এই সপ্তাহে আমরা নিজেদের ঐতিহ্যবাহী ভাষাগুলিকে পুনরুজ্জীবন এবং তাদের ডিজিটাল বিশ্বে আনার জন্যে তিনজন ব্যক্তির সাথে যোগ দিয়েছি। ভারতে অমৃত সুফি, মেক্সিকোতে ইয়োনাতন রাঙ্ঘেল এবং নাইজেরিয়ায় ওমো ইউবা তাদের ভাষাগুলিকে ডিজিটাল স্থানে প্রবেশ করানোর জন্যে গবেষণা করেছে, লিখেছে এবং সহযোগিতা করেছে৷ তাদের গল্পগুলি শুনুন এবং কেন আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটি দরকার তা ভাবুন।
গ্লোবাল ভয়েসেস পডকাস্ট আপনাকে সারাবিশ্বের স্থানীয় খবর নিয়ে আসে। প্রতি সপ্তাহে আমাদের সম্প্রদায়ের ভেতরের লোকজন তাদের সম্প্রদায়ের মধ্যে কোন সংবাদগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং তারা কীভাবে স্থানীয় প্রেক্ষাপটের বাইরে তাদের গল্পগুলি তৈরি করে তা ভাগাভাগি করে। স্থানীয় কণ্ঠে বিশ্বব্যাপী সংবাদের আপনার সাপ্তাহিক ডোজ এখনই শুনুন।
আপনি এই পর্বটি উপভোগ করে থাকলে অনুগ্রহ করে গ্রাহক হোন এবং আপনার বন্ধুদের আমাদের সম্পর্কে বলুন! আপনি টুইটারে আমাদের অনুসরণ করতে পারেন। এই পডকাস্টের সঙ্গীতটি আমাদের বর্ধিত গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের নিক মার্টকেনের ট্র্যাক “ভয়েজ” থেকে নেওয়া।
Podcast: Play in new window | Download