“নিজেকে আমি জীবনের মাঝে খুঁজে পাই”: আর্মেনিয়ার এক নাপিত তার সমবয়সী স্বদেশীদের সেরা পরামর্শ প্রদানের কাজও করছে

নীচের এই লেখাটি নেওয়া হয়েছে চাই-খানাডটঅর্গ এর থেকে যা কন্টেন্ট বিনিয়ম চুক্তির অধীনে গ্লোবাল ভয়েসেস এ পুনরায় প্রকাশ করা হয়েছে। এটি লিখেছে আনঝেলা ফ্রাঙগইয়ান, আর এর ভিডিও ধারণ করেছে ইন্না মাখিতারিয়ান

১৫ স্কয়ার মিটারের এক কামরা যা কেবল পুরুষদের জন্য, এটি ইয়েরেভান এর শহরতলীতে অবস্থিত। সোভিয়েত ইউনিয়ন এর সময়ের সাজসজ্জার এই দোকানের মালিক টলিক নামের এক নরসুন্দর যে নাপিতের দোকান হচ্ছে এমন এক জায়গা যেখানে এসে পুরুষেরা বিশ্রাম নিতে পারে, তাদের মনের কথা খুলে বলতে পারে, যা তাদের কষ্টের কথা-আর অবশ্যই এখানে এসে তারা চুল কাটতে পারে। এই নাপিতের দোকান পুরুষদের জন্য একটা আশ্রয়স্থল যেখানে তারা নতুন যুগের সৌন্দর্য্য বৃদ্ধি করার দোকান এড়াতে পারে, যে সমস্ত সৌন্দর্য্য বাড়ানো দোকান বা বিউটি সেলুন এখন দেশটির রাজধানীতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

টলিক, যার বয়স এখন ৬৭, তিনি তার কাস্টমারদের কাছে এক অতিশ্রদ্ধেয় ব্যাক্তি, যাদের অনেকের কাছে ৪০ বছরের বেশী সময় ধরে চুল আর চিন্তার বিষয়ে তিনি এক আস্থার প্রতীক। পুরুষ প্রধান আর্মেনিয়া সমাজে নাপিতের দোকান হচ্ছে খুব সামান্য কয়েকটি স্থানের মধ্যে একটি যেখানে পুরুষেরা মন খুলে তাদের কথা বলতে পারে-বিশেষ করে নিজেদের দুর্বলতা বা নাজুক পরিস্থিতি নিয়ে-যার মধ্যে রয়েছে তাদের চুল এবং তাদের উপস্থিতি–মূলত নিজেদের দূর্বলতার বিষয়ে উদ্বিগ্ন না হয়েই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .