গ্লোবাল ভয়েসেস এশীয় প্রশান্ত মহাসাগরীয় সিটিজেন মিডিয়া সামিট ২০১৯

প্রিয় গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্যবৃন্দ,

গ্লোবাল ভয়েসেস এশীয় প্রশান্ত মহাসাগরীয় নাগরিক সম্মেলন এ বছরের ৩০ মে থেকে ২ জুন তারিখে তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্লোবাল ভয়েসেস হচ্ছে সচেতন সাংবাদিক, ডিজিটাল একটিভিস্ট, গবেষক এবং তাদের অংশীদার এক সংগঠন যেখানে তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরতে পারে, জ্ঞান অর্জন করতে পারে এবং নতুন সহযোগিতার এক দিগন্ত গড়ে তুলতে পারে।

এই সম্মেলনের অনুষ্ঠান দুই দিনব্যাপী মিডিয়া প্রচার মাধ্যম সমূহের আভ্যন্তরীণ মিটিং অনুষ্ঠিত হবে-একদিন অনুষ্ঠিত হবে এক কর্মশালা এবং আরেকদিন এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হবে, নীচের এই প্রবন্ধে আপনি ১ ও ২ জুন তারিখে এই সম্মেলনে যে সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার একটা সূচি পাবেন।

এই কর্মশালা ১ জুন তারিখে অনুষ্ঠিত হবে যার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইন্টারনেট নিরাপত্তা প্রশিক্ষণ এবং তথ্য না পাওয়ার মত বিষয়ে চ্যালেঞ্জ করার প্রতি মনোযোগ প্রদান করা, এশীয় মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা ও ডিজিটাল অ্যাডভোকেসির বিষয়সূচি নিয়ে আলোচনা হবে।

২ জুন তারিখে উন্মুক্ত আলোচনায় যে সমস্ত বিষয় নিয়ে কথা বলা হবে সেগুলো হচ্ছে প্রযুক্তি রাজনীতির চ্যালেঞ্জ বা আরো বিশেষ ভাবে বলা যায় ইন্টারনেট অধিকার এর প্রয়োগ ও কর্মকাণ্ড, ডিজিটাল নিরাপত্তা এবং গোপনীয়তা, ডিজিটাল বিভক্তি এবং উন্নয়ন চ্যালেঞ্জ।

সকালের অধিবেশন এ যে উন্মুক্ত আলোচনা হবে সেটি হচ্ছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডিজিটাল কর্তৃত্বপরায়ণতার উত্থান ও চ্যালেঞ্জ। সকালের অধিবেশনে আলোচনার বিষয় হবে বিভিন্ন রকমের কর্তৃত্বপরায়ণতার উত্থান-কর্তৃত্বপরায়ণ চীনা মডেল থেকে জনপ্রিয় ফিলিপাইন ও ভারতীয় মডেল। বিকেলের অধিবেশনের বিষয় বস্তু হবে ডিজিটাল কর্তৃত্বপরায়ণতার বিষয়ে নাগরিকদের সাড়া থেকে উন্মুক্ত প্রযুক্তি, ওপেন ডাটা, অনলাইন সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করা হবে।প্রতিটি অধিবেশনে এক ঘন্টার আলোচনা হবে যেখানে দুজন আলোচক বিষয়সমূহ উপস্থাপন করবেন, আর সাথে থাকবে এক ঘন্টার এক উপস্থাপনা এবং চারজন নির্বাচিত ব্যক্তির মাধ্যমে গড়া তোলা এক দলের করা মন্তব্য, আর এরপর থাকবে ৩০ মিনিটের এক উন্মুক্ত আলোচনা।

গ্লোবাল ভয়েসেস হচ্ছে অলাভজনক এক নাগরিক প্রচারমাধ্যম সংঘঠন যে সম্প্রদায়ের রয়েছে ৮০০ এর বেশি সদস্য, এদের মধ্যে রয়েছে নাগরিক সাংবাদিক, গবেষক, ডিজিটাল অধিকার কর্মী ও অনুবাদক। সারা বিশ্বে গ্লোবাল ভয়েসেস মুলত বিশ্বের ইন্টারনেট থেকে ভার্চুয়াল ভাবে তার লেখার উপাদান গ্রহণ করে, তবে এই প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডে নিবন্ধীকৃত।

তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমক্রেসি ও ওপেন টেকনোলজি হচ্ছে আসন্ন এই সম্মেলন এর মূল আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান। আর তাদের সাথে আর্থিক সহযোগিতায় রয়েছে তাইওয়ানের সোউ চোউ বিশ্ববিদ্যালয়ের চ্যাং ফো-চুয়ান সেন্টার ফর দা স্টাডি অফ হিউম্যান রাইটস, এটি হচ্ছে এই অত্র অঞ্চলে এক শক্তিশালী ও শেকড়ে আরো গ্রোথিত এক যোগাযোগের প্রচেষ্টা।

আমরা সত্যিকার অর্থে আশা করি যে এই গ্লোবাল ভয়েসেস এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় ২০১৯ এর এই সম্মেলন আপনি যোগদান করবেন, যেহেতু ১ জুন তারিখের এক দিনের কর্মশালায় স্বল্প সংখ্যক মানুষ যোগ দিতে পারবে, সেক্ষেত্রে আপনি যদি এতে যোগ দিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কোন ধরনের দ্বিধা ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করুন।

নোট (উল্লেখ্য)ঃ এটি গ্লোবাল ভয়েসেস এর সাধারণ কোন সম্মেলন নয়, এটি একটি আঞ্চলিক সম্মেলন।নিচে জর্জিয়ার পূর্বের ঘোষণায় এই বিষয়ে যে সমস্ত তথ্য প্রদান করা হয়েছিল সে সমন্ধে তথ্য নীচে তুলে ধরা হলঃ

‘এই সম্মেলন এর চিন্তা গ্রহণ এবং তার পরিকল্পনা ও এর জন্য তহবিল সংগ্রহ অগ্রণী ভুমিকা রাখে এশীয় প্রশান্ত মহাসাগরীয় এই দলটি স্বয়ং নিজে যার নেতৃত্বে ছিলেন গ্লোবাল ভয়েসেস এর পূর্ব এশীয় সম্পাদিকা ওইওয়ান এবং গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের সদস্য আই-ফান, আর এই কাজে তাদের সহযোগিতা করেছেন আমাদের এশীয় সম্পাদক রেজওয়ান ও মং’।

আঞ্চলিক এই সম্মেলনের জন্য খুব সামান্য পরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে। আর তার ফলে আমরা এশীয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্বাচিত মাত্র কয়েকজনের জন্য ভ্রমণ এবং থাকার খরচ বহন করতে সক্ষম। তবে কেউ যদি এই সম্মেলনে যোগ দিতে আগ্রহী হয় অথবা নিজ অর্থায়নে এতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে দয়া করে আমাদের যোগাযোগ বাজায় রাখুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .