নতুন প্রতিবেদন: জর্জিয়ায় লিঙ্গ বৈষম্যকে পরাজিত করা

ক্যানভার মাধ্যমে সিডনি অ্যালেনের সৌজন্যে পাওয়া ছবি

লিঙ্গ সমতার ক্ষেত্রে জর্জিয়া অনেক দূর এগিয়েছে। অতি সম্প্রতি নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কমিটি (সিইডিএডাব্লিউ) ফেব্রুয়ারিতে ষষ্ঠ পর্যায়ক্রমিক প্রতিবেদনের সিদ্ধান্তে আসা জর্জিয়ার এই অগ্রগতির প্রশংসা করেছে। কমিটি “সমতা ও নারীর ক্ষমতায়ন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং গার্হস্থ্য সহিংসতা মোকাবেলায় প্রচেষ্টাকে অগ্রসর করার জন্য প্রক্রিয়া, পরিকল্পনা এবং কর্মের প্রাচূর্য” উল্লেখ করেছে

তবে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও এখনো যেসব ফাঁক রয়েছে তার জন্যে কমিটির জর্জিয়ার মিশনের প্রধান নিকো তাতুলাশভিলির মতে আইন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া ছাড়াও “একটি মানসিক বিপ্লব” প্রয়োজন। জর্জিয়ায় “লিঙ্গ বৈষম্যকে পরাজিত করা” প্রকল্পের আওতায় একটি আসন্ন প্রতিবেদনের লেখিকা মায়া তালাখাদজে এবং একাতেরিন খোসিতাশভিলির সাথে সাম্প্রতিক গ্লোবাল ভয়েসেস পডকাস্ট সাক্ষাৎকারের সময়ও মানসিকতার ধারণাটি উঠে এসেছে।

প্রকল্পটি বিঘ্ন নেটওয়ার্ক পরীক্ষাগার এবং আঞ্চলিক উন্নয়ন হাব – ককেশাসের একটি যৌথ উদ্যোগ। পডকাস্টে তাদের সাথে যোগ দিয়েছেন গত সেপ্টেম্বরে জর্জিয়া সফরে আসা এবং দেশের গৃহস্থালী সহিংসতা সম্পর্কে একটি গল্প প্রকাশকারী জার্মান সাংবাদিক এমি থিউম। তিনজন বক্তা একসাথে জর্জিয়ায় লিঙ্গ (অ)সমতা পরিস্থিতি, প্রতিবেদনের গবেষণার ফলাফল এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে তাদের চিন্তাভাবনা ভাগাভাগি করেছেন। এই গল্পের সাথে সম্পূর্ণ পডকাস্ট সাক্ষাৎকারটি এখানে খুঁজুন।

প্রতিবেদনের উৎস 

গ্লোবাল ভয়েসেসের সাথে একটি সাক্ষাৎকারে বিঘ্ন নেটওয়ার্ক পরীক্ষাগারের অংশীদার আঞ্চলিক উন্নয়ন হাব – ককেশাসের প্রধান মায়া তালাখাদজে বলেছেন গবেষণার ধারণাটি কোভিড মহামারীর শুরুতে অপরাধীরা দুর্ব্যবহার ও সহিংসতার মাধ্যমে নারীদের বাড়িতে থাকতে বাধ্য করার সময়ে সৃষ্টি হয়েছিল। প্রতিবেদনটির জন্যে শেষ পর্যন্ত চারটি প্রধান থিম: জর্জিয়ায় নারীদের কর্মক্ষেত্রে যৌন হয়রানি, গার্হস্থ্য সহিংসতা, অর্থনৈতিক অংশগ্রহণ এবং রাজনৈতিক অংশগ্রহণ চিহ্নিত করা হয়েছে।

এই থিমগুলির প্রত্যেকটি নেতিবাচক ও ইতিবাচক উভয় ফলাফল দিয়েছে, সাক্ষাৎকারের সময় একাতেরিন খোসিতাশভিলি বলেছেন। উদাহরণ স্বরূপ ২০১৯ সাল থেকে জর্জিয়া কর্মক্ষেত্রে ও জনজীবনে যৌন হয়রানির ধারণার প্রবর্তন করে বিদ্যমান আইন ও বিধানগুলিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি সংক্রান্ত একাধিক সংশোধনী পাস করেছে। একাতেরিনের মতে কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ব্যক্তিদের সুরক্ষার আইনি কাঠামো ও ব্যবস্থা থাকা সত্ত্বেও যৌন হয়রানির আবেদনের হার কম।

জর্জিয়ার বারোটি মন্ত্রণালয়ের মধ্যে এখন পর্যন্ত পাঁচটি যৌন হয়রানির অভিযোগ প্রক্রিয়া চালু করলেও আকর্ষণীয় হলো আমাদের গবেষণায় জায়গা মতো থাকা প্রক্রিয়ার মাধ্যমে আমরা শুধু দুটি যৌন হয়রানির ঘটনার অভিযোগ সনাক্ত করতে পেরেছি।

সংখ্যা এতো কম কেন তা অস্পষ্ট হলেও খোসিতাশভিলি বলেন সুনামের ক্ষতির সম্ভাবনা একটি ভূমিকা পালন করতে পারে। “উত্তরদাতারা উল্লেখ করেছেন যে তারা সহকর্মীদের মতামতের পাশাপাশি ভবিষ্যতে ক্যারিয়ারের সুযোগের কারণে দ্বিধাগ্রস্ত ছিলেন,” ব্যাখ্যা করেন খোসিতাশভিলি।

যৌন হয়রানির প্রতিবেদন সম্পর্কে দ্বিধা সরকারি প্রতিষ্ঠানের বাইরেও বিস্তৃত। এটি গার্হস্থ্য নির্যাতন ও সহিংসতার শিকারদের ক্ষেত্রেও। উদাহরণস্বরূপ ভুক্তভোগীরা আশ্রয়কেন্দ্রে বাসস্থানের জন্যে আবেদন করতে পারলেও প্রায়ই তারা সেটা করতে দ্বিধাবোধ করে। “তারা নিজেদের এই সুযোগগুলি ব্যবহার করার জন্যে যথেষ্ট শক্তিশালী মনে করার পরিবর্তে বরং সামাজিক মতামত ও উপলব্ধি নিয়ে চিন্তিত থাকে। তাই আইন ভুক্তভোগীদের অধিকার রক্ষার সুযোগ দিলেও, সামাজিক চাপের কারণে ভুক্তভোগীরা এই অধিকারগুলো গ্রহণ করতে পারে না,” যোগ করেছেন খোসিতাশভিলি।

বিঘ্ন গবেষণাগা্রের তথ্যলেখচিত্র। অনুমতি নিয়ে ভাগাভাগি করা হয়েছে।

পরেরটি এমন কিছু যা জর্জিয়াতে থাকাকালীন এমি থিউম লক্ষ্য করেন। থিউম স্মরণ করে বলেন, “আশ্রয়কেন্দ্র পরিচালনাকারী আইনজীবী ও নারীদের পাশপাশি বোর্ডের সমস্ত কর্মীদের সাথে করা আমার সাক্ষাৎকারে [তারা] পুরুষতান্ত্রিক মানসিকতা ও চিন্তাচেতনার কথা বলেছিল যা নারীদের নিজের সত্য বলা ও ন্যায়বিচার চাওয়া কঠিন করে তোলে।”

প্রতিবেদনটির অনুসন্ধান অনুসারে: 

  • নারীর প্রতি সহিংসতা এবং গার্হস্থ্য সহিংসতা দেশের উল্লেখযোগ্য চ্যালেঞ্জ। তথ্যে দেখা গেছে নারীর প্রতি সহিংসতা ও গার্হস্থ্য সহিংসতার ক্ষেত্রে ফৌজদারি বিচারের হার নারীর প্রতি সহিংসতা ও গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেবা ব্যবহারকারী সুবিধাভোগীদের হারের তুলনায় যথেষ্ট বেশি যা সহিংসতার শিকার নারীদের রাষ্ট্রীয় পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে কম সচেতনতা নির্দেশ করে;
  • সহিংসতার শিকারদের জন্যে আশ্রয়কেন্দ্রে সুবিধাভোগীদের সীমিত সংখ্যা দেশে গার্হস্থ্য সহিংসতার হারের সাথে মেলে না, যা সম্ভাব্য ভুক্তভোগীদের জন্যে একটি প্রতিবন্ধকতার কারণ হতে পারে;
  • পরিসংখ্যানগত তথ্য অনুসারে জারি করা নিষেধাজ্ঞার আদেশের সংখ্যা বৃদ্ধি এবং নারীহত্যার ঘটনা হ্রাস পেয়েছে;
  • একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে নারীহত্যা থেকে যাওয়া অন্যান্য বিষয়সহ নারীর প্রতি সহিংসতার বিষয়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সক্ষমতা জোরদার করার প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।

বিঘ্ন গবেষণাগা্রের তথ্যলেখচিত্র। অনুমতি নিয়ে ভাগাভাগি করা হয়েছে।

সুপারিশ

গ্লোবাল ভয়েসেসের সাথে একটি সাক্ষাৎকারে তালাখাদজে বলেছেন, জর্জিয়ায় লিঙ্গ (অ)সমতার বিষয়ে সচেতনতা বাড়ানোর একটি উপায় হিসেবে সাহিত্য ও চলচ্চিত্রের উপর দৃষ্টি দেওয়া হয়েছে।

আমরা নারীবাদী সাহিত্যকে অন্তর্ভুক্ত করা এবং সচেতনতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে প্রদর্শনীর দিকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ লিঙ্গ বৈষম্য আইনের চেয়ে অনেক গভীর ও বৃহৎ বলে এই মাধ্যমগুলি [চলচ্চিত্র ও সাহিত্য] আমাদের পরস্পরকে ক্ষমতায়নের জন্যে আরো কী করতে হবে সে সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। পড়াকে আমি আপনাকে শক্তিশালী বা ক্ষমতাবান করে তোলার কোন জাদু দাবি না করলেও এটা কিন্তু সাহায্য করে। এটা অন্তর্দৃষ্টি দেয়। আর রো পড়া বা সাহিত্য নয়। আরো কিছু জিনিস আছে যা আমাদের মতামত, অবস্থান এবং আমাদের আত্মরক্ষার জন্যে, আমাদের অধিকার ব্যবহার করার জন্যে, আমাদের ইচ্ছাকে গঠন করতে সাহায্য করে।

এবং অন্তত এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া ইতিবাচক হয়েছে বলে তালাখাদজে ব্যাখ্যা করেছেন।

কিন্তু সচেতনতা বাড়ানোর এই প্রচেষ্টাগুলিকে সরকারি অর্থপুষ্ট কাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, খোসিতাশভিলি ব্যাখ্যা করেন। “আমরা সরকার পরিচালিত যোগাযোগ কৌশলের কথা জানতে পারলেও আমাদের জর্জিয়ার সংস্কৃতি, সাহিত্য ও চলচ্চিত্রের মাধ্যমে অবশ্যই এখানকার মানুষের সাথে সরাসরি কাজ করতে হবে। সরকার কেবল একদিকে কাজ করে বলে আমাদের যোগাযোগের অন্যান্য মাধ্যম ব্যবহার করতে হবে, অন্যদিকে সুশীল সমাজেরও সমান্তরাল কর্মকাণ্ডের প্রতি মনোনিবেশ করা উচিত।”

সুপারিশ এবং এগিয়ে যাওয়ার উপায় হিসেবে নারীদের বিদ্যমান পরিষেবা ও আইনি প্রতিকার সম্পর্কে সচেতনতা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ জানাতে উৎসাহ প্রদান, অর্থনৈতিক সুযোগ জোরদার (বিশেষ করে বর্তমান রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত অর্থনৈতিক কর্মসূচির ক্ষেত্রে); প্রাথমিক শিক্ষা কার্যক্রম (কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো অল্পবয়সে); এবং আইনের ভাষাকে সরলীকরণ করে সেগুলিকে সবার জন্যে আরো সহজলভ্য করে তোলা হলো বৃহত্তর লিঙ্গ সমতা অর্জনের জন্যে সমস্ত কার্যকর বিকল্প।

গভীরভাবে প্রোথিত খোলনলচেগুলিকে ভেঙে ফেলার জন্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা না থাকলে এই সুপারিশ ও পরামর্শগুলির কোনটিই কাজ করবে না। আইনত জর্জিয়া এই এবং অন্যান্য ধরনের বিধিনিষেধ ও লঙ্ঘন দূর করার সঠিক পথে থাকলেও বাস্তবে এখনো একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .