সৌদি আরব: উইকিপিডিয়ায় সরকারি চরদের অনুপ্রবেশ, স্বাধীন এডমিনদের কারাদণ্ড

উইকিমিডিয়া ফাউন্ডেশনের সৃজনী সাধারণ একইরকম ভাগাভাগি ৩.০ লাইসেন্স। ন্যায্য ব্যবহার

নিজস্ব বোঝাপড়া এবং উপসংহার বিশিষ্ট এই স্বাধীন প্রতিবেদনটি একটি আরবি গণমাধ্যম মঞ্চ এসএমইএক্স এবং ডিএডাব্লিউএন ৫ জানুয়ারি, ২০২৩ তারিখে প্রথমবার প্রকাশ করে। একটি বিষয়বস্তু ভাভাগাভাগি করে নেওয়ার চুক্তির আওতায় এর একটি সম্পাদিত সংস্করণ এখানে পুনঃপ্রকাশিত হয়েছে৷

সৌদি সরকার দেশটির তথ্য নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক বন্দিদের নিয়ে সমালোচনামূলক তথ্য প্রদানকারীদের বিচার করতে উইকিপিডিয়ায়  দেশটির সর্বোচ্চ পদমর্যাদার প্রশাসকদের নিয়োগ করে উইকিপিডিয়াতে অনুপ্রবেশ করেছে, বলেছে এসএমইএক্স এবং এখনি আরব বিশ্বে গণতন্ত্র (ডিএডাব্লিউএন)। ২০২২ সালে একটি অভ্যন্তরীণ তদন্তের পর উইকিমিডিয়া ডিসেম্বরে সৌদি আরবে তাদের সমস্ত প্রশাসকদের বরখাস্ত করে। ডিএডাব্লিউএন এবং এসএমইএক্স তাদের ঘনিষ্ঠ সূত্র এবং কারাবন্দি প্রশাসকদের সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে সৌদি সরকারের উইকিমিডিয়ায় অনুপ্রবেশ নথিভুক্ত করেছে।

“স্বাধীন সম্পাদক হিসেবে কাজ করা সরকারি এজেন্টদের মাধ্যমে উইকিপিডিয়ায় সৌদি সরকারের অনুপ্রবেশ এবং অ-সম্মত সম্পাদকদের কারারুদ্ধ করা শুধু আন্তর্জাতিক সংস্থার ভেতরে গুপ্তচরদের বারংবার ব্যবহারই নয় দেশটিতে স্বাধীন বিষয়বস্তু তৈরির প্রচেষ্টার বিপদও প্রদর্শন করে,” বলেছেন ডিএডাব্লিউএনের নির্বাহী পরিচালক সারা লি হুইটসন। “আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ের পক্ষে তাদের সহযোগীরা যে সৌদি সরকারের নিয়ন্ত্রণ থেকে স্বাধীন বা নিরাপদভাবে কাজ করতে পারে সেটা অনুমান করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”

উইকিপিডিয়া বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রশাসক এবং সম্পাদকদের উপর নির্ভর করে যাদেরকে মূল কোম্পানি উইকিপিডিয়া উইকিমিডিয়া অনুমোদিত “উইকিপিডিয়া ব্যবহারকারী” হিসেবে উল্লেখ করে থাকে। ব্যবহারকারীরা উইকিমিডিয়ার কর্মচারী নন এবং তারা কোনো ক্ষতিপূরণ না পেলেও উইকিমিডিয়া তাদের বিশ্বস্ত, স্বাধীন সম্পাদক যারা উইকিপিডিয়ার বিষয়বস্তু স্ব-নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাদের বিশেষ সুযোগ দেওয়ার জন্যে উইকিপিডিয়া সম্প্রদায়ের নিয়ম প্রতিষ্ঠা করেছে। বিষয়বস্তুর পৃষ্ঠাগুলি সম্পাদনা, মুছে ফেলা এবং সুরক্ষিত করার জন্যে (অর্থাৎ অন্য কেউ সেগুলি সম্পাদনা করতে পারবে না) এবং নিম্নমানের ব্যবহারকারী ও সম্পাদকদের অবরুদ্ধ বা অবরোধ্মুক্ত করার জন্যে প্রশাসকদের একচেটিয়া অনুমোদন রয়েছে৷ উইকিপিডিয়ার বিভিন্ন ব্যবহারকারীর প্রবেশাধিকারের স্তর সম্পর্কে আরো জানতে অনুগ্রহ করে এই পৃষ্ঠাটি দেখুন

এসএমইএক্সের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাজেম বলেছেন, “উইকিপিডিয়ার অনুপ্রবেশ আমাদের অঞ্চলে অনলাইন তথ্য ও জ্ঞান উৎপাদন নিয়ন্ত্রণে সৌদি সরকারের চলমান প্রচেষ্টার আরেকটি উদাহরণ। “খুবই বেদনাদায়ক যে সৌদি সরকারের অপব্যবহার সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা এখন উইকিপিডিয়ার মতো বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য একটি আন্তর্জাতিক মঞ্চকে লঙ্ঘন করেছে।”

ডিএডাব্লিউএন এবং এসএমইএক্সের সাথে কথা বলার সাথে সংশ্লিষ্ট সূত্রের মতে ২০২০ সালের সেপ্টেম্বরে “জনমত পরিবর্তন” এবং “জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সৌদি সরকার একই দিনে সৌদি আরবে দুই উচ্চ-পদস্থ উইকিপিডিয়ার এডমিন/প্রশাসক ওসামা খালিদ এবং জিয়াদ আল-সোফিয়ানিকে গ্রেপ্তার করে। ২০২০ সালের গ্রীষ্মে রাজনৈতিক বন্দীদের বিচার করতে ব্যবহৃত দেশটির সন্ত্রাসবিরোধী আদালত – বিশেষায়িত ফৌজদারি আদালত তাদের রিয়াদের আল-হার কারাগারে যথাক্রমে পাঁচ এবং আট বছরের সাজা দেয়। মামলার ঘনিষ্ঠ সূত্র ডিএডাব্লিউএনকে বলেছে যে তারা দেশে রাজনৈতিক কর্মীদের নিপীড়নের সমালোচনামূলক বিবেচিত তথ্য দিয়েছিল বলে সরকার তাদের বিচার করেছে।

বিশেষায়িত ফৌজদারি আদালত ২০২২ সালের সেপ্টেম্বরে একই অভিযোগের জন্যে জনাব খালিদের সাজা বাড়িয়ে ৩২ বছর করে যাকে রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে অতিরিক্ত কঠোর শাস্তি আরোপের একটি বড় মাপের প্রচারণার অংশ বলে মনে হচ্ছে।

ডিএডাব্লিউএনের অ্যাডভোকেসি পরিচালক রায়েদ জারার বলেছেন, “ঘৃণ্য হলেও সম্পূর্ণরূপে অনুমানযোগ্য যে সৌদি সরকার শুধু সরকারের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত বিষয়বস্তু পোস্ট করার জন্যে সৌদিদের বিচার করছে।” “তবে উইকিমিডিয়াকেও উইকিপিডিয়ার পাতায় কাজ করার জন্যে তাদের অনুমোদিত সম্পাদকদের আজ কারাগারে বন্দী থাকার দায় নিতে হবে।”

অনুপ্রবেশের কথা স্বীকার করে উইকিমিডিয়া তাদের সেই দেশের সম্পাদকদের নিষিদ্ধ করেছে বলে মনে হলেও কোনো বিস্তারিত বিবরণ প্রদান করেনি। উইকিমিডিয়া ৬ ডিসেম্বর, ২০২২ তারিখে ২০২২ সালের জানুয়ারিতে শুরু হওয়া একটি অভ্যন্তরীণ তদন্তের পরে “স্বার্থের সংঘাতের” জন্যে ১৬ জন ব্যবহারকারীকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে। উইকিমিডিয়ার অভিযানগুলির ব্যাপারে জানা সূত্রগুলি ডিএডাব্লিউএন এবং এসএমইএক্সের কাছে বলেছে যে সরকার সম্পর্কে ইতিবাচক বিষয়বস্তু প্রচার করতে এবং দেশের রাজনৈতিক বন্দীদের সম্পর্কে তথ্যসহ সরকারের সমালোচনামূলক বিষয়বস্তু মুছে ফেলার দায়িত্বে সৌদি সরকারের এজেন্ট হিসেবে নিয়োজিত থাকার কথা জানার পর নিষেধাজ্ঞাটি এই অঞ্চলে উইকিমিডিয়ার সর্বোচ্চ পদমর্যাদার সম্পাদকীয় দল ১৬ জন সৌদি ব্যবহারকারীর বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, ২০২২ তারিখে তাদের নিষেধাজ্ঞা নির্দেশ করা ১৬ জন সৌদি প্রশাসকের পরিচয় উইকিমিডিয়ার বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার পৃষ্ঠায় তালিকাভুক্ত প্রদর্শিত হচ্ছে।

উইকিমিডিয়া শুধু গোপনীয়ভাবে তার তদন্তের কথা উল্লেখ করলেও নিষিদ্ধ ব্যবহারকারীদের অবস্থান বা পরিচয় প্রকাশ করেনি বা উন্মোচিত “”সম্পাদনায় স্বার্থের দ্বন্দ্ব” সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করেনি: 

“৬ই ডিসেম্বর, ২০২২ তারিখে ফাউন্ডেশনটি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে উইকিপিডিয়া প্রকল্পগুলিতে  সম্পাদনায় স্বার্থের দ্বন্দ্বে জড়িত সারা বিশ্বের ১৬ জন ব্যবহারকারীর উপর নিষেধাজ্ঞা জারি করে” এবং “২০২২ সালের জানুয়ারিতে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে উইকিপিডিয়া প্রকল্পগুলিতে কথিত স্বার্থের দ্বন্দ্বের বিষয়ে ফাউন্ডেশন এই তদন্তটি শুরু করেছিল। সেই তদন্তে আমরা নিশ্চিত করতে পেরেছিলাম যে বহিরাগত দলগুলির সাথে ঘনিষ্ঠ সংযোগ থাকা কিছু ব্যবহারকারী সেই পক্ষগুলির লক্ষ্যকে এগিয়ে নেওয়ার জন্যে সমন্বিতভাবে মঞ্চটি সম্পাদনা করছে।”

উইকিমিডিয়ার তার তদন্তের ফলাফল এবং সৌদি আরব ভিত্তিক দলটির সম্পাদিত সমস্ত পৃষ্ঠা প্রকাশ করে সেগুলি স্বাধীন পর্যালোচনা ও বিশ্লেষণ করা উচিত। কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী নিযুক্ত প্রশাসকদের সম্পাদিত সমস্ত পৃষ্ঠাগুলির একটি অভ্যন্তরীণ পর্যালোচনা পরিচালনা করে বিষয়বস্তুগুলিতে সরকারি হস্তক্ষেপ থাকার সতর্কতামূলক লেবেল জারি করা উচিত। উইকিমিডিয়ার বাকস্বাধীনতা সীমিত এবং স্বাধীন লেখা মারাত্মকভাবে সীমিত থাকা দেশগুলির প্রশাসকদের উপর নির্ভরতা পর্যালোচনা এবং এই ধরনের প্রশাসকরা নিজেরাও কতোটা বিচারের ঝুঁকিতে তা পুনর্বিবেচনা করা উচিত।

সৌদি সরকারের তার উইকিপিডিয়ার বিষয়বস্তু প্রভাবিত ও নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা, সৌদি আরবে অবস্থিত প্রশাসকদেরকে সরকারের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার জন্যে যে পরিমাণে চাপ দিয়েছিল বা পুরস্কৃত করেছিল তা প্রকাশ করা এবং উইকিপিডিয়ায় বিষয়বস্তু পোস্ট করার ক্ষেত্রে ভূমিকার জন্যে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের মুক্তি দেওয়া উচিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .