স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও নারীবাদী পণ্ডিত এই জিয়াওমিং এবং নারীবাদী কর্মী গুও জিং রচিত ধারাবাহিক দিনপঞ্জির মধ্যে নীচের পোস্টটি ষ ষ্ঠ। দুজনই কোভিড -১৯ মহামারীর কেন্দ্রস্থল উহান শহরে বসবাস করছেন। এখানে ধারাবাহিকটির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং পঞ্চম অংশের সংযোগ রয়েছে।
কোভিড-১৯ এর বৈশ্বিক প্রভাব সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কভারেজটি দেখুন।
এই কিস্তিটি ২০ থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২০ তারিখের মধ্যে লেখা হয়েছিল। মূল চীনা দিনপঞ্জিগুলি ম্যাটার নিউজে প্রকাশিত হয়েছে।
গুও জিং: ২০ ফেব্রুয়ারি, ২০২০
有人说到在家做了焦糖奶茶,大家纷纷表示羡慕。朋友来了兴致,给大家示范了她的自制奶茶,她先在铁勺里放了白糖,加了少许水,把铁勺放到炉子上用小火烧。看着白糖慢慢变成焦糖,隔着屏幕,大家都在尖叫。然后,朋友用锅煮奶,直接把铁勺放进去搅拌。奶盛出来后加红茶就有了焦糖奶茶。
有个很爱吃甜食的朋友说:“我打开淘宝,把购物车加满,看着解馋。”
有住户在群里发了一个捂汗“解封”的条件:每日新增感染人数(包括疑似感染人数)持续14天为0是必要条件。具体如下:
- 捂汗市其他人群(即非隔离非救治的健康人群)每日新增感染人数(包括疑似感染人数)为0,且此数据连续出现14天。在第15天开始,准备捂汗三镇分区域“解封”。
- 在1的条件满足后,自第15天始,捂汗市不“解封”,捂汗三镇分区“解封”,各自恢复区域内部的生产生活学习,但是三镇之间人员不交流,交通不连接。如果在捂汗三镇分区域“解封”时期,捂汗市其他人群每日新增感染人数为0,且此数据连续出现14天,则自第15天开始,准备捂汗市内部全部“解封”。
- 在1与2条件满足后,自第29天开始,捂汗市内部全部“解封”,市内交通完全恢复,人员自由流动,市内生产生活学习等工作完全运转起来。如果在捂汗市内部全部“解封”时期,捂汗市其他人群每日新增感染人数为0,且此数据连续出现14天,则自第15天开始,准备捂汗市外部“解封”。
- 在1与2与3条件满足后,自第43天开始,捂汗市恢复对全省全国的交通连接,捂汗市内部人员与全省全国人员自由流动。
看来小区至少还要封锁半个月。
এক বন্ধু বাড়িতে ক্যারামেলের (বাদামী মিঠাই) চা তৈরি করার কথা বলায় আমরা ঈর্ষান্বিত হলাম। তিনি আনন্দিত হয়ে দেখিয়ে দিলেন কীভাবে তিনি এটি তৈরি করেছেন। তিনি একটি চামচের মধ্যে কিছু চিনি নিয়ে এর মধ্যে কিছুটা পানি দিলেন। তারপরে সে চুলার ওপর চামচটি রেখে আস্তে আস্তে গরম করল। চিনিকে ক্যারামেলে রূপান্তরিত হতে দেখে আমরা সবাই চিৎকার করে উঠেছিলাম। এরপরে তিনি একটি পাত্রে দুধ গরম করার সময় ক্যারামেলসহ চামচটি দিয়ে দুধ নাড়াচাড়া করলেন। তিনি সেই দুধে চা দিয়ে তার ক্যারামেলের চা বানালেন। মিষ্টি পছন্দ করা এক বন্ধু বললো, ‘আমার নিজের [মিষ্টি খাবার বানানোর] ইচ্ছে পূরণ করতে আমাকে [অনলাইন কেনাকাটার মঞ্চ] তাওবাওতে যেতে হবে।’
আমাদের কমিউনিটি দলের কোন একজন আমাদেরকে লকডাউনটি তুলে নেওয়ার মানদণ্ড সম্পর্কে বার্তা পাঠিয়েছে: ১৪ দিনের জন্যে [নিশ্চিত বা সন্দেহযুক্ত] ঘটনার সংখ্যা শূন্য হতে হবে। বিস্তারিত নীচে দেওয়া হলো:
- জোর করে বাধ্য না করা কোয়ারেন্টাইনে থাকা লোকদের মধ্যে নতুন ঘটনার সংখ্যা না থাকার রেকর্ড ১৪ দিনের পুরনো হলে উহানের তিনটি বড় শহর এলাকাগুলো খুলে দেওয়ার প্রস্তুতি শুরু করবে।
- মানদণ্ড ১ পূরণ করা হলে উহানের তিনটি শহরের লকডাউন অভ্যন্তরীণভাবে খুলে দেওয়া হবে, অর্থাৎ লোকজন নির্দ্বিধায় শহরের ভেতরে চলাচল করতে পারবে, তবে শহরের বাইরে ভ্রমণ করতে পারে না। এই তিনটি শহরের মধ্যে পরিবহন পরিষেবা তখনো স্থগিত থাকবে। শূন্য ঘটনার রেকর্ডটি আরো ১৪ দিন বজায় থাকলে উহান অভ্যন্তরীণভাবে খুলে যাবে।
- মানদণ্ড ১ এবং ২ পূরণ করা হলে উহানের লকডাউনটি অভ্যন্তরীণভাবে প্রত্যাহার করা হবে অর্থাৎ লোকেরা তিনটি শহরের মধ্যে অবাধে চলাচল করতে পারবে এবং তাদের সংযোগকারী পরিবহন পরিষেবা চালু হবে। লোকজন উহানের ভেতরে যথারীতি কাজ এবং স্কুলে যাওয়া-আসা করতে পারবে। শূন্য ঘটনার রেকর্ডটি আরো ১৪ দিন বজায় থাকলে উহানের লকডাউনটি পুরোপুরি তুলে নেওয়া হবে।
- মানদণ্ড ১,২ এবং ৩ পূরণ করা হলে উহানের লকডাউনটি পুরোপুরি তুলে নেওয়া হবে অর্থাৎ লোকেরা অবাধে উহানের ভেতর ও বাইরে যেতে পারবে এবং উহান ও দেশের অন্যান্য অংশগুলিকে যুক্ত করা পরিবহন পরিষেবা পুনরায় চালু হবে।
আমার কাছে মনে হচ্ছে আমরা কমপক্ষে আরো ১৪ দিন আমাদের কমিউনিটির ভেতরে আবদ্ধ থাকবো।
গুও জিং: ২১ ফেব্রুয়ারি, ২০২০
我们和过去的关系是什么?昨天写完日记,我停下来休息,突然有种难以名状的悲伤。
当有人问我现在的状态,我总是说:“就这样的处境中而言,我还算比较好。”而我试图回想风尘以来的经历,昨天都很遥远。有时候我在讲这段时间的经历和变化,却没有丝毫情绪,像是那些事情与我无关。
这是一种试图逃离、回避的机制,可以暂时起到保护作用。可是,我们无法通过遗忘、逃避的方式来治愈自己。很庆幸我通过写日记来记下了这段时间的感受。我要尝试面对,讲出自己的感受是第一步,然后尝试理解自己在封锁的经历以及那些强烈的感情。
আমাদের অতীতের সাথে আমাদের সম্পর্ক কী? গতকাল আমার দিনপঞ্জি লেখা শেষ করার পর আমি একটি ছোট্ট দিবানিদ্রা দিয়েছিলাম। সেই মুহুর্তে একটি অবর্ণনীয় দুঃখবোধ এসে আমাকে গ্রাস করে।
লোকেরা আমাকে আমি কেমন আছি জিজ্ঞেস করলে আমি সবসময় বলে থাকি, ‘আমি এধরনের পরিস্থিতিতে তুলনামূলকভাবে ভাল আছি।’ উহান লকডাউন হওয়ার পর কী ঘটেছিল সেটা মনে করার চেষ্টা করার পর আমার কাছে এমনকি গতকালকেও অনেক দিন আগের মতো মনে হয়েছে। মাঝে মাঝে আমি আমার কী অভিজ্ঞতা হয়েছে এবং কী কী পরিবর্তিত হয়েছে সেসব নিয়ে মানুষের সাথে কথা বলতে গিয়ে আমার কথায় কোন আবেগ অনুভব করি না, যেন যা যা ঘটেছে সেসবের সাথে আমার কোন সম্পর্কই নেই।
এটি একটি সুরক্ষামূলক প্রক্রিয়া যা আমাকে আমাকে আঘাত করতে পারে এমন কিছু থেকে বাঁচতে এবংতা এড়িয়ে যেতে সাহায্য করে। তবে যা ঘটেছিল তা ভুলে গিয়ে বা তা থেকে পালিয়ে আমরা নিজেদেরকে নিজেরা সুস্থ্য করে তুলতে পারি না। আমি খুশী যে আমি এই দিনপঞ্জিতে লিখে এই সময়ে আমার কেমন অনুভূতি হয়েছিল তার একটি রেকর্ড রেখেছি। প্রথম পদক্ষেপটি হলো আমি কীভাবে এর মুখোমুখি হতে পারি এবং লোকজনকে আমার অনুভূতি সম্পর্কে জানা্তে হয় তা শিখবো। তারপর আমি আমার অভিজ্ঞতা এবং লকডাউনের সময় আমার পেতে থাকা তীব্র অনুভূতিগুলি বুঝতে পারার চেষ্টা করবো।
গুও জিং: ২২ ফেব্রুয়ারি, ২০২০
总有人会有门路,我的小区有个人一开始组织大家团购水果,今天又像是变戏法一样,不知在哪里抢了6袋盐、6瓶醋、6箱酸奶、还搞了很多鸡蛋,问有没有人要,盐一袋4元,醋一瓶7元,酸奶一箱50元,鸡蛋25个30元。
সবসময় বিশেষ সংযোগের কিছু কিছু লোক থাকে। ফলের জন্যে দলবদ্ধ কেনাকাটা চালু করা আমাদের কমিউনিটির কোন একজন কোন একভাবে যাদুকরের মতো ছয় প্যাকেট লবণ, ছয় বোতল ভিনেগার, ছয় বাক্স দই এবং প্রচুর ডিম জোগাড় করে ফেললেন।
তিনি জিজ্ঞাসা করলেন যে আমরা কি: আরএমবি ৪ ইউয়ান দিয়ে এক প্যাকেট লবণ, আরএমবি ৭ ইউয়ান দিয়ে এক বোতল ভিনেগার, আরএমবি ৫০ ইউয়ান দিয়ে দইয়ের বাক্স, আরএমবি ৩০ ইউয়ান দিয়ে ২৫টি ডিম কিনতে চাই? [আরএমবি ১ ইউয়ান বাংলাদেশী ১২ টাকার সমান]
গুও জিং: ২৩ ফেব্রুয়ারি, ২০২০
很多下楼晒太阳的人可能跟我一样,在家里憋不住。下楼的人大都会戴口罩,跟别人讲话也都保持着一些距离。每天被困在家里,不知何时会解封,我很心焦,也会感到绝望。
这几天,身体也开始感到疲惫。我没有发烧,食欲也还好,所以应该不是感染肺炎,只是身体对无力感的一种反应。
小区的蓝色围栏有两处被暴风雨打破。今天有三四个人从旁边的工地上搬了一些围栏来修补。我下楼跟他们聊了一下。原来是物业让他们来修的,为了防止有人跳墙。
他们是地铁公司的工人,也是因为封城被困在了武汉,住在旁边的临时房,和他们一样困在这里的一共有9个人。
他们也曾去修建过火神山,有一天11点多临时接到通知,公司派车把他们接了过去,第二天早上才回来。他们一共去了4天。他们说,修建火神山的工人都是两班倒。结束了在火神山的工作,他们也在家隔离了15天。
现在很多社区会找他们帮忙做一些类似维修的工作,他们几个是技术工,有个人说“现在硬是把技术工当作劳动工。”公司会发口罩给他们,他们去火神山有补贴,封城期间也还是有工资。
যারা রৌদ্রস্নান উপভোগ করতে নীচে যেতো তারা সম্ভবত আমার মতো সারাদিন বাড়িতে থাকতে পারে না। নীচে যাওয়ার পর আমাদের মধ্যে বেশিরভাগ লোক মুখোশ পরে দূর থেকে আমরা একে অন্যদের সাথে কথা বলি। দীর্ঘদিন ধরে বাড়িতে আটকে থাকা এবং লকডাউনটি কখন প্রত্যাহার হবে তা কেউ না জানার কারণে আমি উদ্বিগ্ন ও হতাশ।
আমার শরীর আজকাল ভারী হয়ে উঠছে। আমার কোন জ্বর নেই আর আমার ক্ষুধাও ঠিক আছে, তাই আমি মনে করি না যে আমি সংক্রমিত। আমি মনে করি এটা শক্তিহীন হওয়ার অনুভূতির প্রতি আমার দৈহিক প্রতিক্রিয়া মাত্র।
আমাদের কমিউনিটিটি একটি নীল বেষ্টনী দিয়ে ঘেরা এবং এতে ঝড়ের ক্ষতি হওয়ার দুটি দাগ রয়েছে। আজকে তিন-চারজন লোক বেষ্টনীটি ঠিক করতে আমাদের কমিউনিটির পাশের নির্মাণ সাইট থেকে কিছু উপকরণ নিয়ে এসেছে। আমি তাদের সাথে কথা বলতে নীচে গেলে তারা আমাকে বলেছে সম্পত্তি ব্যবস্থাপক তাদেরকে বেষ্টনীটি ঠিক করে দিতে বলেছে যাতে লোকজন লাফিয়ে পেরুতে না পারে। পাতাল রেল সংস্থার কর্মী হলেও লকডাউনের কারণে তারা উহান শহরে আটকা পড়েছে। তারা সর্বমোট নয়জন কাছাকাছি অস্থায়ী আবাসে বাস করে।
তারা কোভিড-১৯ এর জন্যে মাঠপর্যায়ের হাসপাতাল হুশেনশান হাসপাতাল নির্মাণে সহায়তা করতে গিয়েছিল। তারা একদিন বেলা ১১ টার দিকে একটি বিজ্ঞপ্তি পাওয়ার পর (নির্মাণ) সংস্থাটি তাদের নির্মাণের স্থানে এনে জড়ো করলে তারা পরের দিন সকাল পর্যন্ত কাজ করেছিল। সব মিলিয়ে তারা চার দিন ধরে এই প্রকল্পে কাজ করেছিল। তারা আমাকে জানিয়েছে যে মাঠপর্যায়ের হাসপাতালটি তৈরিতে সাহায্য করতে সমস্ত কর্মীরা দুটি শিফটে কাজ করেছিল। সেখানে কাজ শেষ করার পর তাদের ১৫ দিনের জন্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
সম্প্রতি অনেক কমিউনিটি তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের কাজে সহায়তা করতে বলে। পেশাগতভাবে তারা প্রযুক্তিকর্মী। তাদের মধ্যে একজন বলেছে, “তারা প্রযুক্তিকর্মীদেরকে ঝুটা কাজ করতে বাধ্য করেছে।” তাদের সংস্থা তাদের মুখোশ সরবরাহ করে, মাঠপর্যায়ের হাসপাতাল প্রকল্পে কাজ করার সময় তারা ভর্তুকি পেয়েছে, এভাবে লকডাউনের সময় (তারা) কিছুটা আয় করেছে।
গুও জিং: ২৫ ফেব্রুয়ারি, ২০২০
现在我很少想到解封,武汉的现存确诊人数3万以上,解封遥遥无期,想也没用。
仔细思考了一下,我觉得解封可能跟封城是两回事。解封是一个过程,不会像封城一样是一个临时性的决定,第二天迅速就能够实施。
现在一些城市的确诊人数的新增为0,现存确诊患者人数已经在下降,很多城市已经在降低封锁的程度。然而,很多人依旧不敢轻易出门。这大概是封锁的后遗症,很难一下子消除。
আজকাল আমি খুব কমই লকডাউনটি তুলে নেওয়ার কথা ভাবি। উহানে ৩০ হাজারেরও বেশি নিশ্চিত ঘটনা থাকায় লকডাউনটি তুলে নেওয়ার জন্যে আমাদের দীর্ঘসময় অপেক্ষা করতে হবে। এটা সম্পর্কে আর চিন্তা করে লাভ নেই।
ভাল করে চিন্তা করার পর বুঝলাম, লকডাউন তুলে নেওয়া আর একটি শহরকে তালাবদ্ধ করা হলো ভিন্ন ধরনের সিদ্ধান্ত। লকডাউন তুলে নেওয়া একটি প্রক্রিয়া যেটা পরের দিনই অবিলম্বে কার্যকর করার মতো লকডাউনের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো হবে না।
কিছু কিছু শহরে কয়েক দিন ধরে নিশ্চিত ঘটনার সংখ্যা শূন্য রয়েছে। বর্তমানে নিশ্চিত ঘটনার সংখ্যা হ্রাস পাওয়ায় অনেক শহর নিয়ন্ত্রণ [গৃহীত ব্যবস্থা] শিথিল করে দিলেও অনেকে বাইরে যেতে ভয় পাচ্ছে। আমি মনে করি এটি দীর্ঘ লকডাউনের পরিণাম এবং খুব তাড়াতাড়ি ভয়ের এই ধারণাটি শেষ হয়ে যাবে না।
এই জিয়াওমিং: ২৭ ফেব্রুয়ারি, ২০২০
仙桃的劉文雄醫生走了
1月21日 他看了180位病人
一個月裏 他接診3181人
每天晚上還要接電話問診
一個月只休息了兩天
第三天因為胸痛去了醫院
জিয়ানতাও শহরে ডাঃ লিউ ওয়েনজিয়ং মৃত্যুবরণ করেছেন।
২১ জানুয়ারি তিনি ১৮০ জন রোগী দেখেছেন।
এক মাসে তিনি ৩,১৮১ জন রোগীর যত্ন নিয়েছেন।
এছাড়াও তিনি প্রতিদিন সন্ধ্যায় ফোনে মেডিকেল পরামর্শ দিতেন।
তিনি এই মাসে মাত্র দুই দিন বিশ্রাম নিয়েছেন।
তৃতীয় দিনে বুকে ব্যথার কারণে তিনি হাসপাতালে যান।