- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস এর ১৫ বছরে পদার্পন!

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, ঘোষণা

ডিসেম্বর ২০১। যারা তখন ফেসবুক ব্যবহার করছে তারা তখন বিশ্ববদ্যালয়ের ছাত্র ছিল। টুইটারের তখনও জন্ম হয়নি, আর ট্রোল তখন মূলত রূপকথার গল্পের সেতুর নীচে বাস করত। আমাদের মোবাইল ফোন তখনও স্মার্ট হয়ে উঠেনি, আর লিক নামের শব্দ যা পরে গুরুত্বপূর্ণ নথি ফাঁসের সঙ্গে যুক্ত হয়, সেটির মানে তখন ছিদ্র আর সেটা হলে তা সারাবার জন্য পানির মিস্ত্রিকে ডাকতে হয়, আর আমাজান ডট কম নামের পণ্য বিক্রি করার ওয়েবসাইট তখনো একটা পণ্য বিক্রি করতে সক্ষম হয়নি। স্বাধীন সব সংবাদপত্র সাইটসমূহের মাঝে অনেক বৈচিত্র্য ছিল। ব্লগিং শুরু হয়েছিল এবং ভালভাবে চলছিল, আর আমরা মূলত অনলাইনে একে অন্যের সাথে আলাপ চালিয়ে যাচ্ছিলাম। আর এ সময়ে গ্লোবাল ভয়েসেস জন্ম নিল।

আর আমরা যে যাত্রা শুরু করি সে যাত্রা আজ পনের বছরে পা দিল! কুকুর বর্ষে, যার বয়স ১১০ [1]। ইন্টারনেট বর্ষে এটা বিশেষত সহস্রাব্দ।

আজ, আমরা আমাদের মেধাবী গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং আমাদের বিশ্বস্ত পাঠক ও সমর্থকদের ধন্যবাদ দেওয়ার জন্য একটি মুহূর্ত গ্রহণ করছি যারা গ্লোবাল ভয়েসেসকে টিকে থাকতে শক্তি ও প্রেরণা যুগিয়েছে। ২০০৪ সাল থেকে বিশ্বের অনেক বড় বড় ঘটনার কাহিনী নির্মাণে আমরা সাহায্য করেছি। আমরা প্রায় ১০০,০০০ টি পোস্ট প্রকাশ করেছি, ডিজিটাল মিডিয়ার প্রয়োগ এবং অনলাইন অধিকার রক্ষায় [2] স্থানীয় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে নিবেদিত [3], পাশাপাশি ৫১টি ভাষায় অনুবাদকদের এক সম্প্রদায় গঠন করেছি [4]। আপনারা ছাড়া গ্লোবাল ভয়েসেস কিছুই নয়।

আরো ১৫ বছর যাত্রায় আমাদের সাহায্য করুন। সত্যই আমরা তা চাই- আর এ জন্য আপনার সাহায্য প্রয়োজন। ব্যক্তিগত অনুদান আমাদের স্বাধীন সত্তাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে এবং আমাদের পরিসরে আরো বৃদ্ধি পেতে এবং পরিবর্তিত হতে সাহায্য করবে। দয়া করে আজ থেকে আমাদের সমর্থন [5] করতে থাকুন।
Donate [5]