- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

উজবেকিস্তান ও তার অভিবাসী শ্রমিকেরাঃ দুই রাষ্ট্রপতির কাহিনী

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, উজবেকিস্তান, উন্নয়ন, দুর্যোগ, দেশান্তর ও অভিবাসন, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, শ্রম

মধ্য এশিয়ার মানচিত্র। উজবেকিস্তানের (মানচিত্রে লাল রং-এ চিহ্নিত এলাকা) পঞ্চাশ জনের বেশী অভিবাসী শ্রমিক কাজাখস্তান (মানচিত্রে সবুজ রং-এ চিহ্নিত) থেকে রাশিয়া যাওয়ার পথে ১৮ জানুয়ারি তারিখে নিহত হয়। প্রস্তুতকারকঃ কাকাহুয়াতে। ব্লাক ওয়ার্ল্ড ম্যাপ–এর ভিত্তিতে এই প্রবন্ধ লেখকের নিজস্ব সৃষ্টি [1]। সিসি ২.০

রাশিয়ায় সবচেয়ে অভিবাসী সম্প্রদায় প্রতিনিধিত্ব করছে উজবেক নাগরিকেরা এবং স্বদেশে তার পরিবার যে দারিদ্র্যের মোকাবেলা তা দূর করার জন্য এই সকল শ্রমিকেরা গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করছে। তবে এখন পর্যন্ত মধ্য এশিয়ার এই রাষ্ট্রটির সরকার তাদের অবদান স্বীকার করে নেওয়ার ক্ষেত্রে অনেক গড়িমসি প্রদর্শন করছে, অন্যদিকে দেশটির পূর্ববর্তী রাষ্ট্রপতি ইসলাম কারিমভ তার এক জ্বালাময়ী বক্তৃতায় এদের অলস হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে প্রাক্তন রাষ্ট্রপতি ইসলাম কারিমভের উত্তরসুরী সাভকাত মিরজিয়োয়েভ, এক ভিন্ন কৌশল গ্রহণ করেছেন। তিনি এ মাসের শুরুতে রাশিয়া যাওয়ার পথে ৫২ জন উজবেক অভিবাসী শ্রমিকের ভয়াবহ মৃত্যুর [2] বিষয়টি স্মরণ করার সময় এই ধরণের পরিস্থিতির জন্য নিজ সরকার এবং কর্মকর্তাদের দায়ী করেন, যারা দেশে এমন এক অর্থনৈতিক পরিবেশের সৃষ্টি করেছে যার ফলে ২০ লাখের বেশী উজবেক নাগরিক কম বেতনে বিদেশী চাকুরীর অনুসন্ধান করেছে।

স্থানীয় এক সমাধিক্ষেত্র পরিদর্শন করার সময়, তিনি বাস দুর্ঘটনায় পুড়ে যাওয়া নাগরিকদের জন্য দোয়া এবং নিহত নাগরিকদের পরিবারের জন্য শোক প্রকাশ করেন [3]:

Кечаги бўлган палакатлар кўп нарсадан далолат беради. Халқимизни олдида ҳали қарзимиз кўп. Одамларизга шароит яратмаганимиз учун, улар бегона юртларга бориб иш қидириб юришибди. Бу албатта давлатчилик, давлат раҳбарияти, ҳамма тизимдаги раҳбарларнинг хато ва камчиликлари ўз вақтида бартараф этилмаганидан далолат беради.

Улар бегона юртларда сарсон-саргардон бўлиб юрибди деган гап, бу бекор гап эмас. Бечора уларнинг ҳам умидлари, орзулари бўлган албатта. Худодан не ниятлар қилиб, боламни боқаман, отамга бир сўм олиб келаман, деб йўлга чиққан. Қандай ёш-ёш йигитлар, мўмин мусулмонлар, ҳаммаси ўзбекистонликлар”

যে বেদনাদায়ক বাস্তবতার বহিঃপ্রকাশ ঘটেছে তা অনেক ঘটনার প্রমাণ, যার মধ্যে এই তথ্যটি রয়েছে যে দেশের নাগরিকদের কাছে আমাদের অনেক ঋণ। আমাদের দেশের নাগরিকেরা অন্য দেশে কাজের সন্ধানে যাচ্ছে, কারণ আমরা দেশে তাদের জন্য আত্মবিশ্বাস তৈরি করতে পারছি না। বিদ্যমান ব্যবস্থায় রাষ্ট্র, সরকার এবং সকল নেতারা সময়ের সাথে সাথে বাড়তে থাকা এই সমস্যা দূর করতে ব্যর্থ হয়েছে।

কাজের সন্ধানে তারা অন্য দেশে যায়-আমাদের অসহায় নাগরিকেরা। অবশ্যই তাদের স্বপ্ন আছে। সন্তানের মুখে এক টুকরো রুটি অথবা পিতার হাতে কয়েকটি টাকা তুলে দেওয়ার উদ্দেশ্যে কাজের সন্ধানে তারা দূরদেশে যায়। সকলে একেবারে তরুণ, সকলে মুসলমান, সকলে উজবেকিস্তানের সন্তান।

মিরজিয়োয়েভ ২০১৭ সালে উজবেকিস্তানের ক্ষমতায় আরোহণ করেন। এর আগে তিনি দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি কারিমভের প্রধানমন্ত্রী হিসেবে ১৪ বছর দায়িত্ব পালন করেন। সম্প্রতি প্রাক্তন রাষ্ট্রপতি কারিমভ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, যিনি তিন দশক ধরে দেশটিকে শাসন করেন, যার শুরু সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে উজবেকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে, আর এই একনায়ক তার প্রবল কর্তৃত্বপরায়ণ শাসনের কারণে [4] কুখ্যাত ছিলেন।

মিরজিয়োয়েভ ক্ষমতায় আসার পর খুব দেশটিতে খুব সীমিত পরিমাণে গণতন্ত্র প্রদান এবং মানবাধিকার চর্চা শুরু করেছেন, কিন্তু শাসন করার জন্য জনপ্রিয়তা লাভের বিষয়কে তিনি গ্রহণ করেছে। পূর্বসূরির কিছু নীতি পরিহার এবং সঠিক সময়ে সঠিক বাক্যটি উচ্চারণ করে ৬৯ বছর বয়স্ক এই নেতা নিপীড়িত জনগোষ্ঠীর কাছ থেকে খানিকটা জনপ্রিয়তা অর্জন করেন।

এর বিপরীতে প্রাক্তন রাষ্ট্রপতি কারিমভ, তাঁকে কীভাবে দেখা হত সে বিষয়ে বিন্দুমাত্র পরোয়া করত না। প্রায় পাঁচ বছর আগে অভিবাসীদের প্রতি তার বিদ্রুপ [5] এমন এক মানুষের লক্ষণ হিসেবে চিহ্নিত হয় যে কিনা অনেক আগে স্বদেশের নাগরিকেরা যে বাস্তবতার মুখোমুখি হত সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন:

Дангасалар деб кимни ҳисоблайман? Ҳўв Москвани бориб кўчаларини, майдонларини супурадиганларни. Ўтта нима йўқ… Одам жирканади, ки ўзбек миллатидан шунақа бориб, ўзига бир бурда нон топиш учун шу ёққа бориши керак экан. Ҳа, Ўзбекистоннинг ўзида ҳеч ким очликдан ўлаётгани йўқ

কাকে আমি অলস বলব? মস্কোয় গিয়ে যারা সেখানকার রাস্তা ও সড়ক ঝাড়ু দেয়। সেখানে তাদের জন্য কী রয়েছে? এটা বিরক্তিকর। উজবেক জাতি তাদের কারণে লজ্জিত; দেখা যাচ্ছে যে এক টুকরো রুটির জন্য তারা অনেক দূর যেত পার। কিন্তু উজবেকিস্তানে কেউ না খেয়ে মারা যায় না।

আঞ্চলিক শাসনকর্তারা রাষ্ট্রপতির স্মারকলিপিটি ধরতে পারেনি

১৮ জানুয়ারিতে সংঘঠিত ভয়াবহ বাস অগ্নিকান্ডের কিছুদিনের মধ্যে মিরজিয়োয়েভ এমন এক আদেশ শিথিল করার এক নির্দেশ জারি করেন যা উজবেকের অনেক শ্রমিককে কাজের সন্ধানে রাজধানী তাসখন্দে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আরোপ করত।

এই পদক্ষেপ ২২ জানুয়ারির পূর্বে গ্রহণ করা হয় যা ইতিমধ্যে রাজধানীতে জনসংখ্যার চাপ কমিয়ে আনে আর এই বিষয়টি উজবেকিস্তানের নাগরিকদের রাশিয়া গমনে ইন্ধন যোগায়।

প্রোপিস্কা নামের কঠোর এই নিবন্ধিকরণ পদ্ধতি এখনো রাজধানীতে চালু রয়েছে, তবে ২৫ লক্ষ নাগরিকের এই শহরে কাজের সন্ধানে আসা ব্যক্তির জন্য পূর্ব থেকে [6] নাম নিবন্ধনের বিষয় এখন আর প্রযোজ্য নয়।

তবে, রাজ্যের সকল নেতারা এখনও অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল নয়।

১৮ জানুয়ারিতে বাস অগ্নিকান্ডে নিহত ৫২ জনের মধ্যে যে এলাকার ১৬ জন নাগরিক ছিল, দেশটির অন্যতম এক ঘনবসতি পূর্ণ সেই প্রদেশের প্রাদেশিক শাসনকর্তা এক গোপন আলোচনায় এই সকল শ্রমিকদের জারজ হিসেবে সম্বোধন করে, যে আলাপ পড়ে ফাঁস হয়ে পড়ে।

২৪ জানুয়ারি তারিখে প্রচার মাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায় শাসনকর্তা শুকরাত গানিয়েভ এই সকল অভিবাসী শ্রমিকদের অভিযুক্ত করে, তার মতে এরা তার এলাকার জন্য নিন্দা বয়ে এনেছে, যারা যুবাদের কাজের জন্য বিদেশে পাঠাচ্ছে।

একই সাথে সে প্রকাশ্যে উক্ত দূর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রদান করা প্রদেশ সরকারের ক্ষতিপূরণের নিন্দা জানায় এবং প্রদেশের জন্য নির্ধারিত হজ্বের কোটা কমিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।

এই ফাঁস হয়ে যাওয়া অডিও নিয়ে করা আরএফই/আরএল সংবাদ–এর নীচে আসা অনেকগুলো ক্ষুব্ধ মন্তব্যের মাঝে এক পাঠকের অভিব্যক্তি [7]:

Обвиняя всех людей района и называя их ублюдками Шухрат Ганиев позорит честь Узбекистана, честь правительства страны. Таких крыс, как этот хоким, нужно гнать пинками. Президент признал проблемы, выразил соболезнование, а какой то каримовский манкурт говорит обратное. Да кто он такой, чтобы перечить нашему президен.

জেলার সকলকে অভিযুক্ত করা এবং তাদেরকে জারজ বলে অভিহিত করে শুকরাত গানিয়েভ উজবেকিস্তান এবং তার সরকারকে অসম্মানিত করেছে। এই ধরণের ছুঁচোর মত শাসকদের লাথি মেরে বের করে দেওয়া উচিত। রাষ্ট্রপতি অর্থনৈতিক সমস্যা সম্পর্কে জ্ঞাত আছেন, তিনি এই ঘটনায় তার শোক প্রকাশ করেছেন এবং এই কারিমভ ধাঁচের বিশ্বাসঘাতক [ আর যে ধরা পড়ে গেছে] বলছে ঠিক তার উল্টো কথা। কে সে যে আমাদের রাষ্ট্রপতির বিপরীতে কথা বলছে।

এই লেখা প্রকাশ হওয়ার সময় পর্যন্ত গানিয়েভ এখনো তার বক্তব্যে অটল রয়েছে।