কাহরামানমারাস প্রদেশ মারাস নামেও পরিচিত। এক মাস আগে এটি ছিল তুরস্কের দক্ষিণ-পূর্বে আঘাত হানা মারাত্মক ভূমিকম্পের দ্বিতীয় কেন্দ্রস্থল। ভূমিকম্প গাজিয়ানটেপ প্রদেশে প্রথম ৭.৮ মাত্রার আঘাতের প্রায় নয় ঘণ্টা পর প্রদেশটিতে আঘাত হানে। গত মাসে এই অঞ্চলের ধ্বংসের মাত্রা ব্যাপকভাবে গণমাধ্যমে নথিভুক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ইউরোপের “সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ” এই ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই গল্পটি লেখার সময় সরকারি তথ্য অনুসারে মৃতের সংখ্যা ৪৫,৯৬৮ জনে পৌঁছেছে – যদিও কেউ কেউ বলছে সংখ্যাটি আরো বেশি হতে পারে। প্রায় ১ কোটি ৪০ লক্ষ লোক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের এক মাস পরে এখনো চলে যাওয়ার সুযোগ না পাওয়া অনেক স্থানীয় বাসিন্দা তাঁবুর শহর বা প্রদেশ জুড়ে ছড়িয়ে থাকা কন্টেইনারে অবস্থান করছে। পরিস্থিতি বেপরোয়া। সরকারি পরিসংখ্যান অনুসারে ১৪ লক্ষেরও বেশি মানুষ বর্তমানে তাঁবু এবং ৩০,০০০ টিরও বেশি কন্টেইনার শহরে বসবাস করছে। বাকিদের ভূমিকম্পের পরপরই জোর করে খালি করা হোটেল, অতিথিশালা এবং ছাত্রাবাসে পাঠানো হয়েছে।
তবে শোক ও ক্ষোভের মাঝেও আশার ঝলক রয়েছে। ওমর ফারুক আমকা নামের একজন প্রাক্তন ইমাম হৃদয়গ্রাহী সহানুভূতি প্রদর্শন করে সংবাদ তৈরি করেছেন। কাহরামানমারাসের বাচ্চাদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও শান্ত করার প্রয়াসে ওমের ফারুক একটি মসজিদের মাইক থেকে ক্ষতিগ্রস্তদের জন্যে অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যকর সান্তনার একটি পুরানো তুর্কি লোকগান আবৃত্তি করার সিদ্ধান্ত নেন।
নীচের টুইটটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের মনস্তাত্ত্বিক-সামাজিক সহায়তা দানের জন্যে কাহরামানমারাসে আসা মনোবিজ্ঞানী আমিনে সান্তুর্কের কাছ থেকে এসেছে। সরেজমিন অন্যান্য মনোবিজ্ঞানীরা মিলে তিনি ওমর ফারুক আমকাকে ব্যাখ্যা করেন যে তারা শিশুদের জড়ো করে তাদের সাথে খেলাধুলা করে তাদের ভূমিকম্পের আঘাত সামলিয়ে উঠতে সাহায্য করার চেষ্টা করছে। প্রাক্তন ইমাম একটি সৃজনশীল সমাধান নিয়ে আসেন:
Kahramanmaraş’tayız, Ömer Faruk amca Abdülhamid Han Camii’nin eski imamı. Derdimizi anlattık, bize dedi ki gençler siz yarın sabah şu saatte hazır olun ben mahalleye anons yaparım. Tamam dedik ama inanın bunu beklemiyorduk 🙂
Sahada ne güzel insanlar var görün istedim. pic.twitter.com/AqgCJF4Jyh— Amine 🪐 (@kafadoktoru_) February 26, 2023
আমরা কাহরামানমারাসে আছি। ওমর ফারুক আমকা আব্দুল হামিদ হান মসজিদের সাবেক ইমাম। আমরা তার সাথে আমাদের সমস্যাগুলি ভাগাভাগি করায় তিনি আমাদের প্রস্তুত হতে বলেন যে তিনি পরের দিন একটি সম্মত সময়ে একটি ঘোষণা দেবেন৷ আমরা রাজি হলেও সত্যি বলতে আমরা এমনটা আশা করিনি। আমি শুধু আপনাদের সরেজমিন ভালো মানুষ দেখাতে চেয়েছিলাম।
কাহরামানমারসের ওমর ফারুক চাচা সাবেক ইমাম। আমাদের দেশে সুন্দর মানুষ আছে। তিনি শুধু বাচ্চাদেরই নয়, বড়দেরও হাসাতেন।
এই পুরানো তুর্কি লোক সঙ্গীতটি আলী বাবা (পিতা আলী) নামের একজন কৃষক ও তার খামার নিয়ে যেখানে তার ভেড়া, মোরগ, কুকুর, বিড়াল, গরু এবং শিশু রয়েছে।