নেট-নাগরিক প্রতিবেদন: নির্বাচনের আগে ‘মিথ্যা সংবাদ’-এর ভয়ে ফ্রান্স ও ব্রাজিলের আইন প্রণেতারা বাক-স্বাধীনতা সীমিত করতে চায়

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের স্টেনসিল কলা। উইকিমিডিয়া কমন্সের মাধ্যমে ডেভিড ড্রেক্সেলের তোলা ছবি (সিসি বাই ২.০)

অ্যাডভক্স নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেট অধিকারগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা থেকে উত্তরণ এবং উদীয়মান প্রবণতাগুলির একটি আন্তর্জাতিক আলোকপাত উপস্থাপন করে।

“মিথ্যা সংবাদ”- বা ফেইক নিউজের প্রেতটি এখনো দাপিয়ে বেড়াচ্ছে এবং সংবাদ বিতরণের উপর ইন্টারনেট কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ও দখল দিন দিন বেড়েই চলছে বলে মনে হয়। সারা বিশ্বের গণতান্ত্রিক নেতারা বাক-স্বাধীনতার আইনগুলি নিয়ন্ত্রণ এবং অনলাইন সংবাদ ও তথ্য – সেটা রাজনৈতিক ক্ষমতা, অর্থ অথবা ধারণা সহজ ও মুক্ত বিনিময় হোক না কেন – সেগুলির পিছনের অভিপ্রায়সমূহের মধ্যে পার্থক্য তৈরী করার উদ্দেশ্যে এসব করছে।

২০১৭ সালের ডিসেম্বরের প্রথম দিকে ২০১৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে সামাজিক গণমাধ্যমের মিথ্যা সংবাদের প্রতিবেদনগুলির উপর নজরদারি এবং হয়তো শৃঙ্খলায় আনার জন্য ব্রাজিলে সরকার একটি পর্ষদ প্রতিষ্ঠা করেছে। একটি কাউন্সিল প্রতিষ্ঠা করে সম্ভাব্য ব্যবস্থা স্থাপন করে। সংবাদটি জনসাধারণের মধ্যে সেন্সরশিপ সম্পর্কে দ্রুত উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রথম বৈঠকে পর্ষদ একটি সরঞ্জাম তৈরি করার প্রস্তাব করেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা সন্দেহজনক মনে হয় এমন সংবাদগুলি সম্পর্কে অভিযোগ দাখিল করতে পারবে।

কিভাবে কেবলমাত্র “মিথ্যা সংবাদ” প্রচারের বিষয়বস্তু বা অ্যাকাউন্ট অপসারণ করতে সক্ষম এই ব্যবস্থাটি সামাজিক গণমাধ্যম কোম্পানীগুলির সাথে যোগাযোগ করবে তা পর্ষদটি ব্যাখ্যা করেনি। সদস্যরা বলছে যে তারা সামাজিক গণমাধ্যম কোম্পানীগুলির কাছ থেকে সমর্থন বিষয়ে আলোচনা করলেও এটা তাদের কোথায় নিয়ে যাবে সেটা স্পষ্ট নয়।

এই ধরনের নিয়ন্ত্রণের পূর্ববর্তী প্রচেষ্টাগুলির ক্ষেত্রে মিশ্র ফলাফল লাভ করেছে। ২০১৬ সালের ডিসেম্বরে ফেসবুক “মিথ্যা সংবাদ সম্পর্কে অভিযোগ” করার একটি ফিচার চালু করলে অনেক ব্যবহারকারী তথ্য বা ধারণাগুলিকে প্রত্যাখ্যান করতে গিয়ে যাচাইকৃত বাস্তবতার ভিত্তিতে তৈরী হওয়া স্বত্ত্বেও এসব ধারণাকে জাল বিষয়বস্তু হিসাবে অভিযোগ করেছে

আটলান্টিক এলাকা জুড়ে “মিথ্যা সংবাদ”কে লক্ষ্যবস্তু করে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন যে নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন তাতে আইনী বিধিনিষেধ অনুসরণ করে বিষয়বস্তু মুছে দেয়া, মিথ্যা সংবাদ ছড়িয়ে দেয়া ওয়েবসাইটগুলি সেন্সর, এবং লঙ্ঘনকারী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করার অনুমোদন করা হয়েছে।

এছাড়াও ফরাসি কংগ্রেসের সামনে সামাজিক গণযোগাযোগ মাধ্যমের মঞ্চে পৃষ্ঠপোষিত বিষয়বস্তু লক্ষ্য করে আরেকটি নতুন খসড়া আইন রয়েছে। সেটা গৃহীত হলে সামাজিক গণযোগাযোগ মাধ্যমের মঞ্চগুলিকে তাদের পৃষ্ঠপোষক এবং সেগুলির নিয়ন্ত্রণকারীদের পরিচয় প্রকাশ’ করতে এবং এই ধরণের বিষয়বস্তু পৃষ্ঠপোষণের জন্যে প্রদত্ত অর্থের পরিমাণও সীমিত করতে হবে।

ম্যাক্রনের কথা অনুসারে, আইনটির উদ্দেশ্য হলো “গণতান্ত্রিক জীবন রক্ষা করা”।

ফ্রান্স ও ব্রাজিল উভয় দেশেই সরকারী লোকেরা কিভাবে সামাজিক গণযোগাযোগ মাধ্যমের কোম্পানিগুলিকে এই স্তরে এধরনের বিষয়বস্তু সনাক্ত এবং/অথবা অপসারণ করতে বাধ্য করবে তা সুনির্দিষ্টভাবে পরিষ্কার নয়।

ভিয়েতনামে অনলাইনে “ভুল চিন্তাধারা”র পেছনে ছোটার জন্যে হাজার হাজার কর্মী নিয়োগ

ভিয়েতনামের পিপলস আর্মির সাধারণ রাজনীতি বিভাগের উপ-প্রধান কর্নেল ঙ্গুইন ট্রং নাঘিয়া ২০১৫ সালের ২৫ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে তাদের সামরিক বাহিনীতে “ভুল তথ্য এবং রাষ্ট্রবিরোধী প্রচার মোকাবেলা” করার দায়িত্বসম্পন্ন একটি বিশেষ বাহিনী গঠন করার কথা ঘোষণা করেছেন। এই বিশেষ বাহিনীতে ইতোমধ্যে ১০,০০০ জনবল কর্মরত রয়েছে।

চীনে ২০১৭ সালে ‘ক্ষতিকর’ বিষয়বস্তুর জন্যে লক্ষাধিক ওয়েবসাইট সেন্সর

৮ জানুয়ারী তারিখে চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত জিনহুয়া সংবাদ সংস্থা ২০১৭ সালে “সামাজিক ভারসাম্য”-এর প্রতি হুমকিস্বরূপ “অননুমোদিত” উৎস এবং উপাদানের খবরসহ “ক্ষতিকর” বিষয়বস্তুর কারণে খবর সহ কন্টেন্ট, বস্তু দ্বারা এবং অশ্লীল বলে কথিত প্রায় ১,২৮,০০০ ওয়েবসাইটকে সেন্সর করার কথা জানিয়েছে। অতি সাম্প্রতিককালে, কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি না নিয়ে অবৈধভাবে সংবাদ সামগ্রী বিতরণ করার দায়ে জনপ্রিয় সংবাদ সংগ্রাহক অ্যাপ্লিকেশন টাওটিয়াও-কে সাইবারস্পেস প্রশাসনের কর্মকর্তারা কর্মকর্তারা জরিমানা করেছে

চীনা আদালতে সেন্সরশিপ ও নজরদারীর বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানি

বেইজিং-এর একটি আদালত অনলাইনে মিডিয়া নিয়ন্ত্রকদের এলজিবিটিকিউ (লেসবিয়ান_সমকামী_উভকামী_হিজড়া_ভিন্নধর্মী লিঙ্গ) বিষয়বস্তু সেন্সর–এর একটি মামলা শুনতে রাজি হয়েছে। ২০১৭ সালের জুনে এটি সমকামীতাসহ “অস্বাভাবিক যৌন সম্পর্ক বা আচরণ” প্রচারকারী অনলাইন বিষয়বস্তু নিষিদ্ধ করার নতুন নিয়মাবলী জারি করলে চীনের নেটে সম্প্রচার পরিষেবা সমিতি (এনএইটিসি) ক্ষোভ প্রকাশ করে। সাংহাইয়ের ৩০ বছর বয়েসী ফন চুনলিনের দায়ের করা মামলাটি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থাটিকে সমকামীতাকে “অস্বাভাবিক” হিসাবে বর্ণনা করার আইনী ভিত্তি প্রদানের চ্যালেঞ্জ করে। আগামী ছয় মাসের মধ্যে আদালতটি একটি রায় প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

চীনের অন্যতম বৃহত্তম ইন্টারনেট কোম্পানি বাইদু বিরোধী একটি ভোক্তা অধিকার গোষ্ঠীর একটি চ্যালেঞ্জ জিয়াংসু প্রদেশের একটি আদালত শুনতে রাজী হয়েছে। জিয়াংসু প্রাদেশিক ভোক্তা সুরক্ষা কমিটি মোবাইল বাইদুর অ্যাপ্লিকেশন এবং ওয়েব ব্রাউজারসহ পণ্যগুলি ব্যবহারকারীদের বার্তা, ফোন কল, পরিচিতি এবং অন্যান্য ডেটায় তাদের অনুমতি ছাড়াই প্রবেশ করছে বলে অভিযোগ করেছে

ইন্দোনেশীয় ড্রোন সেন্সরশিপের পরিবর্তে নজরদারিতে সাহায্য করছে

ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ইনফরমেটিক্স মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইন্টারনেটে “নেতিবাচক” বিষয়বস্তু অবরোধ করার প্রক্রিয়াটিকে উন্নত করার উদ্দেশ্যে একটি নতুন কর্মসূচী  চালু করেছে। “সাইবার ড্রোন ৯” নামে পরিচিত এই কর্মসূচীটি নতুন প্রযুক্তিগত বিভিন্ন সরঞ্জামকে (যাতে আসলে ড্রোন অন্তর্ভুক্ত নয়) কর্মীদের একটি দলের সঙ্গে যুক্ত করে। কর্মীরা সফ্টওয়্যারটির মাধ্যমে “নেতিবাচক” বিষয়বস্তু চিহ্নিত এবং তা সেন্সর করা উচিত কিনা স্থির করে এসব বিষয়বস্তু নিরীক্ষণ করবে।

যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে চান? আপনাকে হয়তো আপনার মোবাইল ফোন হস্তান্তর করতে হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র সীমান্ত সংস্থাগুলো ২০১৬ সালের ১৯,০৫১টির তুলনায় ২০১৭ সালে অভ্যন্তরীণ ও বহির্মুখী উভয় ধরনের ভ্রমণকারীদের ৩০,২০০টি যন্ত্রপাতি অনুসন্ধান করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা সংস্থার জারি করা নতুন নির্দেশিকাতে অন্যান্য ব্যবস্থাসহ অনুরোধের ভিত্তিতে যন্ত্রপাতি খুলে দেয়া এবং ভ্রমণকারীদের ‘মোবাইল ফোনের তথ্য নকল ও সংরক্ষণ করতে দেয়ার বিষয় রয়েছে।

ভেনিজুয়েলা ছাড়া সর্বত্র ইন্টারনেট ও মোবাইল ফোনে অনুপ্রবেশ বেড়ে চলছে

ভেনিজুয়েলার সংবাদ এবং ভাষ্য সাইট এল এস্তিমুলো (অনুপ্রেরণা) ভেনিজুয়েলাতে ইন্টারনেট এবং মোবাইল ফোন সংযোগের পতনশীল হারের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন (স্পেনীয় ভাষায়) প্রকাশ করেছে। নিবন্ধটিতে (একাধিক মোবাইল ফোন ব্যবহারকারী ব্যক্তির সংখ্যা) ২০১২ সালের ১০২% থেকে ২০১৬ সালে ৮৭%-এ নেমে যাওয়া এবং রাষ্ট্রটির মেরামত করতে ব্যর্থ মাটির নীচ দিয়ে যাওয়া ইন্টারনেট অবকাঠামোকে ক্ষয়ক্ষতির তালিকা সংক্রান্ত আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের পরিসংখ্যানকে তুলে ধরা হয়েছে। প্রবন্ধটিতে গ্লোবাল ভয়েসেসের লেখক মারিয়ানা দিয়াজের উদ্ধৃতি দেয়া হয়েছে:

অবকাঠামোর ক্রমবর্ধমান এই অবনতি কাকতালীয় বা হঠাৎ নয়। এটি ক্ষমতার কাঠামোর বাস্তবায়িত সিদ্ধান্ত এবং নীতির ফলাফল। শেষ ফলাফলটি হলো এটি নাগরিকদের অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিণতি ভোগ করাচ্ছে এবং রাষ্ট্র মৌলিক পরিষেবাগুলিতে প্রবেশাধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করছে না…

তিউনিশিয়াতে বায়োমেট্রিক পরিচয়পত্র আইন আপাততঃ মৃত

তিউনিশিয়ার সরকার ৯ জানুয়ারি তারিখে তিউনিশিয়ার সমস্ত নাগরিকদের জন্যে একটি জাতীয় বায়োমেট্রিক শনাক্তকরণের পরিকল্পনা জারি করা একটি প্রস্তাবিত আইন প্রত্যাহার করে নিয়েছে। মূলতঃ নাগরিকদের দেয়া অনেকগুলি যোগান থেকে উত্থাপিত অধিকার এবং স্বাধীনতার সংসদীয় কমিশনের প্রস্তাবিত সংশোধনী এবং সংশোধনের অন্তঃপ্রবাহের অংশ হিসেবে এই প্রত্যাহারটি করা হয়েছে।

নতুন গবেষণা

 

নেট-নাগরিক প্রতিবেদনের গ্রাহক হোন

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .