- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে জলবায়ু সংকট নিয়ে গ্লোবাল ভয়েসেসের সেরা কিছু গল্প

বিষয়বস্তু: ওশেনিয়া, ক্যারিবিয়ান, পশ্চিম ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ক্যাম্বোডিয়া, জামাইকা, নেদারল্যান্ডস, উন্নয়ন, নাগরিক মাধ্যম, পরিবেশ, সরকার
School climate rally Brisbane March 2019 [1]

স্কুল জলবায়ু সমাবেশ, ব্রিসবে্ন, অস্ট্রেলিয়া, মার্চ ২০১৯ – ছবির সৌজন্যে ফ্লিকার ব্যবহারকারী জলবায়ুর জন্যে স্কুল ধর্মঘট। স্বীকৃতি ২.০ জেনেরিক (সিসি বাই ২.০) [2]

১৯৭২ সালে জাতিসংঘ পরিবেশের অত্যাবশ্যকীয় গুরুত্ব সম্পর্কে বিশ্বসচেতনতা বাড়াতে বিশ্ব পরিবেশ দিবস [3] উদযাপনের জন্যে ৫ জুন তারিখটি বেছে নিয়েছিল।

গ্লোবাল ভয়েসেস বছরের পর বছর ধরে পরিবেশগত সমস্যাগুলি ব্যাপকভাবে কভার করেছে এবং আমাদের গল্পগুলির একটি কেন্দ্রবিন্দু জলবায়ু সংকট – এবং এটিকে ঊর্ধ্বে তুলে ধরা সক্রিয় কর্মীবৃন্দ। এখন পর্যন্ত আমাদের দৃষ্টি আকর্ষণ করা কয়েকটি এখানে দেওয়া হলো:

জলবায়ু পরিবর্তনের জরুরি করণীয় থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বর্তমান সরকার নিকট ভবিষ্যতে শূন্য নির্গমন লক্ষ্য অর্জনের জন্যে আরো প্রচেষ্টা চালিয়ে যেতে অস্বীকার করছে। যদিও প্রাণী এবং জনজীবনকে সমভাবে প্রভাবিত করা ধ্বংসাত্মক আগুন [5] ও খরা [6]য় দেশটি নিয়মিত আক্রান্ত।

কম্বোডিয়ায় একটি বাঁধ নির্মাণ প্রতিরোধে সফল হওয়া একদল শান্তিপূর্ণ সক্রিয় কর্মীকে পরিবেশগত সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে কেবল ‘নারীর একক হাঁটা’ পরিকল্পনার গ্রেপ্তার করে ২০ মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

পর্যটনের বিকাশ ঠিক রাখতে ম্যানগ্রোভ ধ্বংসের অনুমতি দেওয়া জামাইকার সরকার কি তাদের আন্তর্জাতিক ফোরামে ঘোষণা অনুসারে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে আদৌ প্রতিজ্ঞাবদ্ধ? বিশ্বব্যাপী মহামারীর কারণে দ্বীপটিতে আন্তর্জাতিক পর্যটন প্রায় ৭০ শতাংশ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতেই এসব ঘটছে।

নেদারল্যান্ডসে জলবায়ু পরিবর্তন কর্মীরা তাদের সরকারকে কর স্থগিতের মাধ্যমে কার্বন নিঃসরণের অন্যতম উৎস জীবাশ্ম জ্বালানী শিল্পের পৃষ্ঠপোষকতা বন্ধ করার দাবি জানিয়ে আসছে। তারা ইতোমধ্যে শেল কোম্পানির মতো খণিজ আহরণের সংস্থাগুলির সাথে আরো স্বচ্ছ চুক্তি সম্পাদনের প্রচারণা চালিয়ে আসছে।