- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

দেখুন জাপানিরা কীভাবে কাপড় শুকাতে দেয়

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, কৌতুক, ছবি তোলা, নাগরিক মাধ্যম
Attribution-ShareAlike 2.0 Generic (CC BY-SA 2.0) [1]

“গোসেই-নিস ২০এল”। গোসেই হলো কাগজের স্টিমারযুক্ত একটি জিনিস, যা শিনতো অনুষ্ঠানের সময় ব্যবহৃত হয়। ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী এম-লুইস। সিসি বিওয়াই-এসএ ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

জাপানের ম্যাটোমার নাভার নামের একটি ব্লগিং সাইটে তিনি লেখালিখি করেন। ব্লগে তার নাম পিপিপি_কম [2]। তিনি একটি পোস্ট লিখেছেন সেখানে। পোস্টটি ইতোমধ্যে তিন লাখ ত্রিশ হাজার বারের বেশি পড়া হয়েছে। পোস্টটি কি নিয়ে লেখা হয়েছে জানেন? বিশ্বের সবচে’ বিরক্তিকর কাজ [3] যতো। আর এতে বিশেষভাবে এসেছে কাপড় ধোয়ার কথা।

পিপিপি_কম টুইটার ঘেঁটে দেখেছেন, জাপানিদের সবচে’ অপছন্দের কাজ কাপড় ধোয়া। তারা নিজে পারত পক্ষে সেটা করে না। তবে, ধোয়ার পর শুকানোর জন্য বাইরে মেলে দেন। ম্যাটোমার নাভারে লেখালিখি করা সেই ব্লগার টুইটারে জাপানিদের কাপড় শুকানোর আজব সব কাজ-কারবার সংকলন করেছেন। যা দেখে কাপড় ধোয়া-মেলার মতো বিরক্তিকর কাজ ও সেটা করার পদ্ধতি আপনাকে বেশ আনন্দ দিবে।

Man, I really hate hanging up laundry to dry. I don't mind cleaning, cooking or tidying up–I just hate doing the laundry. I really do.

কাপড় শুকানোর জন্য তারে মেলার কাজ আমার একদমই পছন্দ নয়। ঘরদোর পরিষ্কার করা, রান্না-বান্না করা, সাজিয়ে-গুছিয়ে রাখার কাজে আমার মোটেও আপত্তি নেই। কিন্তু, কাপড় ধোয়ার আমাকে বলবেন না, প্লিজ! আমি এটা করতে পারবো না।

The much-hated laundry chore is complete. ?? Why do I hate it so? Hanging laundry to dry. (>_<)

কাপড় ধোয়ার বিরক্তিকর কাজটা শেষ। এটা আমি এতো অপছন্দ করি কেন? কারণ, ধোয়ার পর শুকানোর জন্য মেলে দিতে হয়।

কিছু মানুষ আছে যারা আনন্দের সাথে কাপড় শুকানোর জন্য মেলে দেয়ার কাজটা করে…

How I hang up clothes…

দেখুন আমি কীভাবে কাপড় শুকাই।

How I hang up by cycling bib shorts to dry.

সাইকেলের উপর আমি এভাবে হাফ প্যান্ট শুকিয়ে থাকি।

তবে আরো অনেকেই আছে, যারা কাপড় শুকানোর জন্য ব্যাপারে একেবারেই উদাসীন।

The way Tatsuya hangs up clothes is really gross. There's no way I can put on the white T-shirt I was planning to wear tomorrow.

টাতসুয়া পদ্ধতিতে ভালোই কাপড় শুকানো হচ্ছে। এছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ, এই সাদা শার্টগুলো পরেই আমি আগামীকাল বাইরে যাবো।

অনেক পরিবারই নিজেদের মতো করে কাপড় ধুয়ে শুকানোর পদ্ধতি বের করেছে:

This is how we hang up clothes at our house, lol.

আমরা বাড়িতে এভাবেই কাপড় শুকিয়ে থাকি। হাহাহাহা।

What happens when you ask your resident ankle-biters to help with washing their shoes… The way they hung up the shoes is approaching a work of art, and has kept me laughing all morning. An early-morning offer to the birds? […]

তারা [আমাদের প্রতিবেশী] যেভাবে জুতা ঝুলিয়ে রেখেছে, দেখে মনে হবে একটা আর্ট। সারা সকালবেলা আমি এটা দেখে হেসেছি। এটা কি সকালের পাখিদের জন্য কোনো অফার?

কিছু মানুষ আছেন যারা কিছু কাপড় ধোয়ার বেলায় খুব মনোযোগ দেন, আবার কিছু কাপড় একদমই পাত্তা দিতে চান না!

On the left: How I hang up towels I don't really care about.
On the right: How I hang up towels I really care about.

[Note: the Twitter user seems to be a fan of AK48 ‘idol’ Ozeki Rika [18], and is not such a fan of the Orix Buffaloes [19] baseball team, from Osaka in western Japan.]

বামে: দেখুন আমি কীভাবে টাওয়েল ঝুলিয়ে রেখেছি। এ ব্যাপারে আমার কোনো মনোযোগই নেই।
ডানে: দেখুন আমি কীভাবে টাওয়েল ঝুলিয়ে রেখেছি। এ ব্যাপারে আমার বেশ মনোযোগ আছে।

নোট: দেখে মনে হচ্ছে এই টুইটার ব্যবহারকারী একে৪৮ আইডল ওজিকি রিকা [18]র ফ্যান। তবে পশ্চিম জাপানের ওসাকার বেসবল টিম ওরিক্স বাফালোর [19] ফ্যান নয়।

সবচে’ বড় সমস্যা হলো নরম তুলতুলে খেলনা পুতুল ধুয়ে দেয়ার পর কীভাবে শুকানো হবে, সেটার উপায় বের করা:

When it comes to washing [soft toys], I have no idea how to hang them up to dry, so this is what I did. Although doesn't it look like it's enjoying itself, lol?

আমার কোনো ধারনাই নেই নরম তুলতুলে খেলনা পুতুল ধুয়ে দেয়ার পর কীভাবে শুকাবো। আর তাই আমি এটা করেছি। দেখে কী মনে হচ্ছে না, এটা সে উপভোগ করছে, হাহাহাহা?

How I hang up my polar bear to dry.

দেখুন, আমার পোলার বিয়ার আমি কীভাবে শুকাতে দিচ্ছি।

কাপড় শুকানোর আরো টুইট দেখুন এখানে [24]