চীন যুব বেকারত্ব সমস্যা সমাধানে ‘গ্রামাঞ্চলে ফেরা আন্দোলন ২.০’ চালু করেছে

সাংস্কৃতিক বিপ্লবের “গ্রামাঞ্চলে ফেরা আন্দোলন” থেকে নেওয়া একটি পোস্টার। টুইটার ব্যবহারকারী @আধুনিকমার্ক্সবাদী০৫ এর মাধ্যমে পাওয়া ছবি।

চীনা রাষ্ট্রপতি শি জিনপিং ২০১৯ সাল থেকে তরুণদের পাঠিয়ে গ্রামাঞ্চল “পুনরুজ্জীবিত” করতে শহুরে ও গ্রামীণ উন্নয়নের মধ্যে ভারসাম্যহীনতা মোকাবেলায় কাজ করছেন। মহামারী বিধিনিষেধের কারণে তিন বছর স্থগিতাদেশের পর চীন গুয়াংডং প্রাদেশিক সরকার ঘোষিত একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে প্রচারাভিযানটি পুনরায় চালু করেছে।

তবে অনেকেই নতুন “গ্রামাঞ্চলে ফেরা আন্দোলন” এর রাজনৈতিক উদ্দেশ্য ও অর্থনৈতিক সুবিধা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

গুয়াংডংয়ের কর্মপরিকল্পনা অনুসারে প্রদেশটি ২০২৫ সালের মধ্যে তিন লক্ষ কলেজ শিক্ষার্থীকে গ্রামাঞ্চলে পাঠাবে। কমপক্ষে ১০ হাজার গ্রামীণ প্রাথমিক উদ্যোগকে উদ্বুদ্ধ করার পরিকল্পনাটি তরুণদের গ্রামাঞ্চলে তাদের কর্মজীবন অনুসরণ করতে উৎসাহিত করবে।

প্রতি বছরের বার্ষিক পরিকল্পনার আওতায় ১০ হাজার কলেজ উত্তীর্ণকে স্বেচ্ছাসেবী বিভিন্ন পরিষেবা সংগঠিত ও প্রচারের জন্যে কমিউনিস্ট যুব লীগের ক্যাডার হিসেবে গ্রামাঞ্চলে পাঠানো হয় যাতে ১,০০০ জন বৃত্তিমূলক শিক্ষার্থী এবং ৩০ হাজার বিশ্ববিদ্যালয় ও কলেজ উত্তীর্ণের শিক্ষানবিসকাল জড়িত। অনুন্নত অঞ্চলে উদ্যোক্তাদের জন্যে বিনিয়োগ আকৃষ্ট করতে এই স্নাতকরা ব্যবসায়িক অনুষ্ঠানেরও আয়োজন করবে।

১৬-২৪ বছর বয়সীদের বেকারত্বের হার ২০২১ সালের ফেব্রুয়ারির ১৩.১ শতাংশ থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ১৮.১ শতাংশে উন্নীত হওয়ায় যুব বেকারত্ব সমস্যা মোকাবেলার উদ্দেশ্যে এই পরিকল্পনাটি করা হয়েছে৷ এই গ্রীষ্মে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বৃত্তিমূলক স্কুলগুলি থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী স্নাতক হওয়ার পর এই সংখ্যাটি আরো বেশি হবে।

আবার কিছু পর্যবেক্ষক প্রচারণাটিকে বড় বড় শহরে বেকার যুবকদের সমস্যা বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করা থেকে বিরত রাখার একটি উপায় হিসেবেও উল্লেখ করেছে। মহামারী নিয়ন্ত্রণের নামে ব্যক্তিগত স্বাধীনতার উপর বিধিনিষেধ নিয়ে হতাশ সুশিক্ষিত যুব সম্প্রদায় শ্বেতপত্র প্রতিবাদ হিসেবে পরিচিত শূন্য-কোভিড বিরোধী বিক্ষোভের মূল উদ্যোক্তা ছিল।

কেউ কেউ প্রচারণাটি চীনের অন্যতম উদার ও সমৃদ্ধ প্রদেশ গুয়াংডংয়ে সংঘটিত হওয়ার বিষয়েও ইঙ্গিত করেছে। জনপ্রিয় ওয়েইবো ব্যবহারকারী লিয়াং জিয়াং এর কিছু প্রেক্ষাপট দিয়েছেন:

广东前三月规模以上工业的恢复程度不容乐观… 外向型经济被锁住后,城市短期内就业压力顿生,乡村这块超级海绵缓冲带估计又会扮演起他的历史使命了。毕竟城市内出现无法就业的年轻人集聚,本来就是一种风险。

মার্চ মাসে শিল্প পুনরুদ্ধার মোটেই আশাব্যঞ্জক হয়নি… রপ্তানিমুখী অর্থনীতি অবরুদ্ধ থাকায় বেকারত্বের সমস্যা দেখা দিয়েছে। গ্রামাঞ্চলগুলিকে উদ্ধারকারীর ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। শহরগুলোতে বিপুল সংখ্যক বেকার যুবক জড়ো হলে ঝুঁকি দেখা দেবে।

বর্তমান প্রচারণার রাজনৈতিক প্রকৃতি ওয়েইবো ও টুইটারের অনেককে হাজার হাজার বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের গ্রামীণ সমবায় প্রতিষ্ঠায় সাহায্য করতে অনুন্নত অঞ্চলে পাঠানো এবং সেই সাংস্কৃতিক বিপ্লবের সময়ে লক্ষ লক্ষ শহুরে যুবকদের গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে নিজেদেরকে পুনরায় শিক্ষিত করতে বাধ্য করা সম্মুখগামী মহালম্ফ সময়কালের “গ্রামাঞ্চলে ফেরা আন্দোলন” এর কথা স্মরণ করিয়ে দেয়।

কেউ কেউ এমনকি বর্তমান প্রচারাভিযানকে “গ্রামাঞ্চলে ফেরা আন্দোলন ২.০” বলে অভিহিত করে তাদের অসম্মতি প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ একজন ওয়েইবো ব্যবহারকারী বলেছেন:

当年是2000多万人被“上山下乡”,由此也产生了“知青”这个特殊群体,和“知青”题材的“伤痕文学”。苦难属于他们,返城知青和他们的孩子又经历了什么,只有当事人知道。今天还用这种方式缓解城市就业的压力,实在不敢恭维!

তখন দুই কোটিরও বেশি লোককে গ্রামাঞ্চলে পাঠানো হয়েছিল। এই “শিক্ষিত যুবকরা” পরে [তাদের গ্রামীণ পুনঃশিক্ষার সময়ের মানসিক আঘাত এবং নিপীড়ন নিয়ে] অনেক “কলঙ্কের সাহিত্য” রচনা করেছে। তারা কষ্টভোগ করেছে বলেই আমি আজকের শহুরে কর্মসংস্থান সমস্যা সমাধানের জন্যে আজো একই পদ্ধতি ব্যবহারকে প্রশংসা করতে পারিনি।

আরেক ওয়েইবো ব্যবহারকারী সমালোচনা করেছেন:

和几十年前的路数一点都没变。下了乡,饭在哪儿吃,衣在哪儿穿,小孩在哪儿念书,病了在哪儿医治……说不清道不明。现在是什么时代,年轻人动动手指就能获取所有的信息,可不容易忽悠了。

বহু দশক পরেও কৌশলটি অপরিবর্তিত রয়েছে। গ্রামাঞ্চলে কিভাবে তারা তাদের জীবন টিকিয়ে রাখতে পারবে? তাদের সন্তানরা কি ভালো শিক্ষা লাভ করবে না? চিকিৎসা সেবা কেমন হবে? সবই অস্পষ্ট। কিন্তু আজকাল তরুণরা নিজেদের সিদ্ধান্ত নিতে তথ্য পেতে পারে বলে তারা এতো সহজে প্রতারিত হবে না।

একজন ব্লগার দেশের শ্রম কাঠামোর দিকে ইঙ্গিত করে “গ্রামীণ পুনরুজ্জীবনের” যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন:

这边有2.93亿人从农村出来打工,那边安排30万人“下乡返乡兴乡”,是我眼花了,还是有人心瞎了。

একদিকে আমাদের ২৯ কোটি ৩০ লক্ষ গ্রামীণ শ্রমিক শহরগুলিতে কাজ করছে; অন্যদিকে “গ্রামীণ পুনর্জাগরণ” এর জন্যে আমরা তিন লক্ষ শিক্ষার্থী ও স্নাতকদের গ্রামাঞ্চলে পাঠানোর ব্যবস্থা করছি। আমি কি একাই এই চিত্রটি দেখছি?

ব্লগার আরো যুক্তি দেন গ্রামীণ পুনরুজ্জীবন কার্যকর করতে সরকারের প্রদেয় প্রচুর সংস্থান ও ভর্তুকিগুলি গ্রামাঞ্চলে সংগঠিত শহুরে-শিক্ষিত যুবকদের পরিবর্তে সরাসরি গ্রামীণ শিক্ষিত জনগোষ্ঠীকেই দেওয়া যেতে পারে।

অভিযানটি কার্যকরভাবে শহুরে বেকারত্ব সমস্যার সমাধান করতে পারবে কিনা তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। ওয়েইবোতে একজন অর্থনৈতিক সংবাদ ভাষ্যকার বলেছেন:

这种思路不可取。计划经济时期,城市化水平低,城市容纳不了那么多年轻人就业,农村庞大,所以上山下乡。现在城乡关系已经发生根本性的变化。如果在广东的大城市,年轻人都找不到工作?指望去乡村和县城去找!岂不是很荒唐。鼓励年轻人去乡村创业,风险更大。创业本身就是高风险的商业行为 […]在乡村和县域更没有创业的土壤。[…]而且年轻人创业的前期资金哪里来?政府给出吗?

এতে কাজ হবে না। পরিকল্পিত অর্থনীতির সময় নগরায়ন কম ছিল এবং শহরগুলি যুবকদের যথেষ্ট চাকরি দিতে পারেনি। গ্রামাঞ্চলগুলি বিশাল থাকায় তাদের গ্রামাঞ্চলে পাঠানো সম্ভব হয়েছে। এখন শহর ও গ্রামীণ কাঠামোর আমূল পরিবর্তন ঘটেছে। গুয়াংডংয়ের মতো বড় শহরগুলো তরুণদের জন্যে পর্যাপ্ত চাকরির ব্যবস্থা করতে না পারলে আমরা কীভাবে আশা করতে পারি তারা কাউন্টি ও গ্রামে চাকরি পাবে? এটা অযৌক্তিক। আমরা তরুণদের গ্রামাঞ্চলে তাদের ব্যবসা শুরু করতে উৎসাহিত করলে গ্রামাঞ্চলে যথেষ্ট সমর্থনের অভাবে প্রকৃতিগতভাবে প্রাথমিক উদ্যোগগুলি উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যবসা বলে সেই ঝুঁকি আরো বেড়ে যাবে। […] কীভাবে তরুণ উদ্যোক্তারা তাদের প্রাথমিক উদ্যোগের জন্যে তহবিল পাবে? সরকার কি তাদের জন্যে অর্থায়ন করবে?

গুয়াংডংয়ের পরে শাংডং প্রদেশের জিনানের মতো আরেকটি শহর প্রচারণায় যোগ দিয়ে গ্রাম-পর্যায়ের শাসন ব্যবস্থার উন্নতিতে সাহায্য করতে ১০,০০০ শিক্ষার্থী পাঠানোর পরিকল্পনা করেছে। বর্তমান হারে অনুমান করা যাচ্ছে আগামী বছরগুলিতে সারাদেশের লক্ষ লক্ষ যুবক “গ্রামাঞ্চলে ফেরা প্রচারণায়” যোগদান করবে৷

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .