একটি ভাষা দু’টি লিপিতে ডিজিটাল করা হয়েছে: অনলাইনে পাঞ্জাবি ভাষার সম্প্রসারণ করছেন সতদীপ গিল

Satdeep Gill, Jan 2020. Image via Wikimedia by Myleen Hollero. CC BY-SA 3.0

সতদীপ গিল, জানুয়ারি ২০২০। মাইলিন হলেরোর উইকিমিডিয়ার মাধ্যমে পাওয়া ছবি। সিসি বাই-এসএ ৩.০

সম্পাদকের কথা: ২৬ এপ্রিল থেকে ২ মে, ২০২২ পর্যন্ত সতদীপ গিল এশীয় ভাষাগুলিকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে কীভাবে প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা অনুসন্ধানকারী ঘূর্ণায়মান @এশীয়অনলাইনভাষা টুইটার অ্যাকাউন্টটি পরিচালনা করবেন। প্রচারণাটি সম্পর্কে এখানে  আরো পড়ুন।

সতদীপ গিল ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের পাতিয়ালা ভিত্তিক একজন মুক্ত জ্ঞান অনুরাগী। ২০১১ সাল থেকে তিনি অনলাইনে পাঞ্জাবি উইকিপিডিয়া স্থান তৈরি ও বৃদ্ধি করতে সহায়তা করছেন; তিনি ২০১৭ সালে গ্লোবাল ভয়েসেস পাঞ্জাবি লিঙ্গুয়া প্রকল্পের সূচনায় নেতৃত্ব দেন।

গিল উইকিমিডিয়া আন্দোলন কৌশল ২০৩০ সম্পর্কিত সম্প্রদায়ের কথোপকথনগুলিকে সহায়তা করার জন্যে ২০১৭ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশনে যোগদান করেন। নভেম্বর ২০১৮ থেকে, তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্ল্যাম (GLAM = গ্যালারি, পাঠাগার, সংরক্ষণ ও জাদুঘর) এবং সংস্কৃতি দলের একজন কর্মসূচি কর্মকর্তা ছিলেন এবং তখন থেকে ডিজিটালকরণ, ভাষা নথিভুক্তি এবং ভাষা পুনরুজ্জীবন সম্পর্কিত প্রকল্পগুলিকে সহায়তা করে আসছেন।

গিলের সহায়তাকারী সাম্প্রতিক প্রকল্পগুলির একটি হলো ইউনেস্কো এবং কম্বোডিয়ার বোফানা কেন্দ্রের অংশীদারিত্বে একটি সক্ষমতা নির্মাণ কর্মশালা। এটি আদিবাসী যুবকদের তাদের ভাষা ও সংস্কৃতির নথিভুক্তিতে সাহায্য করার প্রশিক্ষণ কেন্দ্রিক। তিনি বালিনিজ উইকিসংকলন তৈরিতেও সহায়তা করেছিলেন যা বালিনিজ সম্প্রদায়কে তাদের সাহিত্যিক ঐতিহ্য, হাতে লেখা পাম-পাতার পাণ্ডুলিপিগুলিকে ইন্টারনেটে প্রতিলিপি করার সুযোগ দেয়।

গিল পাঞ্জাব এবং পার্শ্ববর্তী রাজ্যের পাখিদের ছবি তুলে উইকিমিডিয়া সাধারণে প্রদান করতেও অবদান রাখেন।

Bluethroat near Jalalpur, Patiala. Image via Wikipedia by Satdeep Gill. CC BY-SA 4.0.

পাতিয়ালার জালালপুরের কাছে নীলগলা ফিদ্দাসতদীপ গিল এর তোলা ছবি উইকিপিডিয়ার মাধ্যমে পাওয়া। বাই-এসএ ৪.০

রাইজিং ভয়েসেস ইমেইলের মাধ্যমে সতদীপ গিলের সাক্ষাৎকার নিয়েছে। স্পষ্টতার জন্যে সাক্ষাৎকারটি সম্পাদনা করা হয়েছে।

রাইজিং ভয়েস (আরভি): অনুগ্রহ করে আপনার নিজের এবং আপনার ভাষা-সম্পর্কিত কাজ সম্পর্কে আমাদেরকে বলুন।

সতদীপ গিল (এসজি): আমি সবসময় পাতিয়ালা শহরে থাকি। আমি মাধ্যমিকে গণিত এবং বিজ্ঞান পড়লেও স্নাতক ডিগ্রি থেকে আমি পাঞ্জাবি ভাষা ও সাহিত্যের দিকে মনোনিবেশ করেছি।

আমি ভাষা শিখতে ভালোবাসি। আমার স্থানীয় পাঞ্জাবি (গুরুমুখী এবং শাহমুখী উভয় লিপি) ছাড়াও, আমি ইংরেজি, হিন্দি এবং উর্দুতে পারদর্শী। আমি বহু বছর ধরে স্পেনীয় এবং ফরাসি ভাষা নিয়ে কসরৎ করলেও আমি জানি যে আমি স্পেনীয় এবং ফরাসি ভাষার দেশগুলিতে ভালো করবো। আজকাল আমি ইরানের আহভাজের শহীদ চামরান বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে ফার্সি শেখায় ব্যাপক আনন্দ পাচ্ছি।

আরভি: আমাদেরকে পাঞ্জাবি উইকিপিডিয়ায় আপনার সম্পৃক্ততা এবং আপনার সমর্থন সম্পর্কে বলুন।

এসজি: এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে পাঞ্জাবি ভাষা দুটি লিপিতে: বাম থেকে ডানে গুরুমুখী লেখা হয় যা প্রধানত ভারতে ব্যবহৃত হয় এবং ডান থেকে বামে শাহমুখী লেখা হয় যা পাকিস্তানে ব্যবহৃত হয়। কথ্য ভাষা অনেকটা একই রকম হলেও লেখার ক্ষেত্রে বিশাল পার্থক্য থাকার ফলে ভাষাটির জন্যে দুটি ভিন্ন উইকিপিডিয়া তৈরি হয়েছে। পাঞ্জাবি উইকিপিডিয়া (গুরুমুখী লিপির জন্যে) এবং পশ্চিম পাঞ্জাবি উইকিপিডিয়া (শাহমুখী লিপির জন্যে)।

আমি ২০১০-এর দশকের গোড়ার দিকে পাঞ্জাবি উইকিপিডিয়া আবিষ্কার করার সময় এটিতে খুব কম সংখ্যক নিবন্ধ ছিল এদের বেশিরভাগই এক-লাইনের। আমার বাবা আমার সাথে যোগ দিলে আমরা একসাথে পাঞ্জাবি উইকিপিডিয়া নির্মাণ শুরু করি।

২০১১ সালে পাতিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে আমার স্নাতক ডিগ্রি শুরু করার সময় উইকিপিডিয়ার পাঞ্জাবি সংস্করণে অবদান রাখার জন্যে আমি আমার সমবয়সীদের সম্পৃক্ত করা শুরু করি। আমাদের প্রচেষ্টাগুলি নিয়মিত সভা এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কার্যকলাপে জড়িত থাকার মাধ্যমে পাঞ্জাবি উইকিপিডিয়ানদের একটি স্পন্দনশীল সম্প্রদায় তৈরি করতে সাহায্য করেছে।

২০১৫ সালে প্রথম পাঞ্জাবি উইকিপিডিয়ান হিসেবে আমাকে মেক্সিকোতে অনুষ্ঠিত উইকিম্যানিয়াতে (উইকিপিডিয়া এবং এর সহকারী প্রকল্পগুলির জন্যে নিবেদিত বৃহত্তম অনুষ্ঠান) আমন্ত্রণ জানানো হয়। সেখানে জিমি ওয়েলসের কাছ থেকে পাঞ্জাবি উইকিপিডিয়াকে অন্যতম দ্রুত বর্ধনশীল ভারতীয় উইকিপিডিয়া বানাতে আমাদের প্রচেষ্টার জন্যে আমি একটি সম্মানজনক উল্লেখ লাভ করি।

আরভি: অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই পাঞ্জাবি ভাষার বর্তমান অবস্থা কী?

এসজি: পাঞ্জাবি হলো ভারতের পাঞ্জাব রাজ্যের সরকারি ভাষা এবং পাঞ্জাবি সঙ্গীত বিশ্বজুড়ে বেশ বিখ্যাত। সরকারিভাবে এবং জনপ্রিয় সংস্কৃতিতে এর মর্যাদা থাকলেও রাজ্যের বেশিরভাগ বেসরকারি স্কুল পাঞ্জাবিতে কথা বলতে উৎসাহিত করে না – বরং মাতৃভাষায় কথা বলার জন্যে শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয়। ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক এমন একটি স্কুলে আমি পড়তাম। অন্য ভাষায় যেতে চাইলে আমাদেরকে পাঞ্জাবির পরিবর্তে হিন্দি ব্যবহার করার পরামর্শ দেওয়া হতো।

জনসংখ্যার শতকরা প্রায় ৪০ ভাগ নিয়ে পাঞ্জাবিরা বৃহত্তম জাতিগোষ্ঠী গঠন করলেও পাকিস্তানে পাঞ্জাবি আদৌ কোনো পৃষ্ঠপোষকতা উপভোগ করে না। পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু এবং এমনকি স্কুল পর্যায়ে পাঞ্জাবি পড়ানো হয় না।

অপরপক্ষে গত শতাব্দীতে বিশেষ করে গত কয়েক দশকে এই অঞ্চল থেকে অভিবাসন বৃদ্ধির অর্থ হলো পাঞ্জাবিরা যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং অস্ট্রেলিয়াতে উল্লেখযোগ্য সম্প্রদায় গঠন করেছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর প্রকাশিত ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুসারে পাঞ্জাবিকে যুক্তরাজ্যে তৃতীয় সর্বাধিক কথ্য ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটি সেই দেশের জিসিএসই এবং এ-লেভেলে পড়ানো হয়।

গত দশকে অনলাইন মঞ্চে পাঞ্জাবি অনেক বেড়েছে বলে মনে হচ্ছে — পাঞ্জাবি উইকিপিডিয়া দশগুণেরও বেশি। ২০১৩ সালের ডিসেম্বর থেকে, গুরুমুখী লিপিতে পাঞ্জাবি ভাষা গুগল অনুবাদ সমর্থিত, এবং এর গুণমান তখন থেকেই উন্নত হচ্ছে। উচ্চ-মানের চাক্ষুষ অক্ষর শনাক্তকরণ সরঞ্জামগুলিও এই ভাষাতে পাওয়া যায়। ২০১৭ সালে বিবিসি পাঞ্জাবি ভাষাতেও পরিষেবা শুরু করে।

নিজস্ব চ্যালেঞ্জ এবং বাধাবিঘ্ন সত্ত্বেও পাঞ্জাবি এখনো অনেক সুবিধা এবং অনেক মূলধারার উৎসে প্রবেশ করতে পারে এই কথা বলা যায়।

আরভি: বর্তমানে আপনার ভাষা যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার কয়েকটি বর্ণনা করুন।

এসজি: পাঞ্জাবি সম্প্রদায়ের জন্যে একটি বড় চ্যালেঞ্জ হলো একটি নির্দিষ্ট লিপি অথবা তাদের উভয় লিপি শেখানোর একটি নীতিমালা না থাকা।

আমি দৃঢ়ভাবে মনে করি অন্তত বিশ্ববিদ্যালয় স্তরে পাঞ্জাবি ভাষার শিক্ষার্থীদের জন্যে পাঞ্জাবির উভয় লিপিই বাধ্যতামূলক হওয়া উচিত। ইন্টারনেটের আবির্ভাবের সাথে সাথে গত কয়েক দশকে বিশ্বজুড়ে তৈরি হওয়া পাঞ্জাবিদের অনলাইন সম্প্রদায়গুলিতে লাতিন লিপি অনেক পাঞ্জাবিদের কাছে সবচেয়ে সহজ লেখার ব্যবস্থা হয়ে উঠেছে, বিশেষ করে সীমান্তের ওপারে কথোপকথনের ক্ষেত্রে। পাতিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় কয়েক বছর আগে সঙ্গম (অর্থাৎ “মিলন”) নামে একটি লিপি রূপান্তর সরঞ্জাম তৈরি করে দূরত্বগুলির কিছুটা হলেও পূরণ করতে সাহায্য করে।

আরেকটি বড় চ্যালেঞ্জ হলো সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাবি শব্দের জন্যে মানসম্মত বানান না থাকা।

আরভি: গ্লোবাল ভয়েসেসের পাঞ্জাবি লিঙ্গুয়াতে আপনার ভূমিকা সম্পর্কে বলুন। আপনি কি কোন চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছেন?

এসজি: আমি গ্লোবাল ভয়েসেসের নাগরিক গণমাধ্যমের আদর্শ পছন্দ করি এবং ২০১৭ সালে আমি জিভি পাঞ্জাবি লিঙ্গুয়া শুরু করতে সাহায্য করার জন্যে অনুপ্রাণিত হই। জিভি পাঞ্জাবি দলে যোগ দিতে আমি আমার কিছু বন্ধু ও সহকর্মী উইকিমিডিয়ানদের জড়ো করতে সক্ষম হই। আমরা মূলত জাতীয় মিডিয়াতে খুব কমই শোনা যায় বা কথা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন গল্প অনুবাদ করার দিকে মনোনিবেশ করেছি।

আমাদের সমস্ত শক্তি নিঃশেষ করে দেওয়া মহামারীটি শুরু হওয়ার পর থেকে আমরা খুব একটা লেগে না থাকলেও আমি দলটিকে পুনরুজ্জীবিত করে আবারো জিভি-তে নিয়মিত কাজ শুরু করার আশা করছি।

আরভি: পাঞ্জাবি উইকিপিডিয়া বা পাঞ্জাবি লিঙ্গুয়ার মতো প্রকল্পে যুক্ত হতে তরুণ ও বয়স্ক পাঞ্জাবি ভাষাভাষীদের জন্যে আপনার কাছে কোন অনুপ্রেরণার শব্দগুলো কী কী? কীভাবে স্বেচ্ছায় অংশগ্রহণ আপনার ভাষাকে সমৃদ্ধ করতে পারে?

এসজি: আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে ইন্টারনেট হলো তাই এটা দিয়ে আমরা যা তৈরি করি। উইকিপিডিয়া বা গ্লোবাল ভয়েসেসের মতো প্রকল্পগুলি কতগুলি অংশগ্রহণমূলক ও নাগরিক-চালিত প্রকল্প আমাদেরকে জ্ঞানের প্রতি অনুরাগী ব্যক্তিদের একত্রিত হয়ে আমাদের স্বপ্নের ডিজিটাল সমাজ গড়ে তুললে সেটা কতোটা শক্তিশালী হতে পারে তা দেখায়।

গত বছরে পাঞ্জাবি উইকিপিডিয়া প্রতি মাসে গড়ে ৭ লক্ষ ৫০ হাজার পেজ ভিউ পেয়েছে। এই মঞ্চটি পাঞ্জাবি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যে কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের বলে দেয়৷ বর্তমানে পাঞ্জাবি উইকিপিডিয়াতে মাত্র ২০ থেকে ২৫ জন সম্পাদক রয়েছে এবং এই সংখ্যা যত বাড়বে এর পৃষ্ঠপোষিত বিষয়বস্তুর গুণমান ও পরিমাণ ততই উন্নত হবে।

এছাড়াও উইকিপিডিয়ার উইকিসংকলনের মতো অন্যান্য সহোদর প্রকল্প রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে বিশ্বের কিছু কিছু স্বল্প উপস্থাপিত ভাষার জন্যে। পাঞ্জাবি উইকিসংকলন হলো পাঞ্জাবি ভাষার জন্যে একমাত্র ট্রান্সক্রিপশন মঞ্চ (যা স্ক্যান করা বই থেকে ডিজিটাল, কপিযোগ্য ফরম্যাট তৈরি করতে সাহায্য করে।) এটি ইন্টারনেটের একটি অন্যতম বিরল জায়গা যেখানে আমি আমার অনুসন্ধিৎসার জন্যে পাঞ্জাবি বই ডাউনলোড করতে পারি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .