মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা কি পক্ষপাতদুষ্ট? আমরা পরীক্ষা করেছি তাই আপনাকে করতে হবে না

মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তার মাধ্যমে ছবি তৈরি করা হয়েছে

মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা প্রকল্পের জনপ্রিয় নতুন দুটি প্রযুক্তি প্রবর্তন: চ্যাটজিপিটি এবং ডিএএলএল-ই২ গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীদের অনেক মনোযোগ আকর্ষণ করেছে। ডিজিটাল অধিকার, প্রযুক্তি এবং সাংবাদিকতার ক্ষেত্রেএই প্রযুক্তিগুলির মাধ্যমে কী অর্জন করা যেতে পারে, কোন কাজগুলি প্রতিস্থাপন করা যেতে পারে, কীভাবে কপিস্বত্ত্ব সমস্যাগুলি মোকাবেলা করা যায় এবং কীভাবে এই প্রযুক্তিগুলি বিদ্যমান পক্ষপাতকে আরো বাড়িয়ে তুলতে পারে সেগুলি নিয়ে আলোচনা চলছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার চিত্র প্রস্তুতকারক ডিএএলএল-ই২ কিভাবে বিভিন্ন ভাষায় ছবি তৈরি করে তা পরীক্ষা করে দেখেছে গ্লোবাল ভয়েসেস। আমরা নয়টি ভাষায় একই বাক্যাংশ:  “জানালায় শোকাহত নারীর ছায়ার তৈলচিত্র” টাইপ করেছি।

এখানে আমাদের প্রাপ্ত ফলাফল:

ইংরেজি

গ্লোবাল ভয়েসেসের মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি

স্পেনীয়: Pintura al óleo de la sombra de una mujer en duelo ante la ventana

চেক: Olejomalba stínu truchlící ženy u okna

গ্লোবাল ভয়েসেসের মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি

রুশ: Картина маслом силуэт скорбящей женщины у окна

গ্লোবাল ভয়েসেসের মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি

ইন্দোনেশীয়: Lukisan cat minyak bayangan seorang janda perempuan yang sedang berduka di samping jendela

গ্লোবাল ভয়েসেসের মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি

সরলীকৃত চীনা: 窗边悲痛女人的影子油画

গ্লোবাল ভয়েসেসের মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি

কাজাখ: Терезедегі қайғылы әйелдің көлеңкесінің майлы бояу суретi

গ্লোবাল ভয়েসেসের মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি

উজবুক: Deraza oldida qayg'u chekayotgan ayol soyasining moyli rasmi

গ্লোবাল ভয়েসেসের মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি

মালায়ালাম: ജനാലയ്ക്കരികിൽ ദുഃഖിക്കുന്ന ഒരു സ്ത്രീയുടെ നിഴലിന്റെ ഓയിൽ പെയിന്റിംഗ്

গ্লোবাল ভয়েসেসের মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি

স্পষ্টভাবেই এই ছবিগুলির মধ্যে কিছু কিছু মূল প্রণোদনা থেকে বেশ আলাদা। মূল ভাষাগুলিতে অপর্যাপ্ত ডেটা এর কারণে হতে পারে। ডিএএলএল-ই এর উদ্ভাবকরা প্রযুক্তি ক্রাঞ্চের সাথে একটি সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছে এটি যে মডেলটিতে কাজ করে তাকে সিএলআইপি (বিপরীতধর্মী ভাষা-চিত্র প্রাক-প্রশিক্ষণ) বলা হয়। সিএলআইপি ইন্টারনেট থেকে বাছাইকৃত লিখন শিরোলিপিসহ ৪০ কোটি জোড়া ছবির উপর প্রশিক্ষিত হয়েছিল। সাইটে যেমন মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তা বলেছে:

জিপিটি-৩ দেখিয়েছে একটি বৃহৎ নিউরাল নেটওয়ার্ককে বিভিন্ন ধরনের লিখন তৈরির কাজের নির্দেশ দিতে ভাষাকে ব্যবহার করা যেতে পারে। চিত্র জিপিটি দেখিয়েছে উচ্চ বিশ্বস্ততার চিত্র তৈরি করতেও একই ধরনের নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা যেতে পারে। আমরা ভাষার মাধ্যমে চাক্ষুষ ধারণাগুলি কাজে লাগানো এখন নাগালের মধ্যে সেটা দেখানোর জন্যে এই ফলাফলগুলিকে বিস্তৃত করি।

“আমরা একটি চাক্ষুষ জগতে বসবাস করি,” এমআইটি প্রযুক্তি পর্যালোচনার সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তার প্রধান বিজ্ঞানী ইলিয়া সুতস্কেভার:

দীর্ঘমেয়াদে আপনার কাছে এমন মডেল থাকবে যা লিখন ও চিত্র দুটোই বোঝে। শব্দ ও বাক্যগুলির অর্থ দেখতে পারে বলে কৃত্রিমবুদ্ধিমত্তা ভাষাকে আরো ভালভাবে বুঝতে পারবে।

ভাষার ভিন্নতা এই ধরনের বিভিন্ন উৎপাদ তৈরি করেছে বলে মনে হচ্ছে মডেলটিকে চালানো এই ওয়েব-বাছাইয়ের ফোকাসে কম স্পষ্ট ভাষার বদলে ইংরেজি বা স্পেনীয়র মতো বেশি ব্যাপকভাবে কথ্য ভাষা ব্যবহৃত হয়েছে।

এভাবে ইন্টারনেট থেকে উজবুক বা মালায়ালম ভাষায় বর্ণনাসহ অনেক ছবি কৃত্রিমবুদ্ধিমত্তায় প্রশিক্ষণের মূল ডেটাতে উপস্থিত ছিল না। মডেলটি আরো বেশি ভাষা নিয়ে কাজ করতে চাইলে এটিকে ইংরেজি ছাড়া অন্য বর্ণনাসহ চিত্রগুলিতে আরো প্রশিক্ষণের উপর ফোকাস করতে হবে। অন্যথায় কাজাখস্তানের ব্যবহারকারীরা একজন নারীর পরিবর্তে রন্ধনপ্রণালীর ছবি পেতে থাকবে এবং মালায়ালামভাষীরা প্রকৃতির ছবি পাবে। রুশভিত্তিক ছবিটি স্পষ্টভাবে একরকম যৌনতামিশ্রিত। ইন্দোনেশীয় ছবিতে বেশ কয়েকটি মেয়ে বসে আছে এবং চেক ছবি একটি তেলের জার দিয়ে শো চুরি করে মৌলিকতার জন্যে পুরস্কার জিতে নেয়। সরলীকৃত চীনা ভিত্তিক ছবিগুলি সম্পূর্ণ ভীতিকর।

অবশ্য আমরা এর ভিত্তিতে মুক্তকৃত্রিমবুদ্ধিমত্তাকে বর্ণবাদী দাবি করতে পারি না। আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হলো এটি ইংরেজি ছাড়া অন্য ভাষায় পর্যাপ্ত ডেটা পায়নি। এখন এটা এভাবেই থাকে কিনা আমরা জানি না। তবে আমরা দৃঢ়ভাবে পরামর্শ দিই এটি যেন না হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .