আশাবাদী আর্মেনীয় শিক্ষার্থীরা বিদেশে শিক্ষা গ্রহণ বিষয়ে ভিডিও নির্মাণ করছে

কেবল প্রতীকী অর্থে এই ছবি ব্যবহার করা যাবে। চায় খানা অর্গ কেবল এই উদ্দেশ্যে এ ছবি ব্যবহার করেছে।

নীচের এই প্রবন্ধটি লেখা হয়েছে চায় খানা অর্গ এ এবং কন্টেন্ট বিনিময় চুক্তির অধীনে এটি গ্লোবাল ভয়েসেস এ প্রকাশিত হয়েছে। এই লেখাটি লিখেছেন  ক্রিস্টিনা সোলইয়ান আর এর ভিডিওটি তৈরি করেছেন ডাভিত আভেতিসায়ান।

শিক্ষা লাভের জন্য শিক্ষার্থীদের বিদেশ গমন এখন আর্মেনিয়ার এক সাধারণ ঘটনা, বলা যেতে পারে বিশ্বায়নের এটি এক ইতিবাচক প্রভাব। এই পরীক্ষামূলক তথ্যচিত্রে, এক তরুণ আর্মেনীয় শিক্ষার্থীর প্রতিদিনের কাজের ধরণ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, বিশেষ করে যে দেশটিতে তারা শিক্ষা লাভের জন্য গিয়েছে সেখানে তাদের যে সকল সমস্যার মুখোমুখি হতে হয়, সেখানে তারা নতুন যে সুযোগ লাভ করতে পারে সে বিষয়ে। এই ভিডিওতে শিক্ষার্থীরা জানাচ্ছে তাদের বিদেশে বাস করার অভিজ্ঞতার কথা, সাথে তারা আরো জানাচ্ছে যখন তারা আর্মেনিয়ায় ফিরে আসবে তখন সেখানকার ভবিষ্যৎ নিয়ে তাদের প্রত্যাশার কথা।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .