- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

উহান থেকে কোভিড-১৯ দিনপঞ্জি: মহামারীর সময় স্বেচ্ছাসেবীরা সাহায্যের বার্তা সংগ্রহ করেছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, দুর্যোগ, নাগরিক মাধ্যম, যুবা, লিঙ্গ ও নারী, স্বাস্থ্য, কোভিড ১৯

প্রকল্প: অনিবন্ধিত মানুষ। মহামারীর সময় স্বেচ্ছাসেবীরা সাহায্যের বার্তা সংগ্রহ করেছে। (ছবির কৃতজ্ঞতা: গুও জিং)

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা নারীবাদী পণ্ডিত এই জিয়াওমিং [1] এবং নারীবাদী কর্মী গুও জিং [2] রচিত ধারাবাহিক দিনপঞ্জির মধ্যে নীচের পোস্টটি সপ্তম। দুজনই কোভিড -১৯ মহামারীর কেন্দ্রস্থল উহান শহরে বসবাস করছেন এখানে ধারাবাহিকটির প্রথম [3], দ্বিতীয়, [4] তৃতীয় [5]চতুর্থ [6], পঞ্চম [7] এবং  ষষ্ঠ [8] অংশের সংযোগ রয়েছে

কোভিড-১৯ এর বৈশ্বিক প্রভাব [9] সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কভারেজটি দেখুন।

এই কিস্তিটি ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ তারিখের মধ্যে লেখা হয়েছে। মূল চীনা দিনপঞ্জি ম্যাটার নিউজে প্রকাশিত হয়।

গুও জিং: ২৮ ফেব্রুয়ারি, ২০২০ [10]

疫情中的家暴正在浮出水面。疫情期间的封锁增加了受害者求助的难度,也增加了反家暴的支持工作的困难
我也接到一些家暴的求助,有几个求助者是因为疫情不能上学的孩子,他们要天天面对父母的争吵和暴力而不知所措。即便有困难,受害者还是在求助,那我们要尽力让她们看到有人在支持她们。
下午,团购的水果到了。我买的是一份8斤的砂糖橘,50元。大家都说物业团购的水果质量很好,纷纷表示感谢。有人在家里做了炸鸡腿,拍照发到群里,外焦里嫩的,旁边还洒着胡椒面,大家都被馋得不行。

মহামারীতে পারিবারিক সহিংসতা বাড়ছে। মহামারীটি ভুক্তভোগীদের জন্যে সাহায্য চাওয়া এবং আমাদের জন্যে ভুক্তভোগীদের সাহায্য করাটা আরো কঠিন করে তুলেছে
আমি পারিবারিক সহিংসতার শিকারদের কাছ থেকে কিছু সাহায্যের আহ্বান জানানো বার্তা পেয়েছি। ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে যারা মহামারীজনিত কারণে স্কুলে যেতে পারছে না। এই বাচ্চারা প্রতিদিন তাদের পিতামাতার মধ্যে ঝগড়া এবং সহিংসতা দেখে অসহায় বোধ করছে। অসুবিধা সত্ত্বেও ভুক্তভোগী এই শিশুরা এখনো সাহায্য পাওয়ার জন্যে চেষ্টা করছে। আমরা যে ভুক্তভোগীদের সহায়তা করার জন্যে প্রস্তুত আছি সেটা তাদের জানানোর জন্যে আমাদের যথাসাধ্য চেষ্টা করা দরকার।

বিকেলে দলবদ্ধভাবে কেনা ফলগুলি এলো। আমি ৮ কেটি (৪ কেজি) মিষ্টি কমলা কিনেছি। এটর দাম ৫০ ইউয়ান (প্রায় ৬০০ টাকা)। ফলের গুণমান খুব ভাল হওয়ায় আমরা সবাই এর প্রশংসা করি। কিছু লোক বাড়িতে মুরগির রান ভেজে আমাদের গ্রুপে ছবি পাঠিয়েছে।  ভাজা মুরগির রানগুলির বাইরেটা পোড়া হলেও ভেতরের নরম অংশের উপর দিয়ে গোল মরিচ ছিটিয়ে দেওয়া হয়েছে। এটার জন্যে আমাদের সবার মধ্যেই লোভ জেগেছিল।

এই জিয়াওমিং: ২৮ ফেব্রুয়ারি, ২০২০ [11]

明天缺货需要等值交换的品类如下:
1 五花肉3斤换成腊排骨3斤(退差价30)
2 瘦肉5斤换牛肉5斤
3 冻脊骨2斤换筒子骨2斤(补差价10)
大家今天收到了吐司,明天早上烤起啊,千万不要浪费每一口。
4 苹果,梨,砂糖橘,沃柑,不足的等价互换
5 小番茄8斤换耙耙柑4斤
6 火腿肠1箱换腊排骨1袋(退差价10)
你家有没有酵母呀?
7 牛奶12盒1箱换速溶咖啡40支
8 煎饺1斤换烧麦1kg(补4元)
9 番茄5斤 换随机等价值水果

খাদ্য সরবরাহের ঘাটতির কারণে একটি অনলাইন গ্রুপে পাঠানো খাদ্য বিনিময় উপাদানের তালিকা:

  1. ৩ কেটি শুকরের পাঁজরের মাংসের জন্যে ৩ কেটি শুকরের ভুঁড়ি (এবং আরএমবি ৩০ ইউয়ান বা ৩৬০ টাকা)
  2. ৩ কেটি গরুর মাংসের জন্যে ৫ কেটি শুকরের হাড়ছাড়া মাংস
  3. ২ কেটি পায়ের হাড়ের জন্যে ২ কেটি হিমায়িত মেরুদণ্ড (এবং আরএমবি ১০ ইউয়ান বা ১২০ টাকা)

যারা আজ টোস্ট পেয়েছেন তারা কাল সকালেই এটা সেঁকে ফেলতে ভুলবেন না। দয়া করে এর কোন অংশ অপচয় করবেন না।

  1. আপেল, নাশপাতি, মিষ্টি কমলা এবং ম্যান্ডারিন। পর্যাপ্ত না হলে সমান সমান বাণিজ্য করুন।
  2. ৪ কেটি কমলার জন্যে ৮ কেটি টমেটো
  3. ১ প্যাকেট শুকনো পাঁজরের জন্যে ১ বাক্স বেকন সসেজ (এবং আরএমবি ১০ ইউয়ান বা ১২০ টাকা)

কারও কাছে কী কিছু ইস্ট আছে?

  1. ৪০ প্যাকেট ইনস্ট্যান্ট কফির জন্যে  ১ বাক্স দুধ (১২ প্যাকেট)
  2. ১ কেজি সেদ্ধ পুলি পিঠার  জন্যে ১ কেজি ভাজা পুলি পিঠা (এবং আরএমবি ৪ ইউয়ান বা ৪৮ টাকা)
  3. এলোমেলোভাবে নির্বাচিত ফলের জন্যে ৫ কেটি টমেটো (সমান সমান বাণিজ্য)

গুও জিং: ২৯ ফেব্রুয়ারি, ২০২০ [12]

今天,我想讲一讲那些在努力发声的人。
下面是我跟一个志愿者的对话
我:这次费盐对你有什么样的影响?
志愿者:很幸运的是,我和我身边的人都没有感染。但是我觉得这次费盐对我的影响很大,封锁是一个强制性的措施,将每个公民原子化,让我们在感到无力和绝望的时候不知道该如何求助
另一方面看到那些绝望的求助的声音,我非常害怕人们会在一切结束之后忘记这些就像我们一直以来做的那样,所以我很希望能够找到一种方式,让大家记住。这也是我个人想做这个项目的原因之一。那种行动的欲望很强烈。
我:你们开始做这个项目后,你的状态有变化吗?
志愿者:其实没有太多变化,尤其是每次整理那些求助信息的时候,都很想大哭一场。而且我好怕我在做这样琐碎的工作时一不小心就把他们当成了一个信息、一个数据 ,害怕自己看不到或者忘记背后这些家庭的挣扎,害怕自己麻木,害怕自己把它当成一项琐碎的工作。但好在,还没有。
只是我发现行动本身似乎并不能改善状态,行动不是一种自我救赎,行动可能甚至并改变不了什么,但是我们仍然需要行动

这个志愿者已经复工,在家办公,每天再花一个小时收集信息。这个项目志愿者人数也不多,目前搜集了一百三十多个案例。有兴趣的朋友可以加入TA们。
未被记录的TA们
https://shimo.im/docs/jj3wR6h6jCpKGDjX/read [13]

যারা কণ্ঠ তোলার যথাসাধ্য চেষ্টা করেছে আজ আমি তাদের সম্পর্কে কথা বলতে চাই।
স্বেচ্ছাসেবীর (স্বে) সাথে আমার কথোপকথন নীচে দেওয়া হলো।
আমি: আপনি কীভাবে এই মহামারীতে আক্রান্ত?
স্বে: ভাগ্যের বিষয় যে আমি আর আমার চারপাশের লোকজন সংক্রামিত নই। তবে আমি মনে করি এই মহামারীটি আমাকে অনেক প্রভাবিত করেছে। বাধ্যতামূলক লকডাউনটি নাগরিকদের পরমাণুতে পরিণত করেছে। শক্তিহীনতা ও হতাশা বোধ খুবই তীব্র হওয়ায় আমরা এমনকি জানতেও পারিনি কীভাবে সাহায্য পেতে হয়।
অন্যদিকে হতাশাগ্রস্ত ব্যক্তিদের পাঠানো বার্তাগুলি পড়ার পর আমার ভয় হয় যে আমরা মহামারীটি শেষ হওয়ার পর যা ঘটেছিল তা হয়তো আমরা আমাদের আগের ভোগান্তিগুলির মতোই ভুলে যেতে পারি। অতএব আমি আমাদের সবার মনে রাখার একটা উপায় খুঁজে পেতে চাই। আমার এই প্রকল্পটি করতে চাওয়ার কারণগুলির মধ্যে এটি একটি। আমার কিছু একটা করার প্রচণ্ড ইচ্ছে রয়েছে।
আমি: আপনি এই প্রকল্পটি শুরু করার পরে আপনার অবস্থার কি পরিবর্তন হয়েছে?
স্বে: আসলে আমার অবস্থা খুব একটা বদলায় নি। সাহায্য চাওয়ার এই বার্তাগুলি রেকর্ড করে নেওয়ার পর সবসময়ই আমার কাঁদতে ইচ্ছে করে। এবং যখন আমি এই আপাতদৃষ্টিতে তুচ্ছ কাজটি করি তখন আমার ভয় হয় যে আমি হয়তো তাদের বার্তাগুলির পিছনে লড়াই দেখতে না পেয়ে নিরাসক্তভাবে এই বার্তাগুলিকে শুধুই তথ্য বা উপাত্ত হিসাবে বিবেচনা করবো। আমার ভয় হচ্ছে যে আমার অনুভূতি আমাকে অসার করে দেবে, কাজটাকে তুচ্ছ করে দেখাবে। তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমার ক্ষেত্রে তা হয়নি।
তবে আমি দেখেছি সেই কর্মটি নিজে থেকেই আমাদের পরিস্থিতির কোন পরিবর্তন করতে পারে না। কোন কর্মই কোন ধরনের আত্ম-উদ্ধারের অবলম্বন নয়। কর্ম হয়তো কোন পরিবর্তন ঘটাতে পারে না, তবুও আমাদের উদ্যোগী হওয়া দরকার

এই স্বেচ্ছাসেবকটি কাজে ফিরেছেন। তিনি বাড়ি থেকে কাজ করেন এবং এসব বার্তা সংগ্রহ করতে তিনি প্রতিদিন এক ঘন্টা ব্যয় করেন। অনেক স্বেচ্ছাসেবক এই প্রকল্পে যোগদান না করলেও তারা প্রায় ১৩০টি ঘটনা সংগ্রহ করেছে। আপনি আগ্রহী হলে দয়া করে বিনা দ্বিধায় তাদের সাথে যোগ দিন। প্রকল্পটির নাম “অনিবন্ধিত জনগণ”। [14]

গুও জিং: ১ মার্চ, ২০২০ [12]

小区已经封了近两个星期了,依然有新增病例,昨天武汉市新增565例,这确实令人心慌。问题是,我们并不知道新增的病例究竟为何感染,大家就会猜测,觉得都是出门导致的。希望卫健委除了统计确诊的数字,也开始分析新增病例感染的原因,以减轻公众的恐慌。

আবাসিকএলাকাগুলি লকডাউন হওয়ার দুই সপ্তাহ হয়ে যাওয়ার পরও আমরা এখনো নতুন নতুন নিশ্চিত ঘটনা পাচ্ছি। গতকাল আমাদের উহানে ৫৬৫টি নতুন নিশ্চিত ঘটনা ছিল। এটি আমাদের খুব চিন্তিত করছে। সমস্যাটি হলো আমরা জানি না কীভাবে সংক্রমনের এই নতুন ঘটনাগুলি ঘটলো। ভেবে ভেবে আমরা অনুমান করেছি যে সম্ভবত বাইরে বের হওয়াটাই এর কারণ। আমি আশা করি আমাদের স্বাস্থ্য প্রশাসন সংক্রমনের সংখ্যার পাশাপাশি কীভাবে সংক্রমনের নতুন ঘটনাগুলি ঘটেছিল তা বিশ্লেষণ করে দেখলে জনগণ কম আতঙ্ক বোধ করবে।

গুও জিং: ২ মার্চ, ২০২০ [12]

今天,物业的主任在小区群里发了一个紧急通知,内容是:即日起居民购药必须由所在社区指定工作人员或志愿者代购,禁止对个人售卖,销售前必须核对社区代购人员相关证明,代购感冒药、退烧药,必须查验身份证,同时药店按要求做好销售登记及上报。无法提供证明材料或身份证的,一律不得销售。
今天翻看了一下那个群,群里有一百多个人,每天都有人在买药,大家的需求各种各样,有买口罩和酒精的,还有很多慢性病人买降血压的药、痔疮膏、治皮肤病的药、控制糖尿病的药、治鼻炎的药,还有买维生素、眼药水、消炎药的。
社区工作人员是否能够承担得了那么多工作吗?团购蔬菜如果不及时,可能不会威胁到生命。可是,如果有些慢性病人不能及时拿到药物,可能会出现危及生命的情况。我有时候想这是不是一场试验,测试人可以被管控到什么程度,人类可以的承受极限是什么
我到院子里走一下,小区的清洁工对我说“我看你也是关不住,天天都下来。”我笑着说:“是呀。”她说:“我也是关不住。”
她在做清洁,她女儿在医院做护士,她也不太担心,说:“生死是一定的,没有什么好怕的,有的人得病就好了,有的人得病就死了。”

আজ ভূমি ব্যবস্থাপনার পরিচালক আমাদের একটি জরুরি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে আজ থেকে বাসিন্দারা নিজেরা নিজেদের ওষুধ কিনতে পারবেন না। আমাদের মনোনীত কর্মী অথবা স্বেচ্ছাসেবীদেরকে আমাদের জন্যে চিকিৎসা সামগ্রী কিনতে অনুরোধ করতে হবে। ফার্মাসিটি মনোনীত ক্রেতাদের কাছে ওষুধ বিক্রির আগে সংশ্লিষ্ট শংসাপত্রগুলি পরীক্ষা করে দেখবে। আমরা মনোনীত ব্যক্তিদেরকে সাধারণ সর্দি বা জ্বরের জন্যে ওষুধ কিনতে বললে তারা আমাদের পরিচয়পত্রগুলি নথিভুক্ত করে সেটা ফার্মাসির কাছে হস্তান্তর করবে। তখন আসল নামে ক্রয়ের নথিটি সরকারের কাছে পাঠানো হবে। কোন পরিচয় বা শংসাপত্র ছাড়া ফার্মাসি থেকে কেউ ওষুধ কিনতে পারবে না।
আজ আমি (ওষুধ ক্রয় সমন্বয়কারী) একটি গোষ্ঠীকে পরীক্ষা করেছি। এই গ্রুপে প্রায় শতাধিক লোক রয়েছে যারা প্রতিদিন লোকজনের জন্যে চিকিৎসা সামগ্রী কিনছে। আমাদের বিভিন্নরকম চাহিদা রয়েছে। কেউ কেউ ফেস মাস্ক এবং (স্যানিটাইজার) অ্যালকোহল কেনে। দুরারোগ্য কিছু রোগীদের উচ্চ রক্তচাপ, অর্শরোগ, চর্মরোগ, ডায়াবেটিস এবং পুরনো সর্দির জন্যে ওষুধ কিনতে হয়। কিছু লোক ভিটামিন, চোখের ড্রপ বা ব্যাথানাশক ওষুধ কেনে।
কমিউনিটি কর্মীরা কি এই পরিমাণ কাজ করতে পারে না? তারা সময়মতো আমাদের খাবার কিনতে না পারলেও সেটা জীবনের জন্যে হুমকিস্বরূপ নয়। তবে দুরারোগ্য রোগে আক্রান্তরা যদি সময়মতো ওষুধ না পেলে তাদের জীবন ঝুঁকিতে পড়ে যায়। মাঝে মাঝে আমি ভাবি আমাদের কোন এক ধরনের পরীক্ষার মধ্যে রাখা হয়েছে যেখানে পরীক্ষা করা হয় মানুষ কতটা নিয়ন্ত্রিত হওয়া মেনে নিতে পারে আর আমরা কতটা সহ্য করতে পারি
আমি হাঁটার জন্যে উঠোনে গেলাম। আমাদের কমিউনিটির পরিষ্কার-পরিচ্ছন্নতাকারী মহিলাটি আমার সাথে কথা বলেছিলেন, “আমি প্রতিদিন আপনাকে নীচে আসতে দেখি।  আপনি সারাক্ষণ ঘরে বসে থাকা সহ্য করতে পারবেন না, পারবেন কি?” আমি হেসে বললাম, “হ্যাঁ।” তিনি বলেছিলেন, “আমিও তো সবসময় ঘরে বসে থাকতে পারি না।”
তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী এবং তার মেয়ে হাসপাতালে কর্মরত নার্স। তিনি এটা নিয়ে চিন্তিত নন। তিনি বলেছিলেন, “বাঁচা বা মরা ইতোমধ্যে নির্ধারিত। এ নিয়ে চিন্তার কিছু নেই। কিছু লোক সংক্রমিত হলেও আরোগ্য লাভ করেছে। কিছু লোক সংক্রমিত হয়ে মারা গেছে।”