নতুন অ্যাপ্লিকেশনে ইউক্রেনের শহরাঞ্চলের প্রকাশ্য বিভিন্ন স্থানে প্রবেশযোগ্যতার মানচিত্রায়ণ

"Where to today? Download the app and find out about accessible locations in your city". Screenshot from the Dostupno.UA website.

“আজকে কোথায় যাবেন? অ্যাপটি ডাউনলোড করে আপনার শহরের প্রবেশযোগ্য স্থানগুলি সম্পর্কে অনুসন্ধান করুন”। দোস্তুপ্নো.ইউএ মানচিত্র ওয়েবসাইট থেকে নেওয়া পর্দাছবি।

সম্প্রতি ইউক্রেনীয় সক্রিয় কর্মীরা দেশের প্রতিবন্ধী অধিকার গোষ্ঠী দোস্তুপ্নো.ইউএর সাথে ৮০০টিরও বেশি শহুরে অবস্থানে প্রবেশযোগ্যতার তথ্যসসহ একটি হালনাগাদ সক্রিয় মানচিত্র চালু করেছে।

সক্রিয় কর্মীদের হিসেবে ইউক্রেনের শহরগুলিতে গড়ে ২৭-৫৫% বাসিন্দা ভিন্নভাবে সক্ষম অথবা কম গতিশীল। যাদের মধ্যে প্রতিবন্ধী, ছোট শিশুদের বাবা-মা, বৃদ্ধ, গর্ভবতী এবং বিভিন্ন ধরনের জখম থেকে আরোগ্য লাভ করছে এমন ব্যক্তি রয়েছে। তবে দোস্তুপ্নো.ইউএ দেখেছে “ইউক্রেনের মাত্র ৪% নগর অবকাঠামো সম্পূর্ণভাবে প্রবেশযোগ্য” এবং এসব পরিবর্তনের জন্যে তারা কাজ করছে।

মানচিত্রটি ২০২০ সালে প্রাথমিকভাবে তৈরি করা হলেও অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্যে স্মার্টফোন অ্যাপ্লিকেশন হিসেবে পাওয়া যাওয়া ২০২১ সালের সংস্করণটি ইউক্রেনের রাজধানী কিয়েভসহ ৩০টিরও বেশি শহরকে কাভার করেছে। দোস্তুপ্নো.ইউএ ওয়েবসাইটটিতে মানচিত্রের একটি ডেস্কটপ সংস্করণও রয়েছে।

ব্যবহারকারীরা “ভিন্নভাবে সক্ষম ব্যক্তি এবং সীমিত গতিশীলদের জন্যে” কোন নির্দিষ্ট স্থান কতটা প্রবেশযোগ্য তা পরীক্ষা করতে পারে। মানচিত্রে নথিভুক্ত স্থানগুলির মধ্যে উদ্যান বা পার্ক, প্রশাসনিক ও পৌর ভবন, রেস্তোঁরা-ক্যাফে এবং বিনোদনের স্থান যেমন সিনেমা ও সংগীত স্থলের মতো শহুরে জনসমাগমের জায়গাগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

দোস্তুপ্নো.ইউএ মানচিত্র সক্রিয় কর্মীদের পরিচালিত গবেষণার ভিত্তিতে স্থানটির প্রবেশযোগ্যতাকে “সবুজ” (প্রবেশযোগ্য), “কমলা” (কিছুটা প্রবেশযোগ্য) বা “লাল” (অপ্রবেশযোগ্য) হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। মানচিত্রটি ব্যবহারকারীদের স্থানগুলির প্রবেশদ্বারটি কতোটা প্রবেশযোগ্য (যেমন, দরজার প্রশস্ততা বা একটি র‌্যাম্পের উপস্থিতি সহজভাবে), এতে প্রবেশযোগ্য বাথরুম, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যে উপযুক্ত ব্রেইলিতে ছাপা খাবার মেনু বা শিশুদের পরিচর্যার সুবিধা রয়েছে কিনা এমন মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ফিল্টার করতে দেয়। স্থানগুলি কতোটা শিশু-বান্ধব, পোষ্যবান্ধব এবং হুইলচেয়ার-বান্ধব সেই হিসেবেও মান বসানো হয়।

Screenshot from the desktop version of the map showing accessibility parameters for a Kyiv food market, such as its entrance, bathrooms and other facilities. Image from Dostupno.UA.

মানচিত্রটির ডেস্কটপ সংস্করণ থেকে নেওয়া পর্দাছবিটি কিয়েভ খাদ্য বাজারের প্রবেশদ্বার, বাথরুম এবং অন্যান্য সুবিধার মতো প্রবেশযোগ্যতার নির্ণায়কগুলি দেখাচ্ছে। দোস্তুপ্নো.ইউএ থেকে নেওয়া ছবি।

অ্যাপের অন্যান্য দরকারী বৈশিষ্ট্যগুলি ব্যবহারকারীদেরকে তাদের ব্যক্তিগত দরকার এবং প্রয়োজনীয় প্রবেশযোগ্যতার স্তরের ভিত্তিতে গন্তব্যে যাওয়ার একটি উপযুক্ত রুট তৈরি করে তাদের পছন্দের স্থানটি পরিদর্শন করার সুযোগ দেয়। ব্যবহারকারীরা তাদের নিজেদের শহরে প্রবেশযোগ্যতার প্রোফাইল আরো সর্বাঙ্গীণ করতে সহায়তা করে তাদের নিজস্ব স্থানগুলির মানচিত্রে যুক্ত করার প্রস্তাবও দিতে পারে।

নিজে হুইলচেয়ার ব্যবহারকারী দোস্তুপ্নো.ইউএর প্রতিষ্ঠাতা মিত্রা শিবিচুক বলেছেন মানচিত্রটি শুধু প্রতিবন্ধীদের জন্যে নয়।

Доступність потрібна всім і кожному в той чи інший період життя.
Це і батьки з дитячими візочками, і люди літнього віку, люди з інвалідністю, і вагітні. Загалом, якщо ви десь подорожуйте з важкою валізою, то відчуваєте певні труднощі від пересування. Більшість із нас постаріє, і тоді нам вся ця доступність теж буде потрібна.

আমাদের সবারই আমাদের জীবনের নির্দিষ্ট কিছু সময়ে প্রবেশযোগ্যতার প্রয়োজন হয়। বাচ্চাদের ঠেলে নেওয়া পিতামাতা, বৃদ্ধ ব্যক্তি, ভিন্নভাবে সক্ষম ও গর্ভবতী ব্যক্তি সবার। এমনকি আপনি শুধু ভারী স্যুটকেস নিয়ে ভ্রমণ করলেও আপনার গতিশীলতা বাধার মাধ্যমে সীমাবদ্ধ থাকবে। আমাদের বেশিরভাগই বৃদ্ধ হবো এবং এসব প্রবেশযোগ্যতারও প্রয়োজন হবে।

২০১৯ সালে ইউক্রেন নির্মানের নতুন রাষ্ট্রীয় মান গ্রহণ করেছে, যা অনুসারে জনমাগমের স্থান এবং বিনোদন জায়গাগুলির মালিকদেরকে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্যে জায়গা বরাদ্দ করতে হবে। আতিথেয়তার স্থানগুলিতে যেমন প্রতিবন্ধী বা সীমিত গতিশীলদের সেবাদানকারীদের প্রয়োজনীয়তাও পূরণ করতে হবে, তেমনি নিয়োগকর্তাদের ভিন্নভাবে সক্ষম কর্মীদের প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করে কর্মক্ষেত্র প্রস্তুত করতে হবে। এতোকিছু সত্ত্বেও এমনকি স্থানীয় কর্তৃপক্ষগুলিও কখনো কখনো এই মানগুলি লঙ্ঘন করে: উদাহরণস্বরূপ, ২০১৯ সালে কিয়েভে সংস্কার কাজ বেশ কয়েকটি গণপরিবহন ছাউনীকে সীমিত চলাফেরায় সক্ষমদের জন্যে পুরোপুরি অপ্রবেশযোগ্য করে তোলে।

ইউক্রেনীয় সমাজকে আরো অন্তর্ভুক্ত ও প্রবেশযোগ্য করার জন্যে ২০১৫ সাল থেকে দোস্তুপ্নো.ইউএ'র সাথে কাজ করা শিবিচুক বলেছেন, এই অ্যাপ্লিকেশনটির উদ্দেশ্য ভেন্যু মালিকদের তাদের স্থাপনাগুলি আরো প্রবেশযোগ্য করার জন্যে উদ্বুদ্ধ করা। এছাড়াও তিনি আশা করেন যে অ্যাপটি ব্যবহারকারীদের তাদের বাড়িঘর থেকে বেরিয়ে আসতে অনুপ্রাণিত করবে। “যত বেশি ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা রাস্তায় নেমে আস্বে, প্রবেশযোগ্য অবকাঠামোর জন্যে চাহিদা তত বেশি হবে,” তিনি বলেন।


“ওলিয়া চলছে” দোস্তুপ্নো.ইউএ মানচিত্র অ্যাপ্লিকেশনটির একটি বিজ্ঞাপন, যাতে সীমিত গতিশীলতা থাকা সত্ত্বেও একজন সাধারণ শহুরে ব্যবহারকারী জনসমাগমের স্থান ও জায়গাগুলি উপভোগ করছে দেখানো হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .