গ্যালো ভাষার একাডেমি এবং এর আঞ্চলিক ভাষা উন্নয়ন প্রচেষ্টা

ডিজিটাল স্থানে ইউরোপীয় সংখ্যালঘু এবং আঞ্চলিক ভাষার প্রচারে সক্রিয় কর্মীদের কাজ তুলে ধরা আমাদের চলমান ধারাবাহিকের অংশ হিসেবে আমরা ফ্রান্সের ব্রিটানির স্বীকৃত সংখ্যালঘু গ্যালো ভাষা প্রচারে কাজ করা একটি সংস্থা একাডেমি দ্যু গ্যালোকে (@একাডেমি_দ্যু_গ্যালো) উপস্থাপন করতে চাই।

রাইজিং ভয়েসেস তাদের কাজ সম্পর্কে আরো জানার জন্যে একাডেমির অন্যতম সদস্য গুইনায়েল লুফাভরের সাক্ষাৎকার নিয়েছে।

রাইজিং ভয়েস (আরভি): আমাদেরকে আপনার প্রতিষ্ঠান এবং এর ভাষা-সম্পর্কিত কাজ সম্পর্কে বলুন।

গুইনায়েল লুফাভর (জিএল): একাডেমি দ্যু গ্যালো হলো গ্যালো এবং সংখ্যালঘু ভাষায় উৎসাহী এবং প্রচারকদের একটি অনানুষ্ঠানিক যৌথ উদ্যোগ। আমরা গ্যালোকে অনলাইন দৃশ্যমানতা ও স্বীকৃতি দিতে চাই।

দৃশ্যমানতা বাড়ানোর জন্যে গ্যালো ভাষার এবং গ্যালো সম্পর্কে আমাদের সমস্ত সংস্থান এবং সরঞ্জামগুলি যেই হোক এবং যেখানেই থাকুক, সবার জন্যে তা বিনামূল্যে নিশ্চিত করা দরকার।

এর স্বীকৃতি উন্নত করার জন্যে আমরা সামাজিক গণমাধ্যমে আওয়াজ তুলে এবং অন্যান্য আঞ্চলিক ভাষার প্রচারকদের সাথে যৌথভাবে সেই সরঞ্জামগুলির প্রচার করি।

এই সরঞ্জামগুলি হলো ভাষার পাঠ, একটি বিশাল ত্রিভাষিক গ্যালো-ফরাসি-ইংরেজি অভিধান, অনুবাদ সাহায্য চাইতে পারার মতো একটি ফোরাম … এছাড়াও গেমস এবং ব্রিটানির ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্যের ক্লাসিক এবং অন্যান্য আঞ্চলিক ভাষার লেখকদের থেকে বাছাইকৃত উদ্ধৃ্তাংশের মতো বিভিন্ন বিষয়ের উপর গ্যালোতে পড়ার উপাদানের একটি ক্রমবর্ধমান সংস্থান।

আরভি: অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই আপনার ভাষার বর্তমান অবস্থা কী?

জিএল: গ্যালো মারাত্মক অবস্থায় রয়েছে। ইউনেস্কো বৈশ্বিক ভাষাসমূহের এটলাসে এটি “সাংঘাতিকভাবে বিপন্ন” তালিকায় রয়েছে … যার সর্বশেষ হালনাগাদ হয় ২০১৫ সালে। স্থানীয় ভাষাভাষীর সংখ্যা খুব কম: সংখ্যাগুলি ঝাপসা হলেও ৩০ হাজারের কম এবং তারা পুরানো প্রজন্মেরই বেশি। আধুনিক জীবনের জন্য অনুপযুক্ত একটি মৃত ভাষা শেখার আগ্রহ তরুণ প্রজন্মের মধ্যে খুবই কম।

আর তাই আমরা অনলাইনে ঠিক এটার বিরুদ্ধেই যুদ্ধ করছি। একটি ওয়েবসাইট এবং সামাজিক গণমাধ্যমে উপস্থিতি আমাদেরকে তরুণ ও আরো বৈচিত্র্যময় শ্রোতাদের কাছে পৌঁছে সুযোগ পেলে যেকোন ভাষা যে আধুনিক ভাষা হতে পারে সেটা দেখানোর সুযোগ করে দেয়।

অন্যান্য প্রচারণা সংস্থাগুলি জীবন্ত ক্রিয়া-প্রতিক্রিয়ার উপর বেশি মনোযোগ দেয় (যা খুব ভাল) বলে একাডেমি দ্যু গ্যালো হলো গ্যালো ভাষার প্রধান অনলাইন উৎস। সেটা আমরা একটা বড় সংখ্যার মাধ্যমে: প্রতি মাসে ১০ হাজারের বেশি দেখতে পাই, যা এতো ছোট একটা ভাষার জন্যে বিশাল।

আরভি: ডিজিটাল স্থানে আপনার ভাষার উপস্থিতি দেখার জন্যে আপনার অনুপ্রেরণাগুলো কী কী?

জিএল: আমরা মনে করি যেকোনো ভাষাই একটি আধুনিক ভাষা। শুধু এটা প্রমাণ করার সুযোগ দেওয়া দরকার। আর এটাই আমাদের মূল প্রেরণা। শব্দ সব সময় উদ্ভাবিত হয়, এবং আসলে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে ফ্রান্স/ ফরাসি ভাষার শব্দ তৈরি করার একটি চমৎকার ঐতিহ্য রয়েছে। আমরা যে পৃথিবীতে বাস করি তার সাথে যুৎসই একটা আধুনিক রচনা সম্ভারের প্রস্তাব করলেও এখনো ভাষাটির ব্যুৎপত্তি ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল।

আরভি: আপনার ভাষাকে অনলাইনে পরিপূর্ণভাবে ব্যবহৃত হতে বাধা দেওয়া কিছু চ্যালেঞ্জ বর্ণনা করুন।

জিএল: কথা বলা লোকের অভাব!

তবে ইতিবাচকভাবে বললে: আমরা ক্রমাগত সুইফট কী-বোর্ডে ভাষা যুক্ত করতে থাকা উৎসাহী জুলিয়েন বেলির সাথে যৌথভাবে কাজ করছি, যার ফলে অন্তত এখন আপনার স্মার্টফোনে একটি উন্মুক্ত গ্যালো অভিধান পাওয়া যায়।

আরভি: অল্পবয়সীদের তাদের নিজেদের ভাষা শেখা শুরু বা তাদের নিজেদের ভাষা ব্যবহার চালিয়ে যেতে উৎসাহিত করতে কোন কোন দৃঢ় পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন?

জিএল: এটা পাঠ সম্পর্কিত নয়, বরং গর্ব সম্পর্কিত। আমরা গ্যালো ভাষাভাষী এবং তাদের পরিবারগুলির ছোটদের মধ্যে তাদের ইতিহাসের অংশ, তাদের নিজস্ব অঞ্চলে শেকড় গাড়া একটি ভাষায় কথা বলার গর্ব ফিরিয়ে দিতে চাই। বয়স্করা গ্যালো নিয়ে আবারো গর্বিত হয়ে এটা ছড়িয়ে দিতে চাইবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতীয় পর্যায়ে শেষ পর্যন্ত আঞ্চলিক ভাষাগুলোকে দেশের সাংস্কৃতিক সম্পদের অংশ হিসেবে স্বীকৃত দেখতে পেলে খুবই ভালো হবে। দেশের নেতারা কেবল মুখে মুখেই ভাষাগত বৈচিত্র্যের কথা বলে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .