- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস নিজের জন্য এক অ্যাডভোকেসি ডিরেক্টর এর অনুসন্ধান করছে

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, ঘোষণা

গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসি ডিরেক্টর পদে এমন একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে ইচ্ছুক যে মত প্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল অধিকার বিষয়ে আমাদের সংবাদ, কর্মকাণ্ড ও গবেষণার ক্ষেত্রে নির্দেশনা প্রদান করবে [1]

বিশ্বের ডিজিটাল ইস্যুতে গভীর জ্ঞান রয়েছে আমরা এমন একজন প্রার্থী খুঁজছি। যিনি এই বিষয়ে ধারণা গ্রহণ ও প্রচার মাধ্যম নির্মাণ, গবেষণা ও অ্যাডভোকেসি প্রকল্প, ডিজিটাল অধিকার সম্বন্ধে অথবা এ বিষয়ে লেখা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এক দলের সাথে কাজ করার বিষয়ে গভীর জ্ঞান রাখবে।

গ্লোবাল ভয়েসেস হচ্ছে একটি বৈশ্বিক ভার্চুয়াল এক মিডিয়া সংগঠন, যার রয়েছে সকল মহাদেশ জুড়ে (অ্যান্টার্টিকা ব্যাতিত) কাজ করতে থাকা একদল সাধারণ ও চুক্তিভিত্তিক কর্মী এবং কন্ট্রিবিউটর (স্বেচ্ছাসেবক)। আমাদের কন্ট্রিবিউটররা লেখা, গবেষণা, অ্যাডভোকেসি এবং অনুবাদ এর কাজ গ্রহণ করে, তারা বিশ্ব জুড়ে যে সমস্ত ঘটনা মূলধারার প্রচার মাধ্যমে ঠাই পায় না, সেই সকল সংবাদকে তুলে ধরে।।

বিশ্বজুড়ে যে সমস্ত সরকারি, বেসরকারি কোম্পানি এবং এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা রাষ্ট্র ও সমাজের বিভিন্ন কার্যাবলীর ক্ষেত্রে শক্তিশালী ভুমিকা রাখে, তারা বাক স্বাধীনতা, তথ্য পাওয়ার অধিকার এবং ব্যক্তিগত গোপনীয়তার উপর হস্তক্ষেপ করতে চায়, আর আমরা এই সকল বৈশ্বিক মানবাধিকার সমূহকে স্বীকৃতি প্রদান করেছি। আমরা মনে করি এই সকল হুমকির ক্ষেত্রে তথ্য সংগ্রহ করা ও বিষয়টি ব্যাখ্যা করার বেলায় গ্লোবাল ভয়েসেস আলাদা ভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে। আমাদের অ্যাডভক্স নামের প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সামগ্রিক ভাবে আমাদের শক্তিকে তাকে তুলে ধরা- আর সেটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক, আমাদের জ্ঞান ও কণ্ঠস্বর যা আমরা সম্মিলিত আওয়াজের মাধ্যমে অনেক গুণ বাড়িয়ে থাকি এটি প্রদর্শনের জন্য যে মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়ের ক্ষেত্রে প্রযুক্তি দৃশ্যমান ভাবে ব্যবহার করা যেতে পারে, আর সাথে আমরা মত প্রকাশের মত বিষয়েও বিশেষ মনোযোগ প্রদান করি।

জিভি অ্যাডভোকেসি ডিরেক্টর এই সকল প্রচেষ্টার ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করবেন, আর একই সাথে তিনি আমাদের সম্প্রদায়ের সদস্য যারা নিজস্ব সম্প্রদায়ের ডিজিটাল অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে হুমকির মত বিষয় নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে একজন নেতা ও পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের এবং সারা বিশ্বের ডিজিটাল অধিকার কর্মী ও বিশেষজ্ঞের মাঝে এক সেতুবন্ধন হবেন অ্যাডভোকেসি ডিরেক্টর। আদর্শ প্রার্থী এই সকল বিষয়ে সমর্থন লাভ কাজ করবেন, এসবের সাথে সংযুক্ত থাকবেন এবং এই বিষয়ে আওয়াজ তোলার বিষয়টি বহুগুণে বাড়িয়ে তোলার বিষয়টি প্রদর্শন করবেন।

এ্যাডভক্স মেন্টাল এর অধীনে অ্যাডভোকেসি ডিরেক্টর আমাদের ছড়িয়ে থাকা স্বেচ্ছাসেবক সম্প্রদায় এবং আমাদের নিউজরুম দলের কৌশলগত সম্পাদনার ক্ষেত্রে ফলাফল লাভের জন্য কাজ করবেন। একই সাথে অ্যাডভোকেসি ডিরেক্টর গ্লোবাল ভয়েসেস এর মূল দলের নেতৃত্বে যারা থাকেন তাদের একজন হিসেবে চিহ্নিত হবেন।

আদর্শ প্রার্থীর ইংরেজি এবং অন্য যে কোন একটি ভাষায় অনর্গল কথা বলার দক্ষতা থাকতে হবে, সাথে নিচে উল্লেখ করা বিষয়সমূহের ক্ষেত্রে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে:

এবং উক্ত প্রার্থীর নিম্নলিখিত বিষয়গুলোর ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে:

সকল দরখাস্তকারীর গ্লোবাল ভয়েসেস এর উদ্দেশ্য ও মূল্যবোধের প্রতি [2] প্রবল প্রতিশ্রুতির বিষয়টি প্রদর্শন করতে হবে

এই পদে দরখাস্ত করার জন্য ভৌগলিক কোন সীমারেখা নেই (যে কোন দেশের নাগরিক এই পদে আবেদন করতে পারবে);এই ক্ষেত্রে মনে রাখতে হবে গ্লোবাল ভয়েসেস এর কোন অফিস কিংবা নিজস্ব সদর দপ্তর নেই। প্রার্থীকে অবশ্যই কাজে ধারাবাহিক হতে হবে, সাথে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সংযোগ থাকতে হবে, সম্পূর্ণ ভার্চুয়াল পরিবেশে কাজ করার মানসিকতা রাখতে হবে এবং প্রতি বছর পাঁচটি আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। অ্যাডভোকেসি ডিরেক্টর একই সাথে গ্লোবাল ভয়েসেস এর অ্যাডভোকেসি ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর এর কাছে রিপোর্ট করবে।

আমরা উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ ব্যাতিত যে কোন অঞ্চলের প্রার্থীকে জোরাল ভাবে স্বাগত জানাই।

এই পদ হচ্ছে প্রায় পূর্ণকালীন এক পেশা কিন্তু একই সাথে এটি ফ্রিল্যান্স চুক্তিভিত্তিক এক কর্ম হিসেবে বিবেচিত হবে।

এই পদে আবেদন করার জন্য, আপনার দরখাস্ত jobs@ globalvoices.org (jobs AT globalvoices DOT org) তে পাঠিয়ে দিন:

এই দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ১৫ জুন, ২০১৯ মধ্যরাত পর্যন্ত (ইএসটি জিএমটি-৪)