নেট-নাগরিক প্রতিবেদন: নেটওয়ার্ক বন্ধের কারণে হুমকির মুখে সিরিয়া, ভেনিজুয়েলা, পাকিস্তানের বিভিন্ন সম্প্রদায়

২০১৮ সালের ১৯ জানুয়ারি তারিখে তুর্কি সামরিক অভিযানের বিরুদ্ধে আফরিনের অধিবাসীদের বিক্ষোভ। উইকিমিডিয়া কমন্স এর মাধ্যমে কুর্দী ভয়েস অব আমেরিকার ছবি [প্রকাশ্য ডোমেন]।

অ্যাডভক্স নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট অধিকারগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা থেকে উত্তরণ এবং উদীয়মান প্রবণতাগুলির একটি আন্তর্জাতিক আলোকপাত উপস্থাপন করে।

এই সপ্তাহে অনেক ইন্টারনেট ব্যবহারকারীদের মন জূড়ে থাকা ব্যক্তিগত উপাত্ত এবং তথ্য লঙ্ঘন ফেসবুক এবং ক্যামব্রিজ এ্যানালিটিকার শিরোনামগুলির উপর আধিপত্য বিস্তার করে রেখেছে। কিন্তু সারা বিশ্বের অনেকের কাছে তাদের অনলাইন অধিকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের ইন্টারনেটে একেবারেই প্রবেশ করতে না পারার অক্ষমতা।

সিরিয়া

গত ১৮ মার্চ তারিখে তুর্কী সমর্থিত বাহিনী নিয়ন্ত্রণে নেয়ার পর উত্তর সিরিয়ার আফরিনের বেসামরিক নাগরিকরা ইন্টারনেট সংযোগবিহীন থাকার পর তাদের ইন্টারনেট সংযোগ মারাত্নক দুর্বল হয়ে পড়ার অভিযোগ করেছে। সিরিয়ার যুদ্ধে টেলিযোগাযোগ নেটওয়ার্কের মারাত্নক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক সিরীয় নাগরিক ইন্টারনেটে প্রবেশাধিকার হারিয়েছে — কখনো কখনো সরকারের ইচ্ছাকৃত নেটওয়ার্ক বিঘ্ন বা ওয়েবসাইট অবরোধের কারণে, আবার কোন কোন ক্ষেত্রে বোমা হামলার কারণে ইন্টারনেট অবকাঠামোর সরাসরি ক্ষতির জন্যে।

এসএমইএক্সের জন্যে লিখতে গিয়ে আসের খাত্তিব ব্যাখ্যা করেছেন যে তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তের ঠিক দক্ষিণে অবস্থিত আফরিনের অধিবাসীদের তাদের নিজেদের দেশের নেটওয়ার্কের অবনতির কারণে ক্রমবর্ধমানভাবে তুর্কী ইন্টারনেট অবকাঠামো ব্যবহারের পথ অবলম্বন করতে হচ্ছে।

“সাত বছরব্যাপী সিরিয়ার যুদ্ধসহ সহিংস সংঘর্ষের সময় নেটওয়ার্ক বিঘ্নতা যুদ্ধের ক্ষতিকর প্রভাব বৃদ্ধি করেছে — জরুরী পরিষেবায় জনগণের প্রবেশাধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের নথিবদ্ধকরণ, যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে থাকা প্রিয়জনের সাথে সংযুক্ত থাকা  কঠিনতর করে তুলেছে,” তিনি লিখেছেন।

ভেনিজুয়েলা

২০১৮ সালের মার্চ মাসের মাত্র প্রথম দুই সপ্তাহে ভেনিজুয়েলার ১৭টি অঙ্গরাজ্য থেমে থেমে বা দীর্ঘস্থায়ী ইন্টারনেট বিভ্রাটের শিকার হয়েছে। ভেনিজুয়েলার সংবাদ ও সমাজ প্রতিষ্ঠান (আইপিওয়াইএস) বিভ্রাটের প্রতিবেদন সংগ্রহ করে পরিষেবা বিচ্ছিন্নতাকে অনুসরণ করে একটি মানচিত্র তৈরী করেছে। এই অলাভজনক গোষ্ঠীটি পরিপূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্নতাসহ এসব পরিষেবা বিভ্রাট ভেনিজুয়েলার টেলিযোগাযোগ নেটওয়ার্কগুলির স্থায়ী ক্ষতি করছে বলে প্রতিবেদন করেছে।

পাকিস্তান

ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইসলামাবাদের উচ্চ আদালত মোবাইল নেটওয়ার্ক বন্ধকে অবৈধ ঘোষণা করেছে। কিন্তু পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ এবং তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই রায় চ্যালেঞ্জ করার পর আদালতে দাবীদারদের পক্ষে একটি অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থা প্রদান করে। এই সপ্তাহে ডিজিটাল অধিকার পর্যবেক্ষক ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বিভিন্ন অংশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার একাধিক অভিযোগ পেয়েছে।

ক্যারিবীয় ও আফ্রিকীয় অঞ্চলে ক্যামব্রিজ এ্যানালিটিকার পরীক্ষা-নীরিক্ষা

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদকরা উপাত্ত অনুসন্ধান ও বিশ্লেষণ সংস্থা কেমব্রিজ এ্যানালিটিকা যে ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও প্রোফাইল সংগ্রহ করেছিল তা ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণাকে সমর্থন করতে ব্যবহার করা বিজ্ঞাপন লক্ষ্যবস্তুতে পরিণত করার কৌশল উদ্ভাবনে ব্যবহার করা হয়েছিল বলে প্রতিবেদন করেছেন। বিশ্লেষকরা ব্যবসায়িক মডেল এর জন্যে দায়ী বলে যুক্তি প্রদর্শন করে প্রবেশাধিকারের জন্যে তাদের অনুমতি দেয়া অ্যাপ্লিকেশনগুলি পর্যালোচনা করে দেখতে বলেছেন।

নিবন্ধটিতে আরো বলা হয়েছে কেমব্রিজ এ্যানালিটিকা ক্যারিবীয় এবং আফ্রিকার দেশগুলিতে — যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের তুলনায় কম নিয়ন্ত্রণমূলক গোপনীয়তার নিয়ম রয়েছে — পরীক্ষা-নীরিক্ষা পরিচালনা করেছে। কোম্পানিটি ২০১২ সালে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার পক্ষে এবং সাম্প্রতিকতম সময়ে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কাজ করা কেনিয়াতে প্রকাশ্যে তাদের কাজটি আরো আঁটোসাঁটো করেছে। ২০১৩ সালে কেমব্রিজ এনালিটিকা ৪৭,০০০ সরেজমিন জরিপ পরিচালনা করে তা কেনিয়ার নির্বাচকমণ্ডলীদের একটি প্রোফাইল নির্মাণে ব্যবহার করেছিল। কোম্পানিটির ওয়েবসাইটে বর্ণিত “নির্বাচকমণ্ডলীদের চাহিদার (কাজ) এবং ভয় (উপজাতীয় হিংস্রতা) ভিত্তিক” প্রাপ্ত এই কৌশলটিতে কেনিয়াত্তার প্রচারাভিযানে সমর্থন বৃদ্ধি করার জন্যে কোম্পানিটির জাতিগত উত্তেজনা ব্যবহার  কেনীয়দের অনেককে দুর্ভাবনায় ফেলে দিয়েছে

সামাজিক গণমাধ্যমে ‘মিথ্যা সংবাদ’ মোকাবেলায় নিকারাগুয়ার উপ-রাষ্ট্রপতির ধাক্কা

নিকারাগুয়ার উপ-রাষ্ট্রপতি রোসারিও মুরিলো নিকারাগুয়ার সামাজিক নেটওয়ার্কের বিধিগুলি পর্যালোচনা করার জন্যে জাতীয় পরিষদের সভাপতির সঙ্গে কথা চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। মুরিলো বলেন সামাজিক গণমাধ্যমগুলি “নিকারাগুয়াবাসীদের উপর নেতিবাচকভাবে প্রভাব” ফেলছে বলে তিনি “মিথ্যা সংবাদ” রোধ করার জন্যে শিশুদের বিধি এবং পারিবারিক বিধি (টিকে) সহ দণ্ডবিধি সংশোধনের কথা বিবেচনা করছেন।

মুরিলোর মন্তব্য অপেক্ষাকৃত একটি খোলা অনলাইন মণ্ডলকে দেশটির গণমাধ্যম বিধির আওতায় নিয়ে আসার পরিকল্পনা প্রকাশ করে। বিরোধীদলীয় রাজনৈতিক দলগুলি প্রস্তাবটিকে সরকারের সমালোচকদের চুপ করানোর একটি সম্ভাব্য উপায় বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করেছে।

কাতার সমালোচকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছে

কাতারের সরকার যুক্তরাষ্ট্রে এর সমালোচকদের পিছু নিয়েছে। ১৬ মার্চ তারিখে সরকারের যোগাযোগ দপ্তর উন্মোচিত_কাতার নামের একটি ওয়েবসাইটের সব পরিচালক এবং অ্যাকাউন্টটির সঙ্গে যুক্ত সরকার সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচারকারী সামাজিক গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বলে রয়টার্স জানিয়েছে

রুশ কর্তৃপক্ষ টেলিগ্রাম বন্ধ করার হুমকি দিয়েছে

একটি রুশ শীর্ষ আদালত রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবা এফএসবি’র বার্তা অ্যাপ্লিকেশন টেলিগ্রামকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে তার এনক্রিপশন কী (সংকেতায়নের সূত্র) ভাগাভাগি করার একটি দাবি বহাল রেখেছে । এটা  না করতে চাওয়ায় টেলিগ্রামকে একটি জরিমানা কয়রা হয়েছে এবং ১৫ দিনের মধ্যে এনক্রিপশন কী সরবরাহ করতে না পারলে দেশের মধ্যে অবরুদ্ধ করে দেয়ার আদেশ জারি করা হয়েছে। প্রতিষ্ঠাতা পাভেল দুরভ জোর দিয়ে বলেছেন যে “ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সরবরাহ না করা হলে টেলিগ্রাম বন্ধ করে দেয়ার হুমকিগুলি কোন কাজে আসবে না।” প্রথমতঃ কী সংরক্ষণের সুযোগ দেয়া (যা হোয়াটসঅ্যাপ এবং সিগন্যালের মতো কোন বার্তা অ্যাপ্লিকেশন দেয় না) একটি অবকাঠামোসহ বেশ কিছু নিরাপত্তা সমস্যার জন্যে অ্যাপ্লিকেশনটির সমালোচনা করা হয়ে থাকে।

গুগলকে একটি অকুস্থলের সব মানুষের তথ্য দিতে বলা হয়েছে

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার পুলিশ গুগলকে একটি ক্ষেত্রে অপরাধের অকুস্থলের শুধু নির্দিষ্ট সন্দেহভাজনদের নয়, ১৭ একর একটি এলাকার সব মানুষের মোবাইল ফোনের  তথ্য সরবরাহ করতে বলেছে। গুগল অনুরোধটি রক্ষা করেছে কি করেনি সেটা প্রকাশ করেনি।

ইউটিউব আশা করে উইকিপিডিয়া ভুল তথ্য সমস্যার সমাধান করতে পারে

ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসান ওচিচকি ভুল তথ্য বিস্তার রোধে “ষড়যন্ত্র তত্ত্ব” সমর্থন করে এমন ভিডিওগুলির পাশাপাশি উইকিপিডিয়ার পাতার সংযোগগুলি যুক্ত করাসহ ভিডিও মঞ্চটি শীঘ্রই নতুন বৈশিষ্ট্য প্রবর্তন করার ঘোষণা দিয়েছেন। অবস্থাদৃষ্টে আশা করা হচ্ছে যে উইকিপিডিয়ার নিরপেক্ষতার মানদণ্ড আলোচ্য সমস্যা বা ঘটনা সম্পর্কে ভোক্তাদের আরো ভারসাম্যপূর্ণ তথ্য দিতে সাহায্য করতে পারে।

নেট-নাগরিক সক্রিয়তা

পুয়ের্তো রিকোতে একটি নাগরিক সাংবাদিকতা প্রকল্প দ্বীপটি জুড়ে হারিকেন বা ঘূর্ণিঝড়কালীন পুনরুদ্ধারের খবর ছড়িয়ে দিতে কাজ করছে। সাহায্য হিসেবে তথ্য নামের একটি নিবেদিত ফেসবুক পাতার মাধ্যমে বারোজন নাগরিক সাংবাদিকের একটি দল অন্যান্য অধিবাসীদের পুনরুদ্ধারের তথ্য সংগ্রহ এবং ছড়িয়ে দেওয়ার কাজ করছে।

নতুন গবেষণা

নেট-নাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .