আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে গ্লোবাল ভয়েসেস কমিউনিটি কাউন্সিল গঠন করা হয়েছে।
গত কয়েক মাস ধরেই আমরা এই কাউন্সিল গঠনের জন্যে কাজ করে যাচ্ছিলাম। আমরা অতিশয় আনন্দিত যে ১৮৪ জন গ্লোবাল ভয়েসেসের সদস্য এগিয়ে এসেছেন এই কাউন্সিলে যোগ দিতে। তারা গ্লোবাল ভয়েসেস এর বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করেন, যার মধ্যে রয়েছে স্বেচ্ছাসেবক লেখক ও অনুবাদক, আঞ্চলিক সম্পাদক, লিঙ্গুয়া সাইটের ব্যবস্থাপক, রাইজিং ভয়েসেস এর অনুদানপ্রাপ্ত সদস্য এবং আমাদের প্রথম দিককার প্রদায়কেরাও।
যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি!
সব কাউন্সিল সদস্যদের দেখতে এখানে ক্লিক করুন।
আগামী দুই মাস ধরে, এই কাউন্সিল একটি আলোচনা ও পরামর্শমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, যেখানে চারটি প্রধান বিষয় নিয়ে ভাবা হবে এবং আলোচনা করা হবে যা গ্লোবাল ভয়েসেস এর পরবর্তী গতিপথকে নির্ধারণ করবে।
শলা-পরামর্শের সময়সূচী প্রস্তুত!
সমস্ত কাউন্সিল সদস্যদের সুবিধার জন্যে শলা-পরামর্শ বিষয়ক পাতায় আমরা একটি বিস্তারিত সময়সূচী ঘোষণা করেছি। এতে আছে প্রতিটি প্রশ্ন নিয়ে শলা-পরামর্শের জন্যে জুম ভিডিও কলের দিন ও সময়ের সূচি, যাতে আপনারা পূর্বে থেকেই যোগদানের পরিকল্পনা করতে পারবেন এবং সবাই একসাথে যোগ দিতে পারবেন!
- ১০ই সেপ্টেম্বর: প্রথম প্রশ্ন উপস্থাপন: বিষয় এবং (সম্পাদকীয়) মনঃসংযোগ বা লক্ষ্য
- ১৩ই সেপ্টেম্বর: প্রথম ভিডিও কল – বিকেল তিনটে – জিএমটি সময়
- 09/15: দ্বিতীয় ভিডিও কল – দুপুর একটা – জিএমটি সময়
- ১৭ই সেপ্টেম্বর: ভোট শুরু হবে
- ২১শে সেপ্টেম্বর: ভোট শেষ হবে
দ্বিতীয় প্রশ্ন: স্বেচ্ছাসেবক না পেশাজীবী
- ২৪শে সেপ্টেম্বর: দ্বিতীয় প্রশ্ন উপস্থাপন
- ২৭শে সেপ্টেম্বর: প্রথম ভিডিও কল – বিকেল তিনটে – জিএমটি সময়
- 09/29: দ্বিতীয় ভিডিও কল- দুপুর একটা – জিএমটি সময়
- ৩১শে সেপ্টেম্বর: ভোট শুরু হবে
- ৫ই অক্টোবর: ভোট শেষ হবে
তৃতীয় প্রশ্ন: সাংগঠনিক কাঠামো
- ৮ই অক্টোবর: তৃতীয় প্রশ্ন উপস্থাপন
- ১১ই অক্টোবর: প্রথম ভিডিও কল – বিকেল তিনটে – জিএমটি সময়
- ১৩ই অক্টোবর: দ্বিতীয় ভিডিও কল – দুপুর একটা – জিএমটি সময়
- ১৫ই অক্টোবর: ভোট শুরু হবে
- ১৯শে অক্টোবর: ভোট শেষ হবে
চতুর্থ প্রশ্ন: অনুদানের উৎস
- ২২শে অক্টোবর: চতুর্থ প্রশ্ন উপস্থাপন
- ২৫শে অক্টোবর: প্রথম ভিডিও কল – বিকেল তিনটে – জিএমটি সময়
- ২৭শে অক্টোবর: দ্বিতীয় ভিডিও কল – দুপুর একটা – জিএমটি সময়
- ২৯শে অক্টোবর: ভোট শুরু হবে
- ২রা নভেম্বর: ভোট শেষ হবে
আমরা এটাও স্বীকার করি যে গ্লোবাল ভয়েসেস সম্প্রদায়ের আরও অনেক সদস্য ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ত থাকার জন্যে কাউন্সিলে যোগদান করতে পারেননি। তাঁদের সুবিধার জন্যে আমরা এই প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে হালনাগাদ তথ্য নিয়মিত প্রকাশ করে যাবো যেমনটি আগের এক লেখায় জানিয়েছিলাম। এই শলা-পরামর্শ প্রক্রিয়ার ফলাফল আমরা ডিসেম্বর মাসে সবাইকে জানাবো।
যারা যোগ দিয়েছেন তাঁদের আবারো ধন্যবাদ। আমরা গ্লোবাল ভয়েসেস এর এই নতুন পর্যায়ের সাফল্য কামনা করছি।