ঘোওসা ভাষা কর্মী সিকি দলাঙ্গার সাথে সাক্ষাৎ করুন

Photo provided by Siki Dlanga and used with permission.

ডিজিটাল স্থানে আফ্রিকীয় ভাষার সক্রীয় কর্মীদের কাজকে তুলে ধরতে আমাদের চলমান ধারাবাহিকের অংশ হিসাবে আমরা দক্ষিণ আফ্রিকার সিকি দলাঙ্গা (@সিকিদলাঙ্গা) কে দেখাতে চাই। সিকির কথা বলা ঘোওসা ভাষাতে মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের প্রায় ১৯ লক্ষ মানুষ কথা বলে।

রাইজিং ভয়েস (আরভি): অনুগ্রহ করে আপনার সম্পর্কে আমাদের বলুন।

সিকি দলাঙ্গা (এসডি): আমি আইএলএএফ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকীয় ভাষা আন্দোলন ফোরামের জন্যে কাজ করি। এই নেটওয়ার্কটি শুধু বেশিরভাগ শিক্ষাবিদদের কাছে পরিচিত হলেও সব ধরনের আদিবাসী ভাষা কর্মীদের সাথে যুক্ত করে থাকে। আইএলএএফ দক্ষিণ আফ্রিকায় আদিবাসী ভাষার কাজকে প্রচার করে। আমরা আলোচনা সুযোগ সৃষ্টি , এবং ইতিবাচক দেশের যেকোন আদিবাসী ভাষার কাজ প্রচার করি এবং তুলে ধরি। যারা আদিবাসী ভাষায় গণিত এবং বিজ্ঞানের বই লিখেছেন আমরা তাদের কাজ প্রচার করতে চাই। অন্য কেউ হয়তো পডকাস্ট তৈরি করেছে অথবা বিচার ব্যবস্থা ও আদিবাসী ভাষা নিয়ে কাজ করেছে। বিভিন্ন ধরনের কাজ রয়েছে। দক্ষিণ আফ্রিকায় লক্ষ লক্ষ আদিবাসী ভাষায় কথা বলা মানুষ রয়েছে, তাদের নিয়ে অনেক কাজ করতে হবে।

আরভি: ডিজিটাল স্থানে আপনার ভাষার উপস্থিতি দেখার জন্যে আপনার অনুপ্রেরণাগুলো কী কী?

এসডি: আমি আরো অভিভাবকদের তাদের সন্তানদের ইংরেজির জন্যে তাদের মাতৃভাষা পরিত্যাগ না করে বরং শেখানোর জন্যে অনুপ্রাণিত হতে দেখতে চাই। আমি ডিজিটাল স্থানকে ভাষাভাষীদের নিজ নিজ ভাষা বিকাশের প্রচারণা করতে দেখতে চাই।

আরভি: আপনার ভাষাকে অনলাইনে পরিপূর্ণভাবে ব্যবহৃত হতে বাধা দেয় এমন কিছু চ্যালেঞ্জ বর্ণনা করুন।

এসডি: ভাষাটি অনলাইনে ব্যবহৃত হলেও অনুবাদ সবসময় সঠিক হয় না। ডিজিটাল মঞ্চগুলি এখনো ইংরেজি ভাষীদের অনেক বেশি সেবা প্রদান করলেও ঘোওসা-বান্ধব না হওয়ায় ব্যবহার করার সময় প্রতিবন্ধী ব্যবহারকারীদের সঠিকভাবে রেকর্ড করতে লড়াই করতে হয়।

আরভি: অল্পবয়সীদের তাদের নিজেদের ভাষা শেখা শুরু বা তাদের নিজেদের ভাষা ব্যবহার চালিয়ে যেতে উৎসাহিত করতে কোন কোন দৃঢ় পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন?

এসডি: প্রথমত তাদের পিতামাতাকে তাদের বাচ্চাদের কাছে ভাষাটা  দেওয়ার ব্যাপারে উৎসাহী হতে হবে। দ্বিতীয়ত আদিবাসী ভাষায় শিক্ষা লাভের অর্থনৈতিক সুযোগগুলিকে মূল্যবান ভাবা দরকার।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .