গ্লোবাল ভয়েসেস এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় সিটিজেন মিডিয়া সামিটের ঘোষণা; তাইওয়ানের তাইপেতে আমাদের সাথে যোগ দিন, ২ জুন তারিখে!

আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে তাইপেতে গ্লোবাল ভয়েসেস এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় সিটিজেন মিডিয়া সামিট নামের এক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন, যা গ্লোবাল ভয়েসেস এর সম্প্রদায় এর নিজস্ব ও অংশীদারদের সম্মেলন সেখানে সাধারণ জনতার জন্য এক সম্মেলন সভার আয়োজন করা হয়েছে যা অনুষ্ঠিত হবে জুনের ২ তারিখে, এই সম্মেলন এ নিজের নাম নিবন্ধন করুন এখানে

গ্লোবাল ভয়েসেস এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় এই সম্মেলন সাংবাদিক, ব্লগার, ডিজিটাল একটিভিস্ট, এবং গবেষকদের একত্রিত করবে যাতে তারা নিজেদের অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান তুলে ধরতে পারে এবং নিজেদের মাঝে নতুন সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারে। এই সম্মেলন এ প্রযুক্তি রাজনীতির চ্যালেঞ্জ এবং ইন্টারনেট অধিকার ও কর্মকাণ্ডে তার প্রয়োগ, ডিজিটাল নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে আলোচনা করা হবে এবং এতে দুটি বিষয় মূল হিসেবে আলোচন করা হবে, এগুলো হচ্ছে ‘এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডিজিটাল কর্তৃত্বপরায়ণতার উত্থান ও তার চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং ডিজিটাল কর্তৃত্বপরায়ণতার বিষয়ে নাগরিকদের সাড়া'।

এই সম্মেলন সফল করতে সহায়তা করছে তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি, ওপেন টেকনোলজি ফাউন্ডেশন, এবং এর বিশেষ সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে তাইওয়ানের সোচউ বিশ্ববিদ্যালয়ের চ্যাং ফো-চুয়ান সেন্টার ফর স্টাডি অফ হিউম্যান রাইটস।

জিভির অন্য সকল সম্মেলনের মত গ্লোবাল ভয়েসেস এশীয়া প্যাসেফিক সিটিজেন মিডিয়া সামিট হবে এক বৈচিত্র্যময় জ্ঞান অর্জন ও তুলে ধরার এক ব্যতিক্রম সুযোগ। এই সম্মেলন স্থান, নিবন্ধন, কর্মসূচি এবং অন্যান্য বিষয় সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আপনি সামিটের ওয়েবসাইট এ ঘুরে আসুন-আর সেদিনের জন্য প্রস্তুত থাকুন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .