আর্জেন্টাইন একটি ফ্যাক্ট-চেকিং উদ্যোগ তার সপ্তম বছরে প্রবেশ করেছে

চেকিয়েডো দলটি তার যাচাইকরণ সরঞ্জাম এবং পদ্ধতিতে কাজ করছে। পাবলো মার্টিন ফার্নান্দেজের ছবি। ক্রিয়েটিভ কমন্স।

চেকুয়েডো ডটকম (Chequeado.com) চেকিয়েডো ডটকম হল উন্মুক্ত প্লাটফর্মে বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য উৎসর্গীকৃত লাতিন আমেরিকার প্রথম অনলাইন প্ল্যাটফর্ম। এটি ২০১০ সালে আর্জেন্টিনার একদল সাংবাদিক দ্বারা প্রতিষ্ঠিত যা পাবলিক ভয়েস ফাউন্ডেশন পরিচালনা করে, এই প্রকল্পটি একটি স্ব-বর্ণিত “নির্দলীয় ওয়েবসাইট যা রাজনীতিবিদ, মতামতকারী নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মিডিয়া এবং অন্যান্য সংস্থার বক্তব্য পরীক্ষা করে।”

চেকুয়েডো বিশ্বব্যাপী ফ্যাক্ট চেকিং আন্দোলন ফ্যাক্ট চেক.অর্গ একটি অংশ, যেটি ২০০৩ সালে আত্মপ্রকাশ করার পর মার্কিন যুক্তরাষ্ট্রে তার কৌশল জনপ্রিয়তা লাভ করে। তারা রাজনীতি ও জনপ্রিয় সংস্কৃতিতে উন্মুক্ত প্লাটফর্মে বিভিন্ন বক্তৃতা ও লেখার ত্রুটি, অনর্থকতা এবং অসত্যতা পর্যবেক্ষণ করে।

২০১৩ সালের অক্টোবরে একটি আলাপে চেকুয়েডো ডট কমের প্রধান লরা জোমর, আমরা যে সমস্ত তথ্য পাই সেগুলি নিয়ে প্রশ্ন করার গুরুত্ব বর্ণনা করেছেন — জনপ্রতিনিধিগণ প্রায়শই উপভোগ করেন এমন “বুদ্ধিগত দায়মুক্তির জায়গা হ্রাস করার” লক্ষ্য নিয়ে ।

Los oficialistas nos acusan de opositores y los opositores de oficialistas. Menos mal, porque no vinimos a hacernos amigos de ellos, vinimos a crear una comunidad con vos. Creemos en averiguar los hechos y en que éstos priman sobre nuestros prejuicios y posiciones personales.

সরকারী সমর্থকরা আমাদের প্রতিপক্ষ এবং বিরোধী বলে অভিযোগ করেন [বলুন আমরা] সরকার সমর্থক। এটি ঠিক তেমনি, কারণ আমরা তাদের কারও সাথে বন্ধুত্ব করতে এখানে নেই – আমরা আপনার সাথে একটি সম্প্রদায় তৈরি করতে এখানে এসেছি। আমরা সত্য অনুসন্ধানে বিশ্বাস করি এবং এটি আমাদের ব্যক্তিগত সংস্কার এবং দৃষ্টিভঙ্গির চেয়ে বেশি প্রাধান্য পায়।

চেকুয়েডো ডট কম একটি স্বাধীন সাংবাদিকতা তদন্ত প্রকল্প যা ডাইভার্সিফিকেশন অভ ফান্ডস স্ট্রাটেজি দ্বারা অর্থায়ন করা হয়। এটিতে একটি ব্লগ, ফেসবুক ও টুইটার পেজ এবং একটি নিউজলেটার রয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .