যখন ইউরোপীয় ইউনিয়নে কোভিড-১৯ প্রতিরোধী টিকা চলে এসেছে, তখন টিকা নিয়ে শঙ্কা দূর করার উদ্দেশ্যে চেক সরকার এক নতুন প্রচারণা শুরু করেছে। আর এবার এই প্রচারণা, গণস্বাস্থ্যের গণপ্রচারে উৎসাহ জোগানোর জন্য এক অস্বাভাবিক মাধ্যম খুঁজে পেয়েছেঃ আর সেটি হচ্ছে কবিতা।
২৭ ডিসেম্বর ২০২০ সালে চেক সরকারের টুইটার একাউন্ট ৩০ সেকেন্ডের এক ভিডিও বার্তা প্রকাশ করে যা এখানে দেখা যাবে:
Do Česka dorazily první vakcíny a začínáme očkovat zdravotníky a seniory. Vakcinace je nejefektivnější způsob, jak dlouhodobě zastavit šíření epidemie a jak znovu žít tak, jako dřív. pic.twitter.com/DZAMD1P8Sh
— Úřad vlády ČR (@strakovka) December 27, 2020
টিকার প্রথম চালান চেক প্রজাতন্ত্রে এসে হাজির হয়েছে আর আমরা চিকিৎসা কর্মী ও প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া শুরু করেছি। দীর্ঘ সময় পর্যন্ত এই মহামারী ঠেকিয়া রাখা এবং আগেকার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য টিকা সবচেয়ে কার্যকরী এক পন্থা।
মানব ও সমাজ জীবনের বিভিন্ন দৃশ্য সম্মিলিত এই ভিডিওর গতানুগতিক দৃশ্যের মাঝে একজন ২০ শতকের শুরুর এক শ্রমজীবী ভাবধারার কবি জিরি ওয়াকারএর কবিতা পাঠ করছে।
জিরি ওয়াকার মূল কবিতাটি ছিল অনেকটার এরকম:
Nesmělé jitro do tváří nám dýchlo
snem volných lesů, luk a dálných hor.
Vše divnou vírou v duši naší ztichlo,
i bolest krvavá i těžký vzdor.Radostně klidni brouzdáme se bosi
chladící trávou, lesní přes pažit.
Osení stříbří slzy ranní rosy.
Snad plakali jsme, – ale teď chcem žít!
এক ত্রস্ত সকাল আমাদের মুখে নিঃশ্বাস ফেলে
যেন এক খোলা অরণ্য, তৃণভূমি ও দূরের পাহাড়
এক অদ্ভুত বিশ্বাস আমাদের আত্মাকে শান্ত করে তোলে
এমন কি রক্তাক্ত বেদনা ও ভারী সংঘাত এর মাঝেসুখী ও শান্ত চরণে আমরা হাঁটি
শীতল ঘাসের পরে, অরণ্যের খোলা প্রান্তরে
সবুজ কচি ঘাস ভোরের শিশিরে সিক্ত
হয়ত আমাদের কাঁদতে হবে- কিন্তু এখন আমাদের বেঁচে থাকতে হবে!
হ্যাঁ, এই ভিডিওতে মূল কবিতার কিছু অংশ পালটে দেওয়া হয়েছে আর এর বদলে টিকার জন্য স্লোগান হিসেবে যোগ করা লাইনটি এ রকম “ আর আমরা [বেঁচে] থাকবো, ঠিক আগের মতই।”
ভিডিও পোস্ট করার দুই দিনের মধ্যে প্রায় ২০,০০০ জন দর্শক ভিডিওটি দেখে এবং প্রায় সকল প্রধান সংবাদপত্র ও সংবাদ ওয়েবসাইটে এই ভিডিও নিয়ে মন্তব্য অজস্র মন্তব্য করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চেক নাগরিকদের সন্তুষ্ট করার জন্য এটি কি যথেষ্ট, সাম্প্রতিক এক জরিপ অনুসারে দেশটির ১ কোটি নাগরিকের দুই তৃতীয়াংশ টিকা গ্রহণের বিরুদ্ধে। ২০২০ সালের মার্চে প্রায়শ উল্লেখ করা হত যে অল্প যে কয়টি রাষ্ট্র এই মহামারী মোকাবেলায় সক্ষম হয়েছে চেক প্রজাতন্ত্র তাঁর মধ্যে অন্যতম, তবে শরতে এসে দেখা গেল যে দেশটিতে এই মহামারী ছড়িয়ে পড়ার হার বিশ্বের মধ্যে দ্বিতীয়।
সে ক্ষেত্রে, যে মহামারী এখনো তীব্র গতিতে ছড়াচ্ছে তার এই ছড়িয়ে পড়ার হার থামানো ও গতি পাল্টে দেওয়ার ক্ষেত্রে কবিতাই কি যথেষ্ট ?