রাইজিং ভয়েসেস নোট: আমাদের পাক্ষিক সংবাদ-সংকলনটি পরিপূর্ণভাবে অনলাইনে অংশ নেওয়ার বিভিন্ন উপায় এবং সুযোগের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল সরঞ্জামে প্রবেশাধিকার এবং সেগুলো গ্রহণসহ ডিজিটাল অন্তর্ভুক্তির সমস্ত দিক সম্পর্কে আমাদের সাম্প্রতিক ব্লগ পোস্টগুলোর একটি সারসংক্ষেপ সরবরাহ করেছে। এই সংবাদ-সংকলনটির আগের সংস্করণগুলো এখানে পড়ুন।
ইন্টারনেট আমাদের অনেকের কাছে জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তবে আপনি কি সাইবারস্পেসের প্রভাবশালী ভাষা এবং এর ব্যবহারকারীদের মধ্যে যে মারাত্মক ভারসাম্যহীনতা রয়েছে সে সম্পর্কে সচেতন?
কার_জ্ঞান? এর এই প্রতিবেদনটি অনুসারে আজকের ইন্টারনেট ব্যবহারকারীদের ৭৫% বৈশ্বিক দক্ষিণ অঞ্চলের এবং অনলাইনের সবচেয়ে আধিপত্যপূর্ণ ভাষা অন্যান্য ঔপনিবেশিক ভাষার পাশাপাশি ইংরেজি এবং চীনা। অন্য কথায়, আমাদের চেনাশোনা ইন্টারনেট “মানবতার পূর্ণ গভীরতা এবং বিস্তৃতিকে প্রতিফলিত করার মতো যথেষ্ট বহুভাষিক নয়।”
২০১৯ সালের শেষ দিকে সারা বিশ্ব থেকে ত্রিশজনের একটি দল এই আধিপত্য পরিবর্তনের জন্যে কী করা যায় তার জন্যে তাদের চিন্তা একত্রিত করার জন্যে লন্ডনে বৈঠকে মিলিত হয়েছিল। প্রিয় পাঠকগণ, আপনি কীভাবে ইন্টারনেট উপনিবেশমুক্তকরণের কথোপকথনটিতে যোগ দিতে চান? আপনি কীভাবে যুক্ত হতে এবং কথোপকথনে অংশ নিতে পারেন তা বোঝার জন্যে প্রতিবেদনটি পড়ুন।
যাই হোক, ভাল থাকুন।
রাইজিং ভয়েসেস ব্লগ থেকে আরো কিছু
রাইজিং ভয়েসেসের আন্তর্জাতিক আদিবাসী ভাষার বছর (#আইওয়াইআইএল১৯) উদযাপনের অংশ হিসাবে আপনি কি ২০১৯ সালের টুইটারে ঘুর্ণায়মান প্রচারণাগুলো উপভোগ করেছেন? সুসংবাদটি হলো আমরা সারাবিশ্বের আদিবাসী ভাষা কর্মীদের আরো বিস্ময়কর কাজগুলো প্রদর্শন অব্যহত রাখার মাধ্যমে আমাদের প্রচারণা উদ্যোগটি ২০২০ সাল পর্যন্ত দীর্ঘায়িত করছি। আপনি বিশ্বজুড়ে আদিবাসী ভাষা এবং তাদের প্রচারণা এবং/ অথবা পুনরুজ্জীবনের সাথে কী কী জড়িত সে সম্পর্কে আগ্রহী হলে দয়া করে সাথেই থাকুন! আমাদের সাম্প্রতিক হোস্টদের পাশাপাশি তাদের ভাষা সম্পর্কে তাদের কাজ এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে আরও জানার জন্যে আপনি নীচের প্রোফাইল পোস্টগুলো পড়তে পারেন।
@অ্যাক্ট_লেঙ্গুয়াস (লাতিন আমেরিকা)
- Liz Julissa Camacho Zuñiga [es] লিজ জুলিসা কামাচো জুনিগা [স্প্যানিশ] নিজে, নিজের মাতৃভাষা – পেরুর আন্দিজের কেচুয়া – পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা প্রচারে তার কাজকে কোন কোন বিষয় অনুপ্রেরণা জুগিয়েছে?)
- Tzintia Montaño [es] জিন্তিয়া মন্টোনো [স্প্যানিশ] তার পরিবারের ভাষার পথ অনুসন্ধান করছেন – সান্তিয়াগোর হুয়াজোলোটিটলান, ওক্সাকা, মেক্সিকো থেকে মিক্সটেক – পাশাপাশি বহুজাতিক অভিবাসন প্রসঙ্গে পরিচয়ের প্রশ্ন
- Chontalita Vázquez [es] চোন্টালিটা ভাজকুয়েজ [স্প্যানিশ] মেক্সিকোযর ওএক্সাকার সিয়েরা সুর এলাকার চোন্টাল জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি এবং সেইসাথে তার ভাষার প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা)
অর্থায়ন
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশ জুড়ে অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য এবং মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মের প্রতি হুমকি মোকাবেলা করার জন্যে প্রগতিশীল যোগাযোগ সমিতি (এপিসি) এই অঞ্চলে বিভিন্ন প্রচেষ্টা কাভার করার জন্যে তিন বছরের মেয়াদে (২০১৯-২০২১) উপ-অনুদান প্রদান করার চেষ্টা করছে। যোগ্যতা ও আবেদনের বিস্তারিত জানতে দয়া করে এখানে দেখুন।
সুযোগ | চাকুরি
প্রগতিশীল যোগাযোগ সমিতি ২০২০-২০২৩ সময়কালের জন্যে তাদের এডভোকেসি লক্ষ্যগুলো অর্জনে সহায়তা করার জন্যে একটি নতুন যোগাযোগ কৌশল তৈরী করতে সহায়তা করার জন্যে একজন বাহ্যিক পরামর্শদাতা অনুসন্ধান করছে। আগ্রহীরা আরো বিস্তারিত জানতে এখানে দেখুন। আবেদনের সময়সীমা: ১৫ এপ্রিল, ২০২০, সময় ২৩:০০ (ইউটিসি)
সুযোগ | মেধাবৃত্তি ও ফেলোশিপ
আপনি কি কোন উন্নয়নশীল দেশ থেকে প্রতিবেদন করছেন এবং আপনার স্থানীয় অঞ্চল ছাড়িয়ে দর্শকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আগ্রহী? পার্সেফোনি মিয়েল ফেলোশিপ আপনাকে শুধু এটি অর্জনে সহায়তা করতে চায়। এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে দয়া করে এখানে দেখুন। আবেদনের সময়সীমা: ১০ এপ্রিল, ২০২০
অংশগ্রহণের জন্যে আহ্বান
আমেরিকার স্থানীয় এবং আদিবাসী গবেষণার জন্যে মার্কিন দার্শনিক সমিতির কেন্দ্র আদিবাসী সম্প্রদায় এবং এদের মিত্র অঞ্চল উভয় ধরনের ভবিষ্যৎ শিক্ষার্থী এবং পণ্ডিতদের উৎসাহিত করার লক্ষ্যে আসন্ন তিন দিনের সম্মেলনের জন্যে প্রস্তাবনার আহ্বান জানাচ্ছে। অন্যান্য বিবরণের পাশাপাশি এর থিমগুলো সম্পর্কে আরো জানতে দয়া করে এখানে দেখুন। আবেদনের সময়সীমা: ১৫ এপ্রিল, ২০২০
ইন্টারনেট সুশাসন ফোরামের (আইজিএফ) পঞ্চদশ বার্ষিক সভা এই নভেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তারা প্রস্তাবনার আহ্বান জানাচ্ছে। এই বছরের থিমটি হলো: সম্মিলিত ইন্টারনেট। অতিরিক্ত তথ্যের জন্যে দয়া করে এখানে দেখুন। জমা দেওয়ার সময়সীমা: ১৫ এপ্রিল, ২০২০ দ্রষ্টব্য: যোগ্য আবেদনকারীদের জন্যে ভ্রমণের সহায়তা পাওয়া যাবে
মানবিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে মানচিত্র এবং মুক্ত তথ্য ব্যবহারের ক্ষেত্রে আপনি কি মানবিক মুক্ত_রাস্তার_মানচিত্র (এইচওটি) এর মতো একই ধরনের আবেগ ধারণ করেন? এইচওটি তাদের অনুবাদগুলির প্রয়োজন মেটাতে সাহায্য করার জন্যে স্বেচ্ছাসেবীদের অনুসন্ধান করছে। বিস্তারিত জানার জন্যে দয়া করে এখানে দেখুন। আবেদনের সময়সীমা: ২৬ সেপ্টেম্বর, ২০২০
ব্যবহারিক নির্দেশিকা
আপনি কি নিজের আদিবাসী ভাষা অনলাইনে আনতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন তা জানেন না? শুন্য থেকে ডিজিটাল (পিডিএফ) পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্যে সাধারণের অনুবাদ একটি ব্যবহারিক নির্দেশিকা সমন্বিত করেছে। আশা করি এটি আমাদের কিছু পাঠকের কাজে লাগবে!
আরও পড়ুন
- ইন্দোনেশীয় সুপারহিরো কার্টুন পরিবেশ এবং বালির স্থানীয় ভাষার জন্যে লড়াই করে যাচ্ছে – গ্লোবাল ভয়েসেসে প্রকাশিত
- হিউলেট ও প্যাকার্ড ফাউন্ডেশন মুক্তভাবে লাইসেন্সকৃত চিত্রের মাধ্যমে মহিলাদের বিভিন্ন গল্প ভাগাভাগি করছে -ক্রিয়েটিভ কমনস
- একটি এমআইএল প্রশিক্ষণ কোর্স স্থাপন করা [কম্বোডিয়া] এমআইএলইএনের মাধ্যমে