উহান থেকে কোভিড -১৯ দিনলিপি: সত্যবাদী ডাঃ এই ফেনের প্রতি চীনা নেটনাগরিকদের শ্রদ্ধা নিবেদন

কুকুরগুলি উঠোনে হাঁটছে । (ছবির কৃতজ্ঞতা: গুও জিং। অনুমতি নিয়ে ব্যবহৃত।)

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা নারীবাদী পণ্ডিত এই জিয়াওমিং এবং নারীবাদী কর্মী গুও জিং রচিত ধারাবাহিক দিনলিপির মধ্যে নীচের পোস্টটি দশম। দুজনই কোভিড -১৯ মহামারীর কেন্দ্রস্থল উহান শহরে বসবাস করছেন এখানে ধারাবাহিকটির প্রথম, দ্বিতীয়, তৃতীয়চতুর্থ, পঞ্চম,  ষষ্ঠ. সপ্তম, অষ্টম এবং নবম অংশের সংযোগ রয়েছে

কোভিড-১৯ এর বৈশ্বিক প্রভাব সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কভারেজটি দেখুন।

এই কিস্তিটি ২০২০ সালের ৯ মার্চ থেকে ১০ মার্চ তারিখের মধ্যে লেখা হয়েছে। চীনা ভাষায় লেখা মূল দিনলিপিগুলি ম্যাটার নিউজে প্রকাশিত হয়েছে।

গুও জিং: ৯ মার্চ, ২০২০

昨天接到一个热线的咨询,求助者在北京做教育培训的工作,过年回老家后因为疫情各地都实施了交通管制。2月7日,公司要求大家复工,她就没能回到北京。她有电脑,也可以在家线上办公,但公司部门经理认为她不具备办公条件,没有给她安排工作,而是按照请假处理。
3月6日,部门经理跟她讲:“要么回北京工作,要么离职。”她3月7日就回了北京,结果第二天公司又要求她申请离职。公司其他人暂时没有遇到跟她类似的情况。
有个在旅游行业工作的朋友最近工作也受到了疫情的影响。她的公司1月的工资都没有发,据说要到5、6月再发,2月就没有工资。公司还准备遣散员工,说等疫情过去再召员工回去。
疫情期间,全国一度都处于封锁的状态,湖北之外也有很多员工无法及时回到上班的城市,企业也因为停工而没有盈利。
有住户发了一个图到群里,图里是几种菜拼成的小人,有土豆、胡萝卜、白萝卜、青椒、包菜等,图上写着“解封之后,再也不想吃这几种菜了”。看来任何方面的单调和重复都容易让人厌倦。
我想起曾跟朋友讨论过一个问题“如果以后只能选择吃一种食物,要吃什么”。备受欢迎的是土豆和豆子。我选择的是土豆,土豆容易饱腹,可以有很多做法,也好吃。封城后,我存了一些土豆,不过一直都还有青菜吃,就还没有开始吃土豆。

গতকাল আমি হটলাইনে একটি কল পেয়েছি। বেইজিংয়ের একজন শিক্ষা কর্মীর কাছ থেকে এই কলটি এসেছে যিনি চীনা নববর্ষের সময় দেশে ফিরে আসার পর মহামারী ট্র্যাফিক নিয়ন্ত্রণের কারণে আটকে পড়েন। তার সংস্থা তাকে ৭ ফেব্রুয়ারি তারিখে আবার কাজ শুরু করতে বললেও তিনি এর জন্যে বেইজিংয়ে যেতে পারেননি। তার কাছে একটি কম্পিউটার থাকায় তিনি বাড়ি থেকেই কাজ করতে পারছেন। তবে বিভাগীয় ব্যবস্থাপক দূরবর্তী কাজ অনুমোদন না করে তাকে কাজ বরাদ্দ করেন নি। এই দিনগুলি অবৈতনিক ছুটি হিসাবে গণনা করা হবে।

৬ মার্চ তারিখে বিভাগীয় ব্যবস্থাপক তাকে বলেছিল, “আপনি হয় বেইজিংয়ে ফিরে এসে চাকরী করুন অথবা আপনি পদত্যাগ করুন।” তিনি ৭ মার্চ বেইজিংয়ে ফিরে গেলে পরের দিন তার সংস্থা তাকে পদত্যাগ করতে বলে। তার সংস্থার অন্য কোন কর্মী তার মতো পরিস্থিতিতে পড়েনি।

সম্প্রতি পর্যটন শিল্পে কর্মরত এক বন্ধু মহামারীতে আক্রান্ত হয়েছেন। তার সংস্থা এই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তাকে বেতন দেয়নি। যার মানে হলো সংস্থাটি মে বা জুন মাসে কেবল বেতন ছাড়বে এবং তাদের কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। মহামারী শেষ হওয়ার পরে তারা তাদেরকে আবার কাজের জন্যে ডাক দেবে।

মহামারী চলাকালে সারাদেশ পুরোপুরি লকডাউন হয়নি। হুবেইয়ের বাইরেও অনেক কর্মচারী যেসব শহরে তাদের চাকরি আছে সেখানে ফিরে যেতে পারেনি। বাজার বন্ধ থাকার কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কোন লাভ করতে পারেনি।

আমাদের এলাকার এক বাসিন্দা আমাদের গ্রুপে একটি ছবি পাঠিয়েছে। ছবিটিতে আলু, গাজর, সাদা শালগম, মরিচ এবং বাঁধাকপি সহ শাকসবজির সমন্বয়ে একটি পুতুল দেখানো হয়েছে। ছবিটির বার্তায় বলা হয়েছে, “লকডাউন শেষ হয়ে গেলে আমি আর এই সবজিগুলি খেতে চাই না।” লোকজন তাদের প্রতিদিনের পুনরাবৃত্ত সুচিতে ক্লান্ত হয়ে পড়েছে।

একসময় আমি আমার বন্ধুদের কাছে একটি প্রশ্ন উত্থাপন করেছিলাম, “তোমাকে যদি তোমার সারাজীবনের জন্যে কেবল এক ধরনের খাবার বেছে নিতে বলা হয় তাহলে তুমি কী বেছে নেবে?” আলু ও মটরশুটিকে সবচেয়ে জনপ্রিয় পছন্দ হিসাবে দেখা গেছে। আমি আলু পছন্দ করেছিলাম। আলু আপনার পেট পূর্ণ করতে পারে, এগুলি সুস্বাদু এবং বিভিন্নভাবে রান্না করা যায়। আমি কিছু আলু জমা করে রেখেছি, তবে সবুজ শাকসব্জী পাওয়া পর্যন্ত আমি এগুলি খাইনি।

এই জিয়াওমিং: ১০ মার্চ, ২০২০

这里,就要说到湖北浠水县洗马镇代收“火神山”医院参建人员隔离费的问题。这个事件由工人晒出镇里的代收单据而起,两天内引起诸多媒体报道,形成一个舆论热点。它也把疫情发生以来一直潜伏着的、令被隔离人员耿耿于怀的隔离费用问题引入了公共讨论。
洗马镇收隔离费这件事,从数额上说起来,真不算多。
先说工资:两位工人参建火神山医院,他们的工资分别是按每日800元和1200元发放,这已经领取到手。
当隔离结束时,镇政府要求工人支付隔离期间酒店住宿和餐饮费用,每人每天150元。那么,隔离14天,每人应交2100元,两人共交4200元。
在迫不得已支付隔离费时,工人这边支付方留下了一句尖锐的批评:非法收取隔离费。
从镇政府的角度来说,他们并未另出新规。收取这笔费用,依据是浠水县政府的通告:“隔离期间所有费用全部自理”
由于舆论高压,结果是洗马镇负责隔离点的副镇长被免职处理。代收费用已于37日退还。
从镇政府的角度来说,他们并未另出新规。收取这笔费用,依据是浠水县政府的通告:“隔离期间所有费用全部自理”
由于舆论高压,结果是洗马镇负责隔离点的副镇长被免职处理。代收费用已于37日退还。
现在要说的就是,两位工人各自得回了自己的2100元钱。可是,在这场疫情中那么多被隔离、被强制遣返的人,他们额外支付的隔离、遣返成本怎么算?
我想特别强调的是,洗马镇的收费退费事件实际上包含了各地政府从现在到疫情后续必须处理的重大问题,那就是因参与防疫而增加的隔离成本。它究竟应该由个人承担,还是由政府买单?
举例来说,外地来汉支援抗疫的医护人员,回去家乡城市时,按理也要隔离。那么,他们隔离期间的食宿费用,是从个人收入中扣除,还是由国家支付?
对待抗疫人员以及需要隔离的所有人员,都应该免费,以保障隔离效果。并且,应该立即明令禁止,各省市地区以及居民小区巧设名目,以抗疫为名,驱逐从疫区返城返乡人员或者实施惩罚性隔离收费;使他们流离失所,尤其是加重低收入人群负担,令其生活难以维持。

আমি জিশুই কাউন্টির জিমাঝেনের নগর সরকার সম্পর্কে কথা বলতে চাই যাদের কোয়ারেন্টাইন অবস্থানের জন্যে মাঠ পর্যায়ের হাসপাতালটি [হুশেনশানহাসপাতাল] তৈরিতে সহায়তা করেছিল হুবেই প্রদেশের বিলিং কর্মীরা।

দুজন শ্রমিক ইন্টারনেটে তাদের বিল পোস্ট করার পরে এই গল্পটি শুরু হয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পরবর্তী দুই দিনে বিষয়টি বেশ মনোযোগ আকর্ষন করেছে। এছাড়াও এটি কোয়ারেন্টাইনে আটক অনেকের জন্যেই এটি একটি তিক্ত বিষয় – কোয়ারেন্টাইন ফি ইস্যু সম্পর্কে একটি জনবিতর্ক সৃষ্টি করেছিল।

জিমাঝেন শহর সরকার যে পরিমাণ অর্থ আদায় করছে তা আসলে খুব বেশি নয়।

আসুন প্রথমে তাদের বেতনটি একবার দেখি। দুটি মাঠ পর্যায়ের হাসপাতাল নির্মাণ শ্রমিকদের দৈনিক বেতন যথাক্রমে আরএমবি ৮০০ এবং ১,২০০ ইউয়ান (প্রায় ৯,৬০০ থেকে ১৪,৪০০ টাকা) ছিল। কোয়ারেন্টাইন চলাকালে তারা কাজটি শেষ করার পর স্থানীয় সরকার কোয়ারেন্টাইন সময়ে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার জন্যে অর্থ দিতে বলেছিল। এটি ছিল প্রতিদিন আরএমবি ১৫০ ইউয়ান (প্রায় ১৮০০ টাকা)। ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্যে তাদের আরএমবি ২,১০০ ইউয়ান (প্রায় ২৫,২০০ টাকা) দিতে বলা হয়েছিল। তারা একসাথে মোট আরএমবি ৪,২০০ ইউয়ান (প্রায় ৫০,৪০০ টাকা) প্রদান করেছিল।

এই শ্রমিকদেরকে তাদের কোয়ারেন্টাইনের জন্যে অর্থ প্রদান করতে বাধ্য করা হলে তারা [কর্তৃপক্ষের জন্যে] কঠোর মন্তব্য করেছিল: কোয়ারেন্টাইন বিল অবৈধ।

নগর সরকারের দৃষ্টিকোণ থেকে তারা শুধু নিয়ম পালন করেছে। তারা কাউন্টি সরকারের কোয়ারেন্টাইনের জন্যে জনগণের অর্থ প্রদানের সরকারি বিজ্ঞপ্তির উপর করেই ভিত্তি এই লোকদের উপর ধার্য করেছে।  তবে জনগণের ক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে কোয়ারেন্টাইন পরিচালনার জন্যে দায়বদ্ধ জিমাঝেনের ডেপুটি মেয়রকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৭ মার্চ তারিখে এই দুই শ্রমিককে কোয়ারেন্টাইন ফি ফিরিয়ে দেওয়া হয়েছে।

আমি যা বলতে চাই তা হলো – এই দুই শ্রমিককে যখন তাদের আরএমবি ২,১০০ ইউয়ান ফিরিয়ে দেওয়া হলো তখন অন্য যাদের কোয়ারেন্টাইনে বা প্রত্যাবাসনে বাধ্য করা হয়েছিল তাদের দেওয়া বিলগুলির কী হবে?

আমি জোর দিয়ে যা বলতে চাই তা হলো – এখন যে জিমাঝেন কোয়ারেন্টাইন ফি ফিরিয়ে দিয়েছে সেটা ছিল মহামারী নিয়ন্ত্রণের ব্যয়। তাহলে প্রশ্নটি হলো এই মহামারী নিয়ন্ত্রণের ব্যয়টি কোয়ারেন্টাইনকৃত ব্যক্তিবর্গ পরিশোধ করবে নাকি সরকার পরিশোধ করবে?
[দ্রষ্টব্য: বর্তমানে প্রতিটি ব্যক্তিকে তাদের কোয়ারেন্টাইন ফি পরিশোধ করতে হচ্ছে।]

অনেক চিকিৎসা কর্মী সাহায্য করার জন্যেই উহানে এসেছেন এবং বাড়ি ফিরে আসার পরে তাদেরকেও কোয়ারেন্টাইন করা হবে। কোয়ারান্টাইনের সময় তাদের আবাসন ও খাবারের জন্যে মূল্য কাদের দেওয়া উচিৎ? তারা দেবে নাকি সরকার দেবে?

আমি মনে করি যারা মহামারীর সাথে লড়াই করতে সহায়তা করে এবং যারা কোয়ারেন্টাইন হয়েছে তাদের উপর ধার্য করা উচিৎ নয় যাতে লোকজন কোয়ারেন্টাইন পদক্ষেপগুলির সাথে সঙ্গতি বিধান করতে রাজি হয়। এছাড়াও স্থানীয় সরকারগুলিকে মহামারী অঞ্চল থেকে ফিরে আসা লোকদের বহিষ্কার করা বা তাদের কোয়ারেন্টাইনের জন্যে অতিরিক্ত ফি আদায় করতে নিষেধ করা উচিৎ। এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অনেককে বিশেষ করে দরিদ্রদেরকে গৃহহীন হতে বাধ্য করবে। তারা নিজেরা টিকে থাকতে পারবে না।

গুও জিং: ১০ মার্চ, ২০২০

发口肖子的人ai·芬医生也站了出来,她是把写着“SARS冠状病毒”的报告拍下来发给同学的人。今天人物发了对ai·芬的采访文章,看到的时候我就觉得文章可能会被删,就截了个图。
一开始,最先发布在人物上的文章被删,接着大家开始转发别的媒体转载的文章,很快转载的文章也都被删,就有人把文章做成PDF,供大家在微信里收藏后分享。一整天,朋友圈都被“发哨子的人”这篇文章刷屏。
这种集体默契的反抗不是第一次,也不会是最后一次。大家都知道有时候讲真话是不被允许的,是会受到惩罚的,可是依然有人勇于讲真话,人们也十分珍视讲真话的人,想尽办法传播真话。希望有一天人们不再为讲真话付出代价
今天阳光灿烂,好像昨天的阴冷一下子就变得有点久远了。小区的院子里又恢复了些许生机。
周先生也下楼遛狗,他的狗叫胖丁…我们又聊到了疫情,周先生说他有几个朋友出去旅游,现在想回却回不来,在外面一天要花掉八九百块的住宿费。他有两个朋友因为感染费盐去世的,一个四十多岁、一个八十多岁,现在都拿不到骨灰。
周先生说:“太突然了,他们得病一两周就死了,比得了癌症死得还快。”他还有个朋友的爸爸是疫情期间因为脑梗去世的,也见不到尸体。

কোভিড-১৯ এর পর্দাফাঁসকারী ডাঃ এই ফেন এগিয়ে এসেছেন। তিনি “সার্স করোনা ভাইরাস” এর পরীক্ষার ফলাফলের একটি ছবি তুলে তার প্রাক্তন সহপাঠীদের কাছে পাঠিয়েছিলেন। আজকে অনলাইন পিপল ম্যাগাজিনে ডাঃ এই ফেনের সাক্ষাৎকারটি পড়ার সময় আমি পোস্টটির একটি স্ক্রিনশট নিয়ে রেখেছি কারণ আমার ধারণা পরে হয়তো এটি মুছে ফেলা হবে।

মূল নিবন্ধটি মুছে দেওয়ার পরে জনগণ অন্য গণমাধ্যম সংস্থায় প্রকাশিত একই নিবন্ধটি ভাগাভাগি করতে শুরু করে। কিন্তু পুনঃপ্রকাশিত পোস্টগুলিও মুছে ফেলা হয়। তারপরে জনগণ নিবন্ধটির পিডিএফ (বহনযোগ্য নথি প্রকরণ/ফরম্যাট) ফাইল তৈরি করে যাতে আমরা এটি উইচ্যাটে সংরক্ষণ করতে ও বন্ধুদের সাথে ভাগাভাগি করতে পারি। এই ‘বাঁশি বিতরণকারী” নিবন্ধটি আমার সামাজিক বৃত্তে সারাদিন প্রচারিত হয়েছে।

আমাদের এই ধরনের সামঞ্জস্যপূর্ণ প্রতিরোধ দেখাটা প্রথমবার নয় এবং শেষবারও নয়। আমরা সবাই জানি যে আমাদের সত্য কথা বলতে দেওয়া হচ্ছে না, বললে আমাদের শাস্তি দেওয়া হবে। তবে এখনো কথা বলতে পারার মতো যথেষ্ট সাহসী লোক রয়েছে আমরা যাদের মূল্য দিই এবং আমরা তাদের বার্তাগুলি ছড়িয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করি। আমি আশা করি একদিন সত্য কথা বলার জন্যে আমাদের আর মূল্য দিতে হবে না
মিঃ চৌও তার কুকুরটিকে নীচ নিয়ে হাঁটালেন। তার কুকুরটিকে পান্ডিং বলা হয়। আমরা আবার মহামারী সম্পর্কে কথা বললাম। মিঃ চৌ বলেছিলেন যে তার কয়েকজন বন্ধু উহানের বাইরে ভ্রমণে বেরোনোর পর ইচ্ছে সত্ত্বেও এখন ফিরে আসতে পারেছেন না। তাদের আবাসনের জন্যে প্রতিদিন আরএমবি ৮০০-৯০০ ইউয়ান (প্রায় ৯,৬০০ থেকে ১০,৮০০ টাকা) দিতে হচ্ছে। সংক্রমিত হওয়ার পর তার দুই বন্ধু মারা যান। একজন ছিলেন চল্লিশের কোঠায় আর অন্যজন ছিলেন আশির কোঠায়। তাদের আত্মীয়-স্বজনরা এখনো তাদের ভস্ম পাননি।

মিঃ চৌ বলেছিলেন, “এটি খুব দ্রুত ঘটেছে। তারা সংক্রমিত হওয়ার মাত্র দুই সপ্তাহ পরে মারা গিয়েছিলেন। ক্যান্সারের চেয়ে প্রক্রিয়াটি আরো দ্রুত।” মহামারী চলাকালীন তার এক বন্ধু স্ট্রোকে তার বাবাকে হারিয়েছেন এবং তিনি বিদায় পর্যন্ত জানাতে পারেননি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .