- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পডকাস্ট: পাকিস্তানের সরকার, সাংহাইয়ের কোভিড-১৯ এবং গ্রিন ভয়েসেসের পরিচয় পর্ব

বিষয়বস্তু: চীন, পাকিস্তান, নাগরিক মাধ্যম, পরিবেশ, গ্লোবাল ভয়েসেস পডকাস্ট

কিথ মার্শালে [1]র ছবিতে সাংহাইয়ের স্কাইলাইন। একটি সিসি বাই-এনসি-এসএ ২.০ [2] লাইসেন্সের অধীনে ব্যবহৃত।

এই সপ্তাহে আমরা পাকিস্তান থেকে শুরু করছি — জিভি প্রদায়ক উমাইমা আহমেদ [3] আমাদের জানিয়েছেন যে গত দুই সপ্তাহে সরকারের সাথে কী ঘটছে এবং কেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান [4] রাস্তায় প্রতিবাদ করছেন। এরপরে আমরা সাংহাই নিয়ে কথা বলেছি। হংকং থেকে আমাদের পূর্ব এশিয়া সম্পাদক ওইওয়ান লাম [5] জানিয়েছেন কেন সাংহাইতে শূন্য কোভিড-১৯ নীতি গ্রহণ করা হয়েছে এবং তার জন্যে গৃহীত লকডাউন [6]টি শহরের ২ কোটি ৬০ লক্ষ বাসিন্দাদের জীবনকে কিভাবে অসহায় করে তুলছে। সবশেষে সহযোগী সম্পাদক সিডনি অ্যালেন [7] জিভির পরিবেশ কেন্দ্রিক কভারেজ গ্রিন ভয়েসেস [8]কে পরিচয় করিয়ে দিতে আমাদের সাথে যোগ দিয়েছেন।

গ্লোবাল ভয়েসেস পডকাস্ট আপনাকে সারাবিশ্বের স্থানীয় খবর নিয়ে আসে। প্রতি সপ্তাহে আমাদের সম্প্রদায়ের ভেতরের লোকজন তাদের সম্প্রদায়ের মধ্যে কোন সংবাদগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং তারা কীভাবে স্থানীয় প্রেক্ষাপটের বাইরে তাদের গল্পগুলি তৈরি করে তা ভাগাভাগি করে। স্থানীয় কণ্ঠে বিশ্বব্যাপী সংবাদের আপনার সাপ্তাহিক সংবাদ এখনই শুনুন।

আপনি এই পর্বটি উপভোগ করে থাকলে অনুগ্রহ করে গ্রাহক [9] হোন এবং আপনার বন্ধুদের আমাদের সম্পর্কে বলুন! আপনি টুইটারে [10] আমাদের অনুসরণ করতে পারেন। এই পডকাস্টের সঙ্গীতটি আমাদের বর্ধিত গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের নিক মার্টকেনের ট্র্যাক “ভয়েজ [11]” থেকে নেওয়া।

জন প্যাসডেনের থাম্বনেইল ফিচার ছবি [12] (সিসি বাই-এনসি ২.০) [13]