- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

প্রাক্তন যুগোস্লাভিয়ার নাগরিকদের মেক্সিকোর প্যারোডি গানগুলোকে স্মরণ করা

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, ল্যাটিন আমেরিকা, কসোভো, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, মেক্সিকো, ম্যাসেডোনিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত
[1]

‘সেলোভেসারেনজি নামের ছেলেটি” (১৯৮৩), ‘পজিটিভানা জিওগ্রাফিইয়া’ (১৯৮৪),’ মি ইমোমাস মনোঙ্গো প্রবলেমোস’ (১৯৮৭) নামের গানের এ্যালবামের প্রচ্ছদ-এর ছবি । ফেয়ার ইউজ।

বেশীর ভাগ নাগরিক বলকান অঞ্চলের পপ সংস্কৃতি ল্যাটিন আমেরিকার সংস্কৃতির সাথে মেলাতে পারেনা। তবে মেক্সিকোর সঙ্গীত প্রাক্তন যুগোস্লাভিয়ার বেশ কয়েক প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় ছিল- প্রথমে নান্দনিকতা/ গুরুত্বের সাথে এবং পরে ব্যঙ্গাত্মক কারণে।

ইউমেক্স (যুগোশ্লাভিয়া মেক্সিকো) এর এই মিশ্র সংস্কৃতির বাস্তবতা ব্যাখ্যা করছে ১৯৪৮ সালে ঠাণ্ডা যুদ্ধের সময় যুগোশ্লাভিয়ার আলাদা/অদ্ভুত পরিস্থিত ব্যাখ্যা করছে [2]- যে সময়টা দেশটি ছিল এক সামাজতান্ত্রিক রাষ্ট্র যা ছিল বাস্তবে স্তালিনের সোভিয়েত ইউনিয়নের এক শত্রু রাষ্ট্র।

পাবলিক রেডিও ইন্টারন্যাশনাল [3] এর সাথে এক আলোচনায় স্লোভেনিয়ার লেখক মিহা মাজ্জানি বলেন, এই বিচ্ছিন্নতা/ বিস্ফোরণ দেশটিকে এক কঠিন অবস্থায় ফেলে দিয়েছিল, পূর্ব ও পশ্চিম ব্লকের ঠিক মাঝামাঝি অবস্থা(…) – যা একটি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। আমরা হলিউড থেকে পুঁজিবাদী মুভি কিনতে পারতাম না, আবার আমাদের আর সোভিয়েত চলচ্চিত্র দেখার উপায়ও রইল না…

টিটোর নেতৃত্বে পরিচালিত সরকার মেক্সিকো থেকে ছবি আমদানীর সিদ্ধান্ত গ্রহণ করে, যেটি কেবল ১৯৫০-৬০ এর দশকে দেশটির সোনালী সময়ের কথা বলছে না, সাথে সাথে প্রায়শ সেটি মেক্সিকোর বিপ্লবের বিষয়টি তুলে ধরে…এটি ছিল দেশটির জন্য এক সঠিক সিদ্ধান্ত যে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কেবল জন্মগ্রহণ করেছে।

এই সকল চলচ্চিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে ফেডারেশন এর সকল অংশ থেকে ডজন খানেক ব্যান্ড বিখ্যাত মেক্সিকান গান রেকর্ড করত, স্প্যানিশ অথবা জাতীয় ভাষায় সেগুলোর অনুবাদ করে।

এর মধ্যে সবচেয়ে আলোচিত/ সেলেব্রেটেড ছিল অনসাম্বেল ম্যাগনেফিকো [4],এটি ছিল স্কোপজার এক ব্যান্ড, ২৫ বছর পর্যন্ত এই ব্যান্ড সচল/ গান শুনিয়ে গেছে-তাদের সর্বশেষ এ্যালবাম ১৯৮৩ সালে প্রকাশিত হয়েছিল।

এদিকে ১৯৭০ দশকের ব্রিটিশ ও আমেরিকার পপ এবং রক ব্যান্ড যুগোস্লাভ ফেডারেশন এর দৃশ্যপটে এসে হাজির হয়। তবে আমেরিকান প্রভাবযুক্ত এই সকল ব্যান্ড পূর্বসুরীদের মারিয়াচি ধারায় বাঙ্গাত্মক ভাবে বিদ্রূপ করে। আর ঐ সকল ব্যাঙ্গাত্মক গান ছিল নতুন রক-এন-রোল গানের মতই জনপ্রিয় ছিল।

১৯৮৩ সালে সার্বিয়ার নোভি সাদ অঞ্চলের গায়ক ও গীতিকার দর্দে বালাসেভিচ সেলোভেসেরনজি দি কিড [5] (যার আক্ষরিক অনুবাদ হচ্ছে পরিপূর্ণ এক বালক) নামের এক অ্যালবামের বাজারে ছাড়ে, যেখানে বাড়াবাড়ি রকমের মেক্সিকান উচ্চারণে ইংরেজি গান গাওয়া হয়েছিল।

এই গান ক্লাসিক ওয়েস্টার্ণ চলচ্চিত্র যেমন দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন [6], দ্য ট্রেজার অফ দি সিয়ারে মার্দ্রে [7], এবং ভেরাক্রুজ [8] এর মত ছবির বন্দুকবাজদের কথা বলছে:

Yআপনাকে অবশ্যই সতর্ক হতে হবে কমপাদের
যদি আপনি দক্ষিণে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই দারুণ সতর্ক হতে হবে
কারণ সিয়েরা মাদ্রে পর্বত
আপনার নোংরা মুখ বন্ধ করার জন্য সবচেয়ে আদর্শ স্থান

ও, অনেক ডাকাত রয়েছে যারা খুব ভয়ংকর
তারা আপনার টাকা এবং ঘোড়া চায়
আপনি একজন গ্রিংগো, আমি বোঝাতে চাই, আপনি অপরিচিত/ অচেনা একজন
কিন্তু নিঃসন্দেহে আপনি সবকিছু জানেন

নামকরা এবং খুব জনপ্রিয়
ডন ফ্রান্সিস্কো লং প্লে

একবছর পর ব্রেল্গ্রেড এর পপ রক ব্যান্ড বাজাগা এন্ড ইনেস্ট্রাকটরি (বাজাগা ও প্রশিক্ষকেরা) নামের ব্যান্ড দল পজেটিভিনা জিওগ্রাফিয়া [9] (ইতিবাচক ভুগোল) নামে তাদের প্রথম এ্যালবাম বের করে, গানে বিশ্বের বিভিন্ন এলাকা তুলে ধরা হয়, বার্লিন থেকে রাশিয়ার প্রধান প্রধান শহর, এশিয়া থেকে আমেরিকা।

এদের একটি গান টেকিলা, গেরিলা (টাকিলা, গেরিলা) সার্বিয়ান ভাষায় গাওয়া হয়েছে [10], সাথে ল্যাটিন আমেরিকার এক কাল্পনিক চরিত্র জুয়ান এর কাহিনী তুলে ধরছে, জুয়ান এক কিশোর সে এক চিরপরিচিত শয়তান সেনাপ্রধানের কাছ অপহৃত হওয়া তার বান্ধবীকে উদ্ধার করার জন্য টাকিলা (এক প্রকারের মদ) খেয়ে মাতাল হয়ে যায় এবং এক বিপ্লবের জন্ম দেয়, আর এটি ঘটে মাকোন্ডা [11] নামের এক স্থানে, যা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর উপন্যাস “শতবর্ষের নীরবতা“ নামের উপন্যাসের এক কল্পিত শহর। এবং এর কোন ঐতিহাসিক সত্যতা নেই।

Ni Markes ni Kastaneda
Nisu znali Juanita
Ali su čuli da mu je deda
Susreo lično Meskalita

মার্কেজ [12] বা কাস্টানেদা [13] কেউ
হুয়ানিতা সম্বন্ধে জানে না
কিন্ত তারা শুনেছে যে তাদের দাদা
ব্যক্তিগত ভাবে মেসাকালিতোর সাথে সাক্ষাৎ করেছে

মেসকালিতো পিয়োত ক্যাকটাস [14] এর যা এক জনপ্রিয় নাম যা মায়ামত মেসক্লাইন ধারন করে , এই ক্ষেত্রে মেসকালেরো আপাচে [15] নামের কাল্পনিক নেতার ভ্রম এই এ্যালবাম বেশ হিট হয়ে যায় এবং তরুণ এক ব্যান্ড লিডার মমচিলো বাজাচিক [16] যে কিনা গীতিকার ও পারফরমার বাজাগা নামেও পরিচিতঃ

এরপর ১৯৮৭ সালে ক্রোয়েশিয়ার ব্যান্ড ডুও পেগালা (ক্রোয়েশিয়ান ভাষায় পেগলা মানে হচ্ছে জামা ইস্ত্রি করা) মি ইমামোস লটস অফ প্রোবলেম (আমাদের অনেক সমস্যা আছে) নামের গানের একটি অ্যালবাম বের করে তিনি মেক্সিকোর অতিরঞ্জিত উচ্চারণে গান গেয়েছিলেন।

এই গানটি শীর্ষ তালিকায় স্থান করে নেয়। সে সময় এটি ক্যাসেটে ধারণ করে বিক্রি করা হত- ডুও পেগালার একমাত্র এই এ্যালবাম এর ক্যাসেট যুগোস্লাভিয়ায় ৪০০,০০০ কপি বিক্রি হয় [17], যে সময় দেশটির মোট জনসংখ্যা ছিল ২২ মিলিয়ন।

আর যুগের এই ভাবধারাকে “আমাদের অনেক সমস্যা আছে এই অজুহাতে” একেবারে থামিয়ে দেওয়ার পূর্ব পর্যন্ত যুগোস্লাভিয়া এই গান বাজারে আসার কয়েক বছর পূর্ব পর্যন্ত এই ধারা থেকে বিচ্ছিন্ন ছিল। ডুয়ো পেগলা একই সাথে মেক্সিকোর দুটি যুক্ত ঘরে ঘরে প্রচলিত দুটি নাম মামা হুয়ানিতা এবং স্পিডি গনজালেস .

Mi imamos mnogos problemos
i lutamo svijetos bez kintos
nosimo brkoves i ocales
a svi nas zovu Speedy Gonzales

Aj, mama Huanita
Gonzales po svijetu skita

আমাদের অনেক সমস্যা আছে
এবং বিশ্ব টাকা ছাড়া
আমাদের গোঁফ আছে এবং চশমা আছে
আর সকলে আমাদের ডাকে স্পিডি গণজালেস বলে

এ ইয়ে মামা হুয়ানিতা
গনজালেস সারা বিশ্বে ঘুরে বেড়ায়

যেমনটা অনেক পাঠক জানেন, স্পিডি গনজালেস [18] হচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের লোলনি টুনস নামের কার্টুনের এক মেক্সিকান ইদুরের নাম যা প্রাক্তন যুগোস্লাভিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিল –যা এই যুগোস্লাভিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় প্রতিদিন প্রচার হত। .

মামা হুয়ানিতা হচ্ছে ১৯৫০ এর এক মেক্সিকান চলচ্চিত্র উন দিয়া দে ভিদা [19] ( জীবনের একটি দিন [20]) এর একটি চরিত্র ২০১৮ সালে সিনেমাএথিক প্রকাশিত [21] সমসাময়িক মেক্সিকান চলচ্চিত্রের এক প্রবন্ধ অনুসারে দৃশ্যত যে ছবির মাধ্যমে ইউ মেক্স [22] সঙ্গীতের ধারার সূত্রপাত এই ছবির মাধ্যমে ঘটে:

মামা হুয়ানিতা সাথে উন দিয়া দে ভিদাকে স্থানীয় যুগোস্লাভ চলচ্চিত্র পরিবেশকদের প্রদান করা হয় যখন এই চলচ্চিত্রের এপোনোমাস গান স্থানীয় দর্শকদের মাঝে প্রবেশ করে এবং এক ঢেউ আরো সঠিক ভাবে বলতে গেলে গায়ক অ ব্যান্ডদলের মাঝে সুনামির সৃষ্টি করে যা মেক্সিকো ঘরনার গান সৃষ্টি করে যা প্রাক্তন যুগোস্লাভিয়ার একটি ভাষায় গান সৃষ্টির মাধ্যমে।