স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও নারীবাদী পণ্ডিত এই জিয়াওমিং এবং নারীবাদী কর্মী গুও জিং রচিত ধারাবাহিক দিনপঞ্জির মধ্যে নীচের পোস্টটি দ্বিতীয়। দুজনই কোভিড -১৯ মহামারীর কেন্দ্রস্থল উহান শহরে বসবাস করছেন। আপনি এখানে ধারাবাহিকটির প্রথম অংশ পড়তে পারেন।
এই দ্বিতীয় কিস্তিটি লেখা হয়েছিল ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি, ২০২০ এর মধ্যে। মূল চীনা দিনপঞ্জিগুলি ম্যাটার নিউজে প্রকাশিত হয়।
আরও জানার জন্যে কোভিড-১৯ এর বৈশ্বিক প্রভাব সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কভারেজটি দেখুন।
গুও জিং: ২৯ জানুয়ারি, ২০২০
工作现在是很多人的担忧。春节假期现在延长到了2月2日,可是如果疫情还在继续发展,人们怎么可能安心地返工。大公司可能有足够的财力维持运营,延长假期给一些小企业和个体户带来的损失更严重,他们的盈利可能并不多,会有房租的压力,给员工发工资的压力,就可能会裁员。在裁员中,女性经常是首先被裁掉的员工。
对于个人,大家会在考虑要不要冒着一定风险去上班,他们中可能有人面临房贷的压力,有人要照顾家庭。如何解决这些问题?
অনেক লোক তাদের চাকরি নিয়ে চিন্তিত। চীনা নববর্ষের ছুটি ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে এই সংক্রামক রোগ ছড়িয়ে পড়া অব্যহত থাকলে কীভাবে আমরা কাজে ফেরা নিরাপদ বোধ করতে পারি? বড় বড় কোম্পানিগুলির তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্যে পর্যাপ্ত আর্থিক সংস্থান থাকলেও কম মুনাফা অর্জন করার পরও তাদের ভাড়া এবং তাদের কর্মচারীদের বেতন পরিশোধ করতে হবে বলে ছোট ছোট কোম্পানি এবং ব্যবসায়ের জন্যে বর্ধিত ছুটির দিনগুলি গুরুতর আর্থিক চাপ তৈরি করবে। এটি কর্মচারী ছাঁটাইয়ের দিকে ধাবিত করবে এবং সাধারণত মহিলারা থাকেন সেই তালিকার প্রথমে।
ব্যক্তি হিসাবে আমাদের কাজ চালিয়ে যাওয়ার উচিৎ কিনা এই ঝুঁকি বিবেচনা করতে হবে। কারো কারো বন্ধক পরিশোধের চাপ থাকতে পারে। কারো কারো পারিবারিক বোঝা থাকতে পারে। এতো সব সমস্যা কীভাবে মোকাবেলা করা যাবে?
গুও জিং: ৩০ জানুয়ারি, ২০২০
小心翼翼地生活是反人类的。
每天花很多时间做一些防护措施我有点厌烦。每天要保证通风,前几天天气阴冷又担心感冒。我是一个怕麻烦的人,日常生活并没有那么讲究。我小时候生活在农村,对食物的态度是“不干不净吃了没病”。食物尚且如此,对衣物就更不会那么在意。如果不出门,我会好几天不洗头。我开始觉得自己有点过度清洁,这两天就没有拖地。
昨天的晚餐是炒土豆茄子加稀饭。我感到很疲惫,不太有胃口,做完晚饭半天我都没有动筷子。这种疲惫感更多的来自心底深处的无力。
এরকম অতিসতর্কতা নিয়ে জীবনযাপন করা মানুষের স্বভাববিরোধী।
আমি নিজেকে এই রোগ থেকে রক্ষা করার জন্যে এতো সময় ব্যয় করে ক্লান্ত হয়ে পড়েছি। আমাকে প্রতিদিন আমার অ্যাপার্টমেন্টে বাতাস চলাচল করাতে হয়। তবে কিছুদিন ধরে আবহাওয়া মেঘাচ্ছন্ন এবং ঠাণ্ডা হওয়ার কারণে আমার ঠাণ্ডা লেগে যাওয়ার শঙ্কায় ছিলাম। একজন ভাবনাহীন নির্ঝঞ্ঝাট ব্যক্তি হিসেবে খুঁটিনাটি বিষয়ের দিকে আমি একটু কম মনোযোগ দিতাম। আমি যখন ছোট ছিলাম আমি গ্রামাঞ্চলে থাকতাম এবং খাবারের প্রতি আমার মনোভাব ছিল “সস্তা খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে ভাল।” আমি আমার পোশাকপরিচ্ছদ সম্পর্কেও যত্নবান ছিলাম না। বাইরে না যেতে হলে আমি বেশ কয়েকদিন পর্যন্ত আমার চুল না ধুয়ে থাকতাম। তবে এখন আমি বুঝতে পারছি যে আমি গৃহকর্ম সম্পর্কে কিছুটা আচ্ছন্ন হয়ে পড়েছি এবং গতকাল ও আজকে মেঝেটি পরিষ্কার না করায় অস্বস্তি বোধ করছি।গতকাল আমি রাতের খাবারের জন্যে রান্না করেছি জাউ এবং আলু ও বেগুন ভাজা। রান্না করার সময় আমি এর উপর আমার চপস্টিক ব্যবহার করি না। আমি খুব ক্লান্ত বোধ করছি এবং আমার ক্ষুধা চলে গেছে। শক্তিহীনতার অনুভূতি থেকে ক্লান্তিকর অনুভূতি নেমে আসে।
গুও জিং: ৩১ জানুয়ারি, ২০২০
在封城后,武汉的一些医院公开向社会募捐,很多志愿团体动员社会力量为医院运输物资。后来,政府开始接管募捐工作,声称为了避免公众被骗,于是指定了5个官方机构来协调募捐工作。可是湖北红会加分配的工作人员一共六十多人,对接整个湖北的医院。
武汉慈善总会收到400多万人的5亿多捐款,昨天都还1分钱未花。从海外寄来的医用物资,海关会要求联系慈善总会或者红十字会才能过关。
লকডাউনের পরে উহানের কয়েকটি হাসপাতাল অনুদানের জন্যে জনসাধারণকে আহ্বান জানাতে শুরু করলে অনেক স্বেচ্ছাসেবক গোষ্ঠী এসব হাসপাতালের জন্যে চিকিৎসাগত জিনিসপত্র সংগ্রহ করে সরবরাহ করার জন্যে নাগরিকদের একত্রিত করে। পরে (ভুয়া স্বেচ্ছাসেবক গোষ্ঠীর মাধ্যমে) জনগণ প্রতারিত হতে পারে দাবি করে সরকার এই কাজটি নিজের হাতে নিয়ে নেয়। এরপরে সরকার অনুদানের সমন্বয় করার জন্যে পাঁচটি সরকারী সংস্থাকে মনোনীত করে। তবে হুবেই প্রদেশের রেডক্রসে মাত্র ৬০ জনের মতো কর্মী রয়েছেন এবং তাদেরকে হুবেইয়ের সব হাসপাতালে কাজ করার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে। [সম্পাদকের মন্তব্য: উহান হুবাই প্রদেশের রাজধানী এবং শুধু এই শহরেই ১২৮টি হাসপাতাল রয়েছে।]
উহান সাধারণ কল্যাণ সমিতি ৪ কোটিরও বেশি লোকের কাছ থেকে ৫০০ কোটিরও বেশি ইউয়ান (৬,০৩৫ কোটিরও বেশি টাকা) অনুদান পেলেও এখন পর্যন্ত তারা সাহায্যপ্রার্থীদের প্রয়োজনে একটি পয়সাও ব্যয় করেনি। বিদেশ থেকে পাঠানো সেসব প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সম্পর্কে বলতে গেলে বলতে হয় উহান সাধারণ কল্যাণ সমিতি বা রেড ক্রস পণ্যগুলির কাছে না পৌঁছানো পর্যন্ত কাস্টমস বিভাগ সেগুলি আটকে রাখবে।
গুও জিং: ১ ফেব্রুয়ারি, ২০২০
今天早上突然发现,我桌子上的日历停在1月22日。我现在无法有计划,我甚至都不知道明天会怎样,只能尽力去过好每一天。
আজ সকালে আমি লক্ষ্য করেছি যে আমার ডেস্কের ক্যালেন্ডারটি ২২ জানুয়ারি তারিখে থেমে গেছেI আমি এখনো কোন পরিকল্পনা করতে পারি না। আগামীকাল কী হবে আমি এমনকি তাও জানি না। আমি প্রতিদিন আমার জীবন চালিয়ে নেওয়ার জন্যে যথাসাধ্য চেষ্টাটাই শুধু করতে পারি।
এই জিয়াওমিং: ১ ফেব্রুয়ারি, ২০২০
我隨行了志願者團隊。1月29日,跟15輛私家車,往21個醫院和單位,送了約6500件防護服。
如果我去醫院,會戴一個 N95口罩,外面再套一個一次性的口罩。回來以後,我沒有扔掉那個N95的口罩。我洗了後放到電水壺裏煮,煮完了然後放在電暖器上給它烤乾了。其實我覺得是很可笑的,一次性口罩拿去洗,那不是很可笑嗎?但是你想一想,這口罩咱們一般買不到。
我們送去的醫院醫生也是這樣,说你再沒有防護服送来,醫生護士都沒法查房了。做不到用一次就扔,醫生都是紫外線照一下,重複穿。
如果封城時間延續下去,可能後面的困難就會比較多了,因為匱乏的情況會越來越多。接下來進入日常生活,老年人的常用藥怎麼辦,醫院能不能開到常用藥也不知道,因為如果連口罩都缺乏的話,沒有物流的話,後面的生活就很難想象。
我們家貓的貓糧吃完了,我現在訂的貓糧也沒到。 目前我們就是維持一個脆弱的平衡。
我認為目前恐慌帶來的問題和危機,比疫病更兇險,因為恐慌造成的人和人之間的隔離…昨天我們看到一個消息,因為要隔離一個被感染的父親,他腦癱的長子被留在家裏無人照顧,幾天後死了。在這種社會心理的狀態下,我覺得死去的腦癱孩子就像一個隱喻,预示在這種極度的隔絕下會發生什麽樣的悲劇。
আমি একটি স্বেচ্ছাসেবক গোষ্ঠীর সাথে ২৯ জানুয়ারি কয়েকটি হাসপাতালে গিয়েছিলাম। আমাদের ১৫টি প্রাইভেট গাড়ি নিয়ে আমরা ২১টি হাসপাতাল ও সংস্থায় গিয়েছিলাম। মোটের ওপর আমরা প্রায় ৬,৫০০টি সুরক্ষা পোশাক সরবরাহ করেছি।
আমি কোন হাসপাতালে গেলে একটি মেডিকেল মুখোশ দিয়ে ঢেকে রেখে একটি এন৯৫ মুখোশ পরে থাকি। বাড়ি ফিরে আসার পর আমি সেই এন৯৫ মুখোশটি ফেলে দিই না। আমি এন৯৫ মুখোশটিকে বৈদ্যুতিক কেটলিতে সিদ্ধ করে একটি বৈদ্যুতিক হিটারের উপর শুকিয়ে নিই। একক ব্যবহারযোগ্য একটি মুখোশ (বারবার) ধোয়া সত্যিই হাস্যকর নয় কি? তবে আরেককবার ভেবে দেখুন। এখন একটি এন৯৫ মুখোশ কেনা (খুবই) মুশকিল।
আমরা যেসব হাসপাতালে গিয়েছিলাম সেগুলির চিকিৎসকরাও আমাদেরকে বলেছিলেন যে আমরা তাদের সুরক্ষা সজ্জাগুলি না দিলে চিকিৎসক ও নার্সরা আর ওয়ার্ড পরিদর্শন করতে পারতেন না। তারা তাদের পরিত্যাগযোগ্য সুরক্ষা সজ্জাটি ফেলে দেওয়ার বিলাসিতা করতে পারেন না। আর বারবার ব্যবহার করার জন্যে চিকিৎসকরা সাধারণত অতিবেগুনি রশ্মি দিয়ে সেগুলিকে জীবাণুমুক্ত করে থাকেন।
লকডাউনটি দীর্ঘায়িত হলে আরো অনেক বেশি সংখ্যক লোক প্রয়োজনীয় সামগ্রীর অভাবের মুখোমুখি হওয়ার কারণে পরিস্থিতি আরো অনেক বেশি কঠিন হয়ে উঠবে। আমরা কি জানি প্রবীণদের ওষুধ শেষ হয়ে গেলে তাদের কী হবে? হাসপাতালগুলি এখনো এই ওষুধগুলি ব্যবস্থাপত্রে লিখলে কী হবে। আমাদের মুখোশ এবং বিতরণ পরিষেবা না থাকলে আমরা কীভাবে এই পরিস্থিতির উত্তরণ ঘটাবো সেটা কল্পনা করাও খুব কঠিন।
আমার বিড়ালের খাবার শেষ হয়ে যাচ্ছে অথচ আমার চেয়ে পাঠানো বিড়ালের খাবার এখনো আমার কাছে পৌঁছে দেওয়া হয়নি। আমাদের অবস্থা একটি নাজুক ভারসাম্যে ঝুলছে।
আতঙ্কের কারণে সৃষ্ট সমস্যা ও সঙ্কট রোগটির নিজের চেয়ে মারাত্মক কারণ আতঙ্ক মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে। গতকাল আমি এই সংবাদটি দেখেছি: একজন সংক্রমিত পিতাকে জোর করে কোয়রেন্টাইনে রাখা হলে মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত তার জ্যেষ্ঠ ছেলে বাড়িতে একা হয়ে যান এবং বেশ কয়েক দিন পরে মারা যান। এধরনের সমাজ-মনোজাগতিক পরিস্থিতিতে আমি মনে করি মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত এই মৃত শিশুটি বর্তমান সামাজিক মনোবিজ্ঞানের রূপক – চরম বিচ্ছিন্নতার কারণে এধরনের বিয়োগান্তক ঘটনা ঘটতে পারে।
গুও জিং: ৩ ফেব্রুয়ারি, ২০২০
每天出门成为我的一个重要日常。其实我已经觉得出门不是必要,可我还在偏执地坚持。
我在坚持什么?这个城市不会在明天突然解封,外面不会在一日之内发生翻天覆地的改变。
这其实是一个微小的反抗,在信息的封锁中寻找真实的信息,在隔离中寻求和他人的联系,在不确定中寻找某种确定性。
প্রতিদিন বাইরে যাওয়া আমার গুরুত্বপূর্ণ রুটিনে পরিণত হয়েছে। আসলে আমার বাইরে যাওয়ার দরকার না থাকলেও জেদ করে আমি এই রুটিনটি বজায় রেখেছি।
আমি কেন এর জন্যে জেদ করবো? আগামীকালই তো এই শহরটির লকডাউন শেষ হবে না। বাইরের পৃথিবীও রাতারাতি বদলাবে না।
এই কাজটিই আমার ব্যক্তিগত প্রতিরোধ। তথ্য যখন অবরুদ্ধ তখন আমি প্রকৃত তথ্য অনুসন্ধান করেছি। আমি বিচ্ছিন্ন থাকা অন্যদের সাথে সংযোগ খুঁজেছি। সবকিছু যখন অনিশ্চিত তখন আমি নিশ্চিত কিছু খুঁজেছি।
গুও জিং: ৪ ফেব্রুয়ারি, ২০২০
前几天看到一个人发的朋友圈,写道:“封城封村的消息才几天,有多少男的在一个快被急疯的状态,试想一下有多少女的一年四季都是这样的日子。”
封锁一定程度上让男性体会了女性缺乏公共生活的感受。很多已婚女性在结婚后开始不得不围绕着家庭,即便她们有全职工作,下班后她们洗衣做饭、照顾孩子,做了很多不被重视的家务劳动。她们公共性的生活不断缩减,跟同事、朋友谈天的时间越来越少,她们对家庭的投入多于对自己的关注。
晚上和我的朋友们聊天。前一天成都发生了地震,我们就聊到了08年的汶川地震。…我们重新审视了集体主义和英雄主义。在灾难面前,我们塑造一味奉献的英雄,贬低所谓“自私”的行为,而事实上很多看似自私的行为只是人们的自保而已。集体主义具有很强的情绪渲染力,甚至会制造厌恶甚至仇恨,比如中国人讨厌日本人。这种情绪会让我们忽略人本身。
很庆幸我们今天除了赞美医护人员的付出,也看到他们的脆弱。
কয়েকদিন আগে আমি আমার সামাজিক বৃত্তে একজন বন্ধুর বার্তা দেখেছি। সে লিখেছে, “লকডাউনের পরের এই দিনগুলিতে অনেক মানুষ খুব বিরক্ত হয়েছে। তারা কি কল্পনা করতে পারে যে বহু মহিলা বছরের পর বছর এরকম জীবনযাপন করছে?”
লকডাউনটি কিছুটা হলেও পুরুষদের সেই অনুভূতিটি অনুভব করিয়েছে যা অনেক মহিলা অনুভব করেছে: প্রকাশ্য জীবনের অভাব। অনেক বিবাহিত মহিলা তাদের পরিবারে আটকা পড়েছে। এমনকি তাদের একটি পূর্ণ-কালীন চাকরি থাকলেও তাদের জামাকাপড় ধোয়া, বাচ্চাদের যত্ন নেওয়া এবং ঘরের প্রচুর কাজ করতে হয়। তাদের প্রকাশ্য জীবন সঙ্কুচিত হয়ে আসছে। তাদের সহকর্মী ও বন্ধুদের সাথে কথা বলার সময় কম। তারা নিজের চেয়ে তাদের পরিবারের প্রতি বেশি মনোযোগ দেয়।
আজ রাতে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। গতকাল চেংদুতে একটি ভূমিকম্প হয়েছে, তাই আমরা ২০০৮ সালের ওয়েঞ্চুয়ান ভূমিকম্প নিয়ে কথা বলেছিলাম… আমরা সমষ্টিবাদ এবং বীরত্ব নিয়ে কথা বলেছিলাম। কোন বিয়োগান্তক ঘটনার মুখোমুখি হলে আমরা আত্মত্যাগের কাজটিকে বীরত্ব হিসেবে দেখি এবং তথাকথিত ‘স্বার্থপর’ আচরণগুলিকে নীচু করে দেখি। তবে মানুষ বেঁচে থাকার জন্যে এই আপাতদৃষ্টিতে স্বার্থপর আচরণের উপরই নির্ভর করে। সমষ্টিবাদ আমাদের আবেগের উপর শক্তিশালী প্রভাব ফেললে কখনো কখনো এটি বৈরিতা বা বিদ্বেষও ছড়িয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ, [জাতীয়তাবাদ] চীনা এবং জাপানি জনগণের মধ্যে বিরোধিতা তৈরি করেছে। এধরনের অনুভূতি আমাদের মানবতার অন্যান্য দিকগুলিকে উপেক্ষা করতে শেখায়।
আমি খুশি যে আজ যখন আমরা চিকিৎসা কর্মীদের প্রশংসা করি তখন আমরা তাদের দুর্বলতাও দেখতে পাই।
কোভিড-১৯ এর বৈশ্বিক প্রভাব সম্পর্কে গ্লোবাল ভয়েসেসের বিশেষ কভারেজটি দেখুন।