলো “আমরা যেন চীনের দাস হয়ে না যাই সেজন্যে লাওসের বেঁচে থাকার লড়াই।” পরিবেশ ধ্বংস ও গ্রামীণ জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করার কারণে লাওতে বিশাল বাঁধ ও বিদ্যুৎকেন্দ্রের মতো চীনের কিছু বিনিয়োগ প্রকল্প বিতর্কিত হয়ে উঠেছে।
জ্যাক লাও এর রাজনৈতিক, পরিবেশগত ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা ৬,৮০০ এরও বেশি অনুসারীর ফেসবুক পৃষ্ঠা “সোর তোর লোর — প্রজাতন্ত্র” এর একজন প্রশাসকও বলে জানা গেছে।
রেডিও মুক্ত এশিয়ার মতে তার নিজের ফেসবুক পৃষ্ঠার ১০,০০০ অনুসারী রয়েছে। তার সাম্প্রতিক মন্তব্যগুলি দেশের ক্রমবর্ধমান দূষণের বিষয়ে কর্তৃপক্ষের জবাবদিহিতাকে মোকাবেলা করেছে।
জ্যাকের বন্ধু ও সহকর্মী ন্যাট দক্ষিণ-পূর্ব এশিয়া বৈশ্বিক সংবাদ ওয়েবসাইটকে বলেছেন কর্তৃপক্ষের ভিন্নমতাবলম্বীদের নীরব করার অভিপ্রায় রয়েছে:
সরকার তার সক্রিয়তায় ভীত হয়ে তাকে হত্যা করতে চেয়েছে।
আমাদের উপর সরকারের নিরঙ্কুশ নিয়ন্ত্রণের জন্যে এসব নেমে এসেছে। কয়েক দশক ধরে তারা উদ্দেশ্যমূলক প্রচারণা ও ভয়ের কৌশল দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করলেও এখন তাদের কর্ম নিয়ে প্রশ্ন তোলায় তারা ভয় পাচ্ছে।
থাইল্যান্ড-ভিত্তিক মনুষ্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এমিলি পালামি প্রদিচিত মনে করেন রাষ্ট্রীয় বাহিনীর প্ররোচনায় এই হামলা হয়েছে:
আমরা শক্ত ইঙ্গিত পেয়েছি জ্যাকের হত্যা প্রচেষ্টা বিচারবহির্ভূত এবং দেশের অভ্যন্তরে বেড়ে ওঠা গণতন্ত্রপন্থী যুব আন্দোলনকে থামাতে চাওয়া লাও কর্তৃপক্ষের হাতে সংঘটিত হয়েছে। বন্দুকের নল দিয়ে ভিন্নমতের কণ্ঠকে দমিয়ে রাখা যায় না।
হামলাটি ব্যবসায়িক বিরোধ বা প্রেমিকের সাথে ঝগড়ার সাথে জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে একটি বিবৃতি জারি করেছে। মানবাধিকার পর্যবেক্ষক এই দাবি প্রত্যাখ্যান করেছে।
Totally ridiculous, pathetically poor statement by #Lao police on case of Jack Anousa, claiming shooting was because of “business” or “romantic” disputes. Business? He makes sandwiches for a living & he's single! Looks like #Laos govt engaged in coverup! https://t.co/c1vyRUPO1P pic.twitter.com/gr8nHOGJ5a
— Phil Robertson (@Reaproy) May 6, 2023
“ব্যবসা” বা “প্রেম-ঘটিত” বিরোধের কারণে গুলি হয়েছে দাবি করে জ্যাক আনুসার ঘটনায় #লাও পুলিশের করুণ দুর্বল বিবৃতিটি সম্পূর্ণ হাস্যকর। ব্যবসা? জীবিকা নির্বাহের জন্যে তিনি স্যান্ডউইচ তৈরি করেন এবং তিনি অবিবাহিত! মনে হচ্ছে #লাওস সরকার ধোঁয়াশা তৈরিতে ব্যস্ত!
মানবাধিকার গোষ্ঠীগুলি লাও কর্তৃপক্ষকে জ্যাক হাসপাতালে সুস্থ হওয়ার সময় তার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছে।
দুধ_চা_জোটের এক সদস্য জ্যাকের সাথে সংহতি জানিয়ে করে একটি বিবৃতি জারি করেছেন:
লাওসের জনগণের মানবাধিকার আবার পদদলিত এবং হিংসাত্মকভাবে কথা বলা থামিয়ে দেওয়া হলে #দুধ_চা_জোট নীরবে দাঁড়িয়ে থাকবে না। আমরা এই অঞ্চলের অনেক বন্ধুদের ইতোমধ্যে এই বিষয়ে কথা বলতে এবং সংহতি জানিয়ে আমাদের সাথে কণ্ঠ মেলাতে দেখে উৎসাহিত হয়েছি।