অ্যাডভক্স নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট অধিকারগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা থেকে উত্তরণ এবং উদীয়মান প্রবণতাগুলির একটি আন্তর্জাতিক আলোকপাত উপস্থাপন করে। এই প্রতিবেদনটিতে ২০১৯ সালের জানুয়ারি মাসের ৩ থেকে ১৬ তারিখের ঘটনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই সপ্তাহে জিম্বাবুয়ের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটটি একটি সন্ধিক্ষণে পৌঁছালে সামাজিক মিডিয়ার সাইটগুলি অন্ধকার হয়ে যায় – এবং এরপর দেশের বৃহত্তম দু’টি সরবরাহকারীর ইন্টারনেট সংযোগগুলো একেবারেই বন্ধ হয়ে যায়।
কর্মকর্তারা জ্বালানী মূল্যের শতকরা ১৫০ ভাগ অসহনীয় বৃদ্ধি ঘোষণা করলে ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক কর্মীরা জিম্বাবুয়েবাসীদের ১৪ জানুয়ারি তারিখে থেকে শুরু করে কাজ বা স্কুলে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেশব্যাপী তিন দিনের ধর্মঘটের ডাক দেয়। সেনা এবং নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস শক্তি প্রয়োগ করলে কমপক্ষে ২০০ জন আটক হওয়ার খবর জানিয়েছে আল জাজিরা। এতে কয়েক ডজন আহতসহ বেশ কয়েকজন নিহতও হয়েছে।
এই অর্থনৈতিক সংকটটি দেশে বৈদেশিক মুদ্রার একটি বিশাল ঘাটতির ফল। উচ্চমূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্যে রবার্ট মুগাবের সরকার জিম্বাবুয়ের ডলার মুদ্রণ বন্ধ করে দেয়ার পর ২০০৯ সালে থেকে জিম্বাবুয়ে মূলতঃ মার্কিন ডলারসহ বৈদেশিক মুদ্রার উপর নির্ভর করতে শুরু করে।
এই পদক্ষেপটি এখনো অপেক্ষাকৃত নতুন ২০১৮ সালের আগস্ট মাসে সামান্য ব্যবধানে রাষ্ট্রপতি পদে বিজয়ী এমারসন ম্নাঙ্গাগোয়ার সরকারকে তাড়া করতে শুরু করেছে।
কর্তৃপক্ষ হয়তো চলমান বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে আইএসপিগুলোকে প্রবেশাধিকার সীমিত করার আদেশ দিয়ে থাকতে পারে। ১৬ জানুয়ারি তারিখের হিসেবে, বুলাওয়েও এবং দেশটির রাজধানী হারারে শহরের ভেতরে এবং তার আশেপাশে টেল_ওয়ান অথবা ইকো_নেট নেটওয়ার্কের ইন্টারনেট প্রবেশযোগ্য ছিল না। ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী একটি অলাভজনক গোষ্ঠী নেট_ব্লকস এই বন্ধগুলো দেখিয়ে দেশেটিতে চালানো প্রযুক্তিগত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
টেক_জিমের জন্যে লিখতে গিয়ে টিনাশে ন্যাহাশা মন্তব্য করেছেন:
আমি ব্যক্তিগতভাবে আমাদের সরকারের জন্যে বিব্রত বোধ করছি। তথ্য প্রবাহ ব্লক করা একটি কাপুরুষোচিত এবং দুঃখজনক কাজ। জিম্বাবুয়ে ব্যবসায়ের জন্যে উন্মুক্ত হলেও এর তথ্য প্রবাহ উন্মুক্ত নয়?
কিউবার অধিবাসীরা রাষ্ট্রীয় টেলিযোগাযোগ কোম্পানির বিরুদ্ধে ক্ষুদেবার্তা সেন্সরের কথা বলছে
দেশেটির সংবিধানের একটি নতুন সংস্করণের জন্যে জাতীয় গণভোটের প্রস্তুতির প্রাক্কালে কিউবার সক্রিয় কর্মীরা লক্ষ্য করেছে যে “ইয়ো ভোতো নো” (“আমি না ভোট দিয়েছি”) এর মতো অথবা বিরত থাকার উল্লেখ করা বাক্যাংশ সম্বলিত ক্ষুদেবার্তা উদ্দীষ্ট গ্রহীতাদের কাছে পৌঁছাতে পারছে না। দেশেটির বিভিন্ন অঞ্চলের ১০০ জনেরও বেশি মানুষের সাথে এই ধরনের বার্তাগুলি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান কাতোর্সে_ই_মেদিও একাধিক সংস্করণ পরীক্ষা করে প্রত্যেকের ক্ষেত্রে একই ফলাফল খুঁজে পেয়েছে। খসড়া সংবিধানটিতে কিউবার এক দলীয় ব্যবস্থাকে সংরক্ষণ করা হলেও অন্যান্য পরিবর্তনগুলির মধ্যে ব্যক্তিগত ব্যবসাকে বৈধ এবং রাষ্ট্রপতির মেয়াদ সীমিত করা হয়েছে।
ভেনিজুয়েলার দায়িত্বে কে? ‘সম্পাদনা যুদ্ধ’ রত উইকিপিডিয়ানরা মাঝে মাঝে অন্ধকার দেখছে
প্রতিদ্বন্দ্বী দুইজন রাজনৈতিক নেতা রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং জাতীয় পরিষদের সভাপতি হুয়ান গুয়েদোর বৈধতা নিয়ে একটি উচ্চস্তরের দ্বন্দ্বের পর ১২ জানুয়ারি তারিখে ভেনিজুয়েলার বেশিরভাগ নাগরিকদের কাছে উইকিপিডিয়া প্রবেশ অযোগ্য হয়ে উঠেছিল। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত গুয়েদো প্রকাশ্যে নিজেকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত রাখতে পারার মতো একটি সাংবিধানিক আইন আবাহন করার পর প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে কার তালিকাভুক্ত হওয়া উচিৎ এই প্রশ্নে সাইটিটিতে উইকিপিডিয়ার নাগরিকরা যুদ্ধে লিপ্ত হয়। দেশটির প্রধান ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এবং বেশিরভাগ ভেনিজুয়েলা সরকারের মালিকানাধীন সিএনটিভি-তে উইকিপিডিয়া বেশ কয়েক ঘন্টা ধরে সম্পূর্ণরূপে প্রবেশ অযোগ্য হয়ে ওঠে। তারপর এটা এখন আবার প্রবেশযোগ্য। কিন্তু বিতর্কের প্রশ্নটি এখনো টকটকে লাল ও উত্তপ্ত হয়ে রয়েছে।
মিয়ানমারের আদালত রয়টার্সের প্রতিবেদকদের আবেদন অস্বীকার করেছে
মিয়ানমারের একটি আদালত মিয়ানমারের সরকারি গোপনীয়তা বিধি লঙ্ঘন করার দায়ে সাত বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে মিয়ানমারের দুই সাংবদিকের করা আইনি আপিল ১১ জানুয়ারি তারিখে বাতিল করেছে।
ওয়া লোন এবং কিঅ সো ওও-কে ২০১৭ সালের ডিসেম্বর মাসে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা কাভার করার সময় সামরিক অভিযানের রাষ্ট্রীয় নথি রাখার দায়ে মূলতঃ গ্রেপ্তার করা হয়েছিল। নয় মাস বিচার চলার পর ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর তারিখে তাদেরকে শাস্তি দেওয়া হয়।
আদালতের কার্যবিবরণীতে জানা যায় পুলিশ সাক্ষ্য দিয়েছে যে কার্যকরভাবে ফাঁদে ফেলার জন্যেই গ্রেপ্তারের কিছুক্ষণ আগে তারা কোন ব্যাখ্যা ছাড়াই সাংবাদিকদের কাছে দস্তাবেজগুলি হস্তান্তর করেছিল।
দক্ষিণ-পূর্ব এশীয় প্রেস জোট তাদের আপিল বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে:
তাদের আপিল অস্বীকার করার অর্থ হলো মিয়ানমারের সত্যিকারের গণতন্ত্র প্রত্যাখ্যানের একটি মর্মান্তিক স্বীকারোক্তি যা গণতান্ত্রিক সংস্কারের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার আশা সৃষ্টিকারী এককালের একটি নির্বাসিত রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা ভীষণ বিপদে থাকার একটি নিশ্চিত সংকেত প্রেরণ করে।
ইরানি কর্মকর্তারা ইন্সটাগ্রাম ব্লক করার পরিকল্পনার কথা বলেছে
ইরানের ইন্টারনেট নিয়ন্ত্রকেরা বলেছে যে তারা ইন্সটাগ্রাম ব্লক করতে প্রস্তুত। ইরানে প্রায় এক দশক ধরে টুইটার এবং ফেসবুক উভয়ই বন্ধ থাকায় এটি এখনও প্রবেশযোগ্য সর্বশেষ এবং সর্বাধিক জনপ্রিয় বিদেশী সামাজিক মিডিয়া মঞ্চগুলির একটি। মাত্র গত বছরই অর্থনৈতিক কঠোরতা এবং শাসক সরকারের ভাঙ্গা প্রতিশ্রুতি ভঙ্গের উপর বড় মাপের বিক্ষোভের পর টেলিগ্রাম বার্তা পরিষেবা অবরুদ্ধ করা হয়েছে। ভিপিএনের মাধ্যমে অনেক ইরানিই হয়তো এই পরিষেবাটির ব্যবহার চালিয়ে যাবেন, তবে ইরানের এই পদক্ষেপটি বিশ্বের অন্যান্য অংশের পরিষেবা ও সম্প্রদায়ের সঙ্গে সাথে অনলাইন সংযোগ সীমাবদ্ধ করার আরেকটি ধাপ হিসেবে চিহ্নিত করবে।
চীনে ভিপিএন ব্যবহার করলে জরিমানার জন্যে প্রস্তুত থাকুন
চীনের বৃহৎ অগ্নিপ্রাচীর (ফায়ারওয়াল) দিয়ে অবরুদ্ধ বিদেশী ওয়েবসাইটগুলিতে প্রবেশের জন্যে ভিপিএন এবং অনুরূপ সরঞ্জামাদি ব্যবহারের জন্যে দু’জন চীনা ইন্টারনেট ব্যবহারকারী বর্তমানে জরিমানার সম্মুখীন। প্রধানতঃ সরকারি এবং বড় ব্যক্তিগত সংস্থাগুলির মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ভিপিএন ব্যবহারের অনুমতি দেওয়া হলেও চীনের জোরালো ইন্টারনেট নিয়ন্ত্রণ ব্যবস্থা সাম্প্রতিক বছরগুলিতে জনগণের এরকম এবং অন্যান্য একইধরনের সরঞ্জামাদি ব্যবহার প্রতিরোধ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্পদ নিয়োগ করেছে। একাধিক অননুমোদিত ভিপিএন বিক্রয়কারী ব্যক্তি গ্রেপ্তারের সূচনা এবং চীনা অ্যাপ স্টোর থেকে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে নিতে এ্যাপলকে বাধ্য করা ২০১৭ সালের সাইবার নিরাপত্তা আইনটির মূল লক্ষ্য এসব ভিপিএন।
নতুন আইনটি স্পষ্টভাবে প্রযুক্তির ব্যক্তিগত ব্যবহারকে আক্রমণ বা অপরাধী না করলেও ব্যবহারকারী দু’জনকে জরিমানা করতে কর্তৃপক্ষ ১৯৯৬ সালের “গণপ্রজাতন্ত্রী চীনে কম্পিউটার তথ্যের আন্তর্জাতিক নেটওয়ার্ক প্রশাসনের অস্থায়ী বিধিমালার নিয়মাবলী” ব্যবহার করেছে। উভয় ঘটনাই ইঙ্গিত দেয় যে আজকে যেকোন অনিবন্ধিত চ্যানেলের মাধ্যমে ইন্টারনেটকে পাশ কাটানোর কাজটিই অবৈধ বলে বিবেচিত।
আজারবাইজানে বন্দী ব্লগারের প্রতি সংহতি জানাতে সমর্থকদের অনশন ধর্মঘট
কারাবন্দী আজারবাইজানি ভিডিও ব্লগার মেহমান হোসেনভের ভাষ্যমতে আজারবাইজানের কর্তৃপক্ষ সর্বশেষ তার বিরুদ্ধে একগাদা অমূলক অভিযোগ আনার প্রতিবাদে তিনি একটি অনশন ধর্মঘট শুরু করেছিলেন। ১২দিন খাদ্য বা পানীয় ছাড়া থাকার পর হোসেনভ পানি ও দুধ পান করতে শুরু করলেও তিনি কঠিন ও অন্যান্য খাবার প্রত্যাখ্যান করে চলেছেন। বিখ্যাত সাংবাদিক খাদিজা ইসমাইলোভাসহ অন্যান্য সক্রিয় কর্মী ও সমর্থকরা এই ধর্মঘটে যোগ দিয়েছেন।
গ্রেপ্তারের পূর্বে হোসেনভ একটি জনপ্রিয় ফেসবুক পাতা চালাতেন। সেখানে তিনি আজারবাইজানের ত্রুটিপূর্ণ কাজের পরিবেশ থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের বিলাসী জীবন যাপন পর্যন্ত সামাজিক বিভিন্ন বিষয়ের ভিডিও ভাগাভাগি করতেন। তার পাতায় তিন লক্ষেরও বেশি অনুসারী ছিল। এটাই তার বিরুদ্ধে সরকারের মানহানির অভিযোগ দায়ের করার বিষয়বস্তু ছিল। এছাড়াও তিনি কারাগারের পাহারাদারের সাথে সংঘর্ষের নতুন অভিযোগের মুখোমুখি হয়েছেন যা তার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে দিতে পারে।
নতুন গবেষণা
- Cyber Harassment Helpline: Two-Year Report (সাইবার হয়রানি হেল্পলাইন: দুই বছরের প্রতিবেদন) – ডিজিটাল অধিকার ফাউন্ডেশন (পাকিস্তান)
- The Road to Digital Unfreedom: Three Painful Truths About Social Media (ডিজিটাল পরাধীনতার পথ: সামাজিক গণমাধ্যম সম্পর্কে তিনটি বেদনাদায়ক সত্য) – রন ডেইবার্ট, গণতন্ত্রে জার্নাল
- Investigating Apps interactions with Facebook on Android (অ্যান্ড্রয়েডে ফেসবুকের ব্যবহারিক সফটওয়্যারের ক্রিয়া-প্রতিক্রিয়া অনুসন্ধান – গোপনীয়তা আন্তর্জাতিক
নেট-নাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন
এদুয়ার্দো অ্যাভিলা, এলেরি রবার্টস বিডল, মারিয়ান দিয়াজ, আরজু গেবুলায়েভা, রোহিত জ্যোতিষ, ওইওয়ান ল্যাম, মং প্যালাতিনো, তায়সা সাংজেরলা এবং লরা ভিদাল এই প্রতিবেদনে অবদান রেখেছেন।