আর্জেন্টিনার আদমশুমারি লিঙ্গ ও জাতিগত পরিচয়ের প্রশ্ন সংযুক্ত

ক্যানভা দিয়ে গ্লোবাল ভয়েসেসের তৈরি ছবি।

প্রথমবারের মতো আর্জেন্টিনার আসন্ন আদমশুমারি লিঙ্গ এবং জাতিগত পরিচয় জানতে চাইবে। এলজিবিটিকিউ+, আদিবাসী এবং আফ্রো-আর্জেন্টিনীয় বিভিন্ন সম্প্রদায় রাষ্ট্র ও সমাজে তাদের স্বীকৃতির প্রেক্ষিতে সংবাদটিকে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে উদযাপন করেছে।

#রিকোনোসার্নো (“আমাদের স্বীকৃতি”) স্লোগানের মাধ্যমে আগামী ১৮ মে আর্জেন্টিনায় জাতীয় জনসংখ্যা, গৃহস্থালী এবং আবাসন শুমারি অনুষ্ঠিত হবে। এটি মূলত অক্টোবর ২০২০ সালের জন্যে নির্ধারিত থাকলেও কোভিড-১৯ মহামারীর কারণে তা স্থগিত করতে হয়।

জাতীয় পরিসংখ্যান ও শুমারি প্রতিষ্ঠান (আইএনডিইসি) পরিচালিত নতুন আদমশুমারিটিতে বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমত, এটি ডিজিটালভাবে ১৬ মার্চ থেকে লাইভে রয়েছে এবং ইন্টারনেট সংযোগসহ যেকোনো যন্ত্রের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করা যেতে পারে।

দ্বিতীয়ত, আদমশুমারিটি প্রথমবারের মতো বাসস্থান থেকে খানাকে আলাদা করবে (এখন একই বাসস্থানের মধ্যে একাধিক খানা থাকার সুযোগ রয়েছে)৷ এটি সারা দেশে পরিবারের বাস্তব-জীবনের বিভিন্ন পরিস্থিতিকে আরো ভালভাবে প্রতিফলিত করবে। এটি স্ব-অনুভুত লিঙ্গ এবং জাতিগত পরিচয় সম্পর্কিত বিশেষ করে আফ্রিকীয় বংশোদ্ভূত এবং আদিবাসীদের প্রশ্নগুলিও অন্তর্ভুক্ত করবে।

১৪ এপ্রিল পর্যন্ত প্রায় ৪২ লক্ষ জনগণ ইতোমধ্যেই আদমশুমারির অনলাইন সংস্করণ সম্পন্ন করেছে।

লিঙ্গ এবং জাতিগত দৃষ্টিকোণসহ ২০২২ আদমশুমারি। #জাতীয় জনসংখ্যা, গৃহস্থালি এবং আবাসন আদমশুমারি মার্চ এবং মে ২০২২ সালের মধ্যে অনুষ্ঠিত হবে। এতে প্রথমবারের মতো লিঙ্গ এবং জাতিগত পরিচয় সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।

লিঙ্গ বৈচিত্র্যময় দেশ

আদমশুমারিতে লিঙ্গ পরিচয়ের অন্তর্ভুক্তি আর্জেন্টিনার জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের জনসংখ্যাগত বাস্তবতার একটি ছবি আঁকবে। একটি জাতীয় আদমশুমারি একটি দেশের অধিবাসীদের সংখ্যা ছাড়াও তাদের আর্থ-সামাজিক, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক অবস্থার উপরও তথ্য সংগ্রহ করে। এটি জনগোষ্ঠীর বিভিন্ন পরিস্থিতির জন্যে উপযুক্ত ভবিষ্যৎ জননীতিমালা তৈরি সম্ভব করে তোলে। আর্জেন্টিনা লিঙ্গ পরিচয় সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করা দক্ষিণ আমেরিকার প্রথম দেশ

২০১৯ সালে প্রশ্নের তালিকাটি প্রকাশ করার পর কমলা গোলাপ নাগরিক সমিতির মার্সেলা টোবাল্ডি এবং ১০০% বৈচিত্র্য ও অধিকারের জাতীয় নেটওয়ার্কের সদস্য ক্লারিন সংবাদপত্রকে বলেন:

Tenemos el convencimiento de que terminar con la invisibilidad estadística del grupo travesti trans constituirá una bisagra en términos de políticas de población, lo que brindará el insumo necesario para el desarrollo de políticas públicas urgentes de reparación e inclusión.

আমরা নিশ্চিত যে ট্রান্স সম্প্রদায়ের পরিসংখ্যানগত অদৃশ্যতার অবসান জনসংখ্যা নীতিতে পরিবর্তন আনবে। এটি ক্ষতিপূরণ এবং অন্তর্ভুক্তির জন্যে প্রয়োজনীয় জননীতিমালা বিকাশের জন্যে প্রয়োজনীয় ডেটা সরবরাহ করবে।

প্রশ্নপত্রটি প্রথমে উত্তরদাতাকে জন্মের সময় রেকর্ড করা তার পরিবার নির্ধারিত লিঙ্গ সম্পর্কে জিজ্ঞেস করে। পছন্দগুলি হলো পুরুষ, মহিলা বা উপরের কোনটি নয়। এটি পূর্ববর্তী আদমশুমারির ধারাবাহিকতা প্রদান করে। পরবর্তী প্রশ্নটি উত্তরদাতাকে লিঙ্গ পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করে আটটি সম্ভাব্য পছন্দ প্রদান করে।

Captura de parte del cuestionario del Censo con las dos pregunras relacionadas con el género asignado y autopercibido.

আদমশুমারির অংশের স্ক্রিনশট যৌনতা এবং স্ব-অনুভূত লিঙ্গ সম্পর্কে জিজ্ঞেস করে৷ সূত্র: আর্জেন্টিনার ২০২২ সালের আদমশুমারির ওয়েবসাইট।

২০১০ সালে সর্বশেষ আদমশুমারির পর থেকে আর্জেন্টিনায় এলজিটিবিআইকিউ+ সম্প্রদায়ের জন্যে বড় অগ্রগতি হয়েছে, যার মধ্যে সমান বিবাহ আইন, লিঙ্গ পরিচয় আইন, এবং ট্রান্সলিঙ্গ কর্মসংস্থান কোটা আইন রয়েছে। তাই নতুন আদমশুমারিটির বিদ্যমান আইন এবং সমাজে ইতোমধ্যে স্বীকৃত বাস্তবতা অনুসারে তথ্য সংগ্রহ করাটা খুব গুরুত্বপূর্ণ।

বহু-জাতিগত আর্জেন্টিনা

আদমশুমারিটি আদিবাসী জনগণের বিষয়েও বিস্তৃত হয়ে এখন এসব গোষ্ঠীর বংশধর হিসেবে জনগণের স্ব-স্বীকৃতি এবং তাদের ভাষার ব্যবহার সম্পর্কিত প্রশ্নগুলি অন্তর্ভুক্ত করে। বেশ কয়েকটি আদিবাসী সংগঠন সমন্বিত  ‘সোই দে রাইসেস ইন্দিজেনাস‘ (আমি আদিবাসী বংশোদ্ভূত) প্রচারাভিযান জনগণকে তাদের শিকড় সম্পর্কিত প্রশ্নগুলির ক্ষেত্রে গর্বিতভাবে প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করে।

আদিবাসী সদস্য এবং আদিবাসীদের পেশাজীবী নেটওয়ার্কের অংশ ভেরোনিকা আজপিরোজ ক্লিনান মাপুচে অ্যাহেন্সিয়া প্রেজেন্তেস এর কাছে এই নতুন প্রশ্নের গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন:

Lo más importante es que Argentina tiene que mirarse a sí misma y reconocer que su argentinidad está compuesta por un entrecruzamiento de Pueblos Originarios destinados a desaparecer en el diseño de país. Lo primero es bajar el nivel de racismo en la sociedad. Necesitamos que los datos muestren que lxs argentinxs no descendieron de los barcos. La ciudadanía argentina es pluriétnica.

আর্জেন্টিনার জন্যে নিজের দিকে তাকানো এবং এর ঐতিহ্য যে দেশের গঠনের মধ্যেই হারিয়ে থাকা বিভিন্ন আদিবাসীদের মিশ্রনে গঠিত তার স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম সমাজে বর্ণবাদের মাত্রা কমিয়ে আনতে হবে। আর্জেন্টিনীয়রা যে জাহাজ থেকে নেমে আসেনি তা দেখানোর জন্যে আমাদের ডেটা দরকার। আর্জেন্টিনার জনগোষ্ঠী বহু-জাতিগত।

জাহাজের উল্লেখটি একটি সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের দেওয়া একটি বক্তৃতাকে ইঙ্গিত করে যেখানে তিনি বলেছিলেন যে “আর্জেন্টিনীয়রা জাহাজ থেকে নেমে এসেছে।” এটি অন্যভাবে, মহাদেশটিতে আসা দখলদার ইউরোপীয় অভিযাত্রীদের একটি উল্লেখও বটে।

তবে ২০১০ সালের আদমশুমারিতে মাত্র ১০ শতাংশ ফর্মের নমুনা হিসেবে আফ্রো-বংশোদ্ভূত পরিচয়ের বিষয়ে একটি প্রশ্ন ছিল। আসন্ন আদমশুমারিটিতে, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে: “আপনি কি নিজেকে আফ্রো- বংশোদ্ভূত হিসেবে চিহ্নিত করেন নাকি আপনার কৃষ্ণাঙ্গ বা আফ্রিকীয় পূর্বপুরুষ আছে?”

এটি কয়েক দশক ধরে পদ্ধতিগত অদৃশ্যতা এবং একটি শ্বেতাঙ্গ ও ইউরোপীয় আর্জেন্টিনার কল্পিত গল্পের বিরুদ্ধে লড়াই করা আফ্রো-আর্জেন্টিনীয় সংস্থাগুলির জন্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগামী পদক্ষেপ যা থেকে তারা এখন বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে।

Captura de las cuatro preguntas sobre identidad indígena y afro, y el uso de lenguas indígenas.

আদমশুমারিটিতে আদিবাসী ও আফ্রিকীয় পরিচয় এবং আদিবাসী ভাষার ব্যবহার সম্পর্কে প্রশ্ন করা অংশের পর্দাছবি। সূত্র: আর্জেন্টিনার ২০২২ সালের আদমশুমারির ওয়েবসাইট।

চ্যালেঞ্জ, বিতর্ক এবং নিষেধাজ্ঞা

সংশ্লিষ্ট সম্প্রদায় এবং জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ এই উন্নয়নগুলিকে স্বাগত জানালেও কিছু কিছু মহল থেকে সমালোচনাও হয়েছে। উদাহরণস্বরূপ, প্রথম অভিযোগগুলির মধ্যে অন্যতম হলো ডেটা সুরক্ষা নিয়ে সন্দেহ এবং ডিজিটাল আদমশুমারিতে অজ্ঞাতনামা থাকতে পারার সুযোগের অভাব।

ফেব্রুয়ারিতে আদিবাসী পেশাজীবী নেটওয়ার্ক আদমশুমারির ফর্মগুলি মুদ্রিত হতে বাধা দেওয়ার জন্যে একটি নিষেধাজ্ঞা দায়ের করে। জাতিগত পরিচয় সম্পর্কিত প্রশ্নে আদিবাসীদের তালিকা অন্তর্ভুক্ত (এর পরিবর্তে উত্তরদাতা কোন আদিবাসী গোষ্ঠীভুক্ত এমন একটি উন্মুক্ত প্রশ্ন করা হয়) না করার ফলে তারা পরিসংখ্যানগত অদৃশ্যমানতার আশঙ্কা রয়েছে বলে তারা অভিযোগ করেছে।

আদ্রিয়ানা গেরেজ (চিলি এবং আর্জেন্টিনার আদিবাসীদের একটি দল) দিয়াগুইটা জনগোষ্ঠীভূক্ত। আমরা, আদিবাসী পেশাদারদের নেটওয়ার্ক, দাবি করছি যে ২০২২ সালের আদমশুমারির প্রশ্নগুলি আদিবাসীদের প্রতি আরো মনোযোগ দেওয়ার মতো করে প্রণয়ন করতে হবে। (সূত্র)

লিঙ্গ পরিচয়ের প্রশ্ন সম্পর্কে ল্যাটফেমের জন্যে লেখা একটি নিবন্ধে গবেষক এবং সক্রীয় কর্মী মার্সে ইয়োহান বুতিয়েরে জাতীয় পরিসংখ্যানে ট্রান্স জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার বিভিন্ন চ্যালেঞ্জ বিশ্লেষণ করেছেন:

La pregunta sobre sexo pone al encuestadx en una situación de “confesión” de una información sensible y personal; y las opciones brindadas en la respuesta a la pregunta sobre identidad de género son poco precisas y exhaustivas, lo que se prestaría a confusiones y fallos en la medición.

যৌনতার প্রশ্নটি উত্তরদাতাকে সংবেদনশীল ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে বাধ্য করে; এবং লিঙ্গ পরিচয় সম্পর্কিত প্রশ্নের উত্তরে দেওয়ার পছন্দগুলি বেঠিক এবং সার্বিক, যা বিভ্রান্তি এবং অশুদ্ধ রেকর্ডের দিকে নিয়ে যাবে।

তার ওপর একদল নারী “জন্মের সময় নির্ধারিত লিঙ্গ” এর প্রশ্নে শুধুমাত্র “লিঙ্গ” বলা উচিত এবং “নারী” বা “পুরুষ” পরিচয় হিসেবে বিবেচনা করা উচিত নয় দাবি করে ২০২২ সালের আদমশুমারির বিরুদ্ধে একটি বিতর্কিত নিষেধাজ্ঞা দায়ের করেছে।

সমালোচনা সত্ত্বেও আদমশুমারিটি যে একটি বিশাল পদক্ষেপ সে বিষয়ে বেশিরভাগ সংস্থা এবং সম্প্রদায় একমত। সমস্ত বৈচিত্র্যকে ধারণ করে জনসংখ্যা জরিপ করার একটি পর্যাপ্ত হাতিয়ার হয়ে উঠতে এখনো অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হলেও এটিকে অতীত এবং ভবিষ্যতের মধ্যবর্তী একটি ক্রান্তিকালীন আদমশুমারি হিসেবে বিবেচনা করা যেতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .