পাকিস্তানে আর্থিক সংকটের মধ্যেই ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

A wind power generation plant located in Thatta District, Pakistan. Wind energy accounts for only around 6% of the total electricity production in the country. Image via Flickr by Asian Development Bank. CC BY-NC-ND 2.0.

পাকিস্তানের থাটা এলাকায় অবস্থিত একটি বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র ৬% এর মতো বায়ু শক্তিতে তৈরি। ফ্লিকারের মাধ্যমে পাওয়া এশীয় উন্নয়ন ব্যাংক এর ছবি। সৃজনী সাধারণ অবাণিজ্যিক অপরিবর্তনযোগ্য অনুমোদন ২.০

পাকিস্তানে ২৩ জানুয়ারি, ২০২৩ তারিখে লক্ষ লক্ষ লোককে প্রভাবিত করা ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট কিছু কিছু এলাকায় ১৫ ঘন্টা এবং অন্যান্য এলাকায় প্রায় ২৪ ঘন্টা স্থায়ী হয়। বাড়িঘর, হাসপাতাল এবং শিল্প সীমিত ক্ষমতায় কাজ করে অথবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিভ্রাটের কারণে মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট বিকল হয়ে পড়ায় দিনের বেলায় সমস্ত বাণিজ্যিক কার্যক্রম ব্যহত হয়। রাজধানী ইসলামাবাদ, লাহোর এবং করাচির মতো প্রধান প্রধান শহর সূর্যাস্তের সাথে সাথে অন্ধকারে নিমজ্জিত হয়। কয়েক ঘণ্টার মধ্যে কিছু অঞ্চলে বিদ্যুৎ ফিরে এলেও দেশের বাকি অংশে সন্ধ্যার পর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

অঞ্চলটির একটি উপগ্রহ চিত্র গতকালের অন্ধকার দেখাচ্ছে।

ব্যবস্থার সার্বিক ব্যর্থতা

সরকার দেশের প্রায় ৬,২০০ কোটি রুপি (প্রায় ২,৪০৯ কোটি টাকা)  বাঁচানোর পরিকল্পনা করে বিদ্যুতের ব্যবহার কমাতে ২০২৩ সালের ৩ জানুয়ারি তারিখে ৮:৩০টা থেকে মল এবং বাজার তাড়াতাড়ি বন্ধ করার নির্দেশ দেয়। সংরক্ষণের উদ্দেশ্যে রাতারাতি ২৩ জানুয়ারী সোমবার ভোরের দিকে কম ব্যবহারের সময় বিদ্যুৎ বন্ধ করলেও প্রযুক্তিবিদরা দিনের বেলায় ব্যবস্থাটি চালু করতে পারেনি। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে যে সকাল ৭:৩৪টার দিকে জাতীয় গ্রিড ব্যবস্থার ফ্রিকোয়েন্সি নেমে গেলে সারাদেশের বিদ্যুৎ ব্যবস্থা ব্যর্থ হয়।

সমাজকর্মী সিরাজ নুরানি টুইট করেছেন:

প্রযুক্তিগত সমস্যার কারণে ১২টিরও বেশি বিদ্যুৎকেন্দ্র #বন্ধ হয়ে গেছে এবং সারারাত পুরো শহর অন্ধকারে নিমজ্জিত #করাচিতে #বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ এখনো চলছে। #পাকিস্তান #বিদ্যুৎধ্বস #বিদ্যুৎহীনতা #পাকিস্তানঅর্থনীতি #অন্ধকারেনিমজ্জিত #লাহোর

কিছু এলাকায় রেল পরিষেবা ব্যাহত হয়, সাংবাদিক চৌধুরী পারভেজ যেমন উল্লেখ করেছেন:

#পাকিস্তান বিদ্যুৎ বিচ্ছিন্ন, কমলা রেল পরিষেবা বন্ধ, সৈকত রেলপথের বিভিন্ন জায়গায় ট্রেন থেমেছে, যাত্রীরা ট্রেনের ভিতরে আটকা পড়েছে। #বিদ্যুৎহীনতা #পাকিস্তানঅর্থনীতি #পাকিস্তানি #অন্ধকারেনিমজ্জিত #লাহোর

জ্বালানি মন্ত্রী খুররম দস্তগীর পুনরুদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে টুইট করেছেন:

সোমবার সকাল ৭:৩৪টায় দক্ষিণের বড় ভোল্টেজের উত্তরমুখী দোলে (বিদ্যুৎব্যবস্থা) ভেঙ্গে পড়েছে

আমরা উত্তর থেকে দক্ষিণে বিদ্যুৎ পুনঃস্থাপন করছি

ইসলামাবাদ, পেশোয়ার, কোয়েটা, মুলতান এবং শুক্কুরের বিতরণ সংস্থাগুলি আংশিকভাবে বিদ্যুৎ পুনরুদ্ধার করেছে

কেই খুব সীমিত পুনরুদ্ধারের কথা জানিয়েছে

মন্ত্রী ২৩ জানুয়ারি সন্ধ্যায় দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ পুনরুদ্ধার করা কথা ঘোষণা করেছেন। এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

আমার সরকারের পক্ষ থেকে আমি আমাদের নাগরিকদের গতকালের বিদ্যুৎ বিভ্রাটজনিত অসুবিধার জন্যে আন্তরিক দুঃখ প্রকাশ করতে চাই। আমার নির্দেশে বিদ্যুৎ বিভ্রাটের কারণ নির্ণয়ের জন্যে তদন্ত চলছে। দায়ীদের বের করা হবে।

তদন্ত সম্পর্কে বক্তব্য প্রদানের সময় মন্ত্রী বিদেশীদের জড়িত থাকার ইঙ্গিত দেন

ইন্টারনেট সুযোগ প্রচারণা গোষ্ঠী নেটব্লকস.অর্গ নেটওয়ার্ক ডেটার উপর ভিত্তি করে একটি টুইটের মাধ্যমে জানিয়েছে, অন্যান্য পরিষেবার পাশাপাশি ইন্টারনেট সংযোগও অস্থির ছিল:

আই হালনাগাদ: আঞ্চলিক মেট্রিক্স অনুসারে জ্বালানী গ্রিডে এক বছরের মধ্যে দ্বিতীয় ওঠানামার কারণে কর্তৃপক্ষ মেরামত করার জন্যে কাজ করছে বলে কথিত জাতীয় পর্যায়ের বিদ্যুৎ বিভ্রাটের কারণে #পাকিস্তানের বেশিরভাগ অঞ্চলে টেলিযোগাযোগ প্রভাবিত হয়েছে ⚡📉

বিদ্যুৎহীনতা এবং অর্থনৈতিক সংকট

সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তান দুটি উল্লেখযোগ্য বিদ্যুৎহীনতার শিকার হয় – ২০১৮ সালে নয় ঘন্টার বিদ্যুৎহীনতা এবং ২০২১ সালে প্রধান প্রধান শহরে ১৮ ঘন্টার বিদ্যুৎহীনতা৷ এই ধরনের সংকট শুধু দৈনন্দিন জীবনকেই নয়, অর্থনীতিকেও প্রভাবিত করে — সাম্প্রতিক ঘটনাটি প্রায় ১০,০০০ কোটি রুপির (প্রায় ৩,৯০০ কোটি টাকা) একটি আনুমানিক ক্ষতি করেছে। বর্তমানে একটি বড় অর্থনৈতিক সংকটে থাকা দেশটির নাগরিকরা ক্রমবর্ধমান খাদ্য মূল্য ও মুদ্রাস্ফীতির মুখোমুখি এবং বৈদেশিক মুদ্রার স্থিতি কমে গিয়ে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে।

গতকালের বিদ্যুৎহীনতার কারণে #পাকিস্তানের #বস্ত্রখাতের #রপ্তানিতে আনুমানিক ৭ কোটি ডলার (প্রায় ৭৩৩ কোটি টাকা) মূল্যের একটি ক্ষতি হয়েছে, জানিয়েছেন নিখিল পাকিস্তান বস্ত্রকল মালিক সমিতি (এপিটীএমএ) এর মহাসচিব।

অন্ধকারের মধ্যে পরীক্ষার সময় অতিক্রম করার জন্যে নেটনাগরিকদের ব্যঙ্গ এবং রসিকতায় টুইটারে প্রচুর পরিমাণ মিম জমা হয়৷ ইসলামাবাদের ইমরান ইউসাফজাই পরিস্থিতি ভুলভাবে সামলানোর জন্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করেছেন:

জাতিকে #প্রস্তরযুগে ফিরিয়ে নেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ #শেহবাজশরীফ…প্রায় ১৪ ঘন্টার সবচেয়ে খারাপ #বিদ্যুৎধ্বস..

আরজে সাবাহ বানু মালিক বিভ্রাটের সময় তার দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা নিয়ে ব্যঙ্গ করেছেন:

ঈশ্বরকে ধন্যবাদ, বিদ্যুৎ বিভ্রাটের জন্যে আমি সময়মতো আমার সমস্ত গ্যাসের যন্ত্রপাতিকে বৈদ্যুতিকে রূপান্তরিত করেছি!

বিদ্যুৎ বিভ্রাটটি সবাইকে অবাক করে দিয়েছে বলে উল্লেখ করেছেন জয়িন আলী:

বিদ্যুৎ না থাকায় সারাদেশ জেগে উঠছে: #বিদ্যুৎহীনতা

আরে, সব জায়গায় এতো অন্ধকার কেন?

বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় লোকেরা এখনো কীভাবে টুইটার ব্যবহার করছে তা নিয়ে রসিকতা করেছেন ব্যবহারকারী স্যাম শাইন:

😂#বিদ্যুৎবন্ধেরই মাঝে ##বিদ্যুৎহীনতা নিশ্চিত করতে সবাই টুইটার চালাচ্ছে

প্রবাসী পাকিস্তানি হুসেইন মকবুল আহমেদ একটি খালি পর্দা ভাগাভাগি করেছেন:

২৪ ঘণ্টা ধরে #পাকিস্তানের সিস্টেম আবার চালু হচ্ছে। #বিদ্যুৎহীনতা #অন্ধকারেনিমজ্জিত

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .