টুইটার মাসখানেকের মধ্যে রাশিয়ায় সম্পূর্ণ অবরুদ্ধ হতে পারে

টুইটার শীঘ্রই রাশিয়ায় সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যেতে পারে। পিক্সাবে থেকে গার্ড আল্টমানের ছবি।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইন্টারনেট নিয়ন্ত্রক রোসকোমনাজোরের মতে ক্ষুদ্রব্লগ পরিষেবা টুইটার আগামী এক মাসের মধ্যেই রাশিয়ায় পুরোপুরি অবরুদ্ধ হয়ে যেতে পারে।

১৬ মার্চ নিয়ন্ত্রকটি বলেছে যে মঞ্চটি তাদের অবৈধ বিষয়বস্তু সরিয়ে নেওয়ার দাবিতে অগ্রাহ্য করে চলেছে। আপত্তিকর পোস্টগুলি অনলাইনে থাকলে রোসকোমনাজোর ইঙ্গিত দিয়েছে যে তারা পরিষেবাটিকে থেকে রুশ ব্যবহারকারীদের বিযুক্ত করে পুরোপুরি অবরোধ করতে প্রস্তুত।

রোসকোমনাজোরের উপ-প্রধান ভাদিম সাবোতিন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন যে তারা “নিষিদ্ধ তথ্য অপসারণের বিষয়ে টুইটারের প্রতিক্রিয়া দেখতে” এক মাস সময় নেবে এবং তারপরে কোম্পানিটির প্রতিক্রিয়ার উপর নির্ভর করে “সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে”:

Если Twitter не исполнит требования Роскомнадзора, требования российского законодательства, соответственно, будем рассматривать вопрос о полной блокировке сервиса на территории России.

টুইটার রোসকোমনাজোরের দাবি এবং রুশ আইনের আবশ্যকতাগুলি পূরণ না করলে আমরা সেই অনুযায়ী রুশ ভূখণ্ডে পরিষেবাটিকে পুরোপুরি অবরুদ্ধ করার প্রশ্নটি বিবেচনা করবো।

আগে যেমন বলা হয়েছে, নতুন “সার্বভৌম ইন্টারনেট” কৌশলের অংশ হিসেবে রুশ ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের তার চালুর বাধ্যবাধকতার কারণে ১০ মার্চ তারিখে রাশিয়ার সেন্সরগুলি ডিপিআই (ডিপ-প্যাকেট পরিদর্শন) সরঞ্জাম ব্যবহার করে দেশের মধ্যে টুইটার লোড করার গতি কমিয়ে দিতে শুরু করেছিল।

সেসময় রোজকোমনাজোর বারবার অনুরোধ সত্ত্বেও আক্রমণাত্মক বিষয়বস্তু না সরিয়ে টুইটারের কথিত উপেক্ষার প্রথম সতর্কতা হিসেবে এই পদক্ষেপটির পক্ষে যুক্তি দিয়েছিল। “অপ্রাপ্তবয়স্কদের উদ্দেশ্যে কর্তৃপক্ষীয় অনুমোদনহীন গণসমাবেশে অংশ নেওয়ার আহ্বান” অপসারণ করতে ব্যর্থ হওয়ায় মঞ্চটিকে সম্প্রতি জরিমানা জারি করা হয় তারা যার প্রতিক্রিয়া এখন পর্যন্ত ব্যক্ত করেনি।

ডিজিটাল অধিকার বিশেষজ্ঞরা প্রহসন করে উল্লেখ করেছেন যে রাশিয়ায় যুক্ত হওয়ার গতি সত্যিকারভাবে চেপে ধরার চেয়ে পুরোপুরি টুইটার অবরোধ সম্ভবত কার্যকর করা সহজ। টেলিগ্রাম চ্যানেলে “আইটি এবং এসওআরএম” চালানো ভ্লাদিস্লাভ জোলনিকভ মনে করেন যে “রাশিয়ার তুলনামূলকভাবে কমসংখ্যক ব্যবহারকারী” থাকায় অবরোধ করার জন্যে টুইটার একটা মোটামুটি নিরাপদ মঞ্চ যা ব্যাপক জনরোষের কারণ না হয়ে এটি অন্যন্যাদেরসহ “গুগলের জন্যে একটি কাকতাড়ুয়া” হিসেবে কাজ করতে পারে:

Твиттер будет заблокирован в течение 15 минут с момента принятия решения об этом.
Телеграм не удалось заблокировать не потому, что РКН криворукие, а потому что он вложил в это огромное количество ресурсов — как финансовых, так и уникальных скиллов.
Заблокировать сайт не составляет никакой сложности. Если приложение не сопротивляется блокировкам, оно тоже будет заблокировано.

সিদ্ধান্ত নেওয়ার ১৫ মিনিটের মধ্যে টুইটারকে অবরুদ্ধ করা হবে। প্রচুর আর্থিক সংস্থান এবং অনন্য দক্ষতার জন্যে [টেলিগ্রাম] প্রতিশ্রুতিবদ্ধ থাকায় অসহায় [রোসকোমনাজোর] টেলিগ্রামকে অবরোধ করতে পারেনি।
কোন ওয়েবসাইট অবরোধ করা জটিল কিছু নয়। কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার অবরোধে সায় না দিলে সেটিও অবরোধ করা হবে।

অন্যান্য মন্তব্যকারীরা অবশ্য মনে করেন না যে গুগলের মতো ইন্টারনেট দানবরা একইরকম হুমকির মুখোমুখি হতে পারে, কারণ তারা আরইউনেটের প্রতিবেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অধিকার নিয়ে অধ্যয়নরত ডাচ গবেষক মারিয়েল ওয়ায়মার্স মনে করেন যে ইউটিউবসহ গুগলের অনেক পরিষেবা দেশের ডিজিটাল অর্থনীতিতে “খুব গভীরভাবে যুক্ত” রয়েছে:

গুগল একটি অবকাঠামোগত ক্রীড়নক (যেমন, অ্যান্ড্রয়েড) হলেও টুইটারের কর্মপরিধি সীমাবদ্ধ। পরেরটি অবরোধ করা কিছু জনগণের মধ্যে বিরক্তি উৎপাদন করলেও গুগলে হস্তক্ষেপ হলে নিশ্চিতভাবেই রাষ্ট্রীয় প্রচারণা ক্ষুন্ন হওয়ার মাধ্যমে সরকার ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা এবং ব্যাপক জনরোষ সৃষ্টি হতে পারে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .