অ্যাডভক্স নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট অধিকারগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা থেকে উত্তরণ এবং উদীয়মান প্রবণতাগুলির একটি আন্তর্জাতিক আলোকপাত উপস্থাপন করে।
সফ্টওয়্যার আক্রমণের শিকার গোষ্ঠীগুলির একটি আনুষ্ঠানিক বক্তব্য অনুসারে, মেক্সিকোর সরকার সরকারি সংস্থাগুলির বিরুদ্ধে দেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের স্মার্টফোন সংক্রমণে নজরদারী সফ্টওয়্যার ব্যবহারের অভিযোগ তদন্ত করতে ব্যর্থ হয়েছে।
২০১৭ সালের জুন মাসে বিশেষজ্ঞরা সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষাকর্মীদের ইসরায়েলী সাইবার অস্ত্র পরিবেশক এনএসও গোষ্ঠী নির্মিত পেগাসাস নামের একটি নজরদারি সফটওয়্যার পণ্যের লক্ষ্যবস্তুতে পরিণত করার ৭৬টি ঘটনার প্রমাণ প্রকাশ করেছে। পেগাসাস আক্রমণকারীকে শিকারের মোবাইল ফোনে ঢুকে সেটির কার্যক্রম নিরীক্ষণের সুযোগ করে দেয়। আর্টিকেল-১৯, টরেন্টো বিশ্ববিদ্যালয়ের নাগরিক গবেষণাগার, মেক্সিকো সিটি-ভিত্তিক এনজিও আর৩ডি এবং সামাজিক-টিআইসি এই ঘটনাগুলি নথিবদ্ধ করেছে।
প্রাপ্ত অনুসন্ধানের বিষয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকা প্রতিবেদন করার পর রাষ্ট্রপতি এনরিক পিনা নিয়েতো এটর্নি জেনারেলের অফিসকে এই অভিযোগগুলির প্রতিক্রিয়া জানাতে বলেছেন। গোষ্ঠীটি বলেছে ২০১৭ সালের জুন থেকে কর্তৃপক্ষ সফ্টওয়্যার ব্যবহারের বিষয়ে কোন নথিপত্র চাচ্ছে না, এমনকি তারা তাদের কারিগরি স্থাপনের তদন্ত করেনি অথবা সফ্টওয়্যার ব্যবহার করতে পারার মতো প্রশিক্ষিত কোন সরকারী কর্মচারীরও সাক্ষাৎকার গ্রহণ করেনি।
তারা এটর্নি জেনারেলের অফিস এই কাজটি করতে অসমর্থ এমন যুক্তি দিয়ে অনুসন্ধানগুলির বিষয়ে এখন একটি স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছে। কারণ সংস্থাটির ম্যালওয়ার কেনা দিয়ে এর শুরু বলে প্রমাণ রয়েছে। আর মেক্সিকোর সরকার এখনো তার নিজস্ব একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত না চালিয়ে বরং মার্কিন সরকারকে এই প্রক্রিয়ার সহায়তা করতে অনুরোধ জানিয়েছে — যে অনুরোধ মার্কিন কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছে।
এটি বিগত ২০১৩ সালে মেক্সিকোতে নজরদারি সফ্টওয়্যার ব্যবহার বিষয়ে উদ্ঘাটিত তথ্য এবং বিভিন্ন তদন্তের একটি ধারাবাহিকের সর্বশেষ হালনাগাদ। নীতিপ্রণেতারা শক্তিশালী জনস্বাস্থ্য নীতিমালা এবং আইয়োটজিনাপার ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হয়ে যাওয়ার বিশেষজ্ঞ তদন্তের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
টুইটের কারণে বাহরাইনী মানবাধিকার নেতার পাঁচ বছর কারাদণ্ড
টুইটের একটি ধারাবাহিকের কারণে বাহরাইনের মানবাধিকার কেন্দ্রের স্পষ্টভাষী নেতা নাবিল রজবকে ২১ ফেব্রুয়ারি তারিখে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিচারকদের দাবি টুইটগুলি “জাতীয় প্রতিষ্ঠানের অপমান” এবং “প্রতিবেশী দেশের প্রতি অসম্মান” করেছে। টুইটগুলিতে রজব ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরবের অবস্থানের সমালোচনা এবং মানবাধিকার পর্যবেক্ষক হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত বাহরাইনের জাউ কারাগারে অত্যাচার এবং নির্যাতনের প্রমাণের প্রতিও ইঙ্গিত করেছিলেন।
প্রধানমন্ত্রীর ভাঁড়ামো ছবির জন্যে মালয়েশীয় কার্টুন আঁকিয়ের কারাদণ্ড হতে পারে
হাতে আঁকা ভাঁড়ের মেক-আপ পরিহিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শ্রী নাজিব রাজাকের একটি কার্টুন ফেসবুকে পোস্ট করার পর মালয়েশীয় কার্টুন শিল্পী ফাহমিকে বিচারে “মিথ্যা যোগাযোগ আপলোড” করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। মামলাটি সম্পর্কে পরবর্তী একটি পোস্টে তিনি লিখেছেন:
মন্দ ভাঁড়ের আদলে প্রধানমন্ত্রীর মুখ আঁকা হলো ভিন্নমতাবলম্বীদের কণ্ঠস্বরগুলিকে থামিয়ে দেয়ার জন্যে রাষ্ট্রদ্রোহিতাসহ অন্যান্য কঠোর আইন ব্যবহারকারী এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ।
১৯৯৮ সালের মাল্টিমিডিয়া এবং যোগাযোগ আইনের ২৩৩ নং ধারা অনুসারে তাকে একমাসের কারাদণ্ড ও ৩০ হাজার মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ৬ লক্ষ ৩৬ হাজার বাংলাদেশী টাকা) জরিমানা করা হয়েছে। তার আইনজীবী আপিল করার কথা জানিয়েছে।
কাশ্মিরী ডিজিটাল চিত্র সাংবাদিক আটকের ১৫০ দিন
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে কাশ্মীরি আলোকচিত্র সাংবাদিক কামরান ইউসুফ ১৫০ দিন ধরে কারাবন্দী রয়েছেন। অবশেষে ১৮ জানুয়ারি তারিখে তাকে “কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থায়ন” এর সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোন “সামাজিক/উন্নয়ন কর্মকাণ্ড” নজরে আনার ক্ষেত্রে অবহেলা করে তিনি “একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব” অবহেলা করেছেন বলে তার অভিযোগপত্রে দাবি করা হয়েছে।
গতবছর ইউসুফের তোলা শোকমিছিল এবং পাথর ছোঁড়ার যুদ্ধের ছবি ও ভিডিওগুলি সামাজিক গণমাধ্যমে প্রতিদিন ১০ হাজারের মতো দর্শন ও শেয়ার লাভ করায় তিনি বিখ্যাত হয়ে উঠেন। তার আটক সম্পর্কে ভারতীয় প্রেস কাউন্সিল উদ্বেগ প্রকাশ করেছে। কাশ্মীর সম্পাদক গিল্ড এবং সাংবাদিক সুরক্ষা কমিটি তার মুক্তির আহ্বান জানিয়েছে।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তার ছবি পোস্টের দায়ে মেসিডোনীয় নাগরিকের বিচার
মেসেডোনিয়ার পুলিশ স্থানীয় নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের ছবি তুলে সেগুলি ফেসবুকে পোস্ট করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। নির্বাচনী প্রক্রিয়াটিতে সম্ভাব্য অনিয়মের প্রমাণ প্রদর্শনের প্রচেষ্টার অংশ হিসেবে ছবি উত্তোলনকারী ৩০টি আলোকচিত্র পোস্ট করেছেন। জেভগেলিজার প্রাথমিক আদালত ঐ ব্যক্তিকে “ব্যক্তিগত তথ্য অপব্যবহার” এর দায়ে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে। নাম উল্লেখ না করা ঐ ব্যক্তি আপীল করার সিদ্ধান্ত নিয়েছে।
তুর্কী সাংবাদিকের যাবজ্জীবন কারাদণ্ড
বিনা অভিযোগে এক বছর আটক রাখার পর তুর্কি-জার্মান সাংবাদিক ডেনিজ ইয়োকেলকে মুক্তি দেয়ার একই দিনে “সাংবিধানিক শৃঙ্খলা নস্যাৎ প্রচেষ্টার দায়ে ছয়জন তুর্কী সাংবাদিককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইয়োলকে “জনগণের মাঝে জাতিগত ঘৃণা এবং শত্রুতা উস্কে দেয়া” এবং “একটি সন্ত্রাসী সংগঠনের প্রচারণা ছড়িয়ে দেওয়া”র সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। তুর্কি প্রধানমন্ত্রীর জার্মান সফরের অব্যবহিত পরেই তার মুক্তি দেয়া হয়। বর্তমানে তুরস্কের কারাগারে ১৫৫জন সাংবাদিক সাজা ভোগ করছে।
নারীবিদ্বেষী টুইটের কারণে স্পেনীয় পুরুষের কারাদণ্ড
ফেব্রুয়ারির ১৬ তারিখে “নারীদের প্রতি বিদ্বেষ উস্কে দেয়া” ২০১৬ এবং ২০১৬ সালের টুইট প্রকাশে্র জন্যে স্পেনের এক ২২ বছর বয়েসী পুরুষকে আড়াই বছর কারাদণ্ড প্রদান করেছে সেদেশের সর্বোচ্চ আদালত।
কর্তৃপক্ষের আলাদা করা একটি টুইটে বলা হয়েছে, “এবং ৫৬ নারী খুনের মাধ্যমে ২০১৫ সাল শেষ হলো, এটা ভাল রেকর্ড না হলেও এর চেয়ে বেশি আর কী করা যেতো, চলুন দেখি ২০১৬ সালে সংখ্যাটি দ্বিগুণ হয় কিনা, ধন্যবাদ।” কর্তৃপক্ষের মতে “সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা” আরো কয়েকটিসহ এই টুইটগুলির কারণে ইতোপূর্বে এই ব্যক্তিকে দুইবছর কারাদণ্ড প্রদান করা হয়েছিল। পুণর্বিবেচনায়, সর্বোচ্চ আদালত টুইটগুলিকে “সহজাত” বলে এগুলি থেকে সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগ তুলে নিলেও নারীবিদ্বেষী মন্তব্যের জন্যে শাস্তি বাড়িয়ে দিয়েছে।
ভেনিজুয়েলা নাগরিকদের বেশি বেশি ডেটা সংগ্রহ করছে – বেশিদিন সংরক্ষণ করে রাখার জন্যে
ভেনিজুয়েলার জাতীয় টেলিযোগাযোগ কমিশন দেশটির টেলিফোন পরিষেবায় প্রবেশাধিকারের জন্যে (ইতোমধ্যেই দীর্ঘ) ব্যক্তিগত তথ্যের তালিকাটি দীর্ঘতর করেছে। এছাড়াও এটি অপারেটরদের ডেটা সংরক্ষণের মেয়াদ চুক্তির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর আরো তিন মাস বৃদ্ধি করেছে।
নতুন নিয়মটি ভেনিজুয়েলাকে কলম্বিয়ার পাশাপাশি লাতিন আমেরিকার দীর্ঘতম তথ্য ধারণকারী একটি দেশে পরিণত করেছে। ব্যবহারকারীদেরকে পরিচয়ের কাগজপত্র, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ এবং সম্পূর্ণ নাম-ঠিকানা ছাড়াও অবশ্যই তাদের ইমেল ঠিকানা, ছবি তুলতে এবং একটি বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে তাদের আঙ্গুলের ছাপ দিতে হবে। কমিশন বলেছে টেলিফোন অপারেটরদের সংগ্রহিত তথ্য ডিজিটাইজ করতে হবে, কিন্তু কীভাবে এটিকে সুরক্ষিত করতে হবে সেটা বলেনি। বলেছে শুধু সকল অপারেটর এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাটি মিলে যথাযথ সংরক্ষণ ও ব্যবহার বিধির শর্তাবলী ঠিক করবে।
নতুন গবেষণা
- Dead Reckoning: Navigating Content Moderation After “Fake News” (অন্ধ অনুমান: বিষয়বস্তু বাছাইয়ের মাধ্যমে “জাল সংবাদ” মোকাবেলা) – ডেটা এবং সমাজ
- La participación en la elaboración de la política nacional de ciberseguridad (জাতীয় সাইবার নিরাপত্তা নীতি উন্নয়নে অংশগ্রহণ) – পাবলো ভলিয়ার/ ডিজিটাল অধিকার
- State of Privacy in Lebanon (লেবাননে গোপনীয়তা পরিস্থিতি)- এসএমইএক্স/ আন্তর্জাতিক গোপণীয়তা
- Unique subscribers and mobile internet users: Understanding the new growth story – (অনন্য গ্রাহক এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী: নতুন বৃদ্ধির গল্প বোঝা ) – গ্লোবাল সিস্টেম মোবাইল সমিতি’র বুদ্ধিমত্তা
নেট-নাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন
আফেফ আব্রুজি, এলেরি রবার্টস বিডল, মারিয়ান দিয়াজ, এল. ফিঞ্চ, রোহিত জ্যোতিষ, রেজওয়ান ইসলাম, ইঞ্জি পেনু, ক্যারোল র্যাবারিসন, এলিজাবেথ রিভেরা, জিউক ক্যারোলিনা রুমুয়াত এবং সারাহ মায়ার্স ওয়েস্ট এই প্রতিবেদনে অবদান রেখেছেন।