- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

অনলাইনে অবস্থান প্রকাশ হয়ে পড়ায় সার্বিয়া থেকে মার্কিন নব্য-নাৎসি বহিষ্কৃত

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, পূর্ব ও মধ্য ইউরোপ, ইউক্রেইন, বসনিয়া হার্জেগোভিনা, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, হাঙ্গেরি, নাগরিক মাধ্যম
[1]

সার্বিয়ার ফ্যাসিবাদী দেওয়াল লিখন “অভিবাসীদের পুঁতে ফেলুন”কে ফ্যাসিবাদবিরোধী গোষ্ঠী পরিবর্তন করে “শরণার্থীদের স্বাগত” করে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন নোভি সাদের তোলা ছবি [2], অনুমতি সহ ব্যবহৃত।

সার্বিয়া “মার্কিন নব্য-নাৎসি এবং কুখ্যাত ডানপন্থী উগ্রবাদী আন্দোলনের_ঊর্ধ্বে_ওঠোর প্রতিষ্ঠাতা” রবার্ট রুন্দোকে বহিষ্কার করেছে, ১১ ফেব্রুয়ারি তারিখে সার্বীয় দৈনিক ব্লিচ জানিয়েছে [3]

ব্লিচের নিবন্ধে প্রকাশিত অনানুষ্ঠানিক তথ্য অনুসারে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সার্বীয় পুলিশ রুন্দোকে পাহারা দিয়ে সার্বিয়াকে বসনিয়া-হার্জেগোভিনাকে সংযুক্ত করা ট্রুবোসিঁকা-সেপাক সীমান্ত পারাপারে নিয়ে গিয়েছিল।

গত নভেম্বর মাসে অনুসন্ধানী প্রতিবেদনের মঞ্চ ঘণ্টা_বাজানো_বিড়াল সার্বিয়ায় রুন্দোর উপস্থিতি সম্পর্কে জনগণকে সতর্ক করে [4] দিয়ে সেই দেশ থেকে তার প্রকাশ করতে থাকা ভিডিওগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করে। এর মধ্যে থাকা একটি ক্লিপে ৩০-বছর বয়সী নিউইয়র্কের কুইন্সের স্থানীয় এই বাসিন্দা বেশ কয়েকদিন আগে স্থানীয় ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের পরিবর্তন করে দেওয়া [5] নব্য-নাৎসিদের সার্বীয় জাতীয়তাবাদী দেওয়াল লিখনটি পুনরুদ্ধারে সহায়তা করার কথা গর্ব করে বলেছে।

সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন শ্বেত-আধিপত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বর্ণবাদ বলকান চরম ডানপন্থী জাতীয়তাবাদী এবং জনপ্রিয়তাবাদী মতবাদগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প-ডান আন্দোলনের সাথে সহযোগিতা ও মৈত্রীর চর্চা গড়ে তোলার [6] চেষ্টা করছে।

[7]

২০২০ সালের ৮ নভেম্বর তারিখে রবার্ট রুন্দোর টেলিগ্রাম চ্যানেলের একটি ভিডিওর পর্দা ছবিতে তাকে সার্বিয়ার বেলগ্রেডে উগ্রডানপন্থী একটি দেওয়াল লিখনের সামনে দেখা যাচ্ছে। দেওয়াল লিখনটিতে বর্ণবাদী চিত্র  (১৮৬১-১৮৬৪ সালের গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে দাসপ্রথা সংরক্ষণের পক্ষে [8] লড়াইয়ের প্রতীক – সংঘবদ্ধদের যুদ্ধ পতাকা) এবং সহিংসতার প্ররোচণা রয়েছে। ঘণ্টা_বাজানো_বিড়াল [4] এর তোলা ছবি, অনুমতিসহ ব্যবহৃত।

ব্লিচের প্রতিবেদনে অনুসরণকারী বেশিরভাগ সার্বীয় গণমাধ্যম ঘণ্টা_বাজানো_বিড়ালের উন্মোচন করা রুন্দোর নিজের ভিডিওটিকে উদ্ধৃত করেছে যেখানে সে ফ্যাসিবাদবিরোধীদের বিকৃত করা ঘৃণাত্মক বক্তব্যের দেওয়াল লিখনটিকে পুনরুদ্ধারে স্থানীয় নব্য-নাৎসিদের সাথে যোগ দেওয়ার সময় সে বলেছে যে, “আপনারা জানেনই তো আশেপাশে পরিষ্কার করে আমরা এখন বেলগ্রেডে এসেছি…”

একটি গণমাধ্যম সংস্থা ট্যাবলয়েড ওয়েবসাইট মন্দো [9] রুন্দোকে “নব্য-নাৎসি” অথবা “শ্বেতাঙ্গ আধিপত্যবাদী” আখ্যা দিয়ে “সেরা নাৎসি” হিসেবে বর্ণনা করেছে।

ঘণ্টা_বাজানো_বিড়ালের রুন্দোর পোস্ট করা ভিডিওগুলির বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তিনি অন্তত ২০২০ সালের মার্চ থেকে সার্বিয়ায় বসবাস করার পাশাপাশি ইউক্রেনে [10]র একটি মার্চে অংশ নেওয়া এবং হাঙ্গেরি [11]র একটি নব্য-নাৎসি সমাবেশে বক্তৃতা দেওয়াসহ মধ্য ও পূর্ব ইউরোপে ঘুরে বেড়িয়েছেন।

রুন্দো সার্বিয়ায় সার্বন [12] নামে একটি পোশাকের কোম্পানি চালু করেন যেখানে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের প্রতীক এবং “ফ্যাসিবাদবিরোধিতা বিরোধী” স্লোগানযুক্ত বিভিন্ন পণ্য ছিল। সার্বন ইউটিউব চ্যানেলটিতে রাস্তায় রাস্তায় লড়াইয়ের প্রশংসা করা সার্বীয় ভাষায় র‍্যাপ ভিডিও [13] রয়েছে।  সংস্থাটির প্রতিষ্ঠা রুন্দোকে বিদেশী বিনিয়োগকারী হিসাবে দেশে বার্ষিক নবায়নযোগ্য পারমিট লাভের মাধ্যমে অস্থায়ীভাবে থাকার ক্ষমতা দেয় বলে অভিযোগ উঠেছে।

রুন্দো ১৩ বছরের এক বালকের উপর গণহামলার জন্যে নিজ দেশে জেল খাটা একজন দোষী সাব্যস্ত অপরাধী যার বর্ণবাদী আচরণগুলি দৈনিক বিস্ট [14], পিবিএস [15] এবং নিউইয়র্ক পুস্তক সমালোচনা [16]তে কাভার করা হয়েছিল।

কৌশলগতভাবে তিনি এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরারী নন। ২০১৯ সালে একজন কেন্দ্রীয় বিচারক মামলা করার জন্যে ব্যবহৃত কেন্দ্রীয় আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া জুড়ে  হিংস্র সমাবেশে তাদের ভূমিকা রাখার জন্যে অভিযুক্ত [17]  ঊর্ধ্বে_ওঠো_আন্দোলন (র‌্যাম) দলের তিনজন সাঙাতের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়ে রুন্দোকে মুক্তি দিয়েছিলেন [18]

২০২০ সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র [19] জেলা আদালত কর্তৃক র‌্যামের কর্মকাণ্ডের অংশ হিসেবে দাঙ্গা বিরোধী আইন লঙ্ঘনের ষড়যন্ত্রের অভিযোগে সাজাপ্রাপ্ত রুন্দো এবং অপর তিন ব্যক্তির সাজা বাতিলের বিরুদ্ধে আবেদন করে (১৯-৫০১৮৯ ইউএসএ বনাম রবার্ট রুন্দো [20])।

র‍্যাম [21] হলো আত্মরক্ষার কৌশল শিক্ষাকে ব্যবহার করে তরুণদের সংগঠিত করা [22] নব্য-নাৎসি ও ফ্যাসিবাদীদের ঢিলেঢালা সমষ্টি হিসেবে আখ্যায়িত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার “শ্বেত জাতীয়তাবাদী, শ্বেত আধিপত্যবাদী এবং কট্টর-ডান” একটি বিকল্প ডান দল [23]

সার্বিয়ার হেলসিংকি মানবাধিকার কমিটির ডানপন্থী উগ্রবাদের উপর ২০২০ সালের প্রতিবেদনে [24] বলা হয়েছে যে সার্বিয়ার নব্য-নাৎসিরা মধ্য ও উচ্চ বিদ্যালয়ে পড়া ছেলেদের সারি থেকে তাদের “ঝড়োবাহিনী” নিয়োগ প্রচেষ্টায় মনোনিবেশ করেছে।

“বাচ্চারা উচ্চ বিদ্যালয়ের বয়সে পৌঁছানোর সময় প্রায়শই নিযুক্ত হয়। আগে ফ্যাসিবাদী মতাদর্শের শীর্ষ প্রবেশদ্বারগুলি ছিল নাৎসিদের মতো বা বড় বড়  ফুটবল ক্লাবের সমর্থক হিসেবে উপস্থাপিত উগ্র-গুন্ডাদের বিভিন্ন গ্রুপ। নতুন ফ্যাসিস্টদের একটি ক্ষুদ্র অংশ এখনো উপ-সংস্কৃতি আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের সংস্পর্শে এলেও আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রেই এই নিয়োগটি হয় অনলাইনে,”  নোভা.আরএস টিভির এক বিবৃতিতে সমাজবিজ্ঞানী মিলো পেরোভিচ ব্যাখ্যা করেছেন [25]

পেরোভিচ আরো বলেছেন যে এই সংস্থাগুলিতে তরুণদের বর্ধিত নিয়োগ শুধু সার্বিয়ার একার সমস্যা নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যাননে [26]র কাজের ভিত্তিতে বিশ্বব্যাপী আন্দোলনের একটি অংশ – একটি সুস্পষ্ট কৌশল।

সার্বিয়া প্রজাতন্ত্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি দেশ থেকে রুন্দোর বহিষ্কারের বিষয়ে কোন তথ্য দিচ্ছে না [27]