- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কী ভাবে ভারতীয় এক অধ্যাপক প্লাস্টিক বর্জ্য দিয়ে মহাসড়ক নির্মাণ করছে

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, ভারত, নাগরিক মাধ্যম, পরিবেশ, ভাল খবর

টড রেউবুল্ডের [1] এই প্রবন্ধটি এনশিয়া.কম [2]প্রথম প্রকাশিত হয় [3], যে পত্রিকাটি কার্যক্ষেত্রে আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধানের ঘটনাগুলো উল্লেখ করে, কন্টেন শেয়ারের চুক্তি অনুসারে প্রবন্ধটি এখানে পুনরায় প্রকাশ করা হয়েছে।

বর্তমানে বিশ্ব অন্যতম যে দূষণের মোকাবেলা করছে সেটি হচ্ছে প্লাস্টিক দূষণ [4]। গত সপ্তাহে, বিজ্ঞানীদের প্রবন্ধ প্রকাশের জন্য সুপরিচিত সায়েন্টিফিক রিপোর্ট [5] নামের পত্রিকাটি ঘোষণা দেয় যে আমরা যতটা ভাবছি প্রশান্ত মহাসাগরের দূষণ (গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ) এর পরিমাণ কোথাও ৪ আবার কোথাও ১৬ গুণ বেশী।

এর মানে হচ্ছে প্লাস্টিক বর্জ্যের রিসাইকেল এবং পুনরায় এর ব্যবহার আগের চেয়ে আরো প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।

রাজাগোপালান বাসুদেবাান হচ্ছে ভারতের মাদুরাই [6] এ অবস্থিত থিয়াগারাজা ইঞ্জিনিয়ারিং কলেজের এক অধ্যাপক। ভারত জুড়ে প্লাস্টিকের বর্জ্যের পরিমাণ ক্রমশ উদ্বেগজনক ভাবে বেড়ে যাওয়ার বিষয়টি তিনি খুব উপলব্ধি করেছেন। তিনি পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের টুকরা বা আবর্জনা দিয়ে রাস্তার বানানোর কাজে লাগে এমন এক উপাদান তৈরি করেছেন যা নমনীয় এবং দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকতে সক্ষম।:

রাজাগোপালান বলেন, “যখন আমি কাজ শুরু করলাম, যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানি এই বিষয়টি জানতে পারে আর তারা এই কাজের জন্য আমাকে অনেক টাকা দিতে চায়। তারা চায় যে যেন এই প্রযুক্তি তাদের দিয়ে দেই। কিন্তু আমি তাদের না বলে দিয়েছি, আমরা এই গবেষনা তাদের হাতে তুলে দিতে চাই না। বরঞ্চ আমি বিনে পয়সায় এই প্রযুক্তি আমার দেশের হাতে তুলে দিয়েছি।”

এখন পর্যন্ত ভারতে প্রায় কয়েক হাজার কিলোমিটার রাস্তা তার আবিস্কৃত এই উপাদানে নির্মাণ করা কিংবা মেরামত করা হয়েছে, আর এতে প্লাস্টিক বর্জ্যের পরিমাণও কমিয়ে আনা সম্ভব হচ্ছে যা হয়ত প্রাকৃতিক পরিবেশে ফেলে রাখতে হত এবং সেগুলো পরিবেশ দূষণের কারণ হত।:

ভারতে প্রায় ৪১ লক্ষ (৪.১ মিলিয়ন) কিলোমিটার মহাসড়ক রয়েছে, যার মাত্র মাত্র এক লাখ কিলোমিটার সড়ক এই উপাদান দ্বারা নির্মিত। পরিবেশ রক্ষায় এই অন্যান্য সড়কও এই উপাদান দ্বারা নির্মিত হওয়া উচিত। এটি সমগ্র বিশ্বের জন্য এক প্রেরণা।

হাঙ্গেরীর বুদাপেস্ট ভিত্তিক এক চলচ্চিত্র নির্মাতা সেথ কোলমান [7] এই চলচ্চিত্রটির নির্মাতা যিনি একই সঙ্গে এর ভিডিও ধারণ এবং সম্পাদনা করেছেন।