পডকাস্ট: বিঘ্ন নেটওয়ার্ক পরীক্ষাগারের মাধ্যমে জর্জিয়ায় লিঙ্গ বৈষম্যকে পরাজিত করা

ছবির সৌজন্যে সিডনি অ্যালেন

এই পর্বটি জর্জিয়ার লিঙ্গ বৈষম্য সম্পর্কিত এই নিবন্ধের সাথের।

এই পর্বে গ্লোবাল ভয়েসেসের দক্ষিণ ককেশাস ও তুরস্কের সম্পাদক আরজু গেবুলায়েভা জর্জিয়ায় “লিঙ্গ বৈষম্যকে পরাজিত করা” প্রকল্পের আওতায় একটি আসন্ন প্রতিবেদনের লেখিকা মায়া তালাখাদজে এবং একাতেরিন খোসিতাশভিলির সাক্ষাৎকার নিয়েছেন। প্রকল্পটি বিঘ্ন নেটওয়ার্ক পরীক্ষাগার এবং আঞ্চলিক উন্নয়ন হাব – ককেশাসের একটি যৌথ উদ্যোগ। পডকাস্টে তাদের সাথে যোগ দিয়েছেন গত সেপ্টেম্বরে জর্জিয়া সফরে আসা এবং দেশের গৃহস্থালী সহিংসতা সম্পর্কে একটি গল্প প্রকাশকারী জার্মান সাংবাদিক এমি থুম। তিনজন বক্তা একসাথে জর্জিয়ায় লিঙ্গ (অ)সমতা পরিস্থিতি, প্রতিবেদনের গবেষণার ফলাফল এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে তাদের চিন্তাভাবনা ভাগাভাগি করেছেন।

গ্লোবাল ভয়েসেস পডকাস্টের এই বিশেষ পর্বটি গ্লোবাল ভয়েসেসের সাথে বিভিন্ন অনুষ্ঠানসাক্ষাৎকারে সহযোগিতাকারী  বার্লিন-ভিত্তিক বিঘ্ন নেটওয়ার্ক পরীক্ষাগারের অংশীদারিত্ব রয়েছে। আপনি এই পর্বটি উপভোগ করে থাকলে অনুগ্রহ করে গ্রাহক হোন এবং আপনার বন্ধুদের আমাদের সম্পর্কে বলুন! এছাড়াও আপনি টুইটারে আমাদের অনুসরণ করতে পারেন। এই পডকাস্টের সঙ্গীতটি আমাদের বর্ধিত গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের নিকমার্টকেনের “ভয়েজ” ট্র্যাক থেকে নেওয়া।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .