
ফিলিপ নৌবেল
আমার আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের নতুন ম্যানেজিং ডিরেক্টর ১৪ জানুয়ারি, ২০১৯ থেকে তাঁর দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন!
তাঁর নাম ফিলিপ নৌবেল এবং তিনি ২০১৫ সাল থেকে গ্লোবাল ভয়েসেস এর সাথে যুক্ত। প্রথমে তিনি পূর্ব এশিয়া ও ফরাসি ভাষী দলের সাথে কাজ করেছেন।
বর্তমানে প্রাগের বাসিন্দা ফিলিপ সম্পাদনা, উদ্ভাবন, এবং প্রচার মাধ্যমে তাঁর উন্নয়ন কর্ম দিয়ে গ্লোবাল ভয়েসেসকে সমৃদ্ধ করে যাচ্ছেন। মধ্য ইউরোপ, মধ্য এশীয়া, চীন এবং দক্ষিণ এশিয়ার অংশ বিশেষ সম্বন্ধে তাঁর গভীর জ্ঞান রয়েছে। আর তিনি ফরাসী, ইংরেজি, চেক, রুশ এবং ম্যান্ডারিন ভাষায় অনর্গল কথা বলতে পারেন।
২০১৯ সালে নতুন বছরে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে যাত্রা শুরু করা গ্লোবাল ভয়েসেস এ আমরা যখন কমিউনিটি কাউন্সিলের প্রক্রিয়া ও ধরন নিয়ে গ্রহণ করা জরিপের প্রাপ্ত ফলাফল প্রয়োগ করতে যাচ্ছি, তখন আমার নিউজরুমে ফিলিপের নেতৃত্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।