- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পডকাস্ট: আনফ্রিডম মনিটর (পরাধীনতা পর্যবেক্ষক) কি?

বিষয়বস্তু: অ্যাডভোকেসী, আইন, নজরদারী, নাগরিক মাধ্যম, জিভি এডভোকেসী, Unfreedom Monitor

এই সপ্তাহে আমরা অ্যাডভক্স [1] পরিচালক নানজালা নিয়াবোলা [2]র সাথে কথা বলার সময় তিনি আমাদেরকে অ্যাডভক্সের সর্বশেষ গবেষণা প্রকল্প: পরাধীনতা পর্যবেক্ষক [3] সম্পর্কে বলেন। পরাধীনতা পর্যবেক্ষক হলো কর্তৃত্ববাদী শাসনকে এগিয়ে নিতে ডিজিটাল যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্রমবর্ধমান ঘটনা বিশ্লেষণ, নথিভুক্ত এবং প্রতিবেদন করার একটি প্রকল্প। গবেষকরা ব্রাজিল, ইকুয়েডর, মিশর, ভারত, মরক্কো, মায়ানমার, রাশিয়া, সুদান, তানজানিয়া, তুরস্ক এবং জিম্বাবুয়ে এই ১১টি দেশ এবং ডেটা শাসন, বক্তব্য, প্রবেশাধিকার, তথ্য ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করার মতো একটি পদ্ধতি বিকাশের জন্যে ডিজিটাল কর্তৃত্ববাদ সংক্রান্ত চারটি ক্রস-কাটিং থিম পরীক্ষা করছে। আপনি এখানে [4] উপস্থাপিত প্রতিবেদনটি পেতে পারেন।

গ্লোবাল ভয়েসেস পডকাস্টটি আপনার কাছে সারাবিশ্বের স্থানীয় খবর নিয়ে আসে। প্রতি সপ্তাহে আমাদের সম্প্রদায়ের ভেতরকার ব্যক্তিরা তাদের সম্প্রদায়ে কোন সংবাদগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং তারা কীভাবে স্থানীয় প্রেক্ষাপটের বাইরে তাদের গল্পগুলি তৈরি করে তা ভাগাভাগি করে। স্থানীয় কণ্ঠে বিশ্বসংবাদের আপনার সাপ্তাহিক ডোজটি এখনই শুনুন।

আপনি এই পর্বটি উপভোগ করে থাকলে অনুগ্রহ করে গ্রাহক হোন [5] এবং আপনার বন্ধুদের আমাদের সম্পর্কে বলুন! আপনি আমাদের টুইটারে [6] অনুসরণ করতে পারেন। এই পডকাস্টের মিউজিকটি আমাদের বর্ধিত গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের নিকমার্টকেনের ট্র্যাক “ভয়েজ [7]” থেকে নেওয়া।


পরাধীনতা পর্যবেক্ষক [3] থেকে আরো খবর পেতে অনুগ্রহ করে প্রকল্পটির পাতা দেখুন।