- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

উহান থেকে কোভিড-১৯ দিনপঞ্জি: “আমাদের কাজ আমাদের মধ্যে আশা জাগিয়েছে”

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, দুর্যোগ, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, মানবতামূলক কার্যক্রম, স্বাস্থ্য, কোভিড ১৯

লকডাউনের সময় জনগণ সূর্যালোক উপভোগ করতে পছন্দ করে। (ছবির কৃতজ্ঞতা: গুও জিং)

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও নারীবাদী পণ্ডিত এই জিয়াওমিং  [1] এবং নারীবাদী কর্মী গুও জিং [2] রচিত ধারাবাহিক দিনপঞ্জির মধ্যে নীচের পোস্টটি পঞ্চম। দুজনই কোভিড -১৯ মহামারীর কেন্দ্রস্থল উহান শহরে বসবাস করছেন। এখানে ধারাবাহিকটির প্রথম [3], দ্বিতীয়, [4] তৃতীয় [5], এবং চতুর্থ [6] অংশের সংযোগ রয়েছে।

কোভিড-১৯ এর বৈশ্বিক প্রভাব [7] সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কভারেজটি দেখুন।

এই পঞ্চম কিস্তিটি লেখা হয়েছিল ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি, ২০২০ এর মধ্যে। মূল চীনা দিনপঞ্জিগুলি ম্যাটার নিউজে প্রকাশিত হয়েছে।

গুও জিং: ১৭ ফেব্রুয়ারি, ২০২০ [8]

小区很小,能晒到太阳的地方也很少,我只能在两座楼的间隙里长50米的地方来回走。…终于我们都被指定监视居住了。指定监视居住一般是针对犯罪嫌疑人的,而现在很多人都在“享受”此待遇。
在湖北某县城的朋友说她那里戒严程度已经成了不能出户,有亲戚转发个视频,显示有人出门晒衣服都被抓走了。
有人说恒大房产发了特大优惠通知,2月18日至2月29日期间,全国各在售楼盘可享受75折优惠。这是很大的优惠,可是买不起的人依然买不起。现在全国高速公路免费,可是现在多少人还能开车上高速呀?
有钱人通过买房子增值,一般人只能通过买大米保命。有些便宜是普通人享受不到的
小区的群里开始发起各种团购,买菜的、买肉的,团购要达到一定份量才送。我昨天进了小区的群,群里偶尔在接龙买东西,我一开始很抗拒。风尘前,我都是在网上买菜,现在我极度渴望可以自己去买菜。今天,我终于还是参与了群里的团购接龙。

আমাদের আবাসিক জেলাটি খুবই ছোট হওয়ায় আমাদের সূর্যের আলো উপভোগ করার মতো কেবলমাত্র একটি সামান্য খোলা জায়গা রয়েছে। আমি কেবল দুটি ভবনের মধ্যেকার ৫০ মিটার জায়গাতেই সামনে পিছনে হাঁটা-চলাফেরা করতে পারি… আমরা সবাই গৃহ-নজরদারির মধ্যে রয়েছি। সাধারণত সন্দেহজনক অপরাধীদেরই গৃহ-নজরদারির মধ্যে রাখা হলেও এখন অনেকেই এই বিশেষ আপ্যায়নটি ‘উপভোগ’ করছে।

আমার এক বন্ধু হুবেই প্রদেশের একটি শহরে বাস করছে। সে আমাকে বলেছে যে তারা সামরিক আইনের মধ্যে বসবাস করছে এবং কাউকেই তাদের বাড়ির বাইরে পা ফেলতে দেওয়া হয় না। তার আত্মীয়রা তাকে একটি ভিডিও পাঠিয়েছে যাতে কোন একজন বাড়ির বাইরে কাপড় ঝুলাতে গেলে কর্তৃপক্ষ তাকে ধরে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

একজন কেউ বলেছিল যে এভারগ্র্যান্ড রিয়েল এস্টেট ১৮ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশাল ছাড় ঘোষণা করেছে। তারা সারা দেশে তাদের সম্পত্তিগুলিতে ৭৫% ছাড় দেবে। এটা একটা বিশাল ছাড় হলেও তা এখনো সাশ্রয়ী নয়। এখন সমস্ত মহাসড়কগুলো বিনামূল্যের হলেও এই মুহুর্তে কতজন মানুষ মহাসড়কে যেতে পারবে?
ধনী ব্যক্তিরা বাড়ি কিনে তাদের সম্পদ বাড়িয়ে তুলতে পারলেও একজন গড়পড়তা ব্যক্তি শুধু তাদের টিকে থাকার জন্যে চালই কিনতে পারে। কিছু কিছু ‘ছাড়’ গড়পড়তা ব্যক্তিরা কখনোই উপভোগ করতে পারবে না

বিতরণ পরিষেবা কেবলমাত্র বড় মাপের ক্রয়াদেশের জন্যে প্রযোজ্য বলে লোকজন অনলাইন চ্যাট রুমগুলিতে দলবদ্ধভাবে শাকসবজি এবং মাংস কেনা শুরু করেছে। গতকালকে আমি একটি কমিউনিটি গোষ্ঠীতে যোগ দিয়েছি। এই লোকজন একে অপরকে দলবদ্ধ ক্রয়াদেশ দেওয়ার জন্যে আমন্ত্রণ জানাতো। প্রথমদিকে আমি এদের ঠেকিয়েছি কারণ লকডাউনের আগে আমি অনলাইনে খাবার কেনাকাটা করতে অভ্যস্ত ছিলাম। তবে খাবার কিনতে এখন আমি নিজেই বাইরে যেতে আগ্রহী। সে কারণেই আজকে আমি শেষ পর্যন্ত দলটিতে যোগ দিলাম।

গুও জিং: ১৮ ফেব্রুয়ারি, ২০২০ [8]

这几天,我有一种在沼泽地前行还被背后捅刀的感觉。我以为风尘已经很糟了,可是接下来还有封小区,从三天出一次门到不能出门。我没有反对这些措施的权利。这些措施是否必要也不重要,只要疫情会过去,它们就可以是有利措施
人们现在不得不被集体化,个人消失了。
团购只能顾及大家的一般性需求,没法考虑到每个人的特殊需求。有人在小区群里发了个蔬菜配送,有两个套餐:A套餐,50元,有冬瓜、芹菜、娃娃菜、茼蒿、土豆,5个品种,约13斤;B套餐,88元,豌豆、玉米、胡萝卜、红薯、茄子、青杭椒,6个品种,约13斤。
这是强制配的套餐,没法考虑到每个人的喜好。A套餐里我会不想要娃娃菜,B套餐里我又不喜欢豌豆。而且,看似有两个选择,其实没有选择。
别人选什么,我就要跟着选。套餐里也没有调味料。我是一个无辣不欢的人,幸亏自己囤了几瓶辣酱,不然吃饭就很痛苦。除了食物,人们还有很多日常需求,可能有人家里没有牙膏了,可能有人要买卫生纸。
我们谈到甘肃女护士被剃光头,而合照的照片中唯一的一个男性则是短发,很多女性在被剃头的时候极不情愿,甚至有人哭了。头发关乎的不只是外貌,而是尊严。剃头是否必要?是否经过同意?女性的身体从未真正属于自己,总是有人比女人自己更有权力处置女人的身体

এই দিনগুলিতে জলাভূমিতে হাঁটতে গিয়ে আমার মনে হয়েছিল যে আমার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। পুরোপুরি একটি শহরকে আটকে ফেলা খুবই খারাপ। তবে এখন আমরা আমাদের আবাসিক এলাকাগুলিতে আটকা পড়লেও প্রতি তিনদিনে কেবল একবার বাইরে যেতে পারি। আমার এই পদক্ষেপগুলির বিরোধিতা করার কোন অধিকার নেই। এই ব্যবস্থাগুলি প্রয়োজনীয় কিনা তা এখন আর গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। যতক্ষণ মহামারীটা শেষ না হবে ততক্ষণ এই ব্যবস্থাগুলি ভালই মনে হবে

আমরা একটি সমষ্টিতে পরিণত হতে বাধ্য হয়েছি; (এখন) ব্যক্তিটি অদৃশ্য হয়ে গেছে।
দলবদ্ধ কেনাকাটা কেবলমাত্র আমাদের সাধারণ প্রয়োজনগুলি মেটাতে পারলেও এটি ব্যক্তিগত পৃথক বিশেষ প্রয়োজনগুলি মেটাতে পারে না। কেউ শাকসবজি কেনার উদ্যোগ নিলে আমরা কেবল পরিকল্পনা-ক এবং পরিকল্পনা-খ এর মধ্য থেকে বেছে নিতে পারি। পরিকল্পনা-ক এর জন্যে খরচ হবে আরএমবি ৫০ ইউয়ান (প্রায় ৬০০ টাকা) যাতে ১৩ ক্যাটি (৬.৫ কেজি) ওজনের পাঁচ ধরনের সবজি রয়েছে: শীতের তরমুজ, সেলারি পাতা, সাদা বাঁধাকপি, কাঁচা চন্দ্রমল্লিকা এবং আলু।  পরিকল্পনা-খ এর ব্যয় আরএমবি ৮৮ ইউয়ান (প্রায় ১,০৫৬ টাকা) যাতে ১৩ ক্যাটি ওজনের ছয় ধরনের সবজি রয়েছে: মটরশুঁটি, ভুট্টা, গাজর, মিষ্টি আলু, বেগুন এবং কাঁচা মরিচ।
এই বাধ্যতামূলক পরিকল্পনাগুলির মধ্যে আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনগুলি বিবেচনা করতে পারি না। আমি পরিকল্পনা-ক এর সাদা বাঁধাকপি চাই না, আর আমি পরিকল্পনা-খ এর মটরশুঁটি পছন্দ করি না। এটা আমাদের দুটি পছন্দ দেখালেও বাস্তবে (এর মধ্যে) আমাদের নিজস্ব পছন্দ নেই
দলবদ্ধ কেনাকাটার ক্ষেত্রে অন্য লোকেরা যা পছন্দ করে তা আমাকে বেছে নিতে হবে। এই পরিকল্পনাগুলিতে আমি সস খুঁজে পাচ্ছি না। আমি মশলাদার খাবার পছন্দ করি। ভাগ্যক্রমে আমি বেশ কয়েকটি বোতল মশলাদার সস জমা রেখেছিলাম, তা না হলে আমি খাওয়ার সব আনন্দ হারিয়ে ফেলতাম। খাবার ছাড়া আমাদের অন্যান্য চাহিদাও রয়েছে। কিছু লোকের টুথপেস্ট শেষ হয়ে গেছে। কিছু লোকের হয়তো টয়লেট পেপার কিনতে হবে।
গানসুর নারী নার্সেদের মাথা কামানোর সংবাদটি নিয়ে আমরা কথা বললাম। সেই দলবদদ্ধ ছবির ফটোতে একমাত্র পুরুষটির ছোট ছোট চুল ছিল। অনেক নারী নার্স চুল কাঁটতে খুবই অনিচ্ছুক ছিল এবং তাদের কয়েকজন কেঁদেও ছিল। আমাদের চীনা জনগণের কাছে চুল চেহারা প্রদর্শনের চেয়েও বেশি মর্যাদার বিষয়। তাদের মাথা কামানোর কি দরকার ছিল? তারা কি এই নারীদের কাছ থেকে সম্মতি নিয়েছিল? নারীদের দেহগুলি আসলেই আমাদের নিজেদের নয়। সবসময়ই অন্য কেউ নারীদের উপর কর্তৃত্ব করে এবং নারীদের দেহগুলিকে কী করা উচিৎ সে সম্পর্কে সিদ্ধান্ত নেয়

নারী চিকিৎসা কর্মীরা চুল কাটাতে রাজি ছিল কিনা তা নিশ্চিত না হলেও এই ঘটনার ফলে অনেকেই রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম সংস্থাগুলি নারীদের প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে [9] অনলাইনে হৈচৈ ফেলে দিয়েছিল।

কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে গানসুর নারী কর্মীদের মাথা ন্যাড়া করে তাদের “আত্মত্যাগ” করতে হয়েছিল। মুক্ত এশিয়া রেডিওর একটি ফেসবুক ভিডিও থেকে নেয়া পর্দাছবি।

এই জিয়াওমিং: ১৮ ফেব্রুয়ারি, ২০২০ [10]

下午六點半,天氣也像戴了口罩,灰蒙不爽。七點後,小區依然處於武漢最嚴管制中,人車限行。因為有抗疫指揮部的放行證明,我們得以出了小區。
這天的工作是接收來自北京的一車物質: 女性衛生用品。 根據一周前報道,截至2月 11 日,武漢有超過 9 萬的醫護人員奮戰 在疫情防控一線,至 2 月 14 日,來自全國的醫療界支援醫護已近 2 萬。在這些醫生中,女性占多少比例我沒有統計,但是護士中百分之九十以上是女性。
女性經期用品的缺口有幾個原因,1、本地醫護人員被緊急召回上崗,隔離工作,缺乏後援。2、武漢封城後市場停業,物品斷供。3、外地醫護人員馳援武漢,未及準備。
即使在發出呼籲後有了社會捐助,還有運送和接收困難,一方面,有院方男性負責人不認為這是迫切需要。另一方面,女性衛生用品不算醫療物質,不能享受綠色通道。但在相關報道發出後, 「姐妹戰疫安心行動」在微公益平台和為愛聯合勸募平台(微信)開啟公募連接, 一天內籌得善款兩百三十多萬。此後全國婦聯所屬中國婦女發展基金會這一國家級公益組織也募集了 225 萬元,用於援助一線女性醫務人員物品。
司機來自山東,他說昨天晚上 6 點從北京出發,夜裏在邢台休息。今天一大早連續趕路,開了十多個小時到達武漢。也是本地志願者為他聯系並發去本地區防疫指揮部的通行證,他才得以進入武漢市內。
卸貨後,司機離開。他說今天他只吃了一餐飯。我說這麽晚了,街上也沒有地方賣吃的,怎麽辦?他說他車上還有泡面。

সন্ধ্যা ৬টায় আকাশ ধূসর ছিল, যেন মুখোশে ঢাকা। সন্ধ্যা ৭টার পর পর্যন্তও আমার কমিউনিটি কঠোর নিয়ন্ত্রণের মধ্যে ছিল, মানুষ বা গাড়ি কাউকেই বাইরে যেতে দেওয়া হয়নি। তবে কোভিড-১৯ কমান্ড কেন্দ্রের একটি পাসের কারণে আমাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

আজ আমাদের কাজ: বেইজিং থেকে এক ট্রাক নারীদের স্বাস্থ্যবিধি পণ্যের সরবরাহ গ্রহণ করা। গত সপ্তাহের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ১১ ফেব্রুয়ারি তারিখে উহানের যুদ্ধের ময়দানে ৯০ হাজারের বেশি চিকিৎসাকর্মী কর্মরত। ১৪ ফেব্রুয়ারি তারিখে দেশের অন্যান্য অঞ্চল থেকে উহানে আসা চিকিৎসা কর্মীদের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্যসেবা কর্মীদের শতকরা কত শতাংশ নারী তা দেখানোর পরিসংখ্যান আমার কাছে নেই। তবে আমি জানি নার্সদের ৯০% এরও বেশি নারী।

নারীদের স্বাস্থ্যবিধি পণ্যগুলির অভাবের কয়েকটি কারণ রয়েছে: প্রথমত, উহানের চিকিৎসা কর্মীদের সংক্ষিপ্ত সময়ের বিজ্ঞপ্তিতে নিয়ে কাজ করার জন্যে ডেকে আনা হয়েছে এবং তারা খুব বেশি সহায়তা ছাড়াই বিচ্ছিন্ন জায়গায় কাজ করছেন; দ্বিতীয়ত, লকডাউনের পরে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় জিনিসগুলি কেনার কোন জায়গা  ছিল না; তৃতীয়ত, সাহায্যের জন্যে ডাকা হলে উহান বাইরের চিকিৎসা কর্মীরা তাদের সাথে পর্যাপ্ত জিনিস আনেতে পারেনি।

সাহায্যের জন্যে জনসাধারণকে আহ্বান জানানোর পরে আমরা প্রচুর অনুদান পেলেও আমাদের পরিবহণ এবং সরবরাহ নিয়ে সমস্যা রয়েছে। একদিকে যেমন হাসপাতালের কিছু পুরুষ পরিচালক এটিকে গুরুতর প্রয়োজন বলে মনে করেন নি অন্যদিকে নারীদের স্বাস্থ্যবিধি পণ্যগুলি চিকিৎসা সরবরাহ না হওয়ায় আমরা সেগুলি সরাসরি চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে সরবরাহ করতে পারি নি।

তবে নারী চিকিৎসা কর্মীদের প্রয়োজন সম্পর্কে প্রতিবেদন প্রকাশের সাথে সাথে উইচ্যাটে “মহামারী নিয়ে লড়াই করা আমাদের বোনদের সমর্থন কর্মকাণ্ড” নামে একটি অনলাইন গণতহবিল প্রচারণা চালু করে একদিনে ২৩ লক্ষেরও বেশি চীনা ইউয়ান (প্রায় ২ কোটি ৭৬ লক্ষ টাকা) সংগ্রহ করেছিল। এরপরে নিখিল চীন নারী ফেডারেশনের [11] অন্তর্ভুক্ত একটি জাতীয় দাতব্য সংস্থা চীনা নারী উন্নয়ন ফাউন্ডেশনও লড়াইয়ে থাকা ঐসব নারী চিকিৎসা কর্মীদের জন্যে পণ্য কিনতে সাড়ে ২২ লক্ষ ইউয়ান (প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা) সংগ্রহ করেছিল।

আমাদের ট্রাক চালক শানডংয়ের লোক। সে জানায় সে বেইজিং থেকে গতকাল সন্ধ্যা ৬টায় গাড়ি চালানো শুরু করে গতরাতে জিংতাইতে কিছুটা বিশ্রাম নিয়েছে। সে আজ সকালে উহান আসার আগে ১০ ঘণ্টারও বেশি গাড়ি চালিয়েছে। উহানের স্বেচ্ছাসেবীরা স্থানীয় কোভিড-১৯ কমান্ড কেন্দ্র থেকে তার জন্যে পাস দেওয়ার কথা বলে রাখায় সে উহানে প্রবেশ করতে পেরেছে।
গাড়িচালক প্যাকেজগুলি নামিয়ে দেওয়ার পর চলে গেল। সে আমাকে আজ তার কেবল একবেলার খাবার থাকার কথা বলেছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কোন দোকান বা রেস্তোঁরা খোলা না থাকায় এতো রাতে সে কী খেয়েছে? সে আমাকে তার ট্রাকে কিছু প্রস্তুত নুডলস থাকার কথা বলেছিল।

অনুদানের সামগ্রীগুলি হাসপাতালের বাইরে স্তুপ করা ছিল। (ছবির কৃতজ্ঞতা: এই জিয়াওমিং)

এই জিয়াওমিং: ১৮ ফেব্রুয়ারি, ২০২০ [12]

今天上午先去到工地,和那裏的朋友一起分別送醫院。
小袁打電話過去,得知我們的接收人在武漢市中心醫院的南京路院區,於是繼續啟動車輛前往。
我們在在靠江邊的老街巷繞行,終於到達武漢市中心醫院行政辦公樓的門前。
一眼望去,路面上堆滿了大大小小的包箱。
我觀察了一下,主要是各地的捐贈物質…這些千里萬里、破疫而來的捐贈,凝聚了多少同胞手足的情誼;又有多少人徹夜不眠,傳遞信息,捐資采購,找車找人,聯絡對接……無數志願者一路協調,終於落地醫院大門口。

আজ সকালে আমার বন্ধুদের সাথে দেখা করতে আমি একটি নির্মাণ স্থানে গিয়েছিলাম। তারপর আমরা বিভিন্ন হাসপাতালে গিয়ে প্যাকেজগুলি বিতরণ করি। জনাব ইউয়ান হাসপাতালটিতে ফোন দিয়ে জানতে পেরেছিলেন যে আমাদের প্যাকেজগুলি উহান কেন্দ্রীয় হাসপাতালের নানজিন সড়কের ক্যাম্পাসে পৌঁছে দিতে হবে। তাই আমরা সেখানে চলে গেলাম। আমরা নদীর পাশের পুরানো রাস্তাগুলি দিয়ে গাড়ি চালালাম। কিছুক্ষণ পর আমরা উহান কেন্দ্রীয় হাসপাতালের প্রশাসন ভবনের সামনের দরজায় পৌঁছে গেলাম।

এমনকি অনেক দূর থেকেও আমি রাস্তায় প্রচুর প্যাকেজ স্তুপ করে রাখা দেখতে পেলাম। আমি সেই প্যাকেজগুলি চেক করে দেখেছি। সেগুলো মূলত অন্যান্য জায়গা থেকে দান করা সামগ্রী। এই অনুদান সামগ্রীগুলি হাজার হাজার মাইল দূরে থেকে বয়ে আনা হয়েছিল এবং তারা আমাদের সবার মধ্যেকার ভালবাসার প্রতিনিধিত্ব করে। আমরা কল্পনা করতে পারি যে বার্তা পাঠাতে, অর্থ দান করতে, এই সামগ্রীগুলি কিনতে, ট্রাক এবং গাড়ি খুঁজতে, স্বেচ্ছাসেবীদের সন্ধান করতে এবং বিভিন্ন জিনিসের দায়িত্বে থাকা লোকেদের সাথে যোগাযোগ করতে কত লোক ঘুম হারাম করেছে। অসংখ্য স্বেচ্ছাসেবক এক সাথে কাজ করার পরই আমরা এই সামগ্রীগুলি হাসপাতালের সামনে দেখতে পাচ্ছি।

গুও জিং: ১৯ ফেব্রুয়ারি, ২০২০ [8]

尽管我们的处境极其被动,人们依旧在其中寻找主动性。有一天我看到一个采访,在一线救治病人的医生说:“总想能再做点什么。”这十分令人感动。不止医护人员是这么想,很多志愿者也在这么做。
疫情中,有肺炎感染病人和疑似患病的人在网上求助,有一些志愿团体会收集网上的求助信息,联系当事人,确认需求,有志愿医生帮病人看CT,协助判断病人的病情,有人协助联系社区和医院。有人关注慢性病人的求医需求,有人关注医护人员的就餐问题,有人关注到女性医护人员的需要,有人关注环卫工的工作状况,有人组成志愿车队……
封锁也给这些志愿工作带来了阻碍,大家并没有轻易放弃。救援物资曾被红➕字会拦下来,他们就想别的办法,尽管不确定能不能成功,但他们都尽力去做。人们不是因为有希望而行动,而是在用行动创造希望。

একটি নিষ্ক্রিয় পরিস্থিতিতে আটকা পড়ে আমরা কেমন সক্রিয় হওয়ার চেষ্টা করছি। অন্য দিন আমি একটি সাক্ষাৎকারে ফ্রন্টলাইনে কর্মরত একজন চিকিৎসক বলতে দেখেছি, “আমি সবসময় আরো কিছু করতে চাই।” এটাই মনকে ছুঁয়ে গেছে। চিকিৎসা কর্মী এবং স্বেচ্ছাসেবকদের সবাই একইরকম করে ভাবছে।

মহামারী চলাকালে কোভিড-১৯ এ আক্রান্ত এবং সন্দেহভাজন রোগীরা অনলাইনে সহায়তা চাইছেন। কিছু স্বেচ্ছাসেবক এসব সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করে সাহায্যপ্রার্থীদের কাছে পৌঁছে যেতেন। কিছু স্বেচ্ছাসেবী চিকিৎসক সিটি ইমেজগুলি পর্যবেক্ষণ করে পরামর্শ দেন। কেউ কেউ রোগীদের হাসপাতাল এবং কমিউনিটি কর্মীদের সাথে সংযুক্ত করেন। কেউ কেউ দুরারোগ্য রোগীদের কাছে পৌঁছে যান। কেউ কেউ চিকিৎসা কর্মীদের খাদ্য পরিষেবা দেন। কেউ কেউ নারী চিকিৎসা কর্মীদের প্রয়োজনের দিকে মনোযোগ দেন। কেউ কেউ পরিচ্ছন্নতা কর্মীদের কাজের পরিবেশের প্রতি যত্ন নেন। আবার কেউ কেউ স্বেচ্ছাসেবীদের জন্যে গাড়ির ব্যবস্থা করতে সহায়তা করেন।

লকডাউনটি তাদের স্বেচ্ছাসেবামূলক কাজে অসুবিধা সৃষ্টি করলেও তারা কেউ সহজে হাল ছাড়েননি। (চীনা) রেড ক্রস সমিতি অনুদান দেওয়া সম্পদ ও সামগ্রী অবরোধ করলেও তারা অন্য কোন উপায় খুঁজে বের করেছেন। পরিস্থিতি যাই হোক না কেন তারা তাদের যথাসাধ্য চেষ্টা করছেন। আশা আমাদের চালিকা শক্তি না হলেও আমাদের কর্ম আমাদের আশা এনে দিয়েছে

কোভিড-১৯ এর বৈশ্বিক প্রভাব [7] সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কভারেজটি দেখুন।