আমেরিকা মানে শুধু যুক্তরাষ্ট্র নয়: রেসিদেন্তের ‘এটা আমেরিকা নয়’ গানে পুরো আমেরিকা মহাদেশ উঠে এসেছে

ইউটিউবে রেসিদেন্তের “এটা আমেরিকা নয়” মিউজিক ভিডিও থেকে নেওয়া পর্দাছবি।

রেসিদেন্তে নামে পরিচিত পুয়ের্তো রিকোর জনপ্রিয় র‌্যাপ সঙ্গীত শিল্পী রেনে পেরেজ সম্প্রতি “এটা আমেরিকা নয়” ভিডিও প্রকাশ করেছেন যা শান্তি ও ন্যায়বিচারের জন্যে লাতিন আমেরিকার সংগ্রামের উপর আলোকপাত করে৷ রাষ্ট্রীয় নিপীড়ন, বর্ণবাদ এবং শোষণের সাহসী প্রতীকী চিত্রগুলিকে অন্তর্ভুক্ত করে ভিডিওটি ইতোমধ্যেই ইউটিউবে এবং গণনা অনুসারে ৯০ লক্ষেরও বেশি দেখা হয়েছে৷

পুরো গানে রেসিদেন্তে একটি পরিচিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। “আমেরিকা” শব্দটি আর্জেন্টিনা থেকে কানাডা পর্যন্ত পুরো মহাদেশ না বুঝিয়ে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝায় বলে অনেক লাতিন আমেরিকাবাসী ক্ষুদ্ধ। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে রেসিদেন্তে বলেছেন: “মার্কিন দৃষ্টিকোণ থেকে ভিডিওটিতে ঘটমান সবকিছুই আমেরিকা নয়।”

শিরোনাম, গানের কথা এবং ভিডিওটির উপাদানগুলি হলো ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কালো মানুষের বিরুদ্ধে বর্ণবাদকে স্পষ্টভাবে করা চাইল্ডিশ গাম্বিনোর “এটা আমেরিকা”র প্রত্যক্ষ উল্লেখ৷

আফ্রো-ফরাসি কিউবার বাদ্যযন্ত্রের জুটি ইবেইয়ের সাথে মিলে রেসিদেন্তে ঢোলের বাজনায় মহাদেশটিকে জর্জরিত করা উপনিবেশ স্থাপন ও প্রাকৃতিক সম্পদ আহরণ, পুলিশি সহিংসতা, সাংবাদিকদের হত্যা এবং জোরপূর্বক অভিবাসনের মতো এক তালিকা রোগের নিন্দা করেছেন।

রেসিদেন্তে এছাড়াও মায়াদের বর্ষপঞ্জিকা এবং ১৭৮০ সালে স্পেনীয় রাজার বিরুদ্ধে “মহান বিদ্রোহ” সৃষ্টিকারী পেরুর আদিবাসী নেতা তুপাক আমারুর মতো আদিবাসী অবদানের প্রশংসা করেছেন। রেসিদেন্তে অষ্টাদশ শতকের এই আদিবাসী নেতা এবং ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া বিখ্যাত র‌্যাপ সঙ্গীত শিল্পী তুপাক শাকুর (২পাক) এর মধ্যে একটি সমান্তরাল তুলনা করেছেন।

Tupac se llama Tupac por Túpac Amaru del Perú
América no es solo USA, papá

পেরুর তুপাক আমারুর নামে তুপাকের নাম রাখা হয়েছে।
আমেরিকা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বাবা

মিউজিক ভিডিওটিও খুব আকর্ষণীয় এবং এতে লাতিন আমেরিকার একটি গল্পকে বহু সাংস্কৃতিক, আর্থ-রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে বলা হয়েছে।

এটি ১৯৫৪ সালে দ্বীপটিকে পূর্ণ সার্বভৌমত্ব এনে দিতে গিয়ে মার্কিন ক্যাপিটল আক্রমণকারী পুয়ের্তো রিকোর স্বাধীনতা আন্দোলনের নেত্রী লোলিতা লেব্রঁর ঐতিহাসিক ব্যক্তিত্ব চিত্রিত করা একটি দৃশ্যের পাশাপাশি সামাজিক প্রতিবাদ এবং আদিবাসী জনগণের উচ্ছেদের মাঝে বেঁচে থাকা একটি প্রাণবন্ত সংস্কৃতির প্রতীকী চিত্র দিয়ে শুরু হয়েছে। একজন আদিবাসী ব্যক্তিকে চারজন পুলিশ কর্মকর্তার টেনে নেওয়ার চিত্রটি ১৭৮১ সালে স্পেনীয় উপনিবেশকারীদের ঘোড়া দিয়ে টেনে নিয়ে তুপাক আমারুকে টুকরো টুকরো করার অপচেষ্টাকে বোঝায়।

ভিডিওটিতে মার্কিন অভিবাসন নীতির কারণে একজন স্তন্যদানকারী মাকে তার সন্তান থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার দৃশ্যের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে পরিবারগুলির জোরপূর্বক অভিবাসনের উল্লেখ করা হয়েছে। তিজুয়ানায় মেক্সিকোর দিকের মার্কিন সীমান্ত প্রাচীরের পাশে দেখানো উল্কিধারী লোকেরা দঙ্গল সহিংসতা থেকে পলায়নরত মধ্য আমেরিকাবাসীদের প্রতিনিধিত্ব করছে। এখানে উল্টোভাবে অমানবিক শব্দ “পশু” হিসেবে দঙ্গল সদস্যদের কুখ্যাতির পরিবর্তে তাদের ভুক্তভোগী, উদ্বাস্তু এবং ধর্মভীরু ক্যাথলিক হিসেবে দেখানো হয়েছে৷

মুখে কালো বোরকা পরা মহিলারা মেক্সিকোর আদিবাসী জাপাতিস্তা রাজনৈতিক আন্দোলনের প্রতিনিধিত্ব করে। জাপাতিস্তা জাতীয় মুক্তিবাহিনী (স্পেনীয় ভাষায় এর সংক্ষিপ্ত রূপ ইজেডএলএন) একটি আদিবাসী নেতৃত্বাধীন স্বাধীনচেতা সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যে মেক্সিকোর দক্ষিণ অংশ চিয়াপাসের নিয়ন্ত্রণ নেয়। অনেকের মতে, এই গোষ্ঠীগুলি মহাদেশটির মধ্যে ঐতিহাসিকভাবে সবচেয়ে প্রান্তিক হওয়ার কারণে জাপাতিস্তারা আত্মনিয়ন্ত্রণের জন্যে আদিবাসী ও কৃষক সংগ্রামের একটি উদাহরণ হয়ে উঠেছে।

ভিডিওটির একটি বড় অংশে ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো কাবাব খেয়ে ব্রাজিলের পতাকায় তার মুখ মোছার সময় তাকে আমাজনের একটি আদিবাসী শিশুর তাকিয়ে দেখতে থাকার দৃশ্য রয়েছে। ব্রাজিলের আদিবাসীরা ফসল শিল্প এবং মাংস খাওয়ার জন্যে গরু পালনের চারণভূমির জন্যে দ্রুত গতিতে আমাজন বন উজাড় উৎসাহিত করে তাদের জনগণের উপর গণহত্যা চালানো দায়ে বলসোনারোর নিন্দা করা হয়েছে।

এছাড়াও ভিডিওটি জুড়ে মার্কিন কোম্পানিগুলির – বিশেষ করে স্টারবাকস, অ্যামাজন এবং ম্যাকডোনাল্ডসের মতো মেগা কর্পোরেশনগুলির উল্লেখ করে – একটি উল্লেখযোগ্য সমালোচনা রয়েছে৷ পশ্চিমা কোম্পানিগুলির ঐতিহ্যবাহী পোশাক পরিহিত আদিবাসী শিশুদের সাথে ক্রিয়া-প্রতিক্রিয়া — যেমন আমাজনীয় শিশুটি জেফ বেজোসের অ্যামাজন কোম্পানির মতো দেখতে বাক্সগুলো ছুঁড়ে ফেলে দেয়া —  চিত্রায়িত করা হয়েছে। অন্য একটি শিশুকে বার্গার খেতে দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস অনুসারে, পশ্চিমা ফাস্ট-ফুড কোম্পানিগুলি লাতিন আমেরিকায় “আক্রমণাত্মকভাবে বিস্তৃত” হয়ে, “স্থূলতা এবং স্বাস্থ্য সমস্যায় অবদান” রাখছে।

সৈনিকের সঙ্গীতশিল্পীকে গুলি করার দৃশ্যটি সালভাদর আলেন্দের বিরুদ্ধে মার্কিন-সমর্থিত ১৯৭৩ সালের অভ্যূত্থানে পরে রাষ্ট্রীয় বাহিনীর হাতে চিলির গায়ক ভিক্টর জারাকে জাতীয় স্টেডিয়ামে নির্যাতন ও হত্যার কথা উল্লেখ করে। অসংখ্য দৃশ্যে আয়োজিনাপা অপহরণে নিখোঁজ ৪৩ জন শিক্ষার্থীসহ সমগ্র অঞ্চল জুড়ে ছাত্র বিক্ষোভের ঘন ঘন দমনকে দেখানো হয়েছে।

সর্বোপরি, গানটি রাষ্ট্রীয় নিপীড়ন এবং সম্পদ আহরণের বিরুদ্ধে আদিবাসী, শিক্ষার্থী, কৃষক এবং আফ্রিকীয় বংশোদ্ভূতদের প্রতিরোধের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। উদাহরণস্বরূপ মানবাধিকার প্রতিবেদন অনুসারে “হত্যা, জমির ক্ষতি, বাস্তুচ্যুতি, আগে থেকে জানিয়ে স্বাধীন সম্মতি না নেওয়ার” মাধ্যমে চিনি উৎপাদনের উপর লাতিন আমেরিকার অর্থনৈতিক নির্ভরশীলতার কথা উল্লেখ করে রেসিদেন্তে ক্যাম্পেসিনো (কৃষি) কর্মীদের বিদ্রোহ করার সম্ভাবনার কথা জানান।

El machete no es solo pa’ cortar caña,
También es pa’ cortar cabeza’

কাস্তে শুধু বেত কাটার জন্যে নয়,
এটা মাথা কাটার জন্যেও

টুইটারে গানটির প্রতিক্রিয়া সাংঘাতিকভাবে ইতিবাচক। ব্যবহারকারীরা দ্রুত টুইটার থ্রেডগুলির ভিডিও থেকে আরো রেফারেন্স বিশ্লেষণ করতে থাকে যেমন:

রেসিদেন্তের ভিডিওটিতে আমি একটি ভিজ্যুয়াল রেফারেন্স সনাক্ত করতে পেরেছি:

লোলিতা লেব্রঁ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .